Amin On The Way

Amin On The Way Only Allah is everywhere
(1)

01/01/2026

শীতের ঠেলায় থাকা যাইতেছে না 🙂

📌 হাটহাজারী, চট্টগ্রাম।

“চরিত্র ও ঈমানী হৃদয় একদিন এমনভাবে প্রমাণিত হবে,তখন অপবাদকারীরাই নিজ নিজ আচরণের জন্য লজ্জিত হবে।”
19/12/2025

“চরিত্র ও ঈমানী হৃদয় একদিন এমনভাবে প্রমাণিত হবে,
তখন অপবাদকারীরাই নিজ নিজ আচরণের জন্য লজ্জিত হবে।”

18/12/2025

জীবনে অনেক মানুষই কাছে আসবার আকুলতা দেখাবে। মুগ্ধ করবার চেষ্টা করবে। একটা সুন্দর সময় সৃষ্টির প্রতিশ্রুতি দিবে। মায়া নিয়ে প্রতিটি শব্দ খরচ করবে। জীবনকে গুছিয়ে দিতে চাইবে।

অথচ, দিনশেষে এরা কেউই হয়তো জীবনে থাকবেনা। কারো সাথে দুটো সুখ দুঃখের শব্দ ব্যয় করেই তাকে কোন জায়গা করে দিতে নেই। নিঃসঙ্গ অবসরে কারো সাথে নানান শব্দের বিনিময়ে সময়টা সুন্দর হয় হয়তো, সেই মানুষের সাথে জীবনটাও সুন্দর হবে, এটা ভাবা বোকামি।

মানুষ মুগ্ধ করতে চাইবে। তোমাকে তার সমস্ত পৃথিবী বানাবে। দেবতার আসনে বসিয়ে দু চার বেলা পূজা করবে। উপাসনা করবে। ফুল চন্দন লাগিয়ে দিবে। সকালে চোখে জল না আসবার কথা বলে, ভোর রাতে কাঁদিয়ে, শাসিয়ে, ভেঙেচূরে চলে যাবে। মানুষের ধর্মই হলো- সৃষ্টির সম্ভাবনা তৈরি করে, বিনাস ঘটিয়ে দূরে সরে আসে।

সুন্দর কথা বলা মানুষের চেয়ে তোমার সাথে কথা বলতে না পারার সুযোগহীনতায় যে মানুষটি ভেতরে ভেতরে মরে যাচ্ছে, তাকে ভালোবাসো।

মানুষ মিথ্যা অপবাদ দিলেও ধৈর্য ধরো।রাসুল ﷺ বলেছেন— যে আল্লাহর জন্য বিনয় ধরে রাখে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন।”— সহিহ ম...
30/11/2025

মানুষ মিথ্যা অপবাদ দিলেও ধৈর্য ধরো।
রাসুল ﷺ বলেছেন— যে আল্লাহর জন্য বিনয় ধরে রাখে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন।”

— সহিহ মুসলিম

29/11/2025

They make me proud of myself 🖤

Thank you Tuba, Aysha, Anika and Arin 🖤

চারুলতার ভালোবাসায় থাকুক প্রাণ ভরা,অপেক্ষা চলুক শত বর্ষ ধরা।তবু নত নয় মাথা কোনো ক্ষণে,স্বভিমানই প্রেমের মানে।
12/11/2025

চারুলতার ভালোবাসায় থাকুক প্রাণ ভরা,
অপেক্ষা চলুক শত বর্ষ ধরা।
তবু নত নয় মাথা কোনো ক্ষণে,
স্বভিমানই প্রেমের মানে।

০১ ডিসেম্বর ২০২৫২৮তম বার্ষিক মাহফিলরাঙামাটি দারুল উলুম মাদ্রাসা
12/11/2025

০১ ডিসেম্বর ২০২৫
২৮তম বার্ষিক মাহফিল
রাঙামাটি দারুল উলুম মাদ্রাসা

দীর্ঘ ২বছর পর আবারও পছন্দের কাজে.........দুইদিন ব্যাপী RC/RC Basic & First Aid training এর স্থিরছবি।আয়োজনে: রাণী দয়াময়ী ...
09/11/2025

দীর্ঘ ২বছর পর আবারও পছন্দের কাজে.........

দুইদিন ব্যাপী RC/RC Basic & First Aid training এর স্থিরছবি।

আয়োজনে: রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি।

সার্বিক সহযোগিতায় : রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট।



31/07/2025

জীবনের চলমান পরিস্থিতি নিয়ে আমি কখনো হতাশ হয় না। কারণ এইসব আমার কাছে নতুন কিছু না। আমি এইসবে অভস্ত্য।আমি সারাজীবন অপেক্ষা করেছি মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করেই যাব। যদি কেউ আমাকে কখনো জিজ্ঞেস করে যে সারাজীবন সবচেয়ে বেশী কী করেছেন? তাহলে আমি কোন কিছু না ভেবে উত্তরে এইটাই বলবো, "অপেক্ষা করেছি"
কখনো কোনো ভালো সময়ের আর একটু থেকে যাওয়ার, কখনো কোন দুআ কবুল হওয়ার, আর কখনো খুব প্রিয় কারো ফিরে আসার।
আমি যখন এসএসসি পরিক্ষার্থী তখন নিজেদের বাড়ি, সহায়-সম্পত্তি সবকিছু হারিয়ে পথের ফকির হলাম, তখনও কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি এবং আজও করি না। বয়স যখন ১৮ তখন থেকেই পড়ালেখার পাশাপাশি জীবিকার তাগিদে পরিশ্রম করা শুরু করি। আমার এই শরীরের পুরোটাই পরিশ্রম আর ধৈর্য্য। ধৈর্য্য ধরতে ধরতে এতটুকু এসেছি। অন্যদের মতো পিতার অপদার্থ সন্তান হিসেবে ২৮-৩০ বছর বয়সেও বেকার থেকে পিতার অন্ন নষ্ট করা সন্তান আমি কখনোই ছিলাম না। ১৮ বছর বয়সে জিরো থেকে শুরু করা এই যাত্রায় ২৩ বছর বয়সে এসে কতটুকু সফল হতে পেরেছি আমি জানি না তবে একটুকু জানি আমার নিজের একটা পরিচয় আমি বানাতে পেরেছি। জিরো থেকে এখনও হিরো হতে না পারলেও আমি কিছু একটা হয়েছি। এতোদিনের যাত্রায় কখনো কারো সাহায্য নিয়ে আমি আসি নি, আমার যাত্রা ছিল পুরোটাই নিজের ধৈর্য্য আর যোগ্যতার ফসল। আমি আগে নিজের পায়ের তলার মাটি ঠিক করেছি তারপর অন্য কারো দায়িত্ব নিতে চেয়েছি। নিজে অন্যের অর্থে চলে আরেকজনের দায়িত্ব নিতে চাই নি। আমি রাস্তা থেকে হাঁটতে হাঁটতে গাড়িতে উঠেছি। কারো করুণায় বিমানে উঠার চাইতে আমার কাছে পায়ে হেঁটে সাগর পাড়ি দেয়া শ্রেয়।

অন্যের কথায় কান না দিয়ে আমার স্থানে আসুন, তারপর আমাকে জানুন, আমার সাথে মন খুলে কথা বলুন। অর্থই সবকিছু না মানুষকে ভালোবাসুন। আমি কারো করুণা না নিয়ে নিজের যোগ্যতায় অট্টালিকা বানাতে না পারলেও কুঁড়েঘর বানিয়েছি।

11/07/2025

ফেলে আসা অতীত মনে পরে 🖤


পুরনো শহর ⛰️
11/07/2025

পুরনো শহর ⛰️

Address

Rangamati
4500

Telephone

+8801870818149

Website

https://youtube.com/@aminontheway4968

Alerts

Be the first to know and let us send you an email when Amin On The Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amin On The Way:

Share

Category