Amin On The Way

Amin On The Way Only Allah is everywhere
(1)

01/11/2025

My team 🖤

সবগুলো টেলেন্টেট বাচ্চা 🤞🖤

একদম নিখুঁত 📌🖤
29/08/2025

একদম নিখুঁত 📌🖤

25/08/2025

ফেসবুক কনটেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে ফেসবুকে প্রকাশ করার জন্য আকর্ষণীয়, তথ্যবহুল এবং দর্শক উপযোগী লেখা, ছবি, ভিডিও, অডিও বা অন্যান্য ধরনের কনটেন্ট তৈরি করা।

👉 সহজভাবে বললে, ফেসবুকে আপনার পেজ, গ্রুপ বা প্রোফাইলকে সক্রিয় ও জনপ্রিয় রাখার জন্য যে পোস্টগুলো তৈরি করা হয়, তাই হলো কনটেন্ট ক্রিয়েশন।

📌 ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের ধরণ:

১. লেখা (Text Post): ছোট ক্যাপশন, স্ট্যাটাস, কোটস, গল্প, তথ্য ইত্যাদি।
২. ছবি (Image Content): পোস্টার, ইনফোগ্রাফিক, মিম, প্রোডাক্ট ফটো।
৩. ভিডিও (Video Content): শর্ট ভিডিও, লাইভ, টিউটোরিয়াল, রিলস।
৪. অডিও/মিউজিক কনটেন্ট: গান, ভয়েসওভার, পডকাস্ট ক্লিপ।
লিংক শেয়ারিং: ব্লগ বা ওয়েবসাইটের লিংক শেয়ার।

📌 কেন গুরুত্বপূর্ণ:

১. দর্শকের সাথে সম্পর্ক (Engagement) তৈরি করে।
২. ব্যবসা বা ব্র্যান্ড প্রচারে সাহায্য করে।
৩. ফলোয়ার বাড়ায় এবং আস্থা তৈরি করে।
৪. আয়ের সুযোগ তৈরি হয় (Monetization, ব্র্যান্ড ডিল, পেইড পার্টনারশিপ)।

👉 সংক্ষেপে, ফেসবুক কনটেন্ট ক্রিয়েশন হলো এমনভাবে পোস্ট তৈরি করা, যাতে মানুষ আকৃষ্ট হয়, প্রতিক্রিয়া দেয় এবং নিয়মিত যুক্ত থাকে।

31/07/2025

জীবনের চলমান পরিস্থিতি নিয়ে আমি কখনো হতাশ হয় না। কারণ এইসব আমার কাছে নতুন কিছু না। আমি এইসবে অভস্ত্য।আমি সারাজীবন অপেক্ষা করেছি মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করেই যাব। যদি কেউ আমাকে কখনো জিজ্ঞেস করে যে সারাজীবন সবচেয়ে বেশী কী করেছেন? তাহলে আমি কোন কিছু না ভেবে উত্তরে এইটাই বলবো, "অপেক্ষা করেছি"
কখনো কোনো ভালো সময়ের আর একটু থেকে যাওয়ার, কখনো কোন দুআ কবুল হওয়ার, আর কখনো খুব প্রিয় কারো ফিরে আসার।
আমি যখন এসএসসি পরিক্ষার্থী তখন নিজেদের বাড়ি, সহায়-সম্পত্তি সবকিছু হারিয়ে পথের ফকির হলাম, তখনও কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি এবং আজও করি না। বয়স যখন ১৮ তখন থেকেই পড়ালেখার পাশাপাশি জীবিকার তাগিদে পরিশ্রম করা শুরু করি। আমার এই শরীরের পুরোটাই পরিশ্রম আর ধৈর্য্য। ধৈর্য্য ধরতে ধরতে এতটুকু এসেছি। অন্যদের মতো পিতার অপদার্থ সন্তান হিসেবে ২৮-৩০ বছর বয়সেও বেকার থেকে পিতার অন্ন নষ্ট করা সন্তান আমি কখনোই ছিলাম না। ১৮ বছর বয়সে জিরো থেকে শুরু করা এই যাত্রায় ২৩ বছর বয়সে এসে কতটুকু সফল হতে পেরেছি আমি জানি না তবে একটুকু জানি আমার নিজের একটা পরিচয় আমি বানাতে পেরেছি। জিরো থেকে এখনও হিরো হতে না পারলেও আমি কিছু একটা হয়েছি। এতোদিনের যাত্রায় কখনো কারো সাহায্য নিয়ে আমি আসি নি, আমার যাত্রা ছিল পুরোটাই নিজের ধৈর্য্য আর যোগ্যতার ফসল। আমি আগে নিজের পায়ের তলার মাটি ঠিক করেছি তারপর অন্য কারো দায়িত্ব নিতে চেয়েছি। নিজে অন্যের অর্থে চলে আরেকজনের দায়িত্ব নিতে চাই নি। আমি রাস্তা থেকে হাঁটতে হাঁটতে গাড়িতে উঠেছি। কারো করুণায় বিমানে উঠার চাইতে আমার কাছে পায়ে হেঁটে সাগর পাড়ি দেয়া শ্রেয়।

অন্যের কথায় কান না দিয়ে আমার স্থানে আসুন, তারপর আমাকে জানুন, আমার সাথে মন খুলে কথা বলুন। অর্থই সবকিছু না মানুষকে ভালোবাসুন। আমি কারো করুণা না নিয়ে নিজের যোগ্যতায় অট্টালিকা বানাতে না পারলেও কুঁড়েঘর বানিয়েছি।

11/07/2025

ফেলে আসা অতীত মনে পরে 🖤


পুরনো শহর ⛰️
11/07/2025

পুরনো শহর ⛰️

Address

Rangamati
4500

Telephone

+8801870818149

Website

https://youtube.com/@aminontheway4968

Alerts

Be the first to know and let us send you an email when Amin On The Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amin On The Way:

Share

Category