14/10/2025
স্বামী স্ত্রীর বন্ধন পদ্মা সেতুর চেয়েও শক্ত বন্ধন।। এরা দুজনেই একে অপরকে ভালবাসে এবং একে অপরের সম্মান রক্ষা করেন।। কিন্তু এই ভিডিওটি যিনি করেছেন তিনি হলের ওর নিজের স্বামী। শুধু তাই নয় এই ভিডিও টি সে নিজেই সোস্যাল মিডিয়াতে ছেড়ে দেয়।। এই রকম অপদার্থ স্বামী যদি কারো কপালে থাকে তাহলে তার স্ত্রীর পরিণতি কি হবে সবার জানার কথা।। তাই এই বেহায়াদের ভিডিও গুলো সবাই নিজ নিজ ওয়াল থেকে ছাড়ুন এবং ওকে আনফ্রেন্ড বা আন ফলো করে দিন। আমি দিয়েছি। এটা ও একটা সোস্যাল মিডিয়াতে অপদার্থদের বিরুদ্ধে যুদ্ধ।