Rangamati News Today

Rangamati News Today Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rangamati News Today, Newspaper, Rangamati.

Get Latest & Breaking Rangamati News Today, Current Affairs, Unreported Local News, In-depth Analysis and Opinions from Rangamati Hill District and Wider Region Including 10 Upazilas, 50 Unions, 162 Mouzas, 1347 Villages and 9 Wards. Get Latest & Breaking Rangamati News, Local News Headlines and Online News Updates Live from Rangamati Hill District and Wider Region Including 10 Upazilas, 50 Unions, 162 Mouzas, 1347 Villages and Wards.

26/06/2025
22/06/2025

রাঙামাটি পৌরসভার বিজয় নগর ভালেদী গ্রামের বাসিন্দারা একটি সেতুর অভাবে দুর্ভোগে চলাচল।https://www.facebook.com/share/v/1C8H5sdH4U/

16/06/2025
16/06/2025

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। উচ্চ শিক্ষায় অবহেলিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নবাসীর নিজেদের উদ্যোগে...

রাঙামাটি সাজেকে কলেজ নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাঘাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি নিউজ টুডে রাঙা...
16/06/2025

রাঙামাটি সাজেকে কলেজ নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি নিউজ টুডে

রাঙামাটি পার্বত্য জেলাধীন সাজেক ইউনিয়নে কলেজ নির্মাণে প্রশাসন ও বনবিভাগের বাধা প্রদান প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন অত্র এলাকাবাসী।

আজ সোমবার (১৬ জুন ২০২৫) সকাল ৯টায় ঘটিকায় সয়য় উজোবাজারে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ সমাগমের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।

সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা এবং সঞ্চালনা করেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা।

বক্তব্যে নেতারা অভিযোগ করেন, সেনা প্রশাসনের ইন্ধনে বনবিভাগ কলেজ নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টাঙিয়েছে, যা শিক্ষা থেকে বঞ্চিত করার অপচেষ্টা।

তারা বলেন, সরকার যেখানে নিজ প্রয়োজনে বন আইন উপেক্ষা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, সেখানে সাধারণ জনগণের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে আইন প্রয়োগ বৈষম্যমূলক।

এ সময় বক্তারা দাবি জানায়, অবিলম্বে কলেজ নির্মাণে বাধা প্রত্যাহার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

20/05/2025

পরিশেষে রাঙ্গামাটিতে ভেঙে ফেলা হলো আওয়ামীলীগের আইকন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ভাস্কর্যটি

Bangabandhu Statue

রাঙ্গামাটিতে পিসিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত এবং চুক্তি বাস্তবায়নসহ ৬ দফা দাবি প...
20/05/2025

রাঙ্গামাটিতে পিসিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত এবং চুক্তি বাস্তবায়নসহ ৬ দফা দাবি পেশ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি নিউজ টুডে

ব্যানারে "গৌরবময় সংগ্রামের ৩৬ বছর: সকল প্রকার বিভেদ ও জুম্ম স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন"। আহ্বানে..।

আজ ২০ মে ২০২৫ (মঙ্গলবার) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গামাটির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি শ্রী ঊষাতন তালুকদার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম 'ক' অঞ্চলের সভাপতি শ্রী প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা।

সংগঠনটির সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুমেন চাকমার সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সদস্য সৈসানু মারমা।
আলোচনা সভার শুরুতে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা নিজেদের জীবন আত্মোৎসর্গ করেছেন তাঁদের স্মরণে দাঁড়িয়ে ২ মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী ঊষাতন তালুকদার বলেন, আজ পাহাড়ী ছাত্র পরিষদ ৩৬ বছরে পা রাখতে যাচ্ছে। চেতনার অন্ধকারকে তাড়িয়ে সংগ্রামের আলো হাতে নিয়ে জুম্ম ছাত্র সমাজকে হাঁটতে হবে। শোষণ-নিপীড়ন থেকে মুক্তির স্বপ্ন নিয়ে এম এন লারমারা যেভাবে গ্রামে গ্রামে গিয়ে জুম্ম জনগণকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেছিল আজকের পাহাড়ী ছাত্র পরিষদের কর্মীদেরও সেভাবে গ্রামে ফিরতে হবে, শেকড়ের কাছে যেতে হবে। ছাত্র যুব সমাজ তথা গণমানুষকে নতুন করে জাগিয়ে তুলতে হবে। ব্যক্তিস্বার্থের উর্ধ্বে গিয়ে পাহাড়ী ছাত্র পরিষদের প্রত্যেক কর্মীকে সেভাবে নিজেকে প্রস্তুত করে তুলতে হবে।

তিনি আরও বলেন, আগের সরকারগুলোর মত বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারও পার্বত্য চট্টগ্রামের বেলায় ভুল নীতিতে অগ্রসর হচ্ছে। এই সরকার সকল জাতিগোষ্ঠী, সম্প্রদায়কে তার তথাকথিত অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা আনতে সক্ষম হয়নি। যার কারণে আদিবাসীদের দুর্দশা, তাদের বঞ্চণার এখনো শেষ হয়নি উপরন্তু আরও বেড়েই চলেছে। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানেও এই সরকারের কাছ থেকে আমরা এখনও আন্তরিকতা দেখতে পাইনি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো। পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করতে এই চুক্তির বাস্তবায়ন অতীব জরুরি।

তিনি আরো বলেন, পার্বত্য চুক্তির পেছনে বহু মানুষের আত্মত্যাগ রয়েছে কিন্তু এই চুক্তির বিরুদ্ধে শাসকগোষ্ঠীর মদদে প্রসিতের নেতৃত্বে ইউপিডিএফ নামে একটা প্রতিক্রিয়াশীল দলের উত্থান হয়। জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভূলন্ঠিত করতে এই ইউপিডিএফ আমাদের জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ ঢুকিয়েছে। সেই বিভেদপন্থীরা এখনো দেশে বিদেশে নামে-বেনামে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও জনসংহতি সমিতির বিরুদ্ধে নানা অপপ্রচার করে চুক্তি তথা জুম্মদের অধিকার আদায়ের আন্দোলনকে বিপথে ধাবিত করার পায়তারা করে বেড়াচ্ছে।

ঊষাতন তালুকদার বলেন, জুম্মদের মধ্যে একক কোন জাতি বা সম্প্রদায় অধিকার পেতে পারেনা, আমাদের ঐক্যবদ্ধ হয়েই স্বাধিকার অর্জন করতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমাদেরকে কেউই অধিকার না দিয়ে থাকতে পারবে না। আগামীর দিনগুলো জুম্মদের জন্য আরও কঠিন হতে যাচ্ছে। লড়াই-সংগ্রামের সামনের সারিতে পিসিপিকে অধিক জোরালো ভূমিকা রাখতে হবে। আজকে আশার বাণী হলো পার্বত্য জনপদের ছাত্র সমাজ জেগেছে। তারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। পিসিপি তার ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কঠোর লড়াইয়ে ছাত্র সমাজকে নিয়ে এগিয়ে যাবে।

প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, ছাত্র ও যুব সমাজ হলেন আমাদের আলো, আমাদের পথের দিশারি। জনগণের আন্দোলনে এই অগ্রণী ছাত্র সমাজকে সাথে নিয়ে পাহাড়ী ছাত্র পরিষদকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। একমাত্র শিক্ষিত ছাত্র সমাজের ঐক্যবদ্ধ অংশগ্রহণই জনগণের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।

বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম তথা সমগ্র দেশ যখন ক্রান্তিকাল পার করছে আজকে সেই সময়ে পাহাড়ী ছাত্র পরিষদ ৩৬ বছরে পদার্পণ করলো। ৩৬ বছরের পথচলায় পাহাড়ী ছাত্র পরিষদ বহু ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে যা ছাত্র সমাজের সংগ্রামী চেতনাকে আরও শাণিত করেছে। আজকে ছাত্র সমাজকে পাহাড়ী ছাত্র পরিষদের উত্থানের ইতিহাস এবং তার প্রয়োজনীয়তাকে অনুধাবন করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চুক্তিকে বাস্তবায়ন না করে পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামের সর্বত্র হত্যা, ধর্ষণ, গুম, হয়রানি, ভূমি দখলের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসবের কোনোটির সুষ্ঠু বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতিই রাষ্ট্রব্যবস্থা তথা আইনশৃঙ্খলার প্রতি জুম্মদের বিশ্বাসে চিড় ধরিয়েছে। সরকার পরিকল্পিতভাবে চুক্তি বাস্তবায়নকে স্তব্ধ করে রেখেছে এবং চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে নানা উপায়ে। চুক্তি বাস্তবায়ন না করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে যে জটিল করানো হচ্ছে তার খেসারত এই রাষ্ট্রকেই একদিন দিতে হবে। আজ হোক কাল হোক চুক্তি বাস্তবায়ন করতেই হবে।

তিনি আরও বলেন, পিসিপি এ অঞ্চলের মানুষের ভ্যানগার্ড। অসচেতন ছাত্র সমাজকে জাগ্রত করবে এই পিসিপি। জনগণকে আন্দোলনের অভিমুখে পরিচালনা করবে পিসিপি। পিসিপিই হবে আসন্ন লড়াইয়ের কারিগর।

সুমিত্র চাকমা বলেন, পাহাড়ী ছাত্র পরিষদের ৩যুগে পদার্পণ জুম্ম ছাত্র সমাজ তথা পার্বত্য চট্টগ্রামে গণ মানুষের লড়াই সংগ্রামের ইতিহাসে একটি বিশেষ দিন। এই সংগঠন তার দীর্ঘ সময়ের পথচলায় জুম্ম জনগণের সুখ-দুঃখে, লড়াই সংগ্রামে, প্রতিবাদ, প্রতিরোধে সাথী হিসেবে কাজ করে আসছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে এসেও পার্বত্য চট্টগ্রামের প্রতিক্রিয়াশীল গোষ্ঠী জুম্ম ছাত্র সমাজ তথা জুম্ম জনগণকে পুনরায় দ্বিধা বিভক্ত ও বিভ্রান্ত করার পায়তারা করে যাচ্ছে। জুম্ম স্বার্থ পরিপন্থী এসব প্রতিক্রিয়াশীল কার্যক্রমকে প্রতিহত করে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার বৃহত্তর আন্দোলনে অধিকতরভাবে অংশগ্রহণ করা ছাত্র সমাজের অবশ্যম্ভাবী কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

ম্রানুচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দেলনে রাজপথের ময়দানে পাহাড়ী ছাত্র পরিষদের জন্ম। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকে পিসিপির ৩ যুগের পথচলা পাহাড়ী ছাত্র সমাজকে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও অধিকতর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে। তিনি পাহাড়ের নারী সমাজ তথা জুম্ম ছাত্র ও তরুণ সমাজকে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার বৃহত্তর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে শৈসানু মারমা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পাহাড়ী ছাত্র পরিষদ জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করে আসছে। পাহাড়ী ছাত্র পরিষদ জুম্ম ছাত্র সমাজের অগ্র সেনানীদের সংগঠন। কাজেই ছাত্র সমাজকে তার ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিতে হবে।

সভাপতির বক্তব্যে নিপন ত্রিপুরা বলেন, তরুণরা কখনো আশা হারায় না। দীর্ঘ পথচলায় শহীদের রক্তে রঞ্জিত ইতিহাস ও আত্মবলিদানকারী অকুতোভয় বীরদের আত্মত্যাগ আমাদের এগিয়ে যাওয়ার সাহস। জন্মলগ্ন থেকে পিসিপি তার গুরুদায়িত্ব বারবার কাঁধে নিয়ে আসছে। জাতির ক্রান্তিলগ্নে পিসিপি সকল প্রকার বিভেদ ও জুম্ম স্বার্থ পরিপন্থী কার্যক্রমকে প্রতিহত করবে। একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে অধিকতর সামিল হবে।

এসময় পিসিপির সভাপতি নিপন ত্রিপুরা নিম্নোক্ত ৬টি দাবি তুলে ধরেন-

১। পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানকল্পে দ্রুত রোডম্যাপ ঘোষণাপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন কর।

২। আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা ও নারী নিপীড়নের বিচার নিশ্চিতকরণে বিশেষ ট্রাইব্যুনাল গঠন কর।

৩। পাঠ্যপুস্তকে পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক ও আদিবাসীদের জাতিগত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন কর।

৪। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি এবং সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসীদের জন্য ৫% কোটা ব্যবস্থা চালু কর।

৫। পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহপূর্বক শিক্ষক, পরিবহন ও আবাসন সংকট নিরসন কর।

৬। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব উপলক্ষে সকল প্রকার পাবলিক পরীক্ষা বন্ধ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি চালু কর।

16/05/2025
16/05/2025

রাঙ্গামাটি সদরের চার কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু ভাস্কর্যটি ভেঙে ফেলার কিছু ভিডিও চিত্র।

Rangamati Bangabandhu Statue

14/05/2025

রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় এর সীমানা প্রাচীর নির্মাণ কাজের পিলার’র ভীত উপড়ে ফেলে এবং কৃষি কর্মকর্তাদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে জামায়াত নেতা রোকন কাজী এনামুল হনের বিরুদ্ধে।

রাঙামাটি সমাবেশে ভিডিও ধারণ করতে গিয়ে সেটেলার বাঙালি কর্তৃক এক আদিবাসী যুবক গণ মারধরের শিকারনিজস্ব প্রতিনিধি রাঙামাটি ন...
13/05/2025

রাঙামাটি সমাবেশে ভিডিও ধারণ করতে গিয়ে সেটেলার বাঙালি কর্তৃক এক আদিবাসী যুবক গণ মারধরের শিকার

নিজস্ব প্রতিনিধি

রাঙামাটি নিউজ টুডে, ১৩ মে ২০২৫; রাঙামাটি:

প্রান্তর চাকমা নামে সমাবেশে ভিডিও ধারণ করতে গিয়ে সেটেলার বাঙালি কর্তৃক গণ মারধরের শিকার হয়েছেন এক পাহাড়ি যুবক অভিযোগ পাওয়া গেছে।

গতকাল অনুমানিক সকাল ১১টায় সময় রাঙামাটি সদরস্থল শহরে বনরূপা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার যুবক তিনি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রাঙামাটি এরিয়া বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে বসতিস্থাপনকারী সেটেলার বাঙালিদের ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ 'ইউপিডিএফের পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন’ প্রস্তাবের দাবির বিরুদ্ধে এ সমাবেশ আয়োজন করে।

এই সময় প্রান্তর চাকমা সমাবেশে ভিডিও ধারণ করার মুহূর্তে ভিডিও বন্ধ করার জন্য সেটেলার বাঙালিরা নির্দেশ দেয়। এতে প্রান্তর চাকমা ভিডিও বন্ধ করে সেখান থেকে স্বাভাবিকভাবে চলে আসতে থাকে। কিন্তু সেটেলার বাঙালিরা হঠাৎ তার উপর উপর্যুপরি হামলা শুরু করে।

এসময় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে বনরূপায় চৌমুহনীতে প্রান্তর চাকমাকে তারা বেধড়ক মারধর করে।
এ সময় প্রান্তর চাকমার কাছ থেকে তার সাথে থাকা মোবাইল, কোম্পানির মালামাল ও নগদ ৪৩ হাজার টাকাও জোরপূর্বক ছিনতাই করে নেয় সেটেলার বাঙালিরা।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিতর্কিত সেটলার নেতা কাজী মুজিবুর রহমান, যিনি অতীতে ভূমি দখল, দুর্নীতি, জালিয়াতিসহ একাধিক অভিযোগে দুর্নীতি দমন কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে তার। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন এবং বর্তমানে পাহাড়ে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামে একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন ।

12/05/2025

রাঙামাটি সদরে কে কে রায় সড়কে চলন্ত সিএনজিতে এক আদিবাসী ছাত্রীকে সেক্সুয়ালি হ্যারাজমেন্টের চেষ্টা। সিএনজি থেকে ছাত্রীর ঝাঁপ দেয়। জানাজানি হওয়ার পর হাতে-নাতে ধরা পরে গণধোলাই দিয়েছে সাধারণ পাবলিক।

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category