Abdul Amin 03

Abdul Amin 03 কেমন আছেন সবাই
(1)

08/07/2025

কথাগুলো আমার কাছে দারুন লেগেছে 🌷🌹❤️

আজকে আমার মন ভালো নেই।
05/07/2025

আজকে আমার মন ভালো নেই।

01/07/2025

🌧️ গল্পের নাম: “হারিয়ে যাওয়া সন্ধ্যা”

একটা বর্ষার দিন। মেঘে আকাশ ঢেকে আছে, বৃষ্টি নামবে নামবে করছে। গ্রামটার নাম চন্দ্রপুর। সেখানে থাকত ছয় বছরের একটি ছেলে — নাম তার তানিম। সে ছিল খুব চঞ্চল, খেলাধুলা আর ঘুরে বেড়াতে পছন্দ করত। একদিন বিকেলে গ্রামের মেলার দিকে একাই হাঁটতে বের হয় সে। মা তখন রান্নায় ব্যস্ত, বাবা মাঠে।

মেলার ভিড়ে সে প্রথমে খুব মজা পাচ্ছিল — বেলুন, নাগরদোলা, জিলাপি… কিন্তু ধীরে ধীরে চারপাশের মানুষ অচেনা হয়ে উঠল। মেলার শেষে হঠাৎ সে টের পেল, মা-বাবা কেউ নেই। সে ঘুরে ঘুরে চিৎকার করতে লাগল, “মা… মা… আমি কোথায়?” কিন্তু কেউ তো তাকে চিনে না।

সেই রাতে, এক বৃদ্ধ লোক — নাম হাকিম চাচা, তাকে কাঁদতে দেখে নিজের ঘরে নিয়ে গেলেন। খাওয়ালেন, সান্ত্বনা দিলেন। কিন্তু ছেলেটা কিছুতেই তার বাড়ির ঠিকানা বলতে পারছিল না — নামটা ছাড়া কিছুই মনে নেই।

দিন পেরিয়ে মাস হল, মাস পেরিয়ে বছর। হাকিম চাচা তাকে নিজের ছেলে হিসেবে বড় করতে থাকলেন। নতুন নাম দিলেন – রিফাত।

রিফাত বড় হতে লাগল। তার ভেতরে সব সময় একটা অদ্ভুত শূন্যতা থাকত। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে কান্না পেত, মায়ের মুখ মনে পড়ত – যদিও পরিষ্কার নয়। শুধু একটা জিনিস তার মনে গেঁথে ছিল — তার মায়ের কপালে একটা লাল টিপ, আর তার নাম ধরে ডাক “তানিম… আয় খোকা…”

🌸

১৫ বছর পর...

রিফাত এখন কলেজ পড়ুয়া। একদিন সে শহরের এক চিত্র প্রদর্শনীতে গিয়েছিল। হঠাৎ এক নারীর মুখ দেখে সে থমকে যায় — যেন সেই মুখটা বহুদিন আগে দেখা… কপালে লাল টিপ…।

সে এগিয়ে যায়, নারীর চোখেও অশ্রু। তারা দু’জনেই থমকে যায়।

“তুমি… তানিম না?” নারীর কণ্ঠ কাঁপছে।

রিফাতের চোখে জল এসে যায়।

“মা…”

বুকের ভেতরে আটকে থাকা দীর্ঘশ্বাস এক মুহূর্তে ছুটে যায়। মা-ছেলে আবার এক হয়। গ্রামে খবর ছড়িয়ে পড়ে — হারিয়ে যাওয়া তানিম ফিরে এসেছে।

আর হাকিম চাচা?

তিনি শুধু হেসে বলেন, “তুই আমার ছেলে ছিলি, আছিস… থাকবি। মা যেখানে, ঘর সেখানে।”

01/07/2025

🌸 গল্পের নাম: "ছায়া তলে ভালোবাসা"

একটা ছোট্ট গ্রাম – নাম তার রূপনগর। গ্রামের এক প্রান্তে থাকত এক ছেলেমেয়ে — রাহুল আর নীলা। শৈশবের বন্ধুত্বটা কবে যে ভালোবাসায় পরিণত হয়েছে, কেউ টেরও পায়নি।

নীলা ছিল গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আর রাহুল শহরে পড়তে গিয়ে এখন বড় এক কোম্পানিতে চাকরি করছে। দুজনের মাঝে দূরত্ব ছিল, কিন্তু ভালোবাসার টানটা ছিল অনেক বেশি গভীর।

একদিন গ্রামের লোকজন জানল, স্কুলটা বন্ধ করে দেয়া হবে — শিক্ষকের অভাব, সরকার সাহায্য করবে না আর। নীলা ভেঙে পড়ল। রাহুল খবর পেয়ে ছুটে এল।

নীলার চোখে জল। বলল, “এই শিশুগুলো এখন কী শিখবে, রাহুল?”

রাহুল চুপচাপ শুনল। পরদিন সকালে রাহুল গ্রামের পঞ্চায়েতে গিয়ে ঘোষণা দিল, “আমি শহরের চাকরি ছেড়ে গ্রামে চলে এসেছি। আমি নিজে এই স্কুল চালাব, নিজের টাকায়, নিজের হাতে। শুধু তোমরা পাশে থেকো।”

সবার চোখে জল। নীলা হতবাক। বলল, “তুমি এত বড় ত্যাগ করলে কেন?”

রাহুল মৃদু হেসে বলল, “তুমি তো প্রতিদিন এই স্কুলে দাঁড়িয়ে স্বপ্ন দেখাও শিশুদের… আমি চাই, সেই স্বপ্নটা কখনো না থামে।”

বছর পেরোল। স্কুলটা এখন আশেপাশের গ্রামের গর্ব। আর রাহুল-নীলা? তারা এখন শুধু স্বামী-স্ত্রী না, একে অপরের ছায়া। ভালোবাসা যেমন ত্যাগ শেখায়, তেমনি আশা দিয়ে পথ দেখায়।

একজন ভালোবাসার মানুষ খুজতেছি। 🌹🌹❤️❤️
01/07/2025

একজন ভালোবাসার মানুষ খুজতেছি। 🌹🌹❤️❤️

কেমন আছেন আমার সকল বন্ধুরা।
01/07/2025

কেমন আছেন আমার সকল বন্ধুরা।

30/06/2025
💐💐💐
30/06/2025

💐💐💐

30/06/2025

নতুন টাকা চিনতে না পেরে ভুল বোঝাবুঝি

আমার চোখের দেখা সবচেয়ে ভালো মানুষ। মনু মিয়া। মনু মিয়াকে ভালবাসলে ছবি টা শেয়ার করে দিবেন।
30/06/2025

আমার চোখের দেখা সবচেয়ে ভালো মানুষ। মনু মিয়া। মনু মিয়াকে ভালবাসলে ছবি টা শেয়ার করে দিবেন।

❤️💐💐❤️
30/06/2025

❤️💐💐❤️

30/06/2025

গরিব অসহায় মানুষদের সাথে একটু ভালো ব্যবহার করুন।

Address

Rangamati

Telephone

+971509712720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Amin 03 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Amin 03:

Share