Sohel Vlog

Sohel Vlog I am a vlogger from Chattogram The City Of Love (Chattogram) Spreading Happiness is the sole motive

26/12/2024

কেউ আছে এমন? আপনাকে সময় দেয়, সব কথা শোনে বা শুনতে চায়। বিপদে আছেন শুনলে পাশে থাকতে চায়। ❤️ মন খারাপ শুনলে, চিল মুডে রাখতে চায়। কিংবা চ্যাটে একের পর এক জোক বলে হাসানোর ট্রাই করে! হোক না লেইম জোক্স! চেষ্টা তো করে মন ভালো করার। আছে কেউ?

থাকলে, এই মানুষগুলো ভালো থাকুক। 😊 আরো বহুদিন আপনার সাথে থাকুক! ধরে রাইখেন। বন্ধু, ভাই, বোন, প্রেমিক/ প্রেমিকা, ভার্চুয়ালে পরিচিত কেউ... যেই হোক! সম্পর্কটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার না। গুরুত্বপূর্ণ এই মানুষগুলো! বিশ্বাস করুন- এরকম দুএকটা মানুষ আমাদের জীবনে অনেক পজেটিভ পরিবর্তন আনার ক্ষমতা রাখে। অনেক! 🤍

17/12/2024

ভালোবাসলে যে কাউকেই ছেড়ে আসা যায়, কিন্তু মায়ায় পড়লে তাকে ছাড়া তো দূরের কথা " মৃ*ত্যু*র আগ পর্যন্ত ভুলা যায় না.! 😅💖

13/12/2024

যারা বড় হওয়া সত্ত্বেও, বাইরে কোথাও যাওয়ার সময় বাবা মায়ের permission নেয়, তারা Unsmart নয়। বরং, তারা ভদ্র এবং Mature.🤍

জীবনে'র একটা রিস্টার্ট বাটন থাকলে। জীবন'টাকে আবার নতুন করে শুরু করতা'ম!😅💔
13/11/2024

জীবনে'র একটা রিস্টার্ট বাটন থাকলে। জীবন'টাকে আবার নতুন করে শুরু করতা'ম!😅💔

08/11/2024

Mui homole couple photo upload dim bhuddha 🫠

Dear you,I tagged you here because I want you to read this. I am very lucky to meet you to know you and to have you. You...
09/05/2024

Dear you,

I tagged you here because I want you to read this. I am very lucky to meet you to know you and to have you. You are one of those best gifts I’ve ever received. Thank you for all your jokes and support. Thank you for being there in times of need and you never get tired of listening to all my nonsense talks and dramas in life. Thank you for the beautiful, crazy, and happy moments. I really owe you a lot. I just want you to know that you are so precious to me and I really miss you right now. Thank you and I love you so much. ❤️

বেক্কুনোরে অগ্রীম বিজুত বলান্নী দিলুং😌😐😒
03/04/2024

বেক্কুনোরে অগ্রীম বিজুত বলান্নী দিলুং😌😐😒

18/02/2024

Feel it!🌼🌸

16/02/2024

একটু বেশিই সুন্দর🌸🌼

08/02/2024

তিন'শ চৌষট্টি দিনের বছর কে রিভিউ করতে গেলাম, টিভির রিমোটের মত একটার পর একটা চ্যানেল ঘুরালাম, একটা মানুষ ছিলো তার প্রিয় একটা নাম ছিলো" ভালোবাসা" বছর ঘুরে ডিসেম্বরে এসে মনের চিলেকোঠায় খুলে দেখি সে নাই। সে না থাকার পর যা রেখে গেছে তা "দুঃখ", গোলাপি ঠোটের মাদকতা, মাতাল করা হাসি, হাত ধরে হাটা বিকেলেরে ধূলোবালি, খোশ গল্প জমানো রাতের মিনিট কার্ডের খোসা, ডং করে মায়া লাগানো কথোপকথন, বিবৎস স্মৃতি, এবং জীবন্ত একটা লাশ।

আমাকে নর্দমায় ফেলে গেছে অবৈধ সন্তানের মতো, আমার বুক সমান ভালোবাসা তীব্র চাওয়া পাওয়া সব কিছুকে উপেক্ষা করেই ছেড়ে গেছে। আমি আট আনার মানুষ, ষোল আনা পিরিত জমাতে পেরেছি কিনা তা ভালোবাসা পরিমাপ করার থ্যামমিটার থাকলে মেপে নিতাম। ঠিক কতটুকু ঘাটতি ছিল এমন অংক কষে আমার কপাল ঘেমেছে উত্তর মিলেনি।

ছেড়ে যাওয়ার কারণ খুঁজেছি পুরোনো কথোপকথনে, কিছু বর্ণমালার কলিজা পোড়ানো শব্দের হামলা, চোখ ভিজিয়ে ফেলা অহেতুক অভিযোগ, যারে ভালোবাসি তার দোষ ও অমৃত, কথাটা উল্টো প্রমান করে অচেনা মানুষের মত মুখ ফিরিয়ে নিয়েছে। আমি নেশা ছিলাম, নেশা কেটে গেলে কেউ মাতলামি করে না যদি করে তবে সে ভন্ড, তার নেশা কেটে গেছে।

তার বিরুদ্ধে অভিযোগ করার মত দুঃসাহস আমার ছিলনা। মেনে নিতে হয়, মেনে নিয়েছি। যারে মনে জায়গা দিয়েছি সে মন ভাঙবেই, যারে কপালে চুমো খাওয়ার অধিকার দিয়েছি সে ঘৃণার ঢেঁকুর তুলে মরন কামড় দিবেই, যাকে অধিকার দিয়েছি সে যত্ন করে দু'চারটা কথা শুনাবেই, যার হাতে ব্যক্তিত্ব তুলে দিয়েছি সে বেহায়া বলবেই।

মোহ কেটে গেলে ফুল কে ভুল মনে হয়, আমি ঠিক তার মোহ ছিলাম না ভুল সেটা বুঝি নি, দু'আনা পিরিতের বিনিময়ে চার আনার খোঁজা অন্যায়। আমাকে নষ্টা, রোগা, খেইত্যা, পাগল, অ'সামজিক, অযোগ্য বললে মেনে নিতাম

কিন্তু আমাকে বলেছে অ'প্রেমিক।

আমাদের শুধু হারিয়ে যাওয়ার স্মৃতি। আমরা শুধু ভালোবাসি, আমরা শুধু আটকে রাখতে চাই। আমরা ভালোবেসে এত কাঙাল হয়ে যাই যে, আচমকা ডিসেম্বরের এক ভোর চোখ খুলে দেখি, চেনা মানুষটা কোথাও নেই। আমাদের পাশে শুয়ে আছে অপরিচিত কোন মুখ...🖤🥀🌸

07/01/2024

ছোটবেলায় কে কে খেলেছেন এই রকম করে🌸🖤

07/01/2024

“It is only when we take chances, when our lives improve. The initial and the most difficult risk that we need to take is to become honest. 🌸🫰🫶

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Vlog:

Share