02/09/2025
ধর্মীয় সুসংবাদ
ধর্মপ্রাণ সুধী পূর্ণাথী বৃন্দ, লংগদু উপজেলাধীন স্বনামধন্য প্রশান্তি অরণ্য কুটিরে আসছে আগামী ০৫/০৯/২০২৫/ইং রোজ শুক্রবার শুভ মধু পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা উদযাপন উপলক্ষে দেব মনুষ্য তথা বিশ্বের শান্তি সুখ মঙ্গল কামনায় বুদ্ধের প্রতিবিম্ব দান,অষ্টপরিস্কার দান, সংঘ দান ও নানাবিধ দানানুষ্ঠান হতে যাচ্ছে
তাই মহতি পুণ্যানুষ্ঠানে যথা সময়ে উপস্থিত হয়ে অশেষ পুণ্যের ভাগীদার হোন।
জগতের সকল প্রাণী সুখী হোক।