( ১০৩.২ মেগাহার্জ) তরঙ্গের মাধ্যমে অনুষ্ঠান ও বার্তা সম্প্রচার করে পার্বত্য অঞ্চলের জনসাধারনের জীবন মান উন্নয়নের জন্য বিনোদনের পাশাপাশি জনসেবামূলক তথ্য প্রদান, সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার এবং সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে রাঙামাটি বেতার কেন্দ্র। এছাড়াও, এই কেন্দ্রের দাপ্তরিক ওয়েবসাইট, ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার ও অনুষ্ঠান সংক্রান্ত তথ্য
প্রদান অব্যাহত আছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধকে নিয়ে রাঙ্গামাটি কেন্দ্র ২০২১-২২ অর্থবছরে ২৩ ঘন্টা অনুষ্ঠান প্রচার করেছে। এছাড়াও নোবেল করোনাভাইরাস নিয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান নিয়মিত প্রচার করা হচ্ছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রুপকল্প-২০৪১, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডেল্টাপ্লান ২১০০ এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতে রাঙামাটি কেন্দ্র অব্যহতভাবে অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। জনসাধারণকে তথ্য প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নতিকরনের জন্য শিক্ষাদান, সচেতনতাবৃদ্ধি সহ, তথ্য শিক্ষা ও বিনোদনের মাধ্যমে জনগুরুত্বপূর্ন বিষয়ে অনুষ্ঠান প্রচার, সংবাদ ও তথ্য প্রচার, স্বাস্থ্য-শিক্ষা, শিশু ও নারী উন্নয়ন, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশ উন্নয়ন, মাদক প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে প্রতিনিয়ত বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সরকার ও জনগনের মধ্যে সেতুবন্ধন রচনার বিষয়টি সুদৃঢ় করার প্রয়াসে বেতার সবসময় ভূমিকা পালন করে যাচ্ছে। এ’ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদরে বৈচিত্রময় শিল্প সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের মাধ্যমে জাতীয় সংস্কৃতিকে আরো সুদৃঢ় ও সমুন্নত করাই বেতার কার্যক্রমের মূল লক্ষ্য। বৈশ্বিক কোভিড-১৯ মহামারি সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে নিয়মিত স্বাস্থ্যবার্তা, ডাক্তারের পরামর্শ, ফোন-ইন, আলোচনা, স্পট, জিঙ্গেল, পিএসএসহ বিভিন্ন ফরম্যাটে জনসচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করছে।