18/12/2024
একজন কৃষকের আদরের কণ্যাকে বাচাতে এগিয়ে আসুন।। আপনার সামান্য দৈনিক চা আড্ডায় খরচ করা সামান্য আর্থিক সহযোগিতায় হয়ত একজন বাবার হাসি ফুটে উঠবে। যে হাসি একজন বাবার হাসি।। আসুন সবাই মিলে সহযোগিতা করি।।
নিচের রোগীর বিবরণ দেওয়া হল।
রোগীর নাম : জশস্বী চাকমা(বর্ষাপুদি)
বাবার নাম: ননপ্রিয় চাকমা(ননঅ)
মাতার নাম: এনজেনা চাকমা
ঠিকানা : বাবুছড়া,দীঘিনালা,খাগড়াছড়ি।।
রোগীটি বেশ কিছুদিন আগে (GBS) রোগে আক্রান্ত হওয়ায় বর্তমানে (নিউরো সাইন্স হসপিটাল,আগারগাঁও,ঢাকা) ICU তে চিকিৎসাধীন রয়েছে।মেয়েটির বাবা একজন সামান্য কৃষক,দিনমজুর করেই সংসার চালাচ্ছেন। এই রোগের চিকিৎসার খরচ আনুমানিক ১৪/১৫ লাখ টাকা।কিন্তু গরীব বাবার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা কোনমতেই সম্ভব নয়। তাই আপনাদের কাছে আকুল অনুরোধ🙏যে যতটুকু পারেন,যার যতটুকু সামর্থ্য এই অল্পবয়সী মেয়েটিকে তার সুন্দর জীবনটা ফিরিয়ে দিতে স্তর বিশেষে সকলকে সহযোগিতা করার অনুরোধ রইলো🙏 🙏🙏
যোগাযোগ :
রোগীর বাবাঃ 01557384303
রোগীর ভাইঃ 01533095865 (সুযশ চাকমা)
যেখানে সাহায্য পাঠাবেন👉01518622905-বিকাশ/নগদ (জীমেন চাকমা - রোগীর ভাই)।।