07/11/2025
রাঙামাটি পার্বত্য জেলা সদর পৌর শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী গ্ৰাম রাঙাপানি কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে তৃতীয় বারের মতো আসরে "ডা. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫" এর ২৪টি দলের মধ্যকার দেড় মাস বেপি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হাড্ডাহাড্ডি ও পাল্টাপাল্টি আক্রমণাত্মক বিজয়ের লড়াইয়ে নির্ধারিত খেলার সময় শেষে পেনাল্টিকে ৪-২ গোলে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ। প্রথম বারের মতো রানার্স আপ বরগাঙ কিংস। এবং এবারের টুর্নামেন্টে 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' অর্জন করেছে রংখ্রেডং একাদশ।
বিলাইছড়ি রাইংখ্যাং একাদশের এখুই দলের তিনজন সেরা গোলদাতা অজান্ত চাকমা ও ম্যান অফ দ্যা ম্যাচ সমরজয় তনচংগ্যাঁ এবং সেরা গোলদাতা অর্জন করেছে জনি মারমা।
আজ ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৩টায় জমকালো আয়োজনে শুরু হয় উৎসব মুখর পরিবেশে ফাইনাল ম্যাচের অনুষ্ঠান। শিক্ষার্থীদের প্রতিবাদী ডিসপ্লে এবং বান্দরবান থেকে আগত ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পুলং বাজনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। খেলার মাঠে চারদিকে দর্শকে ভরপুর ছিল, আর হাজার হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন, যা পুরো মাঠকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী কাজল তালুকদার। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটি–২০২৫ এর আহ্বায়ক শ্রী জুয়েল চাকমা।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিলাইছড়ি রাইংখ্যাং একাদশের খেলোয়াড় ম্যান অফ দা ম্যাচ অর্জন করেছে।
ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ
রাঙ্গামাটি, ৭ নভেম্বর ২০২৫: রাঙ্গামাটি জেলার রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে আজ শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হলো ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিকাল ৩টায় জমকালো আয়োজনে শুরু হয় ফাইনাল ম্যাচের অনুষ্ঠান। শিক্ষার্থীদের প্রতিবাদী ডিসপ্লে এবং বান্দরবান থেকে আগত ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পুলং বাজনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। খেলার মাঠে চারদিকে দর্শকে ভরপুর ছিল, আর হাজার হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন, যা পুরো মাঠকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
ফাইনালে মুখোমুখি হয় গত আসরের চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ ও বরগাঙ কিংস। নির্ধারিত সময়ের খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। পরে টাইব্রেকারে বরগাঙ কিংসকে ৪–২ গোলে হারিয়ে বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ দ্বিতীয়বারের মতো পরপর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী কাজল তালুকদার। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটি–২০২৫ এর আহ্বায়ক শ্রী জুয়েল চাকমা।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।