07/10/2025
এক সময়ে কথা..........
সকালে................
মনের ভিতরে লুকিয়ে থাকা মায়া ও আসক্তি খুবই মনকে দুঃখ দিয়ে থাকে।
মায়া ও আসক্তি এই দুটোই মুক্তির বা সুখের পথের বড় বাধা।
আজকে দিনটি খুব একটা ভালো যাবে না হয়তো বা।
অনেক বছর যাবৎ মনের ভিতরে অন্ধকারে লুকিয়ে থাকার মায়া হঠাৎ আজকে ভেসে উঠেছিল মনে। আমি হতবাক হয়ে মনে মনে ভাবতেছিলাম এই কেমন হঠাৎ করে কোথায় থেকেই বেরিয়ে আসলি।
একটু হতাশ হয়ে পরলাম আর এর পর কি উপায়ে এই মায়াবী মন থেকেই বেরিয়ে আসা যায় উপায় খুঁজতে শুরু করলাম। কারণ আমি একা পাশে কেউ নাই বলার মত। তাই নিজের সমস্যা নিজেই সমাধান খুঁজতে শুরু করলাম। তবে কিছু দিন সময় লাগতে পারে। আশা করি সমাধান পারো নিজের উপর ভরসা আছে আমার................?