SjMs It's a Blog, Entertainment & Learning site.

19/06/2025

পোশাকের স্বাধীনতা চাওয়া মানুষগুলো পোশাক না পারলেও সমস্যা নাই, কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না।

এটা তারা বুঝে না কেন?

ওয়ালটন নিচ্ছে কর্পোরেট সেলসের জন্য সিনিয়র ম্যানেজার।
17/06/2025

ওয়ালটন নিচ্ছে কর্পোরেট সেলসের জন্য সিনিয়র ম্যানেজার।

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন—বিদে...
12/06/2025

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে, তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন—বিদেশে একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলবেন তার স্ত্রী ও ভারতের বাড়িতে থাকা তিনটি ছোট ছেলেমেয়ের জন্য।

বহু বছরের পরিকল্পনা, কাগজপত্রের ঝামেলা ও ধৈর্যের পর অবশেষে সেই স্বপ্ন পূরণের পথে ছিল। মাত্র দুই দিন আগেই, তার স্ত্রী, ডাঃ কোমী ব্যাস, যিনি একজন চিকিৎসক, ভারত থেকে তার চাকরি ছেড়ে দিয়েছেন। ব্যাগ গুছানো, বিদায় জানানো হয়ে গেছে, সামনে ছিল নতুন ভবিষ্যতের অপেক্ষা।

এই সকালেই, প্রত্যাশা, উত্তেজনা ও নতুন জীবনের পরিকল্পনা নিয়ে তারা পাঁচজনই উঠেছিলেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এ লন্ডনের উদ্দেশে। একটি সেলফি তুলেছিলেন, আত্মীয়দের পাঠিয়েছিলেন। এটা ছিল নতুন জীবন শুরু করার একমুখী যাত্রা।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেননি। বিমানটি বিধ্বস্ত হয়। কেউই বাঁচলেন না।

মাত্র কয়েক মুহূর্তেই এক জীবনের সব স্বপ্ন ভস্ম হয়ে গেল। নির্মমভাবে মনে করিয়ে দিল—জীবন ভীষণ রকম অনিশ্চিত। আপনি যা গড়ে তোলেন, যা স্বপ্ন দেখেন, যাকে ভালোবাসেন—সবকিছুই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন আছে, যতক্ষণ পারেন—ভালোবাসুন, বাঁচুন, আর সুখের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন না।

আহা আমাদের অনিশ্চিত জীবন !!

(সংগৃহীত পোস্ট)
[ভারতে আহমেদাবাদে বিমান বিধ্বস্ত]

02/04/2025

ইসলাম শান্তির ধর্ম। 💕
ইসলাম গ্রহণ করার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when SjMs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SjMs:

Share