08/02/2024
তিন'শ চৌষট্টি দিনের বছর কে রিভিউ করতে গেলাম, টিভির রিমোটের মত একটার পর একটা চ্যানেল ঘুরালাম, একটা মানুষ ছিলো তার প্রিয় একটা নাম ছিলো" ভালোবাসা" বছর ঘুরে ডিসেম্বরে এসে মনের চিলেকোঠায় খুলে দেখি সে নাই। সে না থাকার পর যা রেখে গেছে তা "দুঃখ", গোলাপি ঠোটের মাদকতা, মাতাল করা হাসি, হাত ধরে হাটা বিকেলেরে ধূলোবালি, খোশ গল্প জমানো রাতের মিনিট কার্ডের খোসা, ডং করে মায়া লাগানো কথোপকথন, বিবৎস স্মৃতি, এবং জীবন্ত একটা লাশ।
আমাকে নর্দমায় ফেলে গেছে অবৈধ সন্তানের মতো, আমার বুক সমান ভালোবাসা তীব্র চাওয়া পাওয়া সব কিছুকে উপেক্ষা করেই ছেড়ে গেছে। আমি আট আনার মানুষ, ষোল আনা পিরিত জমাতে পেরেছি কিনা তা ভালোবাসা পরিমাপ করার থ্যামমিটার থাকলে মেপে নিতাম। ঠিক কতটুকু ঘাটতি ছিল এমন অংক কষে আমার কপাল ঘেমেছে উত্তর মিলেনি।
ছেড়ে যাওয়ার কারণ খুঁজেছি পুরোনো কথোপকথনে, কিছু বর্ণমালার কলিজা পোড়ানো শব্দের হামলা, চোখ ভিজিয়ে ফেলা অহেতুক অভিযোগ, যারে ভালোবাসি তার দোষ ও অমৃত, কথাটা উল্টো প্রমান করে অচেনা মানুষের মত মুখ ফিরিয়ে নিয়েছে। আমি নেশা ছিলাম, নেশা কেটে গেলে কেউ মাতলামি করে না যদি করে তবে সে ভন্ড, তার নেশা কেটে গেছে।
তার বিরুদ্ধে অভিযোগ করার মত দুঃসাহস আমার ছিলনা। মেনে নিতে হয়, মেনে নিয়েছি। যারে মনে জায়গা দিয়েছি সে মন ভাঙবেই, যারে কপালে চুমো খাওয়ার অধিকার দিয়েছি সে ঘৃণার ঢেঁকুর তুলে মরন কামড় দিবেই, যাকে অধিকার দিয়েছি সে যত্ন করে দু'চারটা কথা শুনাবেই, যার হাতে ব্যক্তিত্ব তুলে দিয়েছি সে বেহায়া বলবেই।
মোহ কেটে গেলে ফুল কে ভুল মনে হয়, আমি ঠিক তার মোহ ছিলাম না ভুল সেটা বুঝি নি, দু'আনা পিরিতের বিনিময়ে চার আনার খোঁজা অন্যায়। আমাকে নষ্টা, রোগা, খেইত্যা, পাগল, অ'সামজিক, অযোগ্য বললে মেনে নিতাম
কিন্তু আমাকে বলেছে অ'প্রেমিক।
আমাদের শুধু হারিয়ে যাওয়ার স্মৃতি। আমরা শুধু ভালোবাসি, আমরা শুধু আটকে রাখতে চাই। আমরা ভালোবেসে এত কাঙাল হয়ে যাই যে, আচমকা ডিসেম্বরের এক ভোর চোখ খুলে দেখি, চেনা মানুষটা কোথাও নেই। আমাদের পাশে শুয়ে আছে অপরিচিত কোন মুখ...🖤🥀🌸