Umra Ching Marma

Umra Ching Marma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Umra Ching Marma, Digital creator, Rangamati.

28/12/2024

সবচেয়ে কাছের বলতে আমি সৃষ্টকর্তাকেই বুঝি,যাকে সুখে দুঃখে সবসময় পাওয়া যায়।

28/12/2024
শুভ সকাল
09/09/2024

শুভ সকাল

08/09/2024

"ব্যাখ্যা করতে গিয়ে কান্না করা অন্য রকম ক"ষ্টের ব্যাপার!!'😊💔

05/09/2024

সামান্য থেকে এত বিশাল ইস্যু হবে
তা আমার কল্পনার বাইরে ছিল।
প্রার্থনা করি সবসময় ভালো থাকুক,সুস্থ থাকুক

05/09/2024

আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়...,
ভালোবাসা না.....!
চোখের জ্বলে কখনো সম্পর্ক বেধে রাখা যায় না...
বরং....!
সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়....!

তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ...,
তুমি তোমার দূর্বল জায়গা গুলো তাকে সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছো....,
আত্মসম্মানবোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারনে.....!

তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভুতি গুলো বুঝবে....,
একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে..,
তাইতো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো.....!

তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ.....,
তুমি যতোই না খেয়ে থাকো,যতোই হাত কাটো,
যতোই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো তাতে
তার কিছুই আসে যায় না....!

বিশ্বাস করো.....,
সে কখনো তোমার এই অনুভুতিগুলো বুঝবে না..,
কখনোই না.......!
চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে..!তুমি হয়তো ভাবছো.....,
সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে.....!
না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি....!
সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে......!

হ্যাঁ....,
তোমার ভালোবাসাটা স্পেশাল.....!
কিন্তুু....?
তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারনার গল্পের প্রতারকগুলোর মতোই একজন.....!

তুমি যতো দূর্বল হবে.....,
যতো স্যাক্রিফাইজ করবে সে ততো তোমাকে অবহেলা করবে.....!
তার দেয়া প্রতিটা কষ্ট নিরবে মেনে নিয়ে তুমি তার সিমপ্যাথি পাবে,ভালোবাসা না.....!

৫০ বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছো.....!
মনে রেখো,এটা ভালোবাসা না,এটা তোমার অনুভুতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিমপ্যাথি....!

একসময় বার বার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না.....!
হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্লকলিস্টে দিয়ে দেবে....,
তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না...!
দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে.....।
তাতেও তার কিছু আসবে যাবে না......!

"প্লিজ আমাকে ছেড়ে যেও না"
এই হৃদয়বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না..!

তাই তোমার এই অমূল্য ভালোবাসা....,
অমূল্য চোখের জল,অমূল্য অনুভূতি গুলো,
সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও....!

যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়...,
সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডির্জাব করে না.

এটাই বাস্তবতা....!

05/09/2024

পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন।
মানুষকে চেনা কিন্তু সহজ নয়।
মানুষ শত ত্রুোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙ্গে।
মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি।"

মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, আবার কেউ চলে যাচ্ছি ' বলেও বারবার পিছু ফিরে তাকায়।
কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয়' ভালো থেকো।'
এক চোখে অপেক্ষা, অন্য চোখে শূন্যতা, তবুও বিশ্বাস রাখি...!!!

আজ আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন না।
সে আজ রাতে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করলো। আপনি তাকে যতই ভালোবাসুন না কেনো. তার এই কান্নায় আপনি এক ধরনের ভালোলাগা অনুভব করবেন।
পরের দিন ও আপনি তাই করলেন, আবার সেই খেয়ালিপোনা " এবার তার খোঁজ নিয়ে জানতে পারবেন, সে চোখের জল ঝড়াতে ব‍্যস্ত।
আপনি ভাববেন, বাহ্!! সে তো আমাকে খুব ভালোবাসে.... আপনার ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে, বেশ ভালোও লাগবে।

আপনি ভাববেন, এভাবে যত বেশি অবহেলা করব,
সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে।
আস্তে আস্তে আপনি আরও বেশি অবহেলা করা শুরু করবেন।
এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন।
তার চোখে আর জল নেই আপনার জন্য।

তার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তার কিছুই ভালো লাগেনা।
তার দম আটকে আসে কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা,।
ঘুম আসেনা, তার শান্তি লাগেনা কোনো কিছুতেই।
বুক ভারী হয়ে আসে কেমন যেনো একটা হাঁসফাঁস লাগে মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে।
তার মন খুলে হাসতে ইচ্ছে করেনা, চোখেও কান্না আসেনা।
নীরবতা যেনো আঁকড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে।
কি করতে ইচ্ছে করে, কি করলে ভালো লাগবে কিছুই সে বুঝতে পারেনা।

মন উজাড় করে কাউকে বলতেও পারেনা যে, আমার ভীষন খারাপ লাগছে।
কাউকে বলতে পারেনা যে আমার একটু শান্তির প্রয়োজন, ভীষন প্রয়োজন।
তখন বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন, একি!! আজ সে কাঁদলো না কেনো???
সে কি আমাকে আর ভালোবাসে না???
আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা, আপনাকে তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে।

আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে না।
বরং সে হাসবে।
আপনার ভালোবাসায় সে যেমন হাসবে, তেমনি আপনার অবহেলাকেও হাসি মুখে মেনে নিয়ে ঘুমিয়ে পড়বে।
অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। যেটা করা যায় তা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ!!

ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। অবহেলা বড়োই খারাপ জিনিস।
শুধু মানুষ কেনো, কেউই এটি সহ‍্য করতে পারেনা। বাড়ির উঠোনে সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অবহেলা করে দেখুন।
দেখবেন দুইদিন পর সে কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠোন থেকে।



Collected

05/09/2024

আপন কেউ হোক বা না হোক
কিন্তু সব দোষ আমারই হয়

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umra Ching Marma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share