21/05/2025
রাঙ্গামাটিতে 💥After SSC Spoken English & Phonetics প্রোগ্রামে ভর্তি চলছে 💥
🔴ক্লাস শুরু: ৩ রা জুন।
🔴কোর্সের মেয়াদ: ৩ মাস
⏰ক্লাসের দিন: শুক্র, শনি ও মঙ্গলবার
⏰ক্লাসের সময়: বিকাল: ৩ টা থেকে ৪.৩০ টা
🔴 এসএসসি পরীক্ষা শেষের পরবর্তী ৩ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শিক্ষা জীবনে অতিরিক্ত কোন দক্ষতা অর্জনে এমন মুক্ত এবং উপযুক্ত সময় আর দ্বিতীয়টি পাওয়া সম্ভব নয়। তাই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে হেলায় সময় নষ্ট না করে এই সময়ের যথাপোযোক্ত ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। আর এ যাত্রায় তোমার পাশে নিবিড় ছায়া হয়ে থাকতে চায় ETC.
আমাদের প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ শিখতে পারবে শতভাগ শুদ্ধ উচ্চারণে, সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে‼️
🔴 আমরা স্পৌকেন ইংলিশ কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি, এখানে আপনাকে/ আপনার সন্তানকে গ্রামারের রুলস মুখস্থ না করিয়ে খুব সহজ পদ্ধতিতে শিখানো হবে।
🔴 এখানে একদম বেইসিক লেভেল থেকে ইংরেজি শিখানো হয় এবং ধাপে ধাপে Advanced লেভেলে নিয়ে যাওয়া হয়, তাই ছোট বড় স্টাডি গ্যাপ কিংবা অল্প লেখাপড়া থাকলেও যে কোন বয়েসী শিক্ষার্থীরা শিখতে পারবেন, শুধু একটু সময় আর সদিচ্ছা লাগবে।
🔴 আমরা প্রথমেই Sentence বানানো শিখাই না, কিভাবে Sentence এর বেইজ বানাতে হয় সেটা শিখাই, একটা বিল্ডিং বানাতে গেলে যেরকম প্রথমে ফাউন্ডেশন বা পিলার স্থাপন করতে হয় ঠিক একই রকম Sentence এর ক্ষেত্রেও প্রথমে বেইজ/পিলার বানাতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে Subject/Person এবং Verb সম্পর্কে ধারনা দেই, তাছাড়া Verb এর সাথে কখন s বা es যুক্ত হয় সেটা ভালো করে ক্লিয়ার করে নেই।
🔴অনেকেই মোটামুটি বেইসিক জানে কিন্তু বলতে পারেনা, আমরা মুলত বলা নিয়েই কাজ করি এবং সেটার জন্য আপনাকে শুরু থেকেই শুরু করতে হবে।
🔴 Sentence এর বেইজ বানানো শিখানোর পর সেটাকে একটু একটু বড়/লম্বা করে কিভাবে পুর্নাঙ্গ Sentence বানাতে হয় এবং কিভাবে একটা Sentence সাজাতে হয় সেটা শিখাই, সেক্ষেত্রে আমরা Infinitive maker (যেমন- করতে to do, যেতে to go, না করতে not to do, না যেতে not to go), Present participle, Perfect participle এবং preposition, connector এর ব্যাবহার শিখাই।
🔴অনেকেই মোটামুটি বেইসিক জানে, কিন্তু এক্কেবারে বেইসিক লেভেল এর কিছু ইংলিশে ভুল করে।
যেমন- "আমি না হাসার চেষ্টা করি" অনেকেই বলবে I don't try to laugh কিন্তু এটার ইংলিশ হবে I try not to laugh,
"মেয়েটি হেসে হেসে কথা বলে" অনেকেই বলবে The girl speaks laughing and laughing কিন্তু এটা হবে The girl speaks laughing.
🔴 তারপর আমরা ধাপে ধাপে বর্তমান, অতীত, ভবিষ্যতের সচরাচর, চলমান এবং সম্পাদিত কাজের ক্ষেত্রে কিভাবে ইংলিশ করতে হয় সেটা শেখানো হয় (হ্যা বোধক, না বোধক, হ্যা বোধক/না বোধক প্রশ্ন এবং WH সহ) পাশাপাশি বর্তমান, অতীত, ভবিষ্যতের Non Verb বা কারও অবস্থা কিংবা অবস্থান বুঝাতে কিভাবে ইংলিশ করতে হয় সেটা শেখানো হয়, তারপর Passive Voice, Modal Verb এর ব্যাবহার সহ সবই শিখানো হয় যা যা Spoken English এর জন্য দরকার।
যেমন- কারও কিছু করতে হয়, করতেই হবে, করতে হচ্ছে, করার কথা, করার সম্ভবনা, করতে না করতেই, যেতে না যেতেই, কারও কোন কিছু করতে ইচ্ছে করছে, অন্যকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে কিভাবে বলতে হয় (যেমন- আমার তাকে দিয়ে একটি গান গাওয়াতে ইচ্ছে করছে)
🔴 এখানে Spoken English কোর্স করলে আলাদা করে Writing কোর্স, IELTS speaking কোর্স করার কোন দরকার হয়না, এখানে এমন ভাবে ইংলিশ শিখানো হয় যাতে আপনি যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে বলতে পারেন।
🔴প্র্যাক্টিস এর জন্য আমাদের whatsapp chat গ্রুপ আছে। তাছাড়া ক্লাসের বাইরেও সাপোর্ট দেওয়া হয় কারও কোন কিছু বুঝতে সমস্যা হলে।
🔴আমাদের প্রশিক্ষক নিজে একজন Linguistic এর ছাত্র। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স (স্নাতক)এবং মাস্টার্স (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও তাঁর রয়েছে চট্টগ্রামের বিভিন্ন ল্যাংগুয়েজ সেন্টারসহ একাডেমিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে পাঠদানের সুবিশাল অভিজ্ঞতা।
🔷সুতরাং সিদ্ধান্ত আপনার আপনি কোথায় কার কাছে ইংরেজি শিখবেন বা শিখাবেন‼️
🔊ক্লাসের সময়, ভর্তির তারিখ সহ বিস্তারিত জানতে আমাদের পেইজের ভিডিও গুলো দেখে নিতে পারেন অথবা কল বা মেসেজ করতে পারেন।
(ধৈর্য্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ)🙏