TC Rimjim

TC Rimjim শুধুমাত্র বিনোদনের জন্য।

Fast love flower💖
21/08/2023

Fast love flower💖

20/08/2023

উপাসনালয়ে বারান্দায় টাইলস কাজ চলতেছে।

আজকে ধর্মীয় ক্লাস সহ কিছু কন ভাবনা করার সময়।
19/08/2023

আজকে ধর্মীয় ক্লাস সহ কিছু কন ভাবনা করার সময়।

ভাবনা রত উপাসক উপাসিকা গণ।
05/06/2023

ভাবনা রত উপাসক উপাসিকা গণ।

রূপসা বাপপারিবারিক সুখ শান্তি কামনায় বুদ্ধ মূর্তি দান সহ অষ্টপরিস্কার দান নানা বিধদান অনুষ্ঠানে।স্হান: তালুকদার পারা, সা...
23/05/2023

রূপসা বাপ
পারিবারিক সুখ শান্তি কামনায় বুদ্ধ মূর্তি দান সহ অষ্টপরিস্কার দান নানা বিধদান অনুষ্ঠানে।
স্হান: তালুকদার পারা, সারোয়াতলী

আজকে বুদ্ধধর্ম ধর্মীয় ক্লাসের শিক্ষার্থীরা ধর্মীয় ক্লাস শেষে সবাই মিলে একটি গ্রুপ ছবি।স্থান: নব করুনা পুর বন বিহার।
21/05/2023

আজকে বুদ্ধধর্ম ধর্মীয় ক্লাসের শিক্ষার্থীরা ধর্মীয় ক্লাস শেষে সবাই মিলে একটি গ্রুপ ছবি।
স্থান: নব করুনা পুর বন বিহার।

আজকে বর বাপের বাসায় সকল প্রাণী ও নিজের পরিবারের হিত সুখ মঙ্গল কামায় বৌদ্ধ মূর্তি দান অষ্টপরিস্কার দান সহ নাননা বিধ দান ক...
20/04/2023

আজকে বর বাপের বাসায় সকল প্রাণী ও নিজের পরিবারের হিত সুখ মঙ্গল কামায় বৌদ্ধ মূর্তি দান অষ্টপরিস্কার দান সহ নাননা বিধ দান করেন।

ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোম...
13/04/2023

ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি।শুভেচ্ছা জানাই সবাইকে রাশি রাশি॥
💖💖💖

বেক্কুনরে বিজু দিনর বেলি ফুলর হোচপানা থেল।
12/04/2023

বেক্কুনরে বিজু দিনর বেলি ফুলর হোচপানা থেল।

আগামী ১৩ এপ্রিল ২০২৩ইং তারিখে সবাইকে বিজু খাওয়া জন্য নিমন্ত্রিত করা হলো।
10/04/2023

আগামী ১৩ এপ্রিল ২০২৩ইং তারিখে সবাইকে বিজু খাওয়া জন্য নিমন্ত্রিত করা হলো।

ভিক্ষু সংঘের উপসোথ ঘর কি রং দিলে ভালো হবে সবার মতামত চাই
05/04/2023

ভিক্ষু সংঘের উপসোথ ঘর

কি রং দিলে ভালো হবে সবার মতামত চাই

মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে ধর্মীয় শিক্ষা পাশাপাশি এবারে চাকমা লেখা শিক্ষা কোর্স দেওয়া হয়। তিনমাস ব্যাপী চাকমা লেখা শিক্ষা ...
31/03/2023

মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে ধর্মীয় শিক্ষা পাশাপাশি এবারে চাকমা লেখা শিক্ষা কোর্স দেওয়া হয়। তিনমাস ব্যাপী চাকমা লেখা শিক্ষা কোর্সে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে “নোরাম চাঙমা সাহিত্য সংসদ” পক্ষ থেকে সার্টিফিকেট আজ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু কৃষ্ণচন্দ্র চাকমা, (স্বরনার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা), প্রফেসর ইতি দেওয়ান (মহালছড়ি ডিগ্রী কলেজ), চিত্রানী চাকমা জুনিমা (মহাজনপাড়া, খাগড়াছড়ি) এবং নোরাম চাঙমা সাহিত্য সংসদ-এর প্রতিনিধি ইনজেব চাকমাসহ আরো কতিপয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Address

Rangamati

Telephone

+8801818786446

Website

Alerts

Be the first to know and let us send you an email when TC Rimjim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TC Rimjim:

Share