24/08/2024
السلام عليكم و رحمة الله و بركاته
বন্যাকবলিত এলাকা থেকে আমাদেরকে একাধিক বোন আমাদের নক করেছেন 'হিজাব' এর জন্য।
যে মানুষটা আন্তরিকভাবে পর্দা মেইন্টেন করেন, তিনি সর্বাবস্থায়ই নিজেকে আবৃত করে রাখেন। হোক তা বন্যা কিংবা যেকোনো দুর্যোগ।
বিভিন্ন জায়গা হতে বন্যার্তদের জন্য শুকনো কাপড় পাঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ। পৌঁছে যাচ্ছে আশ্রয়কেন্দ্রে। এমতাবস্থায় কেমন করে সবকিছু মেইনটেইন করছেন আমাদের 'পর্দাশীল বোনেরা'? ঘরবাড়ির সমস্ত জিনিসপত্র, কাপড়চোপড় ফেলে কোনোমতে জানটা নিয়ে হয়তো অনেকেই বেরিয়ে এসেছেন, কিংবা অনেকেই ঘরের মাঝে থাকলেও অবশিষ্ট শুকনো কাপড় নেই। নেই হিজাব।
বিশেষত আশ্রয়কেন্দ্রে থাকা বোনেরা, যারা পর্দা করেন, তাদের কাছে হয়তো হিজাব বা খিমার নাও থাকতে পারে! এমতাবস্থায় না থাকাটা স্বাভাবিক। কারণ অনেকেই কোনোমতে জানটা নিয়ে বেরিয়ে এসেছেন থৈ থৈ পানি থেকে। আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ভীড়ে একটা সুতি বা লিলেনের হিজাব তাদের জন্য এক পশলা সুকুনের মতো হবে! কারণ প্রতিটা পর্দানশীন বোন জানেন, মানুষের ভীড়ে নিজেকে প্রপারলি ঢাকতে না পারলে কেমন অস্থিরতা আর অসহায়ত্বে মন ছেয়ে যায়!
☘️তাই আমাদের এবারের প্রজেক্ট "বন্যা কবলিত বোনেদের জন্য খিমার প্রজেক্ট"
🔴আমাদের ৩টি ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজম।
১. আপনার পরিচিত এবং সবচেয়ে বিশ্বস্ত পেইজটি কমেন্টে ম্যানশন করুন, যারা তুলনামূলক স্বল্প মূল্যে (অবশ্যই লাভ নিয়ে) আর্জেন্ট আমাদের শর্ট সুতি/লিলেন খিমার দিতে পারবেন। তাদের স্টকে আছে এমন।
২. যাদের মাধ্যমে আমরা বন্যা কবলিত বোনেদের হাতে খিমার পৌঁছে দিতে পারবো, এমন পেইজ/সংস্থা/ব্যক্তিত্বকে ম্যানশন করুন।
৩. ডোনেশন। আপনারা সাধ্যমতো এই প্রজেক্টে এগিয়ে আসুন প্লিয।
📌Note: আমাদের বর্তমান ফান্ডে প্রায় ২৫ হাজার মতো টাকা আছে। কিন্তু আরো অনেক ফান্ড প্রয়োজন। কারণ একটা ভাল হিজাবে প্রায় হাজার এর কাছাকাছি Cost আসে। তাই প্লিয পোস্টটা শেয়ার করবেন। ছড়িয়ে দিন, ইনশাআল্লাহ।
🔴🔴টাকা পাঠাতে–
বিকাশঃ 01839677757
নগদঃ 01950800300
রকেটঃ 019508003004
Bank detail:
Jannatul shifat
0951120063155
Al-Arafah islami Bank
Halishahar branch