Md. Sarwar Kamal

Md. Sarwar Kamal Assalamu Alaikum, This Is Freelancer Kamal, An Internet Entrepreneur, Professional Digital Marketer,

বিশ্বের কাছে গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তা.....
25/10/2024

বিশ্বের কাছে গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তা.....

অভিনন্দন ❤️
28/08/2024

অভিনন্দন ❤️

28/08/2024
25/08/2024

মুসলিম মন্দির পাহারা দেয়, অন্যদিকে হিন্দু বন্যায় পূজার বাজেট দান করে, বৌদ্ধ ত্রাণ সহযোগিতা দেয়,
এটাই সম্প্রীতির নতুন বাংলাদেশ!©️

23/08/2024

১ দিনে As sunnah Foundation -এ বন্যার অনুদান জমা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

মানিক সাহেব দাড়ি রেখেছেন । সাদা টুপি পরে কলা পাতায় শুয়ে বিশ্রাম করছেন ! চেহারায় একটা সুফি ভাব চলে এসেছে । ওরে আমরা ক...
23/08/2024

মানিক সাহেব দাড়ি রেখেছেন । সাদা টুপি পরে কলা পাতায় শুয়ে বিশ্রাম করছেন ! চেহারায় একটা সুফি ভাব চলে এসেছে ।
ওরে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম ! 🥸
©️ Rj Kibria ❤️

দূর্গাপূজার টাকার একাংশ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান করল বরিশালের একটি মন্দির৷অসাম্প্রদায়িক বাংলা...
22/08/2024

দূর্গাপূজার টাকার একাংশ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান করল বরিশালের একটি মন্দির৷
অসাম্প্রদায়িক বাংলাদেশের সৌন্দর্য এরা🇧🇩🖤

18/08/2024

এখন থেকে, মসজিদ কমিটি করেন আলেমদের নিয়ে, বাজার কমিটি করেন সৎ ব্যবসায়ীদেরকে নিয়ে, স্কুল কমিটি করেন প্রকৃত শিক্ষিতদের নিয়ে, সামাজিক দায়িত্ব দিন সৎ এবং সত্যবাদীদের হাতে ইনশাআল্লাহ আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারবো! ড,আ,ফ,ম, খালিদ হোসাইন।

ছাত্রদের প্রতি ধর্ম উপদেষ্টার নসিহত: (স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো)ড. আ ফ ম খালিদ হুসাইন হাফি. এর কিছু মূল্যবান উপদেশ    ...
15/08/2024

ছাত্রদের প্রতি ধর্ম উপদেষ্টার নসিহত:
(স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো)
ড. আ ফ ম খালিদ হুসাইন হাফি. এর কিছু মূল্যবান উপদেশ
=================================
০১. প্রতিদিন ১০ ঘন্টা পড়ালেখা করাকে ফরজ বানিয়ে নিন
০২. জীবন অতি মূল্যবান, সময় অতি অল্প। এ অল্প সময়েই বিরাট কর্ম ও কীর্তি রেখে যেতে হবে।
০৩. প্রতিটি নিঃশ্বাস বহু মূল্যবান, প্রতিটি সেকেন্ড বহু মূল্যবান ।
০৪. মোবাইলের ব্যবহার সীমিত করে দিন । আপনি যদি
সব সময় মোবাইল খোলা রাখেন মানুষ আপনাকে সব
সময় ব্যবহার করবে ৷
০৫. আপনাকে তো টিকে থাকতে হবে ৷ অনেক কিছু অধ্যয়ন করতে হবে ৷ আপনার সময় কোথায় !
০৬. আমি যে কোন জায়গায় গেলে সব সময় ল্যাপটপ ও বই নেই । আমি ০১ পৃষ্ঠা পড়তে পারলে মন্দ কী ! আমরা গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় যাই ৷ সেই সময়টাকেও আমরা বই পড়ে মূল্যায়ন করতে পারি ৷ তারপর নাপিতের দোকানে চুল কাটাতে যাই ৷ সেখানে প্রায় সময় দীর্ঘ লাইন থাকে, সেই সময়টাতে আমরা হাতে ছোট্ট একটি পুস্তিকা নিয়ে পড়তে পারি ৷
০৭. যত পড়বেন তত আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে ৷ লেখার বিষয় তৈরি হবে ৷ সব সময় মনে রাখতে হবে জীবন অতি মূল্যবান, সময় অতি স্বল্প ৷
০৮. বাংলা-আরবি-ইংরেজি এ তিন ভাষায় সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে ৷
০৯. দুর্বল চিত্ত ও চরিত্রের অধিকারীদের দিয়ে মহৎ কাজ হয় না ৷
১০. পৃথিবীর কোন যোগ্য মানুষ বেকার নেই ৷
পৃথিবীতে শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিরই মূল্যায়ন হয় ৷
সুতরাং নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলুন ৷
আল্লাহ তায়ালা হুজুরের ছায়াকে দীর্ঘায়িত করুন। আমিন।

চাকুরি হলো দাসত্ব। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে 'উদ্যোক্তা"।-ড. মুহাম্মদ ইউনূস।
15/08/2024

চাকুরি হলো দাসত্ব। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে 'উদ্যোক্তা"।
-ড. মুহাম্মদ ইউনূস।

14/08/2024

নিশ্চই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন।
[সূরা আল বুরুজ: ১২]

11/08/2024

রাষ্ট্রের পরিবর্তন শুধু সরকারের উপর নির্ভর করে না, বরং ব্যক্তিগত উদ্যোগের উপরও অনেকাংশে নির্ভর করে। যখন একজন ব্যক্তি নিজেকে বদলাবে, তখন তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপরও ইতিবাচক প্রভাব পড়বে। নিজেকে বদলানো মানে নিজের চিন্তাভাবনা, আচরণ, দৃষ্টিভঙ্গি ইত্যাদি পরিবর্তন করা। ব্যক্তিগত পরিবর্তন থেকেই সামাজিক পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তন সম্ভব। আপনি বদলে গেলেই বদলে যাবে দেশ। তাই নিজেকে দিয়েই হোক পরিবর্তনের সূচনা।
Mizanur Rahman Azhari

Address

Freelancer Kamal, Banarupa
Rangamati
4500

Telephone

+8801537423001

Website

http://studypoka.com/, http://subidhait.com/, http://mdsarwarkamal.com/

Alerts

Be the first to know and let us send you an email when Md. Sarwar Kamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Sarwar Kamal:

Share