Life Care Pharma, Rangamati

Life Care Pharma, Rangamati Human medicine seller

রাঙামাটির প্রথম Model Medicine Shop আমাদের লাইফ কেয়ার ফার্মা। ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত লাইসেন্স নং-Ranga-0711 ও রেজিঃ নং B-2782. এই ফার্মেসী বি গ্রেড ফার্মাসিস্ট কর্তৃক পরিচালিত। ডাক্তারের প্রেসক্রাইবকৃত সকল ঔষুধ বিক্রি করা হয়।
আমাদের ঠিকানা-
লাইফ কেয়ার ফার্মা
বাবু মার্কেট (শেভরন ডক্টরস ল্যাবের পূর্বপার্শ্বে), বনরুপা, রাঙ্গামাটি।
ফোন- ০১৮৩৪৬৫৮৫১৪.

 #অজান্তেই শরীরে ঢুকছে  #ডায়াবেটিস, লক্ষণগুলো দেখা দেয় ঘুমের মধ্যেইবর্তমানে বিশ্বজুড়ে টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্তের সংখ্...
29/06/2025

#অজান্তেই শরীরে ঢুকছে #ডায়াবেটিস,
লক্ষণগুলো দেখা দেয় ঘুমের মধ্যেই

বর্তমানে বিশ্বজুড়ে টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুমের ঘাটতি এবং অতিরিক্ত মানসিক চাপ—এই চারটি বিষয় সরাসরি টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে অনেক সময় দিনের বেলা যেসব লক্ষণ প্রকাশ পায়, তার কিছু নিঃশব্দ বার্তা আমাদের ঘুমের মধ্যেও দেখা দিতে পারে।

টাইমস অব ইন্ডিয়ান প্রতিবেদনে চিকিৎসকদের মতে, ঘুমের মধ্যে দেখা দেয়া কিছু অস্বাভাবিক লক্ষণ টাইপ-টু ডায়াবেটিসের সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। সঠিক সময়ে এসব লক্ষণ চিনে না উঠলে তা পরবর্তীতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হতে পারে। ঘুমের মধ্যে যেসব লক্ষণ ডায়াবেটিসের পূর্বাভাস দেয়:

১. ঘুমিয়ে উঠেও ক্লান্তিভাব: পর্যাপ্ত ঘুমের পরও যদি শরীর চাঙ্গা না লাগে এবং দুর্বলতা অনুভব করেন, তাহলে তা শরীরে ইনসুলিন কার্যকারিতার ব্যাঘাতের লক্ষণ হতে পারে। ডায়াবেটিসে শরীর সঠিকভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারে না, ফলে ঘুমের পরও সতেজ অনুভব হয় না।

২. ঘুমের সময় অতিরিক্ত ঘাম: রাতে ঘুমানোর সময় অতিরিক্ত ঘাম হলে বা ঘামিয়ে ঘুম ভেঙে গেলে সেটি হাইপোগ্লাইসেমিয়ার (রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যাওয়া) লক্ষণ হতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ধরনের ঘাম স্বাভাবিক ঘটনা নয় এবং অবহেলা করা উচিত নয়।

৩. ঘন ঘন প্রস্রাব পেয়ে ঘুম ভাঙা: রাতের বেলা বারবার প্রস্রাবের চাপ অনুভব করা টাইপ-টু ডায়াবেটিসের একটি প্রচলিত লক্ষণ। উচ্চমাত্রার রক্তশর্করা শরীরকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বের করে দিতে বাধ্য করে, যার ফলে ঘুম বারবার ভেঙে যেতে পারে।

৪. ঘুমের মধ্যে তীব্র পিপাসা অনুভব: ঘন ঘন প্রস্রাবের ফলে শরীর পানিশূন্য হয়ে পড়ে, যা ঘুমের মাঝেই তীব্র পিপাসা বা মুখ শুকিয়ে যাওয়ার অনুভূতি তৈরি করতে পারে।

৫. হাত-পায়ে ঝিমঝিম বা অসাড়তা: ডায়াবেটিসজনিত স্নায়ু ক্ষতির (ডায়াবেটিক নিউরোপ্যাথি) কারণে রাতে ঘুমানোর সময় হাত-পায়ে ঝিমুনি, অস্বস্তি বা অসাড়ভাব অনুভূত হতে পারে।

এই ধরনের লক্ষণ বারবার দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো রোগ নির্ণয় ও নিয়ন্ত্রণ না করলে তা দীর্ঘমেয়াদে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

সুস্থ জীবনধারা মেনে চলা—যেমন: নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন কিছু সময় ব্যায়াম করার অভ্যাস—টাইপ-টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট; আগামীকাল থেকে এমবিবিএস ও...
12/03/2025

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট; আগামীকাল থেকে এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার পদবী ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ

05/03/2025

আগামী ০৭মার্চ ২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রোগী দেখবেন

#ডা. ত্রিলোক চাকমা
এম.বি.বি.এস, বিসিএস(স্বাস্থ্য)
এমডি কোর্স, (চর্ম ও যৌন রোগ বিভাগ-ঢাকা মেডিকেল কলেজ) বিএমডিসি রেজিঃ নং-এ- ৫৮২১৯

#চেম্বারঃ
#লাইফ কেয়ার ফার্মা
বাবু মার্কেট (শেভরন ডক্টরস ল্যাবের পূর্বপার্শ্বে), বনরুপা, রাঙ্গামাটি।
#সিরিয়াল এর জন্য ফোন দিন -০১৮৩৪৬৫৮৫১৪.

পথচলার ৫ বছর।২০২০ সালের এইদিনে আপনাদের আস্থার জায়গা লাইফ কেয়ার ফার্মা'র যাত্রা শুরু হয়েছিল। প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জনের ম...
05/01/2025

পথচলার ৫ বছর।
২০২০ সালের এইদিনে আপনাদের আস্থার জায়গা লাইফ কেয়ার ফার্মা'র যাত্রা শুরু হয়েছিল। প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমরা আপনাদের যে আস্থা অর্জন করেছি সেটি আমাদের জন্য গর্বের ও গৌরবের। এই পথচলায় সম্মানিত ডাক্তার, গ্রাহক, শুভানুধ্যায়ী ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

19/12/2024

...

28/11/2024

আগামীকাল ২৯ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রোগী দেখবেন

#ডা. ত্রিলোক চাকমা
এম.বি.বি.এস, বিসিএস(স্বাস্থ্য)
এমডি কোর্স, (চর্ম ও যৌন রোগ বিভাগ-ঢাকা মেডিকেল কলেজ)
বিএমডিসি রেজিঃ নং-এ- ৫৮২১৯

#চেম্বারঃ
#লাইফ কেয়ার ফার্মা
বাবু মার্কেট (শেভরন ডক্টরস ল্যাবের পূর্বপার্শ্বে), বনরুপা, রাঙ্গামাটি।
#সিরিয়াল
#ফোন- ০১৮৩৪৬৫৮৫১৪.

১৫ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রোগী দেখবেন  #ডা. ত্রিলোক চাকমাএম.বি.বি.এস, বিসিএস(স্বা...
14/11/2024

১৫ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রোগী দেখবেন

#ডা. ত্রিলোক চাকমা
এম.বি.বি.এস, বিসিএস(স্বাস্থ্য)
এমডি কোর্স, (চর্ম ও যৌন রোগ বিভাগ-ঢাকা মেডিকেল কলেজ)
বিএমডিসি রেজিঃ নং-এ- ৫৮২১৯

#চেম্বারঃ
#লাইফ কেয়ার ফার্মা
বাবু মার্কেট (শেভরন ডক্টরস ল্যাবের পূর্বপার্শ্বে), বনরুপা, রাঙ্গামাটি।
#সিরিয়াল
#ফোন- ০১৮৩৪৬৫৮৫১৪.

 #নরমাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন, কোনটি ভালো?লেখা: ডা. মো. দেলোয়ার হোসেনসন্তান প্রসবের জন্য আছে বিভিন্ন পদ্ধতি। সবচ...
21/10/2024

#নরমাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন, কোনটি ভালো?
লেখা: ডা. মো. দেলোয়ার হোসেন
সন্তান প্রসবের জন্য আছে বিভিন্ন পদ্ধতি। সবচেয়ে সাধারণ দুটি পদ্ধতি হলো নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান (সি) সেকশন। কীভাবে প্রসব হবে, এ নিয়ে শুরু থেকেই দুশ্চিন্তায় থাকেন সন্তানপ্রত্যাশী দম্পতিরা। এ নিয়ে আমাদের সমাজে আছে নানা বিভ্রান্তিও। জেনে রাখুন বিস্তারিত।

বাংলাদেশে এখন উল্লেখযোগ্য হারে প্রসব হচ্ছে সিজারিয়ান পদ্ধতিতে। দেশে সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশু জন্মের হার ৮ গুণ বেড়েছে। ২০০৪ সালে এই হার ছিল ৪ শতাংশ, যা ২০১৭-১৮ সালে এসে দাঁড়ায় ৩৩ শতাংশে। ২০২২ সালে বাংলাদেশে সন্তান প্রসবের ক্ষেত্রে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ ও সিজারিয়ান ডেলিভারির হার ৩১ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ হার ১৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৮ সালে হওয়া প্রতি ১০ জনের মধ্যে ছয়জনের সি-সেকশনই এড়ানো যেত।

নরমাল ডেলিভারি প্রাকৃতিক ও পরীক্ষিত পদ্ধতি
স্বাভাবিক প্রসবপ্রক্রিয়া প্রাকৃতিক ও পরীক্ষিত পদ্ধতি। এটি বহু শতাব্দী ধরে চলে আসছে এবং এর সুবিধা সুস্পষ্ট। নরমাল ডেলিভারির ফলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কম থাকে। এ ছাড়া শিশু ও মায়ের দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়।

নারীদের জন্য স্বাভাবিক প্রসবের সুবিধাগুলো হলো
স্তন্যদান তাড়াতাড়ি শুরু করা যায়

নরমাল ডেলিভারিতে প্রসববেদনা বেশি হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। কোনো কাটাকাটির ঝামেলা থাকে না বলে প্রসব–পরবর্তী সময়ে মা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন।

স্বাভাবিক প্রসবের পর মাত্র ১ দিন হাসপাতালে থাকতে হয় এবং মায়ের প্রসব–পরবর্তী যত্নও অল্প সময়ের জন্য নেওয়া লাগে। ডেলিভারির পর বাড়তি সাহায্যকারী কম লাগে। ওষুধ ও ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত দিতে হয় কম। ফলে খরচও কম।

জরায়ুর পেশি ও যোনিপথ একসঙ্গে কাজ করে, যাতে শিশুকে নিচে ও বাইরে যেতে সাহায্য করে। নরমাল ডেলিভারিতে সক্ষম নারীরা সিজারিয়ানদের থেকে বেশি কর্মক্ষম হন।

প্রসবের পর অস্ত্রোপচার–পরবর্তী জটিলতাগুলো, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ, সেকেন্ডারি ইনফেকশন, স্থূলতার আশঙ্কা কম থাকে।

পরবর্তী গর্ভাবস্থায় স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বেশি থাকে; ভবিষ্যতে গর্ভাবস্থার জটিলতা, যেমন মৃত প্রসব ও গর্ভপাতের আশঙ্কা কম থাকে।

সি-সেকশনের তুলনায় স্বাভাবিক প্রসবের পরে বন্ধ্যত্ব ও প্রজনন সমস্যা হওয়ার আশঙ্কা খুবই কম।
নবজাতকের জন্য স্বাভাবিক প্রসবের সুবিধাগুলো হলো
নরমাল ডেলিভারির সময় শিশুর শরীরে কিছু উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং জন্মের প্রথম দিনগুলোয় শিশুকে বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে।

নরমাল ডেলিভারিতে শিশুর পুরো শরীরের সঙ্গে ফুসফুসও সংকুচিত হয়। এতে ফুসফুসের ভেতরে থাকা অপ্রয়োজনীয় জলীয় পদার্থ বেরিয়ে যায়। ফলে তার ফুসফুস স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য প্রস্তুত হয়ে ওঠে। শিশুর হাঁপানি ও শ্বাসকষ্টের ঝুঁকি কমায়। ফুসফুসের ক্ষমতাও ভালো থাকে।

স্বাভাবিক প্রসব হলে শিশু কোনো সমস্যা ছাড়াই মায়ের দুধ সঠিকভাবে গ্রহণ করতে পারে। মায়ের দুধে ঘন ও হলুদাভ তরল কোলোস্ট্রাম থাকে, যা প্রোটিন ও ইমিউনোগ্লোবুলিন-সমৃদ্ধ। কোলোস্ট্রাম শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, অপরিণত পরিপাকতন্ত্রের বিকাশে সাহায্য করে এবং শিশুর ইমিউন সিস্টেম তৈরি করতে সাহায্য করে।

নরমাল ডেলিভারি হওয়া শিশুর শারীরিক সক্ষমতা সিজারিয়ানদের তুলনায় বেশি হয়।

মায়ের সঙ্গে শিশুর অ্যাটাচমেন্ট বা অনুরক্তি তাড়াতাড়ি হয়।

তবে নরমাল ডেলিভারিতে কিছু ঝুঁকিও থাকে, যেমন যোনি বা পেরিনিয়াম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া, যা সংক্রমণের কারণ হতে পারে।

সিজারিয়ান বা অস্ত্রোপচারের ঝুঁকি
স্বাভাবিক প্রসবের তুলনায় সিজারিয়ান করা মায়েদের মৃত্যুঝুঁকি তিন গুণ বেশি।

সিজারিয়ান শিশু মায়ের দুধপানে বেশি সমস্যার মুখে পড়ে। সিজারিয়ান অপারেশনে মাকে অস্ত্রোপচারের জন্য যেসব চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়, তা নবজাতকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বুকের দুধপানে বাধা তৈরি করে।

সি-সেকশনে জন্ম নেওয়া শিশুদের প্রাইমারি পালমোনারি উচ্চ রক্তচাপ পাঁচ গুণ বেশি। সিজারিয়ান শিশুর রক্তে সংক্রমণের হার বেশি, এমনকি থাকে জন্ডিস দেখা দেওয়ার আশঙ্কা।

সি-সেকশনে জন্ম নেওয়া শিশু পরবর্তী সময়ে সিজোফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগে ভোগার ঝুঁকিতে থাকে।

সিজারিয়ান শিশুদের মধ্যে অ্যালার্জি ও হাঁপানির প্রবণতা বেশি থাকে। এ ছাড়া ডায়রিয়া হওয়ার ঝুঁকি ৪৬ গুণ বেশি থাকে।
সিজারিয়ান সেকশন কখন প্রয়োজন?
কিছু কিছু ক্ষেত্রে মা ও শিশু উভয়ের কথা চিন্তা করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। যেমন—

যখন মায়ের প্রসব-পথ সরু বা চাপা থাকে

প্রসবের পথে যদি কোনো টিউমার থাকে

গর্ভফুল নিচের দিকে থাকলে

শিশুর অবস্থান আড়াআড়ি বা উল্টা থাকলে

শিশুর ওজন অতিরিক্ত বেশি হলে অথবা মাথার আয়তন প্রসব-পথের চেয়ে বড় হলে

প্রসবের আগে মায়ের রক্তক্ষরণ শুরু হলে

মায়ের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে

ডায়াবেটিস বা অন্য কোনো জটিল রোগ থাকলে

আগের দুটি সন্তান সিজারের মাধ্যমে ডেলিভারি হলে

প্রসববেদনা ওঠার ৬ থেকে ১৪ ঘণ্টার মধ্যে স্বাভাবিকভাবে ডেলিভারি না হলে

৩৫ বছর বয়সের পর অথবা ১৯ বছর পূর্ণ হওয়ার আগে প্রথমবারের মতো গর্ভধারণ করলেও সিজার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে

নরমাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন?
প্রসবের জন্য কোন পদ্ধতি নারীর জন্য প্রযোজ্য হবে, তা কোন পদ্ধতি তুলনামূলক ভালো বা খারাপ, সেটির ওপর নির্ভর করে না; বরং নারীর শারীরিক ও গর্ভকালীন অবস্থা, ঝুঁকি এবং সর্বোপরি মা ও শিশুর নিরাপত্তার দিকটি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। নরমাল ডেলিভারি প্রাকৃতিক। এটার ওপর বিশ্বাস রাখতে হবে। চিকিৎসক যদি বলেন, নরমাল ডেলিভারির জন্য নারী উপযুক্ত, তাহলে প্রসববেদনার ভয় না করে নরমাল ডেলিভারি করানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত।

আবার নরমাল ডেলিভারি সুবিধাজনক, সাশ্রয়ী ও সবার কাম্য হলেও কিছু কিছু পরিস্থিতিতে নরমাল ডেলিভারি মা ও শিশু উভয়েরই মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি বা মৃত্যুর কারণও হতে পারে। সেখানে অবশ্যই সিজার করতে হবে। কাজেই কোনো নারীর ডেলিভারি সিজার নাকি নরমাল হবে, সে সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকের ওপর ছেড়ে দিন।

#ডা. মো. দেলোয়ার হোসেন, এমডি গবেষক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

29/09/2024

সকল সংকট কাটিয়ে আপনাদের আস্থার ঠিকানা লাইফ কেয়ার ফার্মা সীমিত পরিসরে চালু করা হয়েছে। আপনাদের সেবায় আমরা বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় আমরা আপনাদের কাঙ্খিত সেবা প্রদান করতে পারবো। ধন্যবাদ।
#
লাইফ কেয়ার ফার্মা
বাবু মার্কেট (শেভরণের পূর্বপার্শ্বে), বনরুপা, রাঙ্গামাটি।
ফোন-০১৮৩৪-৬৫৮৫১৪

 #প্রেস বিজ্ঞপ্তিগতকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাঙ্গামাটি বনরুপায় উদ্ভূত সংঘর্ষে আপনাদের আস্থার জায়গা ল...
21/09/2024

#প্রেস বিজ্ঞপ্তি

গতকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাঙ্গামাটি বনরুপায় উদ্ভূত সংঘর্ষে আপনাদের আস্থার জায়গা লাইফকেয়ার ফার্মা'তে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সেবামূলক প্রতিষ্ঠানে এমন ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত ও ক্ষুদ্ধ। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যে বা যাহারা এমন কর্মকান্ড সংঘটিত করেছে তারা কখনোই মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে পারে না।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতিতেও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট যেমন হাসপাতাল, আশ্রয় কেন্দ্র, ঔষুধ আউটলেট, কারখানাতে শত্রুরাও হামলা করে না। কারণ আমরা মনে করি এটি ব্যবসা নয়। সেবামূলক প্রতিষ্ঠান। হরতাল, অবরোধ, জরুরি পরিস্থিতেও আমরা প্রতিনিয়ত সেবা দিয়ে আসছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মাঝে আমরা সকাল থেকে রাত অবধি সেবা দিয়ে থাকি। কোনরুপ জাতি ধর্মের উর্ধ্বে থেকে আপনাদের সেবা দিয়ে এই প্রতিদান?
সেবামূলক প্রতিষ্ঠানে হামলা কেন?

#লাইফ কেয়ার ফার্মা
বাবু মার্কেট (শেভরণ ডক্টরস ল্যাবের পূর্বপার্শ্বে),
বনরুপা, রাঙ্গামাটি।

২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রোগী দেখবেন  #ডা. ত্রিলোক চাকমাএম.বি.বি.এস, বিসিএস(স...
16/09/2024

২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রোগী দেখবেন

#ডা. ত্রিলোক চাকমা
এম.বি.বি.এস, বিসিএস(স্বাস্থ্য)
এমডি কোর্স, (চর্ম ও যৌন রোগ বিভাগ-ঢাকা মেডিকেল কলেজ)
বিএমডিসি রেজিঃ নং-এ- ৫৮২১৯
ইএমও, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল, রাঙ্গামাটি।

#চেম্বারঃ
#লাইফ কেয়ার ফার্মা
বাবু মার্কেট (শেভরন ডক্টরস ল্যাবের পূর্বপার্শ্বে), বনরুপা, রাঙ্গামাটি।
#সিরিয়াল
#ফোন- ০১৮৩৪৬৫৮৫১৪.

30/01/2024

অনিবার্য কারণ বশতঃ আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ডাঃ ত্রিলোক চাকমা চেম্বার করবেন না।

Address

Banarupa
Rangamati
4500

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801834658514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Care Pharma, Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Care Pharma, Rangamati:

Share

Category