
21/04/2025
প্রতিটি সম্পর্কে বোঝাপড়া থাকাটা জরুরী । আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে । পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা একটা সম্পর্কের অক্সিজেন ।
এটা ছাড়া সম্পর্কের মৃত্যু হয় !
ছাড় দেয়া শিখতে হয় । শুধু ভালোবাসলেই ধরে রাখা যায় না । জানতে হয় কোথায় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে , কোথায় ফুলস্টপ দিতে হবে ।