শূন্য পকেট- ShunNo Pocket

শূন্য পকেট- ShunNo Pocket Follow this Page

ক্যাপ্টেন তানভীর ভালোবেসে বিয়ে করেছিলেন নাজিয়া তাহসিনকে।৬ বছরের প্রেম ছিলো তাদের। কিন্তু তাদের এই ভালোবাসার মধ্যে ৩য় একজ...
16/10/2025

ক্যাপ্টেন তানভীর ভালোবেসে বিয়ে করেছিলেন নাজিয়া তাহসিনকে।
৬ বছরের প্রেম ছিলো তাদের। কিন্তু তাদের এই ভালোবাসার মধ্যে ৩য় একজন ব্যক্তি ছিলো। ক্যাপ্টেন তানভীর সত্যিই ভালোবেসে ছিলেন। কিন্তু তার প্রেমিকার মনে ছিলো অন্য কিছু। ৬ বছরের প্রেমে তাদের সংসার টিকেনি ৬ দিনও।
ক্যাপ্টেন তানভীর জানতে পেরেছিলেন তার প্রিয়তমার অন্য কারো সাথে সম্পর্ক রয়েছে। তিনি রাগ করেননি মোটেও তবে হৃদয়টা ক্ষতবিক্ষত হয়েছিলো তার, কে দেখেছিলো তার বিচূর্ণ হৃদয়ের খণ্ডাংশকে
বিয়ের ২দিন পরে স্ত্রীর মাথায় হাত রেখে বললেন তুমি খুঁজে নেও তোমার আপন ঠিকানা। তুমি যদি তার সাথে সুখী থাকো তাহলে তার কাছে তুমি চলে যাও। আমি তাতেই খুশি ভালোবাসা পাওয়ার চেয়ে ভালোবাসার মানুষকে সুখী দেখাটাই আমার কাছে আনন্দের। চলেও গিয়েছিলো তার স্ত্রী সেই মূহুর্তে।
ঠিক এর ৪ দিন পরে রাঙামাটিতে ভূমিধসের এক উদ্ধার অভিযানে যে ৬ জন সেনা কর্মকতা নি'হত হয়েছিলেন তার মধ্যে এই দূর্ভাগা তানভীর ও ছিলেন। ২ রা সেপ্টেম্বর ২০১৭ সালে অবসান হয় এই ব্যর্থ প্রেমিক তানভীরের জীবনের গল্পের।
নারী বরাবরি এক রহস্যময় চরিত্র পোস্টটি শেয়ার দিয়ে সবাইকে ঘটনাটি পড়ার সুযোগ করে দিন ধন্যবাদ 😊 #সেনাবাহিনী #গল্প #পুলিশ #আর্মি #বাংলাদেশসেনাবাহিনী

কতদিন হয়ে গেছে তোমাকে দেখি না, অথচ তোমারে রোজ কত মানুষ ই দেখে, তাদের মত যদি আমিও তোমাকে দেখতে পেতাম!'💔
15/10/2025

কতদিন হয়ে গেছে তোমাকে দেখি না, অথচ তোমারে রোজ কত মানুষ ই দেখে, তাদের মত যদি আমিও তোমাকে দেখতে পেতাম!'💔

শিয়াল নতুন মুরগী পেয়েছে 😁©️
30/09/2025

শিয়াল নতুন মুরগী পেয়েছে 😁
©️

25/09/2025

উপরওয়ালা যা দেয় তাতে খুশি থাকেন নিতে শুরু করলে নিঃশ্বাস পর্যন্ত নিয়ে যাবে।

20/09/2025

নীরব থাকাই উওম প্রকাশ করলে দূরত্ব বেড়ে যায়,সেটা আর কখনো কাছে আসে না!

16/09/2025

নারীকে তর্কে মানায় না, নারী হতে হবে শান্ত স্বভাবের মায়াবী!💜✨

16/09/2025

কাপ্তাই নদী এখন পানিতে থৈথৈ করছে।

08/09/2025

এই পিঠার নাম কি?

সবাইকে পড়ার অনুরোধ রইলো  আচ্ছা মানুষ এতো গুমরাহ হলো কিভাবে আফসোস?মনে হয় “আওলাদে রাসূল ﷺ” নামটা শোনলেই চোখে পর্দা পড়ে যায়...
05/09/2025

সবাইকে পড়ার অনুরোধ রইলো আচ্ছা মানুষ এতো গুমরাহ হলো কিভাবে আফসোস?
মনে হয় “আওলাদে রাসূল ﷺ” নামটা শোনলেই চোখে পর্দা পড়ে যায়।
আচ্ছা আপনারাই বলেন তো, উনাকে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে আওলাদে রাসূল ﷺ মনে হয়?
আরে ভাই, যদি সত্যিই আওলাদে রাসূল ﷺ হন তাহলে নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসে মঞ্চ সাজানোর দরকারটা কী আমার বুজে আসে না
নিজের দেশেই তো মানুষ চিনে নেওয়ার কথা! নাকি ওখানে মার্কেটিং কম চলে, তাই এখানে এসে নতুন শাখা খুলেছেন?
আচ্ছা মেনে নিলাম, তিনি আওলাদে রাসূল ﷺ
তাহলে সুন্নাতের তারিকায় চলেন না কেন?
দাড়ি যদি থাকে, কেটে রাখেন কেন?
আওলাদে রাসূল ﷺ হয়ে দাড়ি কাটেন, আর আমরা বললে উল্টো আমাদেরকেই ওয়াহাবি বানিয়ে দিবেন !
মানে কি দাঁড়ালো—
সুন্নাত মানলে = ওয়াহাবি
সুন্নাত ছাড়লে = আওলাদে রাসূল ﷺ
কি চমৎকার লজিক! আমার একটা বিষয় খুব দুঃখ লাগে আওলাদে রাসূল সাঃ হয়ে মাদিনা শরীফ না গিয়ে বাংলাদেশে কেন পাড়ি জমায়? একটু চিন্তা করে দেখবেন হে আখিরি জামানার উম্মাহ?

Address

Rangamati

Telephone

+8801572553210

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য পকেট- ShunNo Pocket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share