মনের ডাক্তার

মনের ডাক্তার Hi I'm a Facebook Blogger Rangamati

❣️💕একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা : বাবা ছেলেকে বললেন :আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস ক...
10/06/2025

❣️💕একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা :

বাবা ছেলেকে বললেন :

আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
"যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।''

“তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে ?
সে কাঁদে।

কার জন্য কাঁদে ?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

এরপর সে কাঁদবে মাত্র দুইবার :
১. মা হওয়ার আনন্দে,
২. তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

“জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে ?
স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

“আরেকটা কথা মনে রাখিস —
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

“সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

---

বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।❣️💕💞

Collected :

যেখানে কেউ আশা রাখে না, সেখানেই কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা হয়। 💙🌸®️
06/06/2025

যেখানে কেউ আশা রাখে না, সেখানেই কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লেখা হয়। 💙🌸®️

অভাবের সংখ্যা চারটি দেখে বুঝে নেন 😁😊
01/06/2025

অভাবের সংখ্যা চারটি দেখে বুঝে নেন 😁😊

কোরবানির দিন অনেক কে দেখি,কোরবানি দেওয়ার পূর্ব মুহূর্তে কাগজ একটা হাতে নিয়ে, কোরবানিদাতাদের বিভিন্ন নাম পড়তে থাকে। যদি আ...
31/05/2025

কোরবানির দিন অনেক কে দেখি,
কোরবানি দেওয়ার পূর্ব মুহূর্তে কাগজ একটা হাতে নিয়ে, কোরবানিদাতাদের বিভিন্ন নাম পড়তে থাকে। যদি আপনি এভাবে পড়েন-
রহিম উদ্দিন, করিম উদ্দিন, সলিম উদ্দিন এর নামে কোরবানি দেওয়া হলো।তাহলে মনে রাখবেন, কোরবানি দেওয়ার আগেই,আপনার কোরবানি শেষ। এটার জন্য কোনো ফতোয়া লাগবে না।
মানুষের নামে কোরবানি হয় না। কোরবানি হয় আল্লাহর নামে। যদি ও এসব নাম বলার কোনো দরকার নাই। এরপরে ও যদি বলতে চান, তাহলে বলতে হবে,
এদের পক্ষে আল্লাহর নামে কোরবানি দিলাম।
(নিশ্চঁয়ই আল্লাহ সব কিছু শুনেন,এবং দেখেন।)
#কোরবানি
#রাঙ্গামাটি

😁😁😁😁
30/05/2025

😁😁😁😁

পানি না খেতে গেলে হয়তো এইরকম টা হতো না 🙄🙄
29/05/2025

পানি না খেতে গেলে হয়তো এইরকম টা হতো না 🙄🙄

😄😄😄😄
28/05/2025

😄😄😄😄

মুভির নাম টা প্রতিদিন চলে 😄😄😄
24/05/2025

মুভির নাম টা প্রতিদিন চলে 😄😄😄

রাঙ্গামাটি জেলা পরিচিতি♥১০টি উপজেলা, ১২টি থানা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন, ১৫৯টি মৌজা, ১৩৪৭টি গ্রাম ও ১টি সংসদীয় আসন নিয...
17/05/2023

রাঙ্গামাটি জেলা পরিচিতি♥
১০টি উপজেলা, ১২টি থানা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন, ১৫৯টি মৌজা, ১৩৪৭টি গ্রাম ও ১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

♣রাঙ্গামাটি জেলায় মোট ১০টি উপজেলা রয়েছে। উপজেলা "প্রশাসনিক থানা" আওতাধীন এলাকাসমূহঃ

[০১]কাউখালী উপজেলা
-
# কাউখালী থানা-
ইউনিয়ন (৪টি): বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া এবং কলমপতি

[০২] কাপ্তাই উপজেলা-

# চন্দ্রঘোনা থানা-
ইউনিয়ন (২টি): চন্দ্রঘোনা এবং রাইখালী
# কাপ্তাই থানা-
ইউনিয়ন (৩টি): চিৎমরম, কাপ্তাই এবং ওয়াজ্ঞা

[০৩]জুরাছড়ি উপজেলা-

# জুরাছড়ি থানা-
ইউনিয়ন (৪টি): জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং এবং দুমদুম্যা

[০৪] নানিয়ারচর উপজেলা -

# নানিয়ারচর থানা-
ইউনিয়ন (৪টি): সাবেক্ষ্যং, নানিয়ারচর, বুড়িঘাট এবং ঘিলাছড়ি

[০৫]বরকল উপজেলা -

# বরকল থানা-
ইউনিয়ন (৫টি): সুবলং, বরকল, আইমাছড়া, ভূষণছড়া এবং বড় হরিণা

[০৬]বাঘাইছড়ি উপজেলা -

# বাঘাইছড়ি থানা-
পৌরসভা (১টি): বাঘাইছড়ি
ইউনিয়ন (৭টি): সারোয়াতলী, খেদারমারা, বাঘাইছড়ি, মারিশ্যা, রূপকারী, বঙ্গলতলী এবং আমতলী
# সাজেক থানা-
ইউনিয়ন (১টি): সাজেক

[০৭]বিলাইছড়ি উপজেলা -

# বিলাইছড়ি থানা-
ইউনিয়ন (৪টি): বিলাইছড়ি, কেংড়াছড়ি, ফারুয়া এবং বড়থলি

[০৮]রাঙ্গামাটি সদর উপজেলা -

# কোতোয়ালী থানা-
পৌরসভা (১টি): রাঙ্গামাটি
ইউনিয়ন (৬টি): জীবতলী, মগবান, সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙ্গা এবং বালুখালী

[০৯]রাজস্থলী উপজেলা -

# রাজস্থলী থানা-
ইউনিয়ন (৩টি): ১. ঘিলাছড়ি,. গাইন্দ্যা এবং ৩. বাঙ্গালহালিয়া

[১০]লংগদু উপজেলা -

# লংগদু থানা-
ইউনিয়ন (৭টি): আটারকছড়া, কালাপাকুজ্যা, গুলশাখালী, বগাচতর, ভাসান্যাদম, মাইনীমুখ এবং লংগদু

@(তথ্য সূত্র-Wikipedia)

🌙 "আহলান সাহলান মাহে রমাদ্বান "🌙সবাইকে পবিত্র  মাহে রমাদ্বানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা।🥰🥰🥰🥰🥰🥰
23/03/2023

🌙 "আহলান সাহলান মাহে রমাদ্বান "🌙
সবাইকে পবিত্র মাহে রমাদ্বানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা।🥰🥰🥰🥰🥰🥰

22/03/2023

Address

Rangamati
RIJABBAZAR

Telephone

+8801882764970

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনের ডাক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share