বলপিয়ে আভা

বলপিয়ে আভা I am a simple people. You tube Channel- https://youtube.com/?si=6N0YKo7zYEcg-sLZ
Please Subscribe. Huminity is the best Religion.

বেডা পোষ্ট করেছে মোবাইল চুরি হইছে এখন উল্টো গাই-ল খাচ্ছে
06/07/2025

বেডা পোষ্ট করেছে মোবাইল চুরি হইছে এখন উল্টো গাই-ল খাচ্ছে

এই শ্যামলি চাকমা নিশ্চই দিঘীনালা হুল্লে হইবে
06/07/2025

এই শ্যামলি চাকমা নিশ্চই দিঘীনালা হুল্লে হইবে

রিলেশন টিকানোর জন্য বিয়ের আগেই সেক্স করা উচিত না 🫠একটা সম্পর্ক কত বছর টিকলে সেটাকে “সিরিয়াস” বলা যায়? পাঁচ বছর? দশ বছর? ...
05/07/2025

রিলেশন টিকানোর জন্য বিয়ের আগেই সেক্স করা উচিত না 🫠

একটা সম্পর্ক কত বছর টিকলে সেটাকে “সিরিয়াস” বলা যায়? পাঁচ বছর? দশ বছর? নাকি শারীরিক সম্পর্ক হলেই সেটা গভীর হয়ে যায়?

রিলেশন হওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের আবেগ বাড়ে, আবেগ থেকে চাহিদা আসে, চাহিদা মেটাতে গিয়ে শরীরের সীমা ভাঙে।

এখন প্রশ্ন হলো—বিয়ের আগেই যদি শরীর দেওয়া-নেওয়া হয়ে যায়, তাহলে বিয়েটা কতটা জরুরি থাকে?

বিয়ের আগে শারীরিক সম্পর্ক—এটা কি সত্যিই রিলেশন টিকিয়ে রাখে?

একবার এক মেয়ে জানালো, সে পাঁচ বছর ধরে সম্পর্কে আছে। ছেলেটিকে সে ভালোবাসে, ছেলেটিও তাকে ভালোবাসে (মেয়েটার তাই ধারণা)। শারিরীক সম্পর্ক হয়েছে বেশ কয়েকবার।

এখন পরিবার থেকে বিয়ের চাপ আসছে, কিন্তু ছেলেটা বিয়ে নিয়ে সিরিয়াস না। মেয়েটি যখনই বিয়ের প্রসঙ্গ তোলে, ছেলেটি বলে—
- সময় লাগবে
- সিচুয়েশন ভালো না
- ক্যারিয়ার সেট হোক, তারপর

মেয়েটি এতদিন ভাবছে, সম্পর্ক গভীর বলেই তো তারা একসঙ্গে রাত কাটিয়েছে, মাসে কয়েকবার অন্তরঙ্গ হয়েছে।

মেয়েটির ধারণা, তারা স্বামী-স্ত্রীর মতোই, শুধু কাগজের সিলমোহরটা বাকি।

কিন্তু ছেলেটি কি আসলেই সেভাবে ভাবে?

মোটেই না।

কারণ?

১. যা বিনামূল্যে পাওয়া যায়, তার দাম থাকে না

যে কোনো কিছু সহজলভ্য হলে, তার প্রতি মানুষের আগ্রহ কমে যায়।

একটা ছেলে জানে, বিয়ে ছাড়াই সে তার শারীরিক চাহিদা পূরণ করতে পারছে। তাহলে সে কেন বিয়ে করে দায়িত্ব নেবে?

২. শারীরিক সম্পর্ক সহজলভ্য হলে, কমিটমেন্ট কঠিন হয়ে যায়

যখন কোনো কিছু পেতে কষ্ট করতে হয়, তখন সেটার কদর বাড়ে।

কিন্তু যদি কাউকে সহজে পাওয়া যায়, তাহলে তাকে পাওয়ার জন্য লড়াই করার দরকার পড়ে না।

৩.বিয়ে মানেই দায়িত্ব, আর দায়িত্ব নিতে সবাই চায় না

প্রেম মানে আনন্দ, ঘোরাঘুরি, কফিশপে সময় কাটানো। কিন্তু বিয়ে মানে সংসার, দায়িত্ব, পরিবার।

ছেলেটা জানে, বিয়ে মানেই—
• অর্থনৈতিক চাপ
• পারিবারিক দায়বদ্ধতা
• সামাজিক দায়িত্ব

সে যদি এগুলোর জন্য প্রস্তুত না থাকে, তাহলে সম্পর্ক চালিয়ে যাবে, কিন্তু বিয়ের কথা এড়িয়ে যাবে।

তাহলে করণীয় কী?

- সেক্স করাকে সম্পর্কের গভীরতার মাপকাঠি ভাববেন না।
- যদি দেখেন ছেলেটি বিয়ে নিয়ে সিরিয়াস না, তবে সম্পর্ক থেকে দ্রুত সরে আসার ট্রাই করুন।
- দূরত্ব তৈরি করুন, তার প্রতিক্রিয়া দেখুন।
- যদি সে সত্যিই আপনাকে চায়, তাহলে আপনাকে হারানোর ভয় কাজ করবে এবং সে কমিটমেন্টের দিকে এগোবে।
- যদি সে দূরে সরে যায়, বুঝবেন—সে আপনাকে কখনোই বিয়ে করার পরিকল্পনায় ছিল না।

একটা কথা মনে রাখবেন…

রিলেশন মানেই শরীর না, আর শরীর মানেই ভালোবাসা না।

দুনিয়ার হিসাব-নিকাশ খুবই জটিল।

আপনি কাউকে মাগনা কিছু দিতে থাকলে সে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নেবে। আপনাকে ভাববে মাগনা মাল।

সুতরাং, সময় থাকতে সিদ্ধান্ত নিন—

আপনি কি মাগনা মাল হতে চান, নাকি হাই ভ্যালুর মানুষ হতে চান? (মালা নাগ) collected

20/06/2025

সস্তা মরিচ পাইলে সবাই কিনতে চাই

সুন্দর দৃশ্য
17/06/2025

সুন্দর দৃশ্য

মোনরম পরিবেশে
17/06/2025

মোনরম পরিবেশে

13/06/2025

ঘর সংসার ভাঙি যায়দে মিলের হারনে

04/06/2025

আমি ছোট থাকতে লংগদু উপজেলায় রাঙাপানি ছড়া গ্রামের এক প্রাক্তান শান্তি বাহিনীর লোককে বিরোধো দল ধরে নিয়ে গুলি করে হত্যা করে।

এক ভান্তে কে দিব্য জ্ঞানে দেখার জন্য তার পরিবারের লোকজন অনুরোধ করেন। ভান্তে তার ধ্যানে পাওয়া জ্ঞান দিয়ে দেখার পর বলে দিলেন যে সেই মৃত ব্যক্তির আত্মা অনেক সুখে আছে। তাকে হেলিকপ্টারে এসে নিয়ে গেছে।

এ কথা শুনে অবাক হলাম আর মনে মনে ভাবলাম কিভাবে সম্ভব? এ কথা অন্তরে রেখেছিলাম, বড় হলে রিসার্চ করবো।

এখন বাস্তবতায় আছি। আমি যখন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় জব করতাম। তখন এলাকার মসজিদের ঈমাম সাহেবের ছেলে হঠাৎ কিডনি সমস্যা ধরা পড়ে। ঢাকায় নিয়ে গেলেন। এক সাপ্তার মধ্যে তার ছেলে মারা গেলেন। লোকটি মারা যাওয়ার সময় তার বাবা সামনে বসা ছিলেন, আর তার বাবাকে জিজ্ঞেস করলেন যে, বাবা আমাকে হেলিকপ্টারে নিতে এসেছে, আমি কি তাদের সাথে যাবো? তখন ঈমাম সাহেব বুঝতে পারেন ছেলে আর বাঁচবে না। তখন বাবা কেঁদে২ বললেন যখন নিতে এসেছে চলে যাও বাবা। এরপর দু চোখ আস্তে আস্তে বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতা বাস্তব গঠনা।

তো এখন মিলিয়ে দেখলাম যে, ছোটকালে ভান্তের দিব্য জ্ঞানের কথা আর ঐ শুজুরের ছেলে মৃত্যুর বাস্তব ব্যাখা মিল পেলাম। এতে স্পষ্ট হলাম যে, যারা পাপ করবে তাদের কঠিন শাস্তি হবে আর যারা সত্যিকার মানবতা ধার্মিক ও সুন্দর চরিত্র নিয়ে মৃত্যু হবে তারা সুখে যাবে।

03/06/2025

ইদানিং বুদ্ধ ধর্ম বিষয়ে অনেক রিসার্চ করি। এতে অনেক জানলাম শিখলাম। কিন্তু এরিয়ে হুলরা পাবলিকদের মগজ দলাই দিয়ে অন্ধ ভক্ত বানিয়ে বিকৃত ভাবে ধর্মকে উপস্থান করে যা ৯০% লোক বুদ্ধকে সৃষ্টি কর্তা বা ঈশ্বর মনে করে। তারা মনে করে বুদ্ধ মুর্তিকে পুজা করলে বুদ্ধ আমাদেরকে ভাগ্য কর্ম জীবন পরিবর্তন করে দিবে। স্বর্গ নরক নির্বাণ নির্ধারণ করে দিবে। আসলে তা সম্পূর্ণ দাহা মিথ্যা দৃষ্টি মিথ্যা প্রচার।

বুদ্ধ মুর্তিকে পুজা নয় বরং সেই মুর্তিকে প্রনাম করা পুজা অর্জনা করা মানে হচ্ছে বুদ্ধের প্রতিচ্ছ্ববিকে স্মরণ করা তাঁর নীতিকে অনুকরণ করা তাঁর বাণী গুলো অনুস্মরণ করা মাত্র। যেন তাঁর নীতির বাণী বা তাঁর প্রজ্ঞার আলোকে উপলব্দী করে যেন শীলবান হয়ে চলতি পারি এই।

বুদ্ধ বলেছেন যে, আমি আপনাকে মুক্তি দিতে পারবো না। ধর্ম প্রচারক আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনার পিতা মাতা আত্মীয় স্বজন কেউ আপনাকে মুক্তি দিতে পারবে না। যদি আপনি নিজেই নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে না পারেন। নিজের শীল বা নিজের চরিত্রকে পবিত্র করতে না পারেন। আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আপনার পাপ পুণ্য দায়ভার কেউ নিবে না। নিজেকে নিজেই অর্জন করে নিতে হবে।
এই হলো হালকা ব্যাখা

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when বলপিয়ে আভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category