16/10/2025
ক্যাপ্টেন তানভীর ভালোবেসে বিয়ে করেছিলেন নাজিয়া তাহসিনকে।
৬ বছরের প্রেম ছিলো তাদের। কিন্তু তাদের এই ভালোবাসার মধ্যে ৩য় একজন ব্যক্তি ছিলো। ক্যাপ্টেন তানভীর সত্যিই ভালোবেসে ছিলেন। কিন্তু তার প্রেমিকার মনে ছিলো অন্য কিছু। ৬ বছরের প্রেমে তাদের সংসার টিকেনি ৬ দিনও।
ক্যাপ্টেন তানভীর জানতে পেরেছিলেন তার প্রিয়তমার অন্য কারো সাথে সম্পর্ক রয়েছে। তিনি রাগ করেননি মোটেও তবে হৃদয়টা ক্ষতবিক্ষত হয়েছিলো তার, কে দেখেছিলো তার বিচূর্ণ হৃদয়ের খণ্ডাংশকে
বিয়ের ২দিন পরে স্ত্রীর মাথায় হাত রেখে বললেন তুমি খুঁজে নেও তোমার আপন ঠিকানা। তুমি যদি তার সাথে সুখী থাকো তাহলে তার কাছে তুমি চলে যাও। আমি তাতেই খুশি ভালোবাসা পাওয়ার চেয়ে ভালোবাসার মানুষকে সুখী দেখাটাই আমার কাছে আনন্দের। চলেও গিয়েছিলো তার স্ত্রী সেই মূহুর্তে।
ঠিক এর ৪ দিন পরে রাঙামাটিতে ভূমিধসের এক উদ্ধার অভিযানে যে ৬ জন সেনা কর্মকতা নি'হত হয়েছিলেন তার মধ্যে এই দূর্ভাগা তানভীর ও ছিলেন। ২ রা সেপ্টেম্বর ২০১৭ সালে অবসান হয় এই ব্যর্থ প্রেমিক তানভীরের জীবনের গল্পের।
নারী বরাবরি এক রহস্যময় চরিত্র পোস্টটি শেয়ার দিয়ে সবাইকে ঘটনাটি পড়ার সুযোগ করে দিন ধন্যবাদ 😊 #সেনাবাহিনী #গল্প #পুলিশ #আর্মি #বাংলাদেশসেনাবাহিনী