CHT Plus

CHT Plus This is the official Page of 'Black Hole Science Club-BSC' Bangladesh

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ'র বাঘাইছড়ি উপজেলার আহ্বায়ক কমিটি গঠিতমোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)বাংলাদেশ ...
09/03/2025

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ'র বাঘাইছড়ি উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলার, বাঘাইছড়ি উপজেলায় আহ্বায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আহ্বায়ক মিহাজ উদ্দীন, সদস্য সচিব মামুনুর রশীদ
রবিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলার আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান ও সদস্য সচিব হাসান হাবীরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়ছে এবং আগামী ৬ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়ছে। কমিটির দায়িত্বপ্রাপ্ত

আহ্বায়ক,
মিনহাজ উদ্দিন

যুগ্ম আহ্বায়ক
মোশারফ হোসেন
বেলাল হোসেন

সদস্য সচিব
মামুনুর রশীদ

যুগ্ম সদস্য সচিব
গিয়াস উদ্দীন
জয়নুল আবেদীন

সদস্য
আশরাফ উদ্দীন
শাহীন আলম
রায়হান উদ্দীন

চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে আলোচিত আমতলীর রাসেল চেয়ারম্যান গ্রে-ফতা-র!
07/03/2025

চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে আলোচিত আমতলীর রাসেল চেয়ারম্যান গ্রে-ফতা-র!

রাঙামাটির কাউখালীর পানছড়ি নামক স্থানে ইউপিডিএফের ভয়াবহ নৈরাজ্য চলছে     রাঙামাটি জেলার কাউখালী উপজেলার পানছড়ি নামক এলা...
07/03/2025

রাঙামাটির কাউখালীর পানছড়ি নামক স্থানে ইউপিডিএফের ভয়াবহ নৈরাজ্য চলছে

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার পানছড়ি নামক এলাকায় ভয় আর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূল) রাঙামাটির পানছড়ি এলাকাকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করে রেখেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ ৭ মার্চ ওই এলাকায় সেনাবাহিনী অবস্থান নেয় এবং সন্ত্রাস দমনে অভিযান চালায়। উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র গ্রুপ স্থান ত্যাগ করে পালিয়ে যায়। অভিযানে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীদের একটি আস্তানা খুজে পাওয়া যায়। এছাড়াও উদ্ধার হয় বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র, বাইনোকুলার, চাদার রশিদ, ইউনিফর্ম ও গোলাবারুদ।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইউ পি ডি এফ (মূল) স্থানীয় কিছু উশৃংখল মহিলাদের লেলিয়ে দিয়ে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরকার, নিরাপত্তা বাহিনীর এহেন কার্যক্রমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে বলে আশাবাদী শান্তিপ্রিয় স্থানীয়রা। কিন্তু কিছু উশৃংখল পথভ্রষ্টদের সঠিক পথে নিয়ে আসার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় শান্তিপ্রিয় জনগন আকুল মিনতি জানান।

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের একজন মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা। অদ্য ৫ই মার্চ রাত ১১:১২ মিনিটে মুশফিকুর রহিমের অফিশি...
05/03/2025

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের একজন মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা।

অদ্য ৫ই মার্চ রাত ১১:১২ মিনিটে মুশফিকুর রহিমের অফিশিয়াল ফেইসবুক পেইজে একটি পোষ্টের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট এর ওডিআই দল থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছে এই কিংবদন্তি।

Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu

I am announcing my retirement from the ODI format as of today.

Alhamdulillah for everything. While our achivements may have been limited on a global level, one thing is certain: whenever I stepped onto the field for my country, I gave more than 100% with dedication and honesty.

The last few weeks have been very challenging for me, and I have come to realize that this is my destiny. Allah says in the Quran: “Wa tu’izzu man tasha’ wa tu’zhilu man tasha’” - “And He honours whom He wills, and He disgraces whom He wills.” (3:26)

May Almighty Allah forgive us and grant righteous Iman to all. 🤲

Lastly, I would like to deeply thank my family, friends and my fans for whom I have played cricket for the last 19 years.

JazakAllah Khair. 👏

রামগড়ে পারিবারিক জমি থেকে বালু উত্তোলন নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ১মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিখাগড়াছড়...
05/03/2025

রামগড়ে পারিবারিক জমি থেকে বালু উত্তোলন নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ১

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় ইউনিয়নের মধ্যম লামকুপাড়া পারিবারিক জমি থেকে বালু উত্তোলন নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে এক ভাই আহত হয়।

গতকাল মঙ্গলবার ৪মার্চ রাতে ছোট ভাই জানু মিয়া (৪৭) চেয়ারের আঘাতে মারাত্মক ভাবে আহত হয় বড় ভাই আব্দুর রহমান (৫২)।

আহত আব্দুর রহমান জানান, জানু মিয়া আমার ছোট ভাই, তার সাথে জমি নিয়ে আমার তর্ক বির্তক হয়, বাবার সম্পত্তি ভাগ হওয়ার পর জানু মিয়া বোনদের সম্পত্তি না দিয়ে সে জমিতে জোর করে বালু উত্তোলন করছে দীর্ঘদিন যাবত, সে আওয়ামী লীগের কর্মী হওয়ায় ভয়ে আমার বোন, বোনাই এবং আমরা কেউ সম্পত্তি নিয়ে কথা বলতে পারিনি, এক পর্যায় পারিবারিক সম্পত্তির একটা সমাধান করা হয়, যে জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেটা হচ্ছে আমার ছোট বোন লায়লার অংশ, তাদের ভাগের জমি থেকে জানু বালু উত্তোলন করবে, আর ছোট বোনকে এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়, পরবর্তীতে টাকাও দিয়েছে, গতকাল বিকেলে সব কিছু সমাধান হওয়ার পর রাতের বেলায় আমার আরেক ছোট বোনের জামাই জসিম দর্জি কথা আছে বলে ডেকে তার ঘরে নিয়ে যায়, আমি যাওয়ার পর আমার ছোট ভাই জানু কোন কথাবার্তা ছাড়াই আমার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে এর পর আর আমি বেহুশ হয়ে যাই । এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আহতের বোন জামাই নুর হোসেন জানান, যে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি হয়েছে সে জমিটা আমার শশুর গফুর মিয়ার নামে।পারিবারিক ভাবে আমার স্ত্রী লায়লা বেগম বালু উত্তোলনের জমিটা তার ভাগে পেয়েছে, কিন্তু জানু মিয়ার দখলে থাকাতে জমিটা আমার স্ত্রী দখল করতে পারেনি, অনেকবার পারিবারিক বিচার হয়েছে কিন্তু কোন সমাধান করা সম্ভব হয়নি , আমার স্ত্রীর বড় ভাই আব্দুর রহমান তিনি বোনদের সম্পত্তি বুঝে দেওয়ার জন্য সব সময় বলতেন এই জন্যেই তার মাথা ফাটিয়ে দিলেন ছোট ভাই জানু মিয়া।

ঘটনার বিস্তারিত জানতে একাধিক বার মুঠোফোনে জানু মিয়ার সাথে যোগাযোগে করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত চিকিৎসক ডাঃ বিজয় মজুমদার জানান, মারামারি ঘটনায় আব্দুর রহমান নামে এক ব্যক্তি হাসপালে ভর্তি হয়েছে, তার মাথায় মারাত্মক জখম হয়েছে এবং অনেকগুলো সেলাই করতে হয়েছে চিকিৎসা চলমান রয়েছে।

পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর  উপলক্ষে  বান্দরবানে ১৫টি পয়েন্টে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ,  প্রতিটি পয়েন্ট থেকে প্রথমে ...
05/03/2025

পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে বান্দরবানে ১৫টি পয়েন্টে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ,

প্রতিটি পয়েন্ট থেকে প্রথমে ৪শ’ জন ভোক্তা এনআইডি বা টিসিবি কার্ড ছাড়া পাচ্ছেন।

কোনো ধরণের কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের বিশেষ সুবিধা চালু করেছে বান্দরবানের জেলা প্রশাসক-শামীম আরা রিনি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

৫ ই মার্চ বুধবার থেকে ২২ মার্চ পযন্ত বান্দরবান শহরের ১৫টি পয়েন্টে এই সুবিধা পাওয়া যাবে। ট্রা।কে করে বিক্রি করা এই পণ্য সামগ্রী প্রতিটি পয়েন্ট থেকে প্রথম ৪শ’ জন ভোক্তা এনআইডি বা টিসিবি কার্ড ছাড়াই ক্রয় করতে পারবেন।

জেলা প্রশাসন -শামীম আরা রিনি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষ্যে চালু হওয়া ‘টিসিবির ট্রাকসেল’ শিরোনামের এই বিশেষ কর্মসূচি ৫ মার্চ বুধবার থেকে ২২ মার্চ পর্যন্ত শুক্র শনিবার ব্যতিত প্রতিদিন চালু থাকবে। প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে প্রতিটি প্যাকেজ।

প্রাথমিকভাবে ক) বাজার এলাকা, খ) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, গ) রাজার মাঠ, ঘ) ক্যাং মোড়ে বিহার এলাকা ও ঙ) ডিসি অফিস সামনে এ সকাল থেকে পণ্যসহ ট্রাক অপেক্ষা করবে। পরে ভোক্তাদের চাহিদা বিবেচনা করে বিক্রয় পয়েন্ট আরো ১৫টি স্থানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জেলাপ্রশাসন ও পৌরসভা প্রশাসন থেকে জানানো হয়েছে।

ট্রাকে এসব পণ্য প্যাকেজ আকারে বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা। তবে প্যাকেজ ব্যতীত আলাদাভাবে কোনো পণ্য বিক্রি করা হবে না। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে- ৪৫০ টাকা।

পৌরবাসী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ মার্চ ২০২৫ হতে ২০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত বান্দরবান পৌর এলাকা ও বান্দরবান সদরের ১৫টি নির্ধারিত স্থানে ট্রাকসেলের মাধ্যমে টিসিবি'র পণ্য বিক্রয় করা হবে (তালিকা সংযুক্ত)।

উল্লেখিত স্থানসমূহ থেকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ০১ কেজি চিনি, ০১ কেজি ছোলা, ০২ কেজি মসুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেলসহ জনপ্রতি একটি প্যাকেজ ক্রয় করতে পারবেন।

প্রতিটি প্যাকেজের মূল্য ৪৫০/- টাকা।

বি:দ্র: যে কেউ উক্ত প্যাকেজ ক্রয় করতে পারবেন।

বান্দরবান পার্বত্য জেলার নিম্নোক্ত ১৫ টি স্পটে ০৫ মার্চ ২০২৫ হতে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত টিসিবি'র নির্ধারিত ডিলারগণ কর্তৃক ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে জনসাধারণের নিকট সরকার নির্ধারিত মূল্যে টিসিবি'র পণ্য বিক্রয় করা হবে। উক্ত ট্রাকসেলে জন প্রতি ০১ কেজি চিনি, ০১ কেজি ছোলা, ০২ কেজি মশুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল বরাদ্দ পাবেন। ভোক্তা পর্যায়ে উক্ত পণ্যের প্যাকেজ মূল্য ৪৫০/-টাকা।

মেসার্স অনামিকা স্টোর,
বালাঘাটা প্রাথমিক বিদ্যালয়, মেসার্স অন্তরা স্টোর
রোয়াংছড়ি বাস স্টেশন, মেসার্স রুবেল স্টোর
কালাঘাটা শিশু তলা, বড়ুয়ারটেক,হাজী ইসহাক স্টোর
কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট, মেসার্স অজয় এন্টারপ্রাইজ, মেসার্স অজয় এন্টারপ্রাইজ
ক্যচিং ঘাটা,মেসার্স অনামিকা স্টোর, হাজী ইসহাক স্টোর , মেসার্স রুবেল স্টোর
বাকী ছড়ার মুখ,মেসার্স অজয় এন্টারপ্রাইজ
রেইচা বাজার,হাজী ইসহাক স্টোর বাঘমারা বাজার,
সাইক্লোন সেন্টার, হাফেজঘোনা
রেস্ট হাউস এলাকা, শেরেবাংলানগর,
বনরূপা+স্টেডিয়াম এলাকা। মেসার্স অন্তরা স্টোর
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস এলাকা।
মেসার্স অন্তরা স্টোর
সুয়ালক বাজার,মেসার্স রুবেল স্টোর
ডলুপাড়া,মেসার্স অনামিকা স্টোর রাজভিলা ইউনিয়ন পরিষদ এলাক।

সাংবাদিক মোঃ নুরুল আলমের ইন্তেকালে রামগড় প্রেসক্লাবের গভীর শোক প্রকাশমোঃমাসুদ রানা, রামগড় প্রতিনিধিঃখাগড়াছড়ি পার্বত্য জে...
04/03/2025

সাংবাদিক মোঃ নুরুল আলমের ইন্তেকালে রামগড় প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

মোঃমাসুদ রানা, রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবীণ সাংবাদিক,খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর (৪ মার্চ) মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় গুইমারা টিএনটি টিলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৩ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে রামগড় প্রেসক্লাবের সকল সাংবাদিক ও নেতৃবৃন্দ। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ পাক যেনো উনার জানা অজানা সকল গুনাহ্ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।

পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর পুলিশ সদস্যদের প্রতি নিরাপত্তা ও নির্দেশনা ব্রিফিং”“পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর-২০২৫ উ...
04/03/2025

পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর পুলিশ সদস্যদের প্রতি নিরাপত্তা ও নির্দেশনা ব্রিফিং”

“পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর-২০২৫ উপলক্ষ্যে হাইওয়ে পুলিশকে সহায়তা করার জন্য মোতায়েনকৃত পুলিশ সদস্যদের প্রতি নিরাপত্তা ও নির্দেশনা ব্রিফিং”

০৪ ই মার্চ পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর-২০২৫ উপলক্ষ্যে মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা মহোদয়ের সভাপতিত্বে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়

পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর ২০২৫ উপলক্ষে হাইওয়ে পুলিশের মোতায়েনকৃত সদস্যদের নিরাপত্তা ও নির্দেশনা বিষয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর সভাপতিত্বে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া, বান্দরবান পার্বত্য জেলা থেকে যারা অন্য ইউনিটে নিরাপত্তা ডিউটিতে থাকবেন, তাদের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

নিরাপত্তা ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী তারুণ্যের অগ্রযাত্রা প্রবাসী ফোরামের কমিটি ঘোষণা ; সভাপতি- সরওয়ার, সম্পাদক- শাকিলপ্রেস বিজ্ঞপ্তিঃফেনীর সোনা...
04/03/2025

জাতীয়তাবাদী তারুণ্যের অগ্রযাত্রা প্রবাসী ফোরামের কমিটি ঘোষণা ; সভাপতি- সরওয়ার, সম্পাদক- শাকিল

প্রেস বিজ্ঞপ্তিঃ
ফেনীর সোনাগাজী উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রে অবস্থানকারী প্রবাসীরা মিলে জাতীয়তাবাদী তারুণ্যের অগ্রযাত্রা প্রবাসী ফোরাম কমিটি গঠন করেছে। ৪ মার্চ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষিত কমিটিতে কানাডা প্রবাসী মোঃ সারওয়ার জাহান'কে সভাপতি ও সৌদি আরব প্রবাসী এস এইচ শাকিল মির্জাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে সৌদি আরব প্রবাসী মোঃ সৈকত আলীকে রাখা হয়েছে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রুবেল রায়হানকে। সাংগঠনিক সম্পাদক পদে আবুধাবী প্রবাসী আবু হানিফ বাবু, দপ্তর সম্পাদক পদে সৌদি প্রবাসী নুর আলম রিমন এবং প্রচার সম্পাদক হিসেবে মোঃ হান্নানকে রাখা হয়েছে।

এছাড়াও ৩৪ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে সমাজকল্যান সম্পাদক পদে সাইপ্রাস প্রবাসী মোঃ সুমন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ওমান প্রবাসী আবদুর রহমান আজমির, ক্রীড়া সম্পাদক সৌদি প্রবাসী ছালাহ্ উদ্দিন বাবলু, অর্থ সম্পাদক খুরশিদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক ফাহিম, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সৌদি প্রবাসী মোঃ শাকিলকে রাখা হয়েছে। ৩৪ সদস্য কমিটি ছাড়াও দেশে অবস্থানরত নেতৃবৃন্দের সমন্বয়ে ১০ সদস্য বিশিষ্ট একটা উপদেশ কমিটিও রাখা হয়েছে, উক্ত উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিনকে।

মানব সেবাই আমাদের উদ্দেশ্য, গরীব অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত দেশের সাধারণ মানুষকে সাহায্য সহায়তার উদ্দেশ্যে উক্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী শাকিল মির্জা।

রাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাক খাদে। রাজস্থলী প্রতিনিধঃরাঙামাটির  চন্দ্রঘোনা - রাজস্থলী সড়কে পাথর বোঝাই ...
04/03/2025

রাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাক খাদে।

রাজস্থলী প্রতিনিধঃ

রাঙামাটির চন্দ্রঘোনা - রাজস্থলী সড়কে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। মঙ্গলবার (৪ মার্চ ) সকাল ১১টায় উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ( ঢাকা মেট্রো ট ১৫ -২৪০০) ট্রাকটি রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের কাজে ব্যবহার করার জন্য চট্রগ্রাম থেকে পাথর নিয়ে আসছিলো। পাথর নিয়ে ট্রাকটি উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়ায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।রিপোর্ট লিখা পর্যন্ত ট্রাক টি উদ্ধার করা হয়নি।বিষয়টি সম্পর্কে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, একটি ট্রাক দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি, তবে খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

রামগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃখাগড়াছড়ি...
04/03/2025

রামগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় সরাসরি জড়িত হাসান শরীফ (২৩) নামের এক কলেজ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ০৪ মার্চ মঙ্গলবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তৈচালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান শরীফ তৈচালাপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোঃ ফারুকের ছেলে। তিনি রামগড় কলেজ ছাত্রলীগের ১ম বর্ষের সভাপতি ছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা সহ একটি মুলতবী জিআর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হয়।

বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির উদ্যোগে মোল্লা পাড়া এতিমখানায় উপহার প্রদান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।আনোয়ার হোসেন, পা...
03/03/2025

বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির উদ্যোগে মোল্লা পাড়া এতিমখানায় উপহার প্রদান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আনোয়ার হোসেন, পানছড়ি প্রতিনিধিঃ

বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির উদ্যোগে মোল্লা পাড়া এতিমখানা মাদ্রাসায় এক বর্ণাঢ্য উপহার প্রদান, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ। ০৩ মার্চ রোজ সোমবার বিকেলে আয়োজিত এ মাহফিলে এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, ইফতার ও তাদের মঙ্গল কামনায় বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটি স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব জোন অধিনায়ক মেজর রিফাত হোসাইন (পিএসসি)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের আয়োজন তাদের মনোবল ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।" তিনি বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির সভাপতি সাহেদুল ইসলাম সুমন। তিনি তার বক্তব্যে বলেন, "আমাদের সংগঠন সবসময় মানবসেবায় নিবেদিত, সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আজকের এই আয়োজন তারই একটি অংশ।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা পাড়া এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ জাকারিয়া। তিনি এতিমখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, "এতিমদের জন্য এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।"

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ তোফাজ্জ্বল হোসেন, মোঃ ইব্রাহীম, মোঃ আফছার, মোঃ সেলিম কোম্পানী সহ আরো অনেকেই। পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম ও সাধানণ সম্পাদক সৈয়দ এমএ বাসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন এবং এতিম শিশুদের সাথে ইফতার করেন।

অনুষ্ঠানে উপহার সামগ্রী হিসেবে শিশুদের মধ্যে পবিত্র কোরআন শরীফ, পান্জবী, টুপি, হাজী রুমাল, ইফতারের জন্য খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও এতিমখানার উন্নয়ন ও শিশুদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়। ইফতারের আগে মাওলানা মোঃ জাকারিয়ার পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

স্থানীয়রা বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। আয়োজনটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সবাই এই ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন।

Address

Rangamati Sadar Upazilla
Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHT Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share