Tujimpur Bana Vihara, Barkal, Rangamati

Tujimpur Bana Vihara, Barkal, Rangamati The sole purpose of the monastery is to promote world peace.

This is a buddhist monastery where people from around the world can come to practice Anapana & Vipassana meditation, the universal teaching of the Buddha very intensively & seriously.

15/05/2025

বুদ্ধ বর্ষ অনুযায়ী আপনার জন্মের সালটা কবে?
আমার ২৫৪৩

আজ সারা দিন কর্ম ব্যস্থতা ছিল তুজিম পুর বন বিহার মাঠ প্রাঙ্গণ.....🎇🎇 সেই সাথে পূজনীয় ভিক্ষু সংঘ এবং বাড়িতে হাজারো কাজ রে...
13/05/2025

আজ সারা দিন কর্ম ব্যস্থতা ছিল তুজিম পুর বন বিহার মাঠ প্রাঙ্গণ.....🎇🎇
সেই সাথে পূজনীয় ভিক্ষু সংঘ এবং বাড়িতে হাজারো কাজ রেখে আসা পূণ্যার্থী 🎈🎈

🍁🍁উল্লেখ্য, পূর্ণ্যানুষ্ঠান টি গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত এবং ২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষে ২৫৬৯ টি ফানুস উড়ানো।

শুরু হল তুজিমপুর বন বিহারে গৌতম বুদ্ধের ত্রি -স্মৃতি বিজড়িত  ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সর্বপ্রথমে গৌতম বুদ্ধ, পরিনির্বা...
13/05/2025

শুরু হল তুজিমপুর বন বিহারে গৌতম বুদ্ধের ত্রি -স্মৃতি বিজড়িত ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সর্বপ্রথমে গৌতম বুদ্ধ, পরিনির্বাণ প্রাপ্তি শ্রদ্ধেয় বনভান্তে, শ্রদ্ধেয় আনন্দ পাল ভান্তে কে স্মরণ করে,উপস্থিত ভিক্ষু সংঘকে প্রার্থনা করে এবং ধর্মীয় অনুষ্ঠানে আগত সকল পূর্ণ্যাতীদের আসার সাধুবাদ জানিয়ে মিন্টু চাকমার সঞ্জালনা ১ম পর্ব'র ধর্মীয় অনুষ্ঠান।

বৌদ্ধধর্মের প্রবর্তক,সাম্য,মৈত্রী ও করুণার গৌরবময় প্রতীক মহামতি গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত  জন্ম,বুদ্ধত্বলাভ, পরিনি...
12/05/2025

বৌদ্ধধর্মের প্রবর্তক,সাম্য,মৈত্রী ও করুণার গৌরবময় প্রতীক মহামতি গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত জন্ম,বুদ্ধত্বলাভ, পরিনির্বাণ উপলক্ষে তুজিমপুর বন বিহারে চলছে বিরামহীন প্রস্তুতি।
এছাড়াও শ্রদ্ধেয় আনন্দপাল ভান্তের বহুল প্রতীক্ষিত এবং তুজিমপুর বনবিহার কমিটির সিদ্ধান্তের আলোকে কালকে সন্ধ্যায় উড়ানো হবে ২৫৬৯ বুদ্ধবর্ষ উপলক্ষে ২৫৬৯ টি ফানুস।

তুজিমপুর বন বিহারের আবাসিক ভিক্ষুসংঘ এবং বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে পাহাড় থেকে স...
14/04/2025

তুজিমপুর বন বিহারের আবাসিক ভিক্ষুসংঘ এবং বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে পাহাড় থেকে সমতলের সকল দেশবাসীকে আন্তরিক শুভেচছা জানাচ্ছি। বাংলা নববর্ষ এদেশে বসবাসরত সকল জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সমপ্রীতির উজ্জ্বল প্রতীক। নববর্ষ আমাদের জন্য শুধুমাত্র ক্যালেন্ডার নয়, বরং আত্মশুদ্ধি, আত্মমানবতা, শুভকর্মে উদ্বুদ্ধ হওয়া ও সমপ্রীতির বন্ধনকে আরো দৃঢ় করার এক অনন্য সুযোগ। মহামতী বুদ্ধের অহিংসা, করুণা ও মৈত্রীর বাণী হৃদয়ে ধারণ করে আমরা যেন নতুন বছরকে আরো আলোকিত ও শান্তিপুর্ণ করতে পারি এই প্রার্থনা রইল।
মহানগরীর কোলাহল থেকে শুরু করে পার্বত্য অঞ্চলের নির্মল প্রকৃতি-সবখানে যেন নববর্ষের সুখ, শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে পরে এই মঙ্গলময় কামনা করছি।
শুভ নববর্ষ।

ঠেগা তুজিম পুর বনবিহারে তৃতীয় পর্যায়ে কাজ শুরু করে দিল ভূয়াঠেগ টিম। এই পরিশ্রমের ফলে এলাকার উন্নতি একধাপ এগিয়ে যাক এই প্...
03/02/2025

ঠেগা তুজিম পুর বনবিহারে তৃতীয় পর্যায়ে কাজ শুরু করে দিল ভূয়াঠেগ টিম।
এই পরিশ্রমের ফলে এলাকার উন্নতি একধাপ এগিয়ে যাক এই প্রার্থনা।

সকলকে এই ত্রিমুখী সত্য শেখান: একটি উদার হৃদয়, সদয় বক্তৃতা, এবং সেবা ও করুণাপূর্ণ জীবন যা মানবতাকে পুনর্নবীকরণ করে। -গৌ...
30/10/2024

সকলকে এই ত্রিমুখী সত্য শেখান: একটি উদার হৃদয়, সদয় বক্তৃতা, এবং সেবা ও করুণাপূর্ণ জীবন যা মানবতাকে পুনর্নবীকরণ করে। -গৌতম বুদ্ধ

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে প্রস্তুতি চলছে। #তুজিমপুর_বন_বিহার_এরিয়া  #তুজিমপু_বন_বিহার
21/05/2024

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে প্রস্তুতি চলছে।

#তুজিমপুর_বন_বিহার_এরিয়া #তুজিমপু_বন_বিহার

শোক সংবাদঃআজ ১৭মে ২০২৪ ইং, রোজ শুক্রবার সকাল ৭:০৪ টায় তুজিমপুর বন বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ বিনয়পাল ভিক্ষুর গৃহী পিতা...
17/05/2024

শোক সংবাদঃ
আজ ১৭মে ২০২৪ ইং, রোজ শুক্রবার সকাল ৭:০৪ টায় তুজিমপুর বন বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ বিনয়পাল ভিক্ষুর গৃহী পিতা পরলোক গমন করেছেন। আমরা তুজিমপুর বন বিহারের ভিক্ষুসংঘ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে তার পরলোকিক সদগতি কামনা করছি।

ধর্মীয় সুসংবাদঃ তুজিমপুর বন বিহার তথা ঠেগা এলাকার সকল স্বদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের সদয় অবগতির জন্য জানা...
07/05/2024

ধর্মীয় সুসংবাদঃ তুজিমপুর বন বিহার তথা ঠেগা এলাকার সকল স্বদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুভ বৈশাখী ২০২৪ অর্থাৎ সকল বৌদ্ধধর্মাবলম্বীদের ২৫৬৮ বুদ্ধবর্ষ বরণ উপলক্ষে ২২/০৫/২০২৪ ইং, রোজ বুধবার, রাত আনুমানিক ৭/৮ টার সময় ধর্মীয় মর্যাদা সহকারে ১০০টি ফানুস উত্তোলন করা হবে। এবং ২৩/০৫/২০২৪ ইং, রোজ বৃহস্পতিবার, সকাল ৯টায়, বুদ্ধবর্ষ বরণ উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পবিত্র ত্রিপিটক দানসহ নানাবিধ দানীয় সামগ্রী বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় পুজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য দান করা হবে।

তাই, নির্বাণ লাভেচ্ছুক সকল পুর্ণার্থীদের এই মহতী পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করার তুজিমপুর বন বিহারের বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান করা হলো।

১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই এপ্রিল ২০২৪ইং, সকল প্রাণীর হিত সুখ ও মঙ্গল কামনায় বাংলা বছরের প্রথম দিনে ধর্মীয় পুণ্যানুষ্ট...
14/04/2024

১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই এপ্রিল ২০২৪ইং, সকল প্রাণীর হিত সুখ ও মঙ্গল কামনায় বাংলা বছরের প্রথম দিনে ধর্মীয় পুণ্যানুষ্টান সম্পন্ন করা হলো।

বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের ৭৪তম শুভ জন্মদিন উ...
07/02/2024

বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে ঠেগা তুজিমপুর বন বিহারের ভিক্ষসংঘ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বশ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি এবং ভান্তের নীরোগ দীর্ঘায়ু কামনা করছি 💙🙏

Address

Rangamati

Telephone

+919233201534

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tujimpur Bana Vihara, Barkal, Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share