05/03/2025
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে বান্দরবানে ১৫টি পয়েন্টে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ,
প্রতিটি পয়েন্ট থেকে প্রথমে ৪শ’ জন ভোক্তা এনআইডি বা টিসিবি কার্ড ছাড়া পাচ্ছেন।
কোনো ধরণের কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের বিশেষ সুবিধা চালু করেছে বান্দরবানের জেলা প্রশাসক-শামীম আরা রিনি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
৫ ই মার্চ বুধবার থেকে ২২ মার্চ পযন্ত বান্দরবান শহরের ১৫টি পয়েন্টে এই সুবিধা পাওয়া যাবে। ট্রা।কে করে বিক্রি করা এই পণ্য সামগ্রী প্রতিটি পয়েন্ট থেকে প্রথম ৪শ’ জন ভোক্তা এনআইডি বা টিসিবি কার্ড ছাড়াই ক্রয় করতে পারবেন।
জেলা প্রশাসন -শামীম আরা রিনি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষ্যে চালু হওয়া ‘টিসিবির ট্রাকসেল’ শিরোনামের এই বিশেষ কর্মসূচি ৫ মার্চ বুধবার থেকে ২২ মার্চ পর্যন্ত শুক্র শনিবার ব্যতিত প্রতিদিন চালু থাকবে। প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে প্রতিটি প্যাকেজ।
প্রাথমিকভাবে ক) বাজার এলাকা, খ) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, গ) রাজার মাঠ, ঘ) ক্যাং মোড়ে বিহার এলাকা ও ঙ) ডিসি অফিস সামনে এ সকাল থেকে পণ্যসহ ট্রাক অপেক্ষা করবে। পরে ভোক্তাদের চাহিদা বিবেচনা করে বিক্রয় পয়েন্ট আরো ১৫টি স্থানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জেলাপ্রশাসন ও পৌরসভা প্রশাসন থেকে জানানো হয়েছে।
ট্রাকে এসব পণ্য প্যাকেজ আকারে বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা। তবে প্যাকেজ ব্যতীত আলাদাভাবে কোনো পণ্য বিক্রি করা হবে না। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে- ৪৫০ টাকা।
পৌরবাসী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ মার্চ ২০২৫ হতে ২০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত বান্দরবান পৌর এলাকা ও বান্দরবান সদরের ১৫টি নির্ধারিত স্থানে ট্রাকসেলের মাধ্যমে টিসিবি'র পণ্য বিক্রয় করা হবে (তালিকা সংযুক্ত)।
উল্লেখিত স্থানসমূহ থেকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ০১ কেজি চিনি, ০১ কেজি ছোলা, ০২ কেজি মসুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেলসহ জনপ্রতি একটি প্যাকেজ ক্রয় করতে পারবেন।
প্রতিটি প্যাকেজের মূল্য ৪৫০/- টাকা।
বি:দ্র: যে কেউ উক্ত প্যাকেজ ক্রয় করতে পারবেন।
বান্দরবান পার্বত্য জেলার নিম্নোক্ত ১৫ টি স্পটে ০৫ মার্চ ২০২৫ হতে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত টিসিবি'র নির্ধারিত ডিলারগণ কর্তৃক ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে জনসাধারণের নিকট সরকার নির্ধারিত মূল্যে টিসিবি'র পণ্য বিক্রয় করা হবে। উক্ত ট্রাকসেলে জন প্রতি ০১ কেজি চিনি, ০১ কেজি ছোলা, ০২ কেজি মশুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল বরাদ্দ পাবেন। ভোক্তা পর্যায়ে উক্ত পণ্যের প্যাকেজ মূল্য ৪৫০/-টাকা।
মেসার্স অনামিকা স্টোর,
বালাঘাটা প্রাথমিক বিদ্যালয়, মেসার্স অন্তরা স্টোর
রোয়াংছড়ি বাস স্টেশন, মেসার্স রুবেল স্টোর
কালাঘাটা শিশু তলা, বড়ুয়ারটেক,হাজী ইসহাক স্টোর
কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট, মেসার্স অজয় এন্টারপ্রাইজ, মেসার্স অজয় এন্টারপ্রাইজ
ক্যচিং ঘাটা,মেসার্স অনামিকা স্টোর, হাজী ইসহাক স্টোর , মেসার্স রুবেল স্টোর
বাকী ছড়ার মুখ,মেসার্স অজয় এন্টারপ্রাইজ
রেইচা বাজার,হাজী ইসহাক স্টোর বাঘমারা বাজার,
সাইক্লোন সেন্টার, হাফেজঘোনা
রেস্ট হাউস এলাকা, শেরেবাংলানগর,
বনরূপা+স্টেডিয়াম এলাকা। মেসার্স অন্তরা স্টোর
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস এলাকা।
মেসার্স অন্তরা স্টোর
সুয়ালক বাজার,মেসার্স রুবেল স্টোর
ডলুপাড়া,মেসার্স অনামিকা স্টোর রাজভিলা ইউনিয়ন পরিষদ এলাক।