English Therapy Centre

English Therapy Centre We teach you to enrich.

07/06/2025

Eid Mubarak to you all.

21/05/2025

রাঙ্গামাটিতে 💥After SSC Spoken English & Phonetics প্রোগ্রামে ভর্তি চলছে 💥

🔴ক্লাস শুরু: ৩ রা জুন।
🔴কোর্সের মেয়াদ: ৩ মাস
⏰ক্লাসের দিন: শুক্র, শনি ও মঙ্গলবার
⏰ক্লাসের সময়: বিকাল: ৩ টা থেকে ৪.৩০ টা

🔴 এসএসসি পরীক্ষা শেষের পরবর্তী ৩ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শিক্ষা জীবনে অতিরিক্ত কোন দক্ষতা অর্জনে এমন মুক্ত এবং উপযুক্ত সময় আর দ্বিতীয়টি পাওয়া সম্ভব নয়। তাই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে হেলায় সময় নষ্ট না করে এই সময়ের যথাপোযোক্ত ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। আর এ যাত্রায় তোমার পাশে নিবিড় ছায়া হয়ে থাকতে চায় ETC.

আমাদের প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ শিখতে পারবে শতভাগ শুদ্ধ উচ্চারণে, সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে‼️

🔴 আমরা স্পৌকেন ইংলিশ কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি, এখানে আপনাকে/ আপনার সন্তানকে গ্রামারের রুলস মুখস্থ না করিয়ে খুব সহজ পদ্ধতিতে শিখানো হবে।

🔴 এখানে একদম বেইসিক লেভেল থেকে ইংরেজি শিখানো হয় এবং ধাপে ধাপে Advanced লেভেলে নিয়ে যাওয়া হয়, তাই ছোট বড় স্টাডি গ্যাপ কিংবা অল্প লেখাপড়া থাকলেও যে কোন বয়েসী শিক্ষার্থীরা শিখতে পারবেন, শুধু একটু সময় আর সদিচ্ছা লাগবে।

🔴 আমরা প্রথমেই Sentence বানানো শিখাই না, কিভাবে Sentence এর বেইজ বানাতে হয় সেটা শিখাই, একটা বিল্ডিং বানাতে গেলে যেরকম প্রথমে ফাউন্ডেশন বা পিলার স্থাপন করতে হয় ঠিক একই রকম Sentence এর ক্ষেত্রেও প্রথমে বেইজ/পিলার বানাতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে Subject/Person এবং Verb সম্পর্কে ধারনা দেই, তাছাড়া Verb এর সাথে কখন s বা es যুক্ত হয় সেটা ভালো করে ক্লিয়ার করে নেই।

🔴অনেকেই মোটামুটি বেইসিক জানে কিন্তু বলতে পারেনা, আমরা মুলত বলা নিয়েই কাজ করি এবং সেটার জন্য আপনাকে শুরু থেকেই শুরু করতে হবে।

🔴 Sentence এর বেইজ বানানো শিখানোর পর সেটাকে একটু একটু বড়/লম্বা করে কিভাবে পুর্নাঙ্গ Sentence বানাতে হয় এবং কিভাবে একটা Sentence সাজাতে হয় সেটা শিখাই, সেক্ষেত্রে আমরা Infinitive maker (যেমন- করতে to do, যেতে to go, না করতে not to do, না যেতে not to go), Present participle, Perfect participle এবং preposition, connector এর ব্যাবহার শিখাই।

🔴অনেকেই মোটামুটি বেইসিক জানে, কিন্তু এক্কেবারে বেইসিক লেভেল এর কিছু ইংলিশে ভুল করে।
যেমন- "আমি না হাসার চেষ্টা করি" অনেকেই বলবে I don't try to laugh কিন্তু এটার ইংলিশ হবে I try not to laugh,
"মেয়েটি হেসে হেসে কথা বলে" অনেকেই বলবে The girl speaks laughing and laughing কিন্তু এটা হবে The girl speaks laughing.

🔴 তারপর আমরা ধাপে ধাপে বর্তমান, অতীত, ভবিষ্যতের সচরাচর, চলমান এবং সম্পাদিত কাজের ক্ষেত্রে কিভাবে ইংলিশ করতে হয় সেটা শেখানো হয় (হ্যা বোধক, না বোধক, হ্যা বোধক/না বোধক প্রশ্ন এবং WH সহ) পাশাপাশি বর্তমান, অতীত, ভবিষ্যতের Non Verb বা কারও অবস্থা কিংবা অবস্থান বুঝাতে কিভাবে ইংলিশ করতে হয় সেটা শেখানো হয়, তারপর Passive Voice, Modal Verb এর ব্যাবহার সহ সবই শিখানো হয় যা যা Spoken English এর জন্য দরকার।
যেমন- কারও কিছু করতে হয়, করতেই হবে, করতে হচ্ছে, করার কথা, করার সম্ভবনা, করতে না করতেই, যেতে না যেতেই, কারও কোন কিছু করতে ইচ্ছে করছে, অন্যকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে কিভাবে বলতে হয় (যেমন- আমার তাকে দিয়ে একটি গান গাওয়াতে ইচ্ছে করছে)

🔴 এখানে Spoken English কোর্স করলে আলাদা করে Writing কোর্স, IELTS speaking কোর্স করার কোন দরকার হয়না, এখানে এমন ভাবে ইংলিশ শিখানো হয় যাতে আপনি যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে বলতে পারেন।

🔴প্র্যাক্টিস এর জন্য আমাদের whatsapp chat গ্রুপ আছে। তাছাড়া ক্লাসের বাইরেও সাপোর্ট দেওয়া হয় কারও কোন কিছু বুঝতে সমস্যা হলে।

🔴আমাদের প্রশিক্ষক নিজে একজন Linguistic এর ছাত্র। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স (স্নাতক)এবং মাস্টার্স (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও তাঁর রয়েছে চট্টগ্রামের বিভিন্ন ল্যাংগুয়েজ সেন্টারসহ একাডেমিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে পাঠদানের সুবিশাল অভিজ্ঞতা।

🔷সুতরাং সিদ্ধান্ত আপনার আপনি কোথায় কার কাছে ইংরেজি শিখবেন বা শিখাবেন‼️

🔊ক্লাসের সময়, ভর্তির তারিখ সহ বিস্তারিত জানতে আমাদের পেইজের ভিডিও গুলো দেখে নিতে পারেন অথবা কল বা মেসেজ করতে পারেন।

(ধৈর্য্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ)🙏

16/05/2025

Akshay is answering questions asked by the audience. He is a very silent learner.

15/05/2025

Tahim & Taha are presenting something scientific.

14/05/2025

Best wishes message from
Mr. Ziaul Karim Zia, Assistant Professor & Chairman, Dept of Law, Port City International University, Chittagong.

13/05/2025

Best wishes message from
Mr. Sadat Zaman Khan, State Alumni (American Corner Chattagram), Associate Professor & Chairman, Dept of English Language & Literature,
Premier University, Chittagong.

04/04/2025
03/04/2025

রাঙ্গামাটিতে 💥Spoken English & Phonetics 💥 শিখুন সর্বোচ্চ কম খরচে শতভাগ শুদ্ধ উচ্চারণে, সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষকের নিকটে‼️

Our current programs:

1. Kids Spoken English & Phonetics.

2. Spoken English & Phonetics for all.

🔴এক টুকরো কাঁদামাটিকে যেমন বিভিন্ন রকমের আকার দেওয়া সহজ ঠিক তেমনি একজন শিক্ষার্থী যত ছোট হয় তাঁর পক্ষে একটি নতুন ভাষা আয়ত্ব করা ততটাই সহজ ও সাবলীল। এ বয়সে শিশুরা খেলার ছলে অনেকটা নেইটিভ স্পিকারদের(যাদের মাতৃভাষা ইংরেজি) মত ন্যাচারাল ভাবেই এই ভাষাটা আয়ত্ত করতে সক্ষম। তবে এক্ষেত্রে শুধু প্রয়োজন একটি উপযুক্ত পরিবেশ এবং একজন দক্ষ ভাষা প্রশিক্ষক যিনি সঠিক পাঠ পরিকল্পনা মাফিক শিক্ষার্থীদেরকে সঠিকভাবে সহায়তা করতে সক্ষম। এর ব্যাতিক্রম হলে অভিভাবক হিসেবে আপনি ঠিকই পয়সা এবং সময় খরচ করবেন কিন্তু আপনার সন্তান ইংলিশ এর পরিবর্তে যা শিখবে তা হলো বাংলিশ বা চাকলিশ। অর্থাৎ সে বলবে ইংরেজি কিন্তু শুনে মনে হবে বাংলা অথবা চাকমা ভাষা বলছে।

🔴 আমরা স্পৌকেন ইংলিশ কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি, এখানে আপনাকে/ আপনার সন্তানকে গ্রামারের রুলস মুখস্থ না করিয়ে খুব সহজ পদ্ধতিতে শিখানো হবে।

🔴 এখানে একদম বেইসিক লেভেল থেকে ইংরেজি শিখানো হয় এবং ধাপে ধাপে Advanced লেভেলে নিয়ে যাওয়া হয়, তাই ছোট বড় স্টাডি গ্যাপ কিংবা অল্প লেখাপড়া থাকলেও যে কোন বয়েসী শিক্ষার্থীরা শিখতে পারবেন, শুধু একটু সময় আর সদিচ্ছা লাগবে।

🔴 আমরা প্রথমেই Sentence বানানো শিখাই না, কিভাবে Sentence এর বেইজ বানাতে হয় সেটা শিখাই, একটা বিল্ডিং বানাতে গেলে যেরকম প্রথমে ফাউন্ডেশন বা পিলার স্থাপন করতে হয় ঠিক একই রকম Sentence এর ক্ষেত্রেও প্রথমে বেইজ/পিলার বানাতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে Subject/Person এবং Verb সম্পর্কে ধারনা দেই, তাছাড়া Verb এর সাথে কখন s বা es যুক্ত হয় সেটা ভালো করে ক্লিয়ার করে নেই।

🔴অনেকেই মোটামুটি বেইসিক জানে কিন্তু বলতে পারেনা, আমরা মুলত বলা নিয়েই কাজ করি এবং সেটার জন্য আপনাকে শুরু থেকেই শুরু করতে হবে।

🔴 Sentence এর বেইজ বানানো শিখানোর পর সেটাকে একটু একটু বড়/লম্বা করে কিভাবে পুর্নাঙ্গ Sentence বানাতে হয় এবং কিভাবে একটা Sentence সাজাতে হয় সেটা শিখাই, সেক্ষেত্রে আমরা Infinitive maker (যেমন- করতে to do, যেতে to go, না করতে not to do, না যেতে not to go), Present participle, Perfect participle এবং preposition, connector এর ব্যাবহার শিখাই।

🔴অনেকেই মোটামুটি বেইসিক জানে, কিন্তু এক্কেবারে বেইসিক লেভেল এর কিছু ইংলিশে ভুল করে।
যেমন- "আমি না হাসার চেষ্টা করি" অনেকেই বলবে I don't try to laugh কিন্তু এটার ইংলিশ হবে I try not to laugh,
"মেয়েটি হেসে হেসে কথা বলে" অনেকেই বলবে The girl speaks laughing and laughing কিন্তু এটা হবে The girl speaks laughing.

🔴 তারপর আমরা ধাপে ধাপে বর্তমান, অতীত, ভবিষ্যতের সচরাচর, চলমান এবং সম্পাদিত কাজের ক্ষেত্রে কিভাবে ইংলিশ করতে হয় সেটা শেখানো হয় (হ্যা বোধক, না বোধক, হ্যা বোধক/না বোধক প্রশ্ন এবং WH সহ) পাশাপাশি বর্তমান, অতীত, ভবিষ্যতের Non Verb বা কারও অবস্থা কিংবা অবস্থান বুঝাতে কিভাবে ইংলিশ করতে হয় সেটা শেখানো হয়, তারপর Passive Voice, Modal Verb এর ব্যাবহার সহ সবই শিখানো হয় যা যা Spoken English এর জন্য দরকার।
যেমন- কারও কিছু করতে হয়, করতেই হবে, করতে হচ্ছে, করার কথা, করার সম্ভবনা, করতে না করতেই, যেতে না যেতেই, কারও কোন কিছু করতে ইচ্ছে করছে, অন্যকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে কিভাবে বলতে হয় (যেমন- আমার তাকে দিয়ে একটি গান গাওয়াতে ইচ্ছে করছে)

🔴 এখানে Spoken English কোর্স করলে আলাদা করে Writing কোর্স, IELTS speaking কোর্স করার কোন দরকার হয়না, এখানে এমন ভাবে ইংলিশ শিখানো হয় যাতে আপনি যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে বলতে পারেন।

🔴প্র্যাক্টিস এর জন্য আমাদের whatsapp chat গ্রুপ আছে। তাছাড়া ক্লাসের বাইরেও সাপোর্ট দেওয়া হয় কারও কোন কিছু বুঝতে সমস্যা হলে।

🔴আমাদের প্রশিক্ষক নিজে একজন Linguistic এর ছাত্র। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স (স্নাতক)এবং মাস্টার্স (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও তাঁর রয়েছে চট্টগ্রামের বিভিন্ন ল্যাংগুয়েজ সেন্টারসহ একাডেমিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে পাঠদানের সুবিশাল অভিজ্ঞতা।

🔷সুতরাং সিদ্ধান্ত আপনার আপনি কোথায় কার কাছে ইংরেজি শিখবেন বা শিখাবেন‼️

🔊ক্লাসের সময়, ভর্তির তারিখ সহ বিস্তারিত জানতে আমাদের পেইজের ভিডিও গুলো দেখে নিতে পারেন অথবা কল বা মেসেজ করতে পারেন।

(ধৈর্য্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ)🙏

02/04/2025

Eid Mubarak to all. Hope this eid will bring a new dimension of life by enriching you with the light of knowledge. Stay safe. Stay happy.

28/03/2025

Day by day our little stars are getting smarter. Keep praying for them.

📌"কিডস স্পোকেন ইংলিশ এন্ড ফোনেটিকস" এর আমাদের পরবর্তী ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে...

আজই যোগাযোগ করুন এই নম্বরেঃ ☎️01616234297

🔴ক্লাস শুরু: ১১ এপ্রিল'২৫, শুক্রবার

🔴ক্লাসের দিন: শুক্র, শনি ও বুধবার

🔴ক্লাসের সময়:

⏰শুক্র - শনি : বিকাল(৪.০০-৫.৩০) এবং
⏰বুধবার: রাত : ৮.৩০-১০.০০ (অনলাইন-গুগল মিট)
⛳ স্থানঃ ডিএম কমপ্লেক্স, বনরুপা, রাঙ্গামাটি (রুপালী/পূবালী ব্যাংকের নিচে)

27/03/2025

শুধু 44 টা সাউন্ড এবং 26 টা Alphabet (A,B,C,D) এর উচ্চারণ শিখলেই শুদ্ধ উচ্চারণ শিখা হয়ে যায় না,
এখানে অনেক কিছু শেখার আছে,
যেমন- Stress এর ব্যবহার, Syllabic Consonant, Aspiration, Intonation, Inflection এই জিনিসগুলো না জানলে শুধু 44টা শিখেও আপনার উচ্চারণ সঠিক হবেনা এবং উচ্চারণে কোন নেইটিভ ফ্লেইভা(র) থাকবে না।

আমাদের দেশে এখন দেখা যায় সবাই Phonetics শেখায়, কিন্তু যারা শেখায় তাদের ৯৯.৯৯% লোকই দেখা যায় ভালোভাবে Phonetics জানেনা, শুধু 44টা সাউন্ড এবং কিছু Contractions শিখেই Phonetics কোর্স করানো শুরু করে দেয় কিন্তু তাদের উচ্চারণ খেয়াল করলে দেখতে পাবেন তাদের উচ্চারণে কোন নেইটিভ ফ্লেইভা(র) নাই, কারণ তাদের উচ্চারণে Stress, Syllabic consonant, Inflection, Aspiration, Elision, Glottal stop, Intonation etc. এর ব্যাবহার নাই।

Phonetics & Phonology কোর্স শুধু শুদ্ধ উচ্চারণ এর জন্য নয়, এই কোর্সের মাধ্যমে আমরা আমাদের Speaking এ ফ্লুয়েন্সি এবং Listening Capability কয়েকগুণ বাড়াতে পারি, নেইটিভ রা যখন কথা বলে তখন তারা অনেক বেশি Elision, Assimilation, Cluster, Connected speech, Weak forms, Contractions ব্যবহার করে, ওরা ৪/৫ টা শব্দকে এক করে ফেলে, যার কারণে ওরা অনেক fast কথা বলে এবং আমরা সেটা বুঝতে পারিনা, কিন্তু এই জিনিসগুলো শিখে গেলে তখন আমরাও ওদের মতো করে বলতে পারবো এবং ওদের কথা বুঝতে পারবো।

আমাদের এখানে পাবেন পুর্নাঙ্গ Phonetics & Phonology কোর্স, Phonetics & Phonology এর যাবতীয় সবকিছু নিয়েই আমরা কোর্স ডিজাইন করেছি যা অন্য কোথাও পাবেন না।

রাঙ্গামাটিতে শুধুমাত্র আমাদের এখানেই Phonetics Specialis Trainer পাবেন যিনি মুলত পড়াশোনা করেছেন English Linguistics নিয়ে।

"কিডস স্পোকেন ইংলিশ এন্ড ফোনেটিকস" এর আমাদের পরবর্তী ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে...
আজই যোগাযোগ করুন এই নম্বরেঃ 01616234297

🔴ক্লাস শুরু: ১১ এপ্রিল, শুক্রবার
🔴ক্লাসের দিন: শুক্র, শনি ও বুধবার
⏰ক্লাসের সময়: শুক্র - শনি : বিকাল(৪.০০-৫.৩০) এবং
⏰বুধবার: রাত :৮.৩০-১০.০০ (অনলাইন-গুগল মিট)

25/03/2025

Ma sha Allha!!! Our kids are growing with confidence.
Please write "mash Allah" for them in the comment box.

Address

College Gate
Rangamati
4500

Telephone

+8801616234297

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Therapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to English Therapy Centre:

Share