31/10/2025
গত কয়েক দিনের আলোচনা আর ভিনিসিয়ুসের বিদায় নিয়ে আসেন পয়েন্টে আসি-
ভিনিসিয়ুস সেই নাম যে গোটা ইউরোপের ক্লাব গুলোকে তছনছ করে দিয়েছে! রিয়াল মাদ্রিদ হয়ে দুইটা ইউসিএল অর্জনে টপ পারফরম্যান্স করেছে। হিসাব করলে রিয়ালের লাস্ট ইউসিএল ভিনিরই অর্জন।
ভিনিসিয়ুস সেই নাম যার জন্য পেরেজ ব্যালন ডি'অর অনুষ্ঠান বয়কট করেছে। এই ভিনির জন্য রিয়াল মাদ্রিদ গোটা ফুটবল দুনিয়ার বিপক্ষে দাড়িয়েছে।
ফুটবল পাড়ায় পেরেজ একজন কমার্শিয়াল ও প্রচন্ড রিয়েলিস্টক মানুষ, তিনি ভিনিকে যদি এতো সামন্য কারণে ছেড়ে দেওয়ার পাত্র হতেন তবে এতো কিছু তার জন্য কখনোই করতো না।
আজ কোচ জাবিকে পেরেজ স্পষ্ট জানিয়ে দিয়েছে ভিনিসিয়ুস কোথায় যাচ্ছে না। তার সাথে সম্পর্ক ঠিক করেই সামনে এগিয়ে যেতে হবে, জাবির কাজ এটাই!
পুনশ্চঃ অনেকেই ভিনির শেষ দেখে ফেলেছিলেন, কেউ কেউ তো ভিনিকে সৌদি লীগে বিক্রি করে পার্টি পর্যন্ত দিয়ে মোজ-মাস্তি করছিলেন।