ইহকাল

ইহকাল চিন্তায় করি কালের ব্যবচ্ছেদ

প্রথমত, ইডিটরকে ধন্যবাদ অনেক কষ্ট করে নিউজটাকে ভারসাম্য করার জন্য 🙂।এই নিউজ থেকে দুইটা জিনিস বুঝা যায়,১. সেনাবাহিনীর প্র...
25/09/2025

প্রথমত, ইডিটরকে ধন্যবাদ অনেক কষ্ট করে নিউজটাকে ভারসাম্য করার জন্য 🙂।

এই নিউজ থেকে দুইটা জিনিস বুঝা যায়,
১. সেনাবাহিনীর প্রশংসা এবং পাহাড়ে তাদের থাকার বৈধতা।
২. যে শ্লীলতাহানি করেছে তাকে ভারসাম্যহীন দেখিয়ে অপরাধটাকে ছোট করে দেখিয়ে ঘটনাটাকে সূক্ষ্মভাবে ভারসাম্য করে ধামাচাপা দেওয়া।

এখন দুইটি প্রশ্ন:
১. ভেতরের নিউজ পড়ে দেখলাম যেখানে লেখা আছে, সিসিটিভি ফুটেজ দেখে বুঝা গিয়েছে যে লোকটা ইচ্ছাকৃতভাবে মেয়েটিকে স্পর্শ করেছে। এখন প্রশ্ন হচ্ছে ভারসাম্যহীন মানুষটা কি তাহলে ভারসাম্য মস্তিষ্ক নিয়েই পাহাড়ি মেয়েটিকে স্পর্শ করেছে? ইডিটর মনে হয় এই জায়গায় একটু ভারসাম্যহীন হয়ে ভারসাম্য করতে ভুলে গেছেন।
২. এসব নিউজপোর্টাল কারা চালায়? এত বড় সাউথ-ইষ্ট এশিয়ায় দিঘীনালা কি অনেক গুরুত্বপূর্ণ জায়গা যে এই ধরণের ভারসাম্যহীন নিউজ করা লাগে?

[ বি:দ্র: যুবকের বয়স বেশি না শুধু ৫২ বছর 🙂 ]

শ্রদ্ধাঞ্জলি,শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের স্মরণে।শুনুনু জন্মভূমির জন্য প্রাণ উৎসর্গ করা শহীদের জন্য আপনারা ...
24/09/2025

শ্রদ্ধাঞ্জলি,
শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের স্মরণে।

শুনুনু জন্মভূমির জন্য প্রাণ উৎসর্গ করা শহীদের জন্য আপনারা যেমন ব্যাথা অনুভব করেন। আমরাও করি শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা এবং অনিকদের চাকমাদের জন্য। কারণ ব্যাথাটা সার্বজনীন।

আপনাদের বন্ধুকের নলও হয়ে উঠুক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের সার্বজনীন নিরাপত্তার প্রতীক।

পাহাড়ে আপনাদের এত এত নিরাপত্তার চৌকি৷ তারপরও কেন আমার বোন নিরাপদে বাড়ি ফিরে আসে না? কেন তাকে ধর্ষিত হয়ে হাসপাতালের বেডে কাতরাতে হয়? কেন?
পাহাড়ে আপনারা কার নিরাপত্তা দেন তাহলে?

মনে রাখবেন আপনাদের বেতনের টাকাতে কিন্তু পাহাড়িদের ট্যাক্সের টাকাও যুক্ত হয়। সার্বজনীন হয়ে উঠুন, রাষ্ট্রের প্রতিটা সম্প্রদায়ের, প্রতিটা নাগরিকের ব্যাথা বুজুন।

এখন প্রশ্ন হচ্ছে যদি আপনারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যার্থ হন! আমরা যদি নিজেদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি তবে কি আবার আমাদের বিচ্ছিন্নতাবাদী ট্যাগ দিবেন?

"আমার কোন জাত নেই,আমার কোন ধর্ম নেই,আমার কোন ভগবান নেই,আমি মুক্ত।"-- জুবিন গার্গমৃত্যুর আগে গেয়েছেন ৪০টিরও বেশি ভাষায় প্...
23/09/2025

"আমার কোন জাত নেই,
আমার কোন ধর্ম নেই,
আমার কোন ভগবান নেই,
আমি মুক্ত।"
-- জুবিন গার্গ

মৃত্যুর আগে গেয়েছেন ৪০টিরও বেশি ভাষায় প্রায় ৪০,০০০ গান।

তার মৃত্যু আসামের সকল জাতকে এক করেছে, সকলে ধর্মকে এক করেছে, মৃত্যুর পর নিজেই তিনি পরিণত হলেন অন্য এক ভগবানে।

জুবিন গার্গ নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এর বিরুদ্ধে আসামের প্রতিবাদে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। তিনি এই আইনের বিরুদ্ধে সুর তুলেছিলেন এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন। যৌক্তিক সকল বিষয়ে তিনি কথা বলতেন, সরকার-তরকার ধার ধারতেন না।

তিনি শুধু একজন গায়কই ছিলেন না, বরং প্রতিবাদের এক প্রতিবাদী কণ্ঠস্বরও ছিলেন। তার গান ও বক্তব্য মানুষের মধ্যে নতুন করে সাহস জুগিয়েছে এবং আন্দোলনের গতি বাড়িয়েছে।

তার জনপ্রিয়তা ও আসামের সংস্কৃতির সাথে গভীর সংযোগের কারণে, তিনি একটি সাংস্কৃতিক আইকন হয়ে ওঠেন। তিনি বোম্বের বিলাসবহুল শহর ছেড়ে মাটির থানে ফিরে গিয়েছেন নিজ মাতৃভূমি আসামে।
তার উপস্থিতি আসামের তরুণ প্রজন্মকে আন্দোলনে আরও সক্রিয় করে তোলে। রাজনীতি না করেও হয়েছেন সত্যিকারের গণমানুষের নেতা।

মিউজিক মানুষের গভীরে গিয়ে জাত-পাত ভুলিয়ে দেয়, ধর্মের উর্ধ্বে উঠিয়ে মানুষকে এক কাতারে নিয়ে আসে, মানুষের মস্তিষ্কে আশ্রিত ভগবান থেকে মানুষকে মুক্ত করে দেয়, মানুষকে স্বাধীনভাবে মানুষ হতে শেখায়, মানুষ এবং পৃথিবীর সকল সত্ত্বাদের ভালোবাসতে শেখায়, মানুষের ভেতর মানবতার চাষ করতে শেখায়।

জুবিন গার্গ মিউজিক এবং নিজ কর্মগুণে মানুষের ভেতর ভেদাভেদ সৃষ্টিকারী পুরাতন সেই সংকীর্ণ জাত-পাত-ধর্মের দেওয়াল ভাঙতে পেরেছেন বলেই মৃত্যুর পর লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছেন, স্থান পেয়েছেন কোটি মানুষের হৃদয়ে।

"জুবিন গার্গ" নামটি সমগ্র আসাম তথা সকল মানুষের কাছে বৈষম্যহীন এক মানবিক নাম হয়ে থাকবে এই পৃথিবীর বুকে।

কিছু পাহাড়ি হয়ত শিকারে বেরিয়েছিল। হাতে ছিল পুরোনো এক গাদা বন্ধুক, দা, গুলতি, টর্চলাইট। হয়ত তাদের উদ্দেশ্য ছিল বনের ভেতর ...
22/09/2025

কিছু পাহাড়ি হয়ত শিকারে বেরিয়েছিল। হাতে ছিল পুরোনো এক গাদা বন্ধুক, দা, গুলতি, টর্চলাইট। হয়ত তাদের উদ্দেশ্য ছিল বনের ভেতর থেকে শিকার করে একটু মাংস নিয়ে আসা (বন্য পাখি বা শুকর), হয়ত পরিবারের সবাই একসাথে একবেলা ভালো খাবে বলে, যেমন তাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে করে এসেছে।

কিন্তু রাষ্ট্রের চোখে পাহাড়ি মানেই স*ন্ত্রা*সী।
দা মানেই রকেট লঞ্চার।
গুলতি মানেই গ্রে*নে*ড।
আর পাহাড়ি যুবক মানেই "জাতীয় নিরাপত্তার হুমকি"।

তাদের শিকার আর হলো না, বরং রাষ্ট্রই তাদের শিকার করে নিলো।

এই দেশ অদ্ভুত এক নাট্যমঞ্চ।
যেখানে নিরীহ পাহাড়ি শিকারীরা নাটকের ভিলেন হয়ে যায়, আর ভিলেনরা হয় নায়ক।

শ্রদ্ধাঞ্জলি, শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমা স্মরণে। আমরা তোমাদের ভুলি নি, আমরা তোমাদের ভ...
18/09/2025

শ্রদ্ধাঞ্জলি,
শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমা স্মরণে। আমরা তোমাদের ভুলি নি, আমরা তোমাদের ভুলবো না।

আসছে ফাগুনে আমরা আবার দ্বিগুণ হব ✊।

[ছবি: শহীদের স্মরণে হাজার বাতি প্রজ্বলন ও শত ফানুস উত্তোলন।
তারিখ: ৩০/০৯/২০২৪ ইং।
নানিয়ারচর, রাঙামাটি। ]

18/09/2025

আগামীকাল ১৯ সেপ্টেম্বর, তিন পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে ভয়ালতম এক কালোরাত। নিজ মাতৃভূমিকে ভালোবেসে রাজপথে অধিকার আদায় করতে রাষ্ট্রযন্ত্র এবং শাসকগোষ্ঠীর হাতে প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের ১ম বর্ষপূর্তি।

বর্ষপূর্তিতে শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

মাতৃভূমির জন্য যারা প্রাণ দেয় তারা মাতৃভূমির কাছে, পৃথিবীর শোষিত-নিপীড়িত মানুষের কাছে এবং ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকে, তাদের মৃত্যু হয় না!

শাসকগোষ্ঠীদের বলতে চাই-
"যতবারই হত্যা করো জন্মাবো আবার,
দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস।"

আমরাই জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমা। আমাদের ভিতরেই তারা আবার জন্মলাভ করেছে।

আসছে ফাগুনে আমরা আবার দ্বিগুণ হব।
তোমরা যত হত্যা করবে, আমরা তত সংঘটিত হব।
বিজয় একদিন আমাদের হবেই ✊।

[ গত বছর ৩০/০৯/২০২৪ ইং শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমার স্মরণে হাজার বাতি প্রজ্বলন ও শত ফানুস উত্তোলন। নানিয়ারচর, রাঙামাটি ]

৮৬ তম জন্মদিনে মহান নেতা এম.এন লারমার স্মরণে জুমজার্নালে প্রকাশিত নেতার জীবনী নিয়ে ওয়েবপেজ।
15/09/2025

৮৬ তম জন্মদিনে মহান নেতা এম.এন লারমার স্মরণে জুমজার্নালে প্রকাশিত নেতার জীবনী নিয়ে ওয়েবপেজ।

১৫ সেপ্টেম্বর: এম.এন. লারমার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি৷

[ ৮৬তম জন্মদিনে মহান নেতার স্মরণে জুমজার্নাল এ প্রকাশিত হলো বিশেষ ওয়েব পেইজ https://mnlarma.jumjournal.com/ ]
সবার প্রতি ঘুরে আসার আমন্ত্রন রইলো৷

১৯৩৯ সালের এইদিন রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার মহাপুরুম গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগোষ্ঠীসহ পুরো বাংলাদেশের গরীব দুঃখী মেহনতী মানুষের এক বিপ্লবী কন্ঠস্বর, নাম মানবেন্দ্র বোধিপ্রিয় নারায়ণ লারমা (এম.এন. লারমা)।

১৯৭২ সালের গণপরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি যখন সংসদে প্রবেশ করেন, তখন বার বার তাঁর কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল সমগ্র বাংলার কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশাচালকসহ সকল শোষিত-নিপীড়িত মানুষের কথা। তিনি বারবার দাবি তুলেছিলেন- যেন সংবিধানে গরীব-দুঃখী মানুষের দু’বেলা দু’মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারটুকু অন্তর্ভুক্ত করা হয়৷ তাই বলা হয়, তিনি শুধু পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের নয়, বরং সমগ্র বাংলাদেশের গরীব-দুঃখী, মেহনতি মানুষের এক অনন্য কণ্ঠস্বর।

তাঁর সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত হলো ১৯৭২ সালের সংবিধান প্রণয়নকালে প্রদত্ত সেই উক্তি, যা এখনো পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তার সংগ্রামের ভিত্তি৷ তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন:

“আমি বাঙালি নই, আমার বাপ-দাদাও কোনোদিন বলেননি আমি বাঙালি। আমি একজন চাকমা, একজন পাহাড়ি। আমি জুম্ম জাতির মানুষ।”

এম.এন. লারমা বিশ্বাস করতেন জাতিসত্তার মর্যাদা, ন্যায্য অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সমঅধিকার প্রতিষ্ঠা ছাড়া সত্যিকারের গণতন্ত্র কখনো সম্ভব নয়।

এই মহান নেতাকে আরো প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখতে তাঁর জন্মদিনে জুমজার্নাল এর পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা৷ আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে বর্তমান তরুণ প্রজন্ম এমএনলারমা কে নিয়ে জানার, তার আদর্শকে ধারন করার পথকে আরো সহজ করবে৷

#জুমজার্নাল #এমএনলারমা #মানবেন্দ্রনারায়ণলারমা #মানবেন্দ্র_নারায়ণ_লারমা #লারমা #পার্বত্যচট্টগ্রাম #সিএইচটি
#চিটাগাংহিলট্রাক্টস

15/09/2025

জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি হে মহান বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ✊।

আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ ইং জুম্ম জাতির তথা পৃথিবীর শোষিত-নিপীড়িত মানুষের মহান বিপ্লবী নেতা এম.এন লারমার ৮৬তম জন্মদিন। যিনি আমৃত্যু তিন পার্বত্য জেলার অধিকার বঞ্চিত জনগোষ্ঠীসমূহের সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার আদায়ে লড়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও উৎসর্গ করেছেন এই অধিকারবঞ্চিত মানুষের জন্য।

"মাননীয় স্পীকার ----- আজকে যাঁরা কল কারখানায় চাকা ঘুরাচ্ছে, যাদের রক্ত চুইয়ে আমাদের কাপড়-কাগজ তৈরি হচ্ছে, সেই লক্ষ লক্ষ মেহনতি মানুষের কথা এখানে ( সংবিধানে) নেই।"
- এন.এন লারমা।

গান: "যে নাঙ মনত আগে"
শিল্পী: কালায়ন চাকমা।

ভিডিও ও গিটার: Piyal Nisho

10/09/2025

প্রসঙ্গ: ডাকসু আ আমা ছাত্র নেতৃত্ব নিনেয় মর চিধ্যাচজ্জা।

[ মর চিধ্যাচজ্জাআনি আলোচনা আ সমালোচনা গুরিবাত্তেয় ধন্যবাদ 👏]

16/04/2025

আমি নিজেকে অপহরণ করি!
মুক্তিপণ হিসেবে দাবী করি প্রশান্তি ।
প্রশান্তি পেলে নিজেকে মুক্ত করে দিই প্রকৃতিতে।

প্রকৃতি আমাকে নিয়ে যায় তার তত্ত্বাবধানে!
দেয় অকৃত্রিম প্রশান্তি 🌿।

আমি চাই এভাবে অপহৃত হোক প্রতিটা মানুষ।
মুক্তিপণ হিসেবে নিজেকে উপহার দিক প্রশান্তির একটি দিন।

Address

Rangamati
4520

Alerts

Be the first to know and let us send you an email when ইহকাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইহকাল:

Share