MD. Mozammel Hosen

MD. Mozammel Hosen খোয়াবে দেখেছি ভালো নেই
অভিযোগ রেখেছি কেউ নেই।
কেউ নেই বিষণ্ণ নগরে
পড়ে থাক অভিমান আদরে।


This page is created for entertainment purposes only.

It is not intended to influence anyone's religion. (01865484397 Whatsapp)

আমার বয়স তেইশ।আমি যখন ছোট ছিলাম তখন হাসিনা ক্ষমতায় বসে। আমি ছোটবেলা থেকে দেশে হাসিনা ও তার খুনি বাহিনীর ঘটানো এইসব আইয়াম...
11/07/2025

আমার বয়স তেইশ।
আমি যখন ছোট ছিলাম তখন হাসিনা ক্ষমতায় বসে। আমি ছোটবেলা থেকে দেশে হাসিনা ও তার খুনি বাহিনীর ঘটানো এইসব আইয়ামে জাহেলিয়া সমতুল্য ঘটনা দেখে দেখে বড় হয়েছি। তখন পর্যন্ত আমি বিএনপিকে মজলুম দল হিসাবে চিনতাম তাদের জন্য সিম্পেথি কাজ করতো।

বিশ্বাস করেন আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী ছিলাম না। কিন্তু কিছু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি আসার পর ছাত্রদলের নেতাকর্মী তাকে সংবর্ধনা দিতে যাওয়ার পথে ছাত্রলীগের কুত্তার বাচ্চারা যখন অন্যায় ভাবে তাদের উপর বর্বরোচিত হামলা করে সেইদিন থেকে বিএনপির প্রতি ভালো লাগা শুরু হয়।

মনে মনে প্রতিজ্ঞা করি আওয়ামী লীগের পতন হলে সব শুয়োরের বাচ্চার বিচার করবো। বলা বাহুল্য আমার মরহুম শ্রদ্ধেয় নানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্ডারে ১নং সেক্টরে যুদ্ধ করেছেন। তিনি বিএনপি পন্থী হওয়ায় কখনোই মুক্তিযুদ্ধার সনদ পাননি। তাই জিয়া পরিবারের প্রতি আমাদের পারিবারিক ভাবে আলাদা একটা টান ছিল।

২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর মনে হতে থাকলো আমরা এক জালেম এক ফেরাউনের হাত থেকে রক্ষা পেলাম। মনে মনে খুশি হলাম যে অনেক চড়াই উৎরাই পার করে অনেক অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে মনে হয় জিয়া পরিবার একটু স্বস্তি পেল। মনে হয় ১৭ বছর মজলুম হয়ে থাকা দলটা নিস্তার পেল।

হায় ভাগ্য কে জানতো এই দলেই হাসিনার কুত্তা লীগের চেয়ে ভয়ংকর শুয়োরের বাচ্চারা লুকিয়ে আছে। এই শুয়োরের বাচ্চারা নিজেদের লোভ লালসা আধিপত্য ক্ষমতা জাহির করতে গিয়ে আইলামে জাহেলিয়র চেয়ে কয়েক গুন এগিয়ে গেছে।

এই শুয়োরের বাচ্চা গুলোর জন্য আগে যেখানে বুক ফুলিয়ে বলতাম বিএনপি গণমানুষের দল বিএনপি মজলুমের দল, এখন শুনতে হয় বিএনপি জালেমের দল। আজ সারা দিন মিডফোর্ডে হত্যার ভিডিওটি চোখে ভাসছে কোন মানুষের বাচ্চার পক্ষে সম্ভব নয় এমন করে একটা জলজ্যান্ত মানুষ মেরে ফেলা। আরে মানুষ তো দূরের কথা একটা পাগলা কুকুরও তো এমন নৃশংস ভাবে মারা সম্ভব না।

হ্যাঁ ঘটনার পেছনে ঘটনা থাকে,,,
দেশে বিচার আছে আইন আছে কেউ অপরাধ করলে তাকে প্রকাশ্য পিটিয়ে নৃশংস ভাবে মেরা ফেলা যায় না। আইন তাহলে কি শুধু মরিচিকা?

যে শুয়োরের বাচ্চারা এই কান্ড ঘটিয়ে বিএনপি ও জিয়া পরিবারের নামে কালিমা লেপন করলো, মনুষ্যত্বহীনের পরিচয় দিল সেই সব জানোয়ার বাচ্চাদের হাত যতই লম্বা হোক বিএনপির যত বড় নেতা হোক তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে জনসম্মুখে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হোক। যাতে যেই দলই ক্ষমতায় আসুক, যারা এরকম কিছু করতে চায় তাদের জন্য একটা এলার্মিং হয়ে থাকে।

আল্লাহ আমাদের হেফাজত করুন।

প্রেম ধীরে ধুয়ে মুছে যায়নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়💔বিদায় কিংবদন্তি
09/07/2025

প্রেম ধীরে ধুয়ে মুছে যায়
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়💔
বিদায় কিংবদন্তি

যা হওয়ার হইসে। সেকেন্ড হাফে আমাদের একমাত্র লক্ষ এই বেইজ্জতি যেন রিপিট না হয় সেদিকে খেয়াল রাখা:- 😑Tarek Ahmed
09/07/2025

যা হওয়ার হইসে। সেকেন্ড হাফে আমাদের একমাত্র লক্ষ এই বেইজ্জতি যেন রিপিট না হয় সেদিকে খেয়াল রাখা:- 😑
Tarek Ahmed

কে কার চেয়ে বেশি খারাপ খেলতে পারে চলছে তার প্রতিযোগিতা। স্যাড বাট ট্রু
09/07/2025

কে কার চেয়ে বেশি খারাপ খেলতে পারে চলছে তার প্রতিযোগিতা। স্যাড বাট ট্রু

যার যার অবস্থান থেকে পালাও!আচ্ছা খেলা কি এখন বন্ধ করে চলে আসার কোন সুযোগ আছে?
09/07/2025

যার যার অবস্থান থেকে পালাও!
আচ্ছা খেলা কি এখন বন্ধ করে চলে আসার কোন সুযোগ আছে?

30/06/2025

কতগুলো শুয়োরের বাচ্চা, এখন খায় "জুলাই - রক্তাক্ত জুলাই" বেইচ্চা!

21/06/2025

মাদ্রিদেস্তাদের নিয়ে ভিডিও বানাবো,,
মাদ্রিদের জার্সি গায়ে ছবি কমেন্ট করুন...

আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কিন্তু ডগাউটে দেখা যাবেনা মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তির চুইংগাম চিবানোর দৃশ্য, কিংবা বাব...
18/06/2025

আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কিন্তু ডগাউটে দেখা যাবেনা মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তির চুইংগাম চিবানোর দৃশ্য, কিংবা বাবাকে পেছনে থেকে ডিরেকশন দেওয়া সহকারী কোচ ডেবিটকে।নিজের সাবেক ক্লাবের কোচ হিসাবে জাবি আলন্সো ডগাউটে দাঁড়াবেন বুট স্যুট পড়ে লম্বা চওড়া এক জেন্টেল ম্যান হয়ে। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়ে আজ প্রথম বারের মতো মাঠে নামবে আর্নাল্ডো, হুসেইনরা। গত সিজনের দায়বদ্ধতার জবাব দিতে মরিয়া হয়ে খেলবে ভিনিসিয়ুস, রদ্রিগো, ভালভার্দেরা। গত এক সিজন ইনজুরিতে কাটিয়ে মাঠে ফিরবে রিয়াল মাদ্রিদের লাকি ম্যান কার্ভাহাল ও ব্রাজিলিয়ান ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার এডার মিলিটাও। এ এক নতুন মাদ্রিদ অন্য রকম মাদ্রিদ দেখার অপেক্ষায়....

🚨🗣️ আনচেলোত্তি: "কেউ কোনোদিন ভুলবে না বেনজেমার পিএসজির বিপক্ষে করা তিনটি গোল, বা রদ্রিগোর ম্যানসিটির বিপক্ষে সেই দুইটি গ...
24/05/2025

🚨🗣️ আনচেলোত্তি: "কেউ কোনোদিন ভুলবে না বেনজেমার পিএসজির বিপক্ষে করা তিনটি গোল, বা রদ্রিগোর ম্যানসিটির বিপক্ষে সেই দুইটি গোল। মদরিচের আউটসাইড ফুটে দেওয়া অসাধারণ পাসটাও ভুলে যাওয়ার নয়। যোসেলুর দুই গোলও মনে থাকবে সবার। আর আমি? আমি কখনও ভুলব না আমি এখানে কাটানো প্রতিটা দিন।" 🥺

হ্যাঁ এটাই রিয়াল মাদ্রিদ। যে ক্লাব তার প্লেয়ারদের যথাযথ মূল্যায়ন করতে পারে!মেসি বার্সেলোনার সর্বকালের সেরা প্লেয়ার। বার্...
24/05/2025

হ্যাঁ এটাই রিয়াল মাদ্রিদ। যে ক্লাব তার প্লেয়ারদের যথাযথ মূল্যায়ন করতে পারে!
মেসি বার্সেলোনার সর্বকালের সেরা প্লেয়ার। বার্সেলোনা কি তাকে এই সম্মানটুকু দিতে পেরেছে?

🚨🇧🇷 অফিসিয়াল: কার্লো আনচেলত্তি ২৬ তারিখ বাংলাদেশ সময় রাত ১১ টা ৩০ মিনিটে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন। লাইভ সরাসরি সম্প...
24/05/2025

🚨🇧🇷 অফিসিয়াল: কার্লো আনচেলত্তি ২৬ তারিখ বাংলাদেশ সময় রাত ১১ টা ৩০ মিনিটে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন। লাইভ সরাসরি সম্প্রচার করবে টিএনটি ব্রাজিলের ইউটিউব চ্যানেল!

ব্রাজিলের পরবর্তী কোচ হিসাবে আপনি কাকে দেখতে চান?
29/03/2025

ব্রাজিলের পরবর্তী কোচ হিসাবে আপনি কাকে দেখতে চান?

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when MD. Mozammel Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share