ইহকাল

ইহকাল চিন্তায় করি কালের ব্যবচ্ছেদ

খেলা শেষ, বাংলাদেশ!
07/07/2025

খেলা শেষ, বাংলাদেশ!

আমাদের আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে নিরাপদ পরিবেশের কথা মাথায় রেখেই আমাদের এই উদ্দোগ্য। ধন্যবাদ প্রচারে সহযোগি...
17/06/2025

আমাদের আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে নিরাপদ পরিবেশের কথা মাথায় রেখেই আমাদের এই উদ্দোগ্য। ধন্যবাদ প্রচারে সহযোগিতা করার জন্য।

পাহাড়ি আদিবাসী শিক্ষার্থীদের স্বার্থে এই পোস্টটি প্রচার করে আমাদের সহযোগিতা করুন।

সম্প্রতি খাগড়াছড়িতে ICT Point নামক ICT কোচিং সেন্টারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে আমরা মোনতলা স্কুল থেকে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

যদিও আমাদের কার্যক্রম শুধুমাত্র অনলাইনের মধ্যে সীমাবদ্ধ রাখার প্ল্যান ছিল।

কিন্তু ---
আমাদের পাহড়ি আদিবাসী শিক্ষার্থীদের অস্বস্তিকর ও অনিরাপদ পরিবেশে যাতে আর পড়াশোনা করতে না হয় তার জন্য আমাদের এই উদ্যোগ।

পড়ানোর মান কেমন হবে?? - তার জন্য আমাদের কিছু ফেইসবুক এবং ইউটিউব রেকর্ডেড ভিডিও রয়েছে সেগুলো দেখে নিতে পারেন।(Link কমেন্ট সেকশনে)

কি কি সুবিধা থাকবে?

*রেকর্ডেড ক্লাস যা তোমাকে কোন টপিক রিভাইস করতে বা মিস গেলে সহায়তা করবে।

** লেকচার শীট প্রত্যেক ক্লাসের এবং অধ্যায়ের(Board Exam Related CQ + MCQ included) । সুতরাং টেক্সট এবং গাইডবই কেনার কোন প্রয়োজন নেই।

** যা পড়ানো হবে বড় মনিটর ব্যবহার করে প্র্যাক্টিকেলি দেখানো এবং বুঝানো হবে।

*** বেসিক জিনিসে গুরুত্ব দেওয়া হবে যাতে পড়াগুলো দীর্ঘদিন মনে থাকে এবং কলেজের পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় ভাল রেজাল্ট করার যাবতীয় গাইড লাইন ও উপকরণ দেওয়া হবে।

***Bonus সুযোগঃ***
অন্যান্য বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকায় সকল বিষয়ে গাইড লাইন এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার সুযোগ পেতে কি কি করণীয় তার গাইডলাইন থাকবে।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথে youtube channel এ যুক্ত থাকার জন্য [লিঙ্কটি কমেন্টে দেওয়া আছে] ।

13/06/2025

কল্পনা চাকমার আর কোন পেলে কি খবর?

13/06/2025

মিতুল মারমা ❤️🇧🇩

03/06/2025

“One good thing about music, when it hits you, you feel no pain.” ― Bob Marley 🌿

ধন্যবাদ রাষ্ট্রকে দয়া করার জন্য। নয়া বন্দোবস্ত বলে কথা।
01/06/2025

ধন্যবাদ রাষ্ট্রকে দয়া করার জন্য। নয়া বন্দোবস্ত বলে কথা।

জ্ঞান এক পুঞ্জ-প্রক্রিয়া,চিত্তের ধারা, সংস্কারের প্রতিচ্ছবি।যখন চেতনায় ঝলকে ওঠে সত্য !তখন “আমি জানি” — এই ভাবনা নিজেই মি...
26/05/2025

জ্ঞান এক পুঞ্জ-প্রক্রিয়া,
চিত্তের ধারা, সংস্কারের প্রতিচ্ছবি।
যখন চেতনায় ঝলকে ওঠে সত্য !
তখন “আমি জানি” — এই ভাবনা নিজেই মিথ্যা হয়ে যায়।

সেই মুহূর্তে —
জ্ঞান নিজেই সার্ব করে অজ্ঞতার অবসানকে।
কোনো “আমি” নেই যার জন্য সে ঘটে;
ঘটে কেবল শূন্যতার মাঝে এক জাগরণ।

এম এন লারমা যদি বেঁচে থাকতেন এবং পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতা, বিশেষ করে পাহাড়ের চারটি আঞ্চলিক দলের মধ্যে সংঘাত...
25/05/2025

এম এন লারমা যদি বেঁচে থাকতেন এবং পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতা, বিশেষ করে পাহাড়ের চারটি আঞ্চলিক দলের মধ্যে সংঘাত ও বিভক্তি—দেখতেন, তাহলে তিনি সম্ভবত গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করে বলতেন-

"আমি স্বপ্ন দেখেছিলাম পাহাড় এক হবে। আজ যদি দেখি, পাহাড় নিজের হাতেই পাহাড়কে রক্তাক্ত করছে, তবে কিসের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম?

যুদ্ধ করেছি বাঙালির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। এখন যদি পাহাড়ি পাহাড়িকে মারে, তাহলে সেই অন্যায় তো আমরা নিজেরাই করছি।

আমরা আত্মনিয়ন্ত্রণ চেয়েছিলাম, জাতিসত্তার স্বীকৃতি চেয়েছিলাম, চেয়েছিলাম পাহাড়িদের সম্মিলিত ভবিষ্যৎ। এখন দেখি দলীয় স্বার্থে, ক্ষমতার লোভে আমরা নিজেরাই নিজেদের খণ্ডিত করে ফেলেছি।

এই হানাহানি থামাও। দল বড় না, জনগণ বড়। নেতা বড় না, জাতির মুক্তি বড়। যারা জনগণের নামে ক্ষমতা চালায় কিন্তু জনগণকে ভুলে যায়, তারা ইতিহাসে টিকে না।

চলো আবার এক হই। অস্ত্র রেখে আলোচনায় বসো। পাহাড়কে রক্ষা করতে হলে আগে নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে। নইলে আমাদের স্বপ্নগুলো শুধু অজস্র কবর আর নিঃসঙ্গ স্মৃতিফলকে পরিণত হবে।"

মহান নেতা এম এন লারমা ছিলেন ঐক্য ও আত্মপরিচয়ের রাজনীতি করার একজন প্রতীক। আজ যদি তিনি থাকতেন, সম্ভবত তিনি সব দলের মধ্যে সংলাপ, সহমর্মিতা ও ঐক্যের আহ্বান জানিয়ে এক নতুন জাতীয় মুক্তির দৃষ্টিভঙ্গি দাঁড় করাতেন।

কিন্তু দু;খের বিষয় তিন পার্বত্য চট্টগ্রাম বর্তমানে এক বৃহৎ শবাসালে পরিণত হয়েছে। যেখানে পাহাড়িদের সম্মিলিত ভবিষ্যত দাউ দাউ করে পুড়ছে।

ছবিঃ প্রতিকী

"রাজনীতি হলো সমস্যা খুঁজে বের করা, সবখানেই সমস্যা খুঁজে বের করা, ভুল রোগ নির্ণয় করা এবং ভুল ঔষধ প্রয়োগ করার শিল্প" - E...
21/04/2025

"রাজনীতি হলো সমস্যা খুঁজে বের করা, সবখানেই সমস্যা খুঁজে বের করা, ভুল রোগ নির্ণয় করা এবং ভুল ঔষধ প্রয়োগ করার শিল্প" - Ernest Benn

এই শিল্প থেকে বেড়িয়ে আসুন। অন্যথায় রাজনীতিটাই রোগে পরিণত হবে। সেই রোগে আক্রান্ত হবে নিরীহ জনগণ।

ইতিহাস পড়লে বুঝা যায় চে গুয়েভারা বলিভিয়ায় বিপ্লব করতে ব্যার্থ হয় বলিভিয়ান কমুউনিস্ট পার্টির অসহযোগিতার জন্য নয় বরং সেখানকার স্থানীয় জনগণের অসহযোগিতার জন্য।

জনগণ ছাড়া বিপ্লব একটি কাল্পনিক ধারণা। জনগণকে এই অবস্থায় পর্যবসিত করা, সেটি যেকোন পার্টির জন্যই আত্মঘাতী কর্মকাণ্ড।

কারণ পার্টির কারণে নিরীহ জনগণের উপর এই নির্যাতনের পর পার্টির প্রতি জনগণের অসহযোগি মনভাব উৎপন্ন হওয়াটাই স্বাভাবিক নয় কি!

17/04/2025

মুজুঙেন্দি যে তারুমানি দেগর,
এগদিন সে তারুমানি নহ্‌ থেবহ্‌ আর।

16/04/2025

আমি নিজেকে অপহরণ করি!
মুক্তিপণ হিসেবে দাবী করি প্রশান্তি ।
প্রশান্তি পেলে নিজেকে মুক্ত করে দিই প্রকৃতিতে।

প্রকৃতি আমাকে নিয়ে যায় তার তত্ত্বাবধানে!
দেয় অকৃত্রিম প্রশান্তি 🌿।

আমি চাই এভাবে অপহৃত হোক প্রতিটা মানুষ।
মুক্তিপণ হিসেবে নিজেকে উপহার দিক প্রশান্তির একটি দিন।

Address

Rangamati
4520

Alerts

Be the first to know and let us send you an email when ইহকাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইহকাল:

Share