তালুকদারনি অনিলা

তালুকদারনি অনিলা Hello friends,I am Anila Talukder, from Rangamati Bangladesh, welcome to my page

Proud to be Buddhist ��
Date of birth 16 February 1999

05/07/2025

ঋতুপর্ণার বলা একটা কথা অনেকেই সমালোচনা করতেছে,আর অনেকেই সেটা তার ভুল,,বাঙালি সহপাঠীদের মাঝে থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়েছে কিংবা বাধ্য হয়ে বলতে হয়েছে এমন বলতেছেন।
তার বিষয়ে আমার কিছু মন্তব্য প্রকাশ করছি।আর আমার আপনাদের কাছে এইটা প্রশ্ন ও ধরতে পারেন।প্রথমে বলি সহপাঠীদের মাঝে থেকে শুনে অভ্যস্ত হওয়া বিষয়টা আমি মানতে পারিনা।কেন মানতে পারি না,?,ছেলেদের দলে আমাদের রাংগামাটির ছেলে মিতুল সে ও জাতীয় দলে একা একজন আদিবাসী, ফোনে পরিবার আর বন্ধুদের সাথে সে নিজের ভাষায় কথা বলতে পারে আর বাকি সময়টা বাংলা ভাষাভাষীদের মাঝে কাটায় বাংলায় কথা বলে।।সে কিন্তু শুনতে শুনতে অভ্যস্ত হয়ে এই শব্দটা কখনো মুখ ফসকে বলে নি।।
অন্যদিকে ঋতুরা তো মনিকা সহ অনেকেই একসাথে রয়েছে তারা বাংলা ভাষার পাশাপাশি ঐখানে নিজেদের মাঝে নিজ মাতৃভাষা কথা বলতে পারে।। নিজ মাতৃভাষা কথা বলার সঙ্গী রয়েছে তাদের।। তাহলে কোন যুক্তি তে আমরা বলি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে মুখ ফসকে বলে ফেলেছে??
বাধ্য হয়ে বলা টা আমি মানতে রাজি নই।কেন নই))??
আবারো সেই মিতুলের কথাই বলবো।।
জাতীয় দলে থাকলে ঐ কথা বলতে হবে এমন বাধ্যতামূলক হলে তো মিতুলকে ও ঐ কথাটা প্রতিটা সংবাদ সাক্ষাৎকারে বলতে হতো।।কিন্তু আমরা কখনো কি মিতুলের মুখে ঐ শব্দটি শুনেছি? না কখনো শুনিনি।।
তাহলে বাধ্যতামূলকটা কি শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য???

ম্যাচ জেতার পরে ঋতু একটা পোস্ট করেছিলো বাংলায় ঐখানে শেষে আল্লাহ মহান লিখেছিলো।যদি ও পরবর্তীতে তা ইংরেজি করেছিলো।।আল্লাহ মহান এই বাক্য নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই,কারণ আমি নিজেই আল্লাহর প্রতি বিশ্বাস এবং সম্মান রাখি।। আমার কথা হচ্ছে অন্য ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করো ঠিক আছে,,কিন্তু নিজের ধর্মকে ভুলে নয়।।
সে কিন্তু সেখানে আল্লাহর নামের পাশাপাশি নিজ ধর্মের ভগবান বুদ্ধের নাম ও লিখতে পারতো তাহলে নিজ ধর্ম আর অন্যের ধর্ম দুটোকেই সম্মান আর শ্রদ্ধা করা হতো আর সমালোচনা ও হতো না।।

বিদ্র ::আমি মিতুলের নাম নিয়েছি উদাহরণ হিসেবে।।
যদি কোনো ভুল বলে থাকি ধরিয়ে দিন আর ভুল বলার জন্যে ক্ষমা প্রার্থী 🙏

শক্তিমান লিসা Lisha    #শক্তিমান  #বুগোবুক্কে
04/07/2025

শক্তিমান লিসা Lisha

#শক্তিমান
#বুগোবুক্কে

নজর না লাগুক আমাদেরমধ্যবিত্ত  হলে ও আমরা মানসিক ভাবে অনেক সুখী। একে অপরকে নিজস্ব ব্যক্তি স্বাধীনতা দিয়েই বাঁচি।।Àlèxìs T...
02/07/2025

নজর না লাগুক আমাদের
মধ্যবিত্ত হলে ও আমরা মানসিক ভাবে অনেক সুখী। একে অপরকে নিজস্ব ব্যক্তি স্বাধীনতা দিয়েই বাঁচি।।
Àlèxìs Tȍmȁș আমার black diamond সোয়ামি



#তালুকদারনিঅনিলা

একটু আনমনা 📸 Lisha
02/07/2025

একটু আনমনা
📸 Lisha

Sumon Reza  (বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার)   ভাইয়ের সাথে আমরা ✌️👍   ゚  #তালুকদারনিঅনিলা
01/07/2025

Sumon Reza (বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার) ভাইয়ের সাথে আমরা ✌️👍



#তালুকদারনিঅনিলা

Lisha তুলে দেওয়া ছবি।বেচারি খুব দুঃখ এত ছবি তুলে দেয় কিন্তু ক্রেডিট পায় না।তাই আজকে দিয়ে দিলাম 📸lisha ゚
01/07/2025

Lisha তুলে দেওয়া ছবি।বেচারি খুব দুঃখ এত ছবি তুলে দেয় কিন্তু ক্রেডিট পায় না।তাই আজকে দিয়ে দিলাম
📸lisha

রক্তের সম্পর্ক না থাকলে ও আপন বোন হওয়া যায়।।যদি আমাদের আরো বোন মিসিং
30/06/2025

রক্তের সম্পর্ক না থাকলে ও আপন বোন হওয়া যায়।।
যদি আমাদের আরো বোন মিসিং

আমাদের তিনজনের এই একটাই দেবর যে কিনা আমাদের সুখ দুঃখ সবকিছুর সঙ্গী  Ajanta সারাজীবন আমাদের মাঝে এই রকম হয়েই থেকো।
30/06/2025

আমাদের তিনজনের এই একটাই দেবর যে কিনা আমাদের সুখ দুঃখ সবকিছুর সঙ্গী
Ajanta সারাজীবন আমাদের মাঝে এই রকম হয়েই থেকো।

আমাদের আজকের দিনটা❤️হোচপানা Mitul আমাদের সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্যে।তুই না থাকলে আজকের আয়োজনটা হতো না।আজকে আমাদে...
30/06/2025

আমাদের আজকের দিনটা❤️
হোচপানা Mitul আমাদের সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্যে।তুই না থাকলে আজকের আয়োজনটা হতো না।
আজকে আমাদের স্পেশাল অতিথি ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার Sumon Reza ভাই এবং ওনার পরিবার, আরো ছিলেন উত্তর বারিধারা ক্লাবের টিম ম্যানেজার জাহাঙ্গীর ভাই এরং ওনার পরিবার।।।ওনাদের সাথে পুরো একটা দিন অনেক আনন্দ আর মজা করে কাটালাম।।


একটা পারফেক্ট ছবি খোঁজে
30/06/2025

একটা পারফেক্ট ছবি খোঁজে



একটু মোটু 🥰
28/06/2025

একটু মোটু 🥰

Address

Rangamati
4560

Website

Alerts

Be the first to know and let us send you an email when তালুকদারনি অনিলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share