
06/09/2022
লংগদু উপজেলার প্রকাশনা বৃত্তান্ত
মাহমুদুল হাসান সোহাগঃ-
রাঙ্গামাটি জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনৈতিক সম্ভাবনাময় উপজলা লংগদু। এ উপজেলা থেকে এখন পর্যন্ত কোন দৈনিক কিংবা সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হয়নি। রেজিষ্ট্রেশনকৃত কোন পত্র-পত্রিকা না থাকলেও অনিয়মিতভাবে মাসিক, ত্রৈমাসিক কিংবা বার্ষিক সাময়িক পত্র প্রকাশিত হয়েছে এ প্রত্যন্ত উপজেলাটি থেকে। যতটুকু জানা যায় এই উপজেলা থেকে সর্বপ্রথম চৌধুরী আতাউর রহমান রানা সম্পাদিত "আরণ্যক" নামে প্রথম সাময়িক পত্র প্রকাশিত হয়। এছাড়া উপজেলা থেকে সুচনা, পূর্বাচল, উদ্দীপ্ত, ভোরের আলো, অগ্রযাত্রা, দর্পণ, দিশারী, তারুণ্যের কলম ইত্যাদি নামে সাময়িক পত্র প্রকাশিত হয়। সবগুলো প্রকাশনার তথ্য হাতে নেই, তবে যে প্রকাশনাগুলো সংগ্রহ করতে পেরেছি সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
পত্র-পত্রিকা একটা জনপদের সঠিক চিত্র তুলে ধরতে পারে। এ সকল তথ্য জনপদের মানুষের সামনে এগিয়ে চলার পথে গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে কাজ করে।
আরণ্যকঃ- চৌধুরী আতাউর রহমানের সম্পাদনায় লংগদু উপজেলা থেকে 'আরণ্যক' নামে একটি সাময়িকী প্রকাশিত হয়। এ প্রকাশনার সাথে লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান সম্পৃক্ত ছিলেন। মনে করা হয় এটিই লংগদু উপজেলা থেকে প্রকাশিত প্রথম সাময়িকপত্র।
সুচনাঃ- ১৯৮৭ সালের ২৬ মার্চ শাওন আমিনের সম্পাদনায় 'সুচনা' ম্যাগাজিন প্রকাশিত হয়েছিল। সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ সরকার এ ম্যাগাজিন প্রকাশে পৃষ্ঠপোষকতা করেছিলেন।
পূর্বাচলঃ- রাবেতা মডেল কলেজ ( বর্তমান লংগদু মডেল কলেজ) এর বার্ষিক প্রকাশনা পূর্বাচল। কলেজের কলেজের ছাত্র-শিক্ষক ও বিশিষ্টজনের লেখা নিয়ে প্রায় প্রতি বছর প্রকাশিত হতো। সম্পাদক খোন্দকার হাসান আলী।
উদ্দীপ্তঃ- রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাময়িকী 'উদ্দীপ্ত'। সম্পাদক অত্র বিদ্যালয়ের শিক্ষক মামুন ইবনে মিজান।
ভোরের আলোঃ- মাহমুদুল হাসান সোহাগ এর সম্পাদনায় ২০১১ সাল থেকে অনিয়মিত ভাবে বেশ কিছু সংখ্যা প্রকাশিত হয়।
অগ্রযাত্রাঃ- মাহমুদুল হাসান সোহাগ এর সম্পাদনায় 'অগ্রযাত্রা' সাময়িকীর কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়।
উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে এ প্রকাশনাটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।
দর্পণঃ- মোঃ মঞ্জুরুল হকের সম্পাদনায় লংগদু উপজেলার গুলশাখালী থেকে প্রকাশিত হয়। উপদেষ্টা সম্পাদক সৈয়দ ইবনে রহমত। ৩২ পৃষ্ঠার এ সংকলনটি বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়।
তারুণ্যের কলমঃ-২০১৯ সাল থেকে স্থানীয় নবীন-প্রবীণ লেখকদের লেখা নিয়ে বেশ কিছু সংখ্যা প্রকাশিত হয়। এ প্রকাশনাটি এখনো প্রকাশিত হচ্ছে।
দিশারীঃ- ফরমার স্টুডেন্ট এসোসিয়েশন অফ গুলশাখালীর বার্ষিক প্রকাশনা 'দিশারী'। সম্পাদক সৈয়দ ইবনে রহমত। প্রথমে দেয়ালিকা, ছোট কলেবরে সাময়িকীর ধাপ পেরিয়ে ২০১৭ সালে প্রথম সংখ্যা প্রকাশিত হয়। প্রকাশনাটি জেলার মধ্যে বেশ সাড়া ফেলেছে। ২০২২ সালে ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দিবস উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশের তথ্য পাওয়া যায়। একটি জনপদের সাহিত্য সংস্কৃতি চর্চায় সংবাদপত্র, সাময়িকপত্র ও দেয়াল পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরবর্তীতে লংগদু উপজেলা থেকে প্রকাশিত বই, লেখক ও সাংবাদিকদের নিয়ে লেখার ইচ্ছা আছে। (সংশোধিত)
*****
দৈনিক গিরিদর্পণ, ১৬ মে ২০২২