Journey of Iman

Journey of Iman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Journey of Iman, Digital creator, Rangamati.

আফছোস আমাদের 🙂
20/03/2025

আফছোস আমাদের 🙂

20/03/2025

G A Z A 🥺💔

Gaza: Promise we will rebuild it 🇵🇸✊
03/11/2024

Gaza: Promise we will rebuild it 🇵🇸✊

ছয় বছরের মেয়েটা কিছুদিন আগে মক্তবে যাওয়া শুরু করেছিল। তো মক্তবের উস্তাদজী পড়ানোর এক পর্যায়ে নামাজের ব্যপারে বললেন, প্রত...
29/10/2024

ছয় বছরের মেয়েটা কিছুদিন আগে মক্তবে যাওয়া শুরু করেছিল। তো মক্তবের উস্তাদজী পড়ানোর এক পর্যায়ে নামাজের ব্যপারে বললেন, প্রতিদিন আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। নামাজ না পড়লে আল্লাহ অনেক শাস্তি দিবেন।

সেই থেকে মেয়েটি বাসায় এসে অনবরত কাঁদতে লাগলো। প্রথমে সবাই ভাবলো, সম্ভবত উস্তাদজির কথায় ভয় পেয়েছে।কিন্তু পরে সে কাঁদতে কাঁদতে বললো,

“আমার বাবা তো নামাজ পড়ে না। আল্লাহ তো তাহলে বাবাকে অনেক শাস্তি দিবে”।

মেয়ের কান্না থামেনা কোনভাবেই। শেষ পর্যন্ত বাবা আশ্বস্ত করলেন, এখন থেকে নামাজ পড়বেন। কান্না থামানোর জন্য দাড়িয়েও গেলেন নামাজে।

অবশেষে থামলো চোখের পানি। নামাজ শেষে বাপ-মেয়ের উভয়ের মুখে এক চিলতে হাসি।

সুন্দর না দৃশ্যটা!

লেখা - রিযওয়ানুল কবির সানিন হাফিজাহুল্লাহ

25/10/2024

বিষন্ন জুম'আর দুপুরে তোমার নামের দুরুদ,
আমার বিপন্ন বুকে এক ফোঁটা আবে হায়াত

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️

23/10/2024

আরবের নর্তকীরা নাচের সময় এক ধরনের নিকাব পরিধান করতো যাতে বিভিন্ন কারুকার্য থাকতো এবং তুলনামূলক অনেক ছোট ছিল। তবে এটা পর্দার জন্য না তখনকার ফ্যাশন হিসেবে এবং মানুষকে আকৃষ্ট করার লক্ষ্যে।

তেমনি বর্তমানে কিছু মেয়েরা নিকাব পরিধান করে কারুকার্য খচিত এবং ছোট, বিভিন্ন ডিজাইনের। এই নিকাব পর্দার জন্য না বরং মানুষকে আকৃষ্ট করার জন্য। তারাও ওইসব নর্তকীদের অনুসারী।

©

24/08/2024

السلام عليكم و رحمة الله و بركاته
বন্যাকবলিত এলাকা থেকে আমাদেরকে একাধিক বোন আমাদের নক করেছেন 'হিজাব' এর জন্য।

যে মানুষটা আন্তরিকভাবে পর্দা মেইন্টেন করেন, তিনি সর্বাবস্থায়ই নিজেকে আবৃত করে রাখেন। হোক তা বন্যা কিংবা যেকোনো দুর্যোগ।

বিভিন্ন জায়গা হতে বন্যার্তদের জন্য শুকনো কাপড় পাঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ। পৌঁছে যাচ্ছে আশ্রয়কেন্দ্রে। এমতাবস্থায় কেমন করে সবকিছু মেইনটেইন করছেন আমাদের 'পর্দাশীল বোনেরা'? ঘরবাড়ির সমস্ত জিনিসপত্র, কাপড়চোপড় ফেলে কোনোমতে জানটা নিয়ে হয়তো অনেকেই বেরিয়ে এসেছেন, কিংবা অনেকেই ঘরের মাঝে থাকলেও অবশিষ্ট শুকনো কাপড় নেই। নেই হিজাব।

বিশেষত আশ্রয়কেন্দ্রে থাকা বোনেরা, যারা পর্দা করেন, তাদের কাছে হয়তো হিজাব বা খিমার নাও থাকতে পারে! এমতাবস্থায় না থাকাটা স্বাভাবিক। কারণ অনেকেই কোনোমতে জানটা নিয়ে বেরিয়ে এসেছেন থৈ থৈ পানি থেকে। আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ভীড়ে একটা সুতি বা লিলেনের হিজাব তাদের জন্য এক পশলা সুকুনের মতো হবে! কারণ প্রতিটা পর্দানশীন বোন জানেন, মানুষের ভীড়ে নিজেকে প্রপারলি ঢাকতে না পারলে কেমন অস্থিরতা আর অসহায়ত্বে মন ছেয়ে যায়!

☘️তাই আমাদের এবারের প্রজেক্ট "বন্যা কবলিত বোনেদের জন্য খিমার প্রজেক্ট"

🔴আমাদের ৩টি ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজম।

১. আপনার পরিচিত এবং সবচেয়ে বিশ্বস্ত পেইজটি কমেন্টে ম্যানশন করুন, যারা তুলনামূলক স্বল্প মূল্যে (অবশ্যই লাভ নিয়ে) আর্জেন্ট আমাদের শর্ট সুতি/লিলেন খিমার দিতে পারবেন। তাদের স্টকে আছে এমন।

২. যাদের মাধ্যমে আমরা বন্যা কবলিত বোনেদের হাতে খিমার পৌঁছে দিতে পারবো, এমন পেইজ/সংস্থা/ব্যক্তিত্বকে ম্যানশন করুন।

৩. ডোনেশন। আপনারা সাধ্যমতো এই প্রজেক্টে এগিয়ে আসুন প্লিয।

📌Note: আমাদের বর্তমান ফান্ডে প্রায় ২৫ হাজার মতো টাকা আছে। কিন্তু আরো অনেক ফান্ড প্রয়োজন। কারণ একটা ভাল হিজাবে প্রায় হাজার এর কাছাকাছি Cost আসে। তাই প্লিয পোস্টটা শেয়ার করবেন। ছড়িয়ে দিন, ইনশাআল্লাহ।

🔴🔴টাকা পাঠাতে–

বিকাশঃ 01839677757
নগদঃ 01950800300
রকেটঃ 019508003004

Bank detail:
Jannatul shifat
0951120063155
Al-Arafah islami Bank
Halishahar branch

23/08/2024

সম্পূর্ণ ইন্ডিয়ার ব্রডব্যান্ড (wifi সার্ভার) হ্যা'ক করতে সক্ষম বাংলাদেশের সাইবার এক্সপার্টরা!

সবাই চলে গেছে তারে ফেলে, তবুও কুকুরটি মালিকের বাড়ী পাহারায়। নৌকা দেখে এগিয়ে আসে, বাঁচার আকুতিতে উঠতে চায় আবার কিসে যেন প...
23/08/2024

সবাই চলে গেছে তারে ফেলে, তবুও কুকুরটি মালিকের বাড়ী পাহারায়। নৌকা দেখে এগিয়ে আসে, বাঁচার আকুতিতে উঠতে চায় আবার কিসে যেন পিছু টানে।

স্বেচ্ছাসেবীরা বিস্কিটের প্যাকেট খুলে তাকে আনার চেষ্টা করছে। হাজার অবলা প্রাণী এভাবেই ভেসে যাবে জলে, মানুষ ভুলেও যাবে এদের ত্যাগটুকু, এদের প্রতি দায়িত্বটুকু!

21/08/2024

ভারতবিদ্বেষী মানে হিন্দুবিদ্বেষী!
এই চিন্তা-চেতনা বাদ দেন।

10/08/2024

দেশের সংস্কার প্রসঙ্গে,
আজ থেকে দাড়ি টুপিওলা লোকদের মুসলিম বলা শিখুন জামাত শিবির নয়।

04/08/2024

শত্রুর উপর বদ-দো‘আ -

اَللّٰهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيْعَ الْحِسَابِ، اِهْزِمِ الْأَحْزَابَ، اَللّٰهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

আল্লা-হুম্মা মুনযিলাল কিতা-বি সারী‘আল হিসা-বি ইহযিমিল আহযা-ব। আল্লা-হুম্মাহযিমহুম ওয়া যালযিলহুম

হে আল্লাহ, কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী! আপনি শত্রুবাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ! আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন। 🤲

[মুসলিম, ৩/১৩৬২, নং ১৭৪২ ]

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journey of Iman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share