দৈনিক পার্বত্য কণ্ঠস্বর

রাঙামাটির রইন্ন্যাছড়িতে অবৈধ বালু উত্তোলন; মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা:আজ ৩০ জুলাই ২০২৫ দুপুর ২টা ৪০ মিনিটে রাঙা...
30/07/2025

রাঙামাটির রইন্ন্যাছড়িতে অবৈধ বালু উত্তোলন; মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা:

আজ ৩০ জুলাই ২০২৫ দুপুর ২টা ৪০ মিনিটে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

জনাব রুবাইয়া বিনতে কাশেম, সহকারী কমিশনার (ভূমি), রাঙামাটি সদর এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে জনাব ফাহিম উদ্দিন (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন তিনি।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সাজেকে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধাররাঙামাটি প্রতিনিধি।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহি...
30/07/2025

সাজেকে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একে-৪৭ রাইফেল, দেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

গতকাল মঙ্গলবার ভোর ৫ টার দিকে ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের হরেন্দ্র পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)'র সাথে সেনাবাহিনীর গোলাগুলি হয়।
এসময় সেনাবাহিনীর কঠোর প্রতিরোধে পাহাড়ি সন্ত্রাসী'রা পিছু হাটে পরে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সদস্য'রা পালিয়ে যায়।

তাৎক্ষণিক তাদের স্থানে তল্লাশি চালিয়ে একটি একে-৪৭, দেশীয় বন্দুক ৩টি, দেশীয় পিস্তল ১টি, ১টি ম্যাগাজিন একে-৪৭, বল এ্যামুনেশন ৬ রাউন্ড, কার্তুজ ১ রাউন্ড, এমটি-কার্টিজ ৪২টি, ওয়াকিটকি সেট ও ব্যাটারিসহ ৪টি, এ্যামুঃপোচ ১টি, জিপিএস ডিভাইস ১টি, গোপন ভিডিও ক্যামেরা কলম ৩টি, গোপন ভিডিও ক্যামেরা বোতাম ২টি, চশমা ১টি, ইউপিডিএফ লং লাইভ আর্মব্যান্ড ৫টি, ইউপিডিএফ পতাকা ৩টি, বিভিন্ন ধরনে বই ১০টি, চাঁদা আদায়ে রশিদ বই ২টি উদ্ধার করা হয়।

বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঋতুপর্ণা মা‌য়ের চি‌কিৎসায় ক্রীড়া উপ‌দেষ্টার অনুদান প্রদানরাঙ্গামা‌টি প্রতি‌নি‌ধি।জাতীয় নারী ফুটবল দ‌লের স্বনামধন্য খে‌লে...
23/07/2025

ঋতুপর্ণা মা‌য়ের চি‌কিৎসায় ক্রীড়া উপ‌দেষ্টার অনুদান প্রদান

রাঙ্গামা‌টি প্রতি‌নি‌ধি।
জাতীয় নারী ফুটবল দ‌লের স্বনামধন্য খে‌লোয়াড় ঋতুপর্না চাকমার মা‌য়ের চি‌কিৎসার জন্য ক্রীড়া উপ‌দেষ্টা আ‌সিফ মাহমুদ ভুইয়ার পক্ষ হ‌তে অনুদান হি‌সে‌বে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হ‌য়ে‌ছে।
গতকাল বুধবার বি‌কে‌লে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাস‌নের কার্যাল‌য়ের স‌ম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনাল‌য়ের ক্রীড়া সেবী কল‌্যাণ ফাউন্ডেশ‌ন কর্তৃক প্রদত্ত রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্সদ হা‌বিব উল্লাহ ঋতুপর্নার বো‌ন পাম্পি চাকমা'র হা‌তে ২ লক্ষ টাকার চেক তু‌লে দেন।

জেলা প্রশাসক ব‌লেন, ঋতৃপর্না দে‌শের জন্য খে‌লেন। সুনাম সমৃ‌দ্ধি অর্জন ক‌রেন। প্রতিথযশা এ খে‌লোয়াড়ের মা দীর্ঘ‌দিন ধ‌রে ক্যান্সারে আক্রান্ত। তার মা‌য়ের চি‌কিৎসা যা‌তে ব্যাহত না হয় সেজন্য ক্রীড়া উপ‌দেষ্টা পক্ষ থে‌কে আ‌র্থিক সহায়তা দেয়া হ‌য়ে‌ছে। আমা‌দেরও সক‌লের উচিত তার মা‌য়ের পাশে থাকা।
এসময় অ‌তিরিক্ত জেলা প্রশাসক মোহাম্সদ রুহুল আ‌মিন, কাউখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কাজী আ‌তিকুর রহমান, এন‌ডি‌সি এস এম মান্না ও জেলা ক্রীড়া অ‌ফিসার হারুনুর র‌শিদ লিটন।

20/07/2025

জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডা. তাসনিম জারা।

20/07/2025

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বক্তব্য

20/07/2025

বাহাত্তরের মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বিভেদ সৃষ্টি করা হয়: নাহিদ ইসলাম
রাঙ্গামাটি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাহাত্তরের মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের সঙ্গে অন্যধর্মের বিভেদ সৃষ্টি করা হয়। গতকাল রোববার (২০ জুলাই) দুপুর ২টায় রাঙামাটি বনরূপা চত্বরে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা ও মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, গত ৫০ বছর বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল। তার শিকার হয়েছে এই পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা তাদের এখন আর সুবিধা নিতে দেব না। আমাদের মধ্যে যদি সমস্যা থাকে, আমরা নিজেরা সেটার সমাধান করবো। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা নিজেদের উদ্যোগে সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি সংবিধান করতে চাই। রাঙামাটির নেতা এমএন লারমা, তিনি বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই, মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধানের আলোকে চুক্তি তৈরি করবো। যেখানে সবার অধিকার থাকবে। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিরা এখানে অধিকারহীন। তাই এ আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তার সফর সঙ্গী ছিলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নেত্রী ডা. তাসনিম জারাসহ অনেকে।

এর আগে সকাল ৯টা থেকে রাঙামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারস্তরের নিরাপত্তা জোরদার করে পুলিশ। একইসঙ্গে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি ও রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুরো রাঙামাটি শহরকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হয়। পরে দুপুর ২টায় চট্টগ্রাম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের গাড়িবহর রাঙামাটি শহরের জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে পৌঁছায়।

19/07/2025

পার্বত্য চুক্তির যে কিছু সমস্যা রয়ে গেছে সেগুলি সমাধানের চেষ্টা করছি---তৌহিদ হোসেন
রাঙ্গামাটি প্রতিনিধি।
সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যে আছে এটাকে স্বাীকার করা। আমরা মনে করি যে, আসলে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কিছু সমস্যা রয়ে গেছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছি।
আমরা আজকের সভায় চেষ্টা করেছি প্রথমে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি। আর যেগুলি কঠিন বিষয় আছে সেগুলি সমাধানের জন্য রাস্তা বাহির করি।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরো জানান যে, চুক্তি বাস্তবায়ন বিষয়ে অনেকগুলি সিদ্ধান্ত নেয়া হয়েছে যা সেগুলি এখনি বলার বিষয় নয়।
তবে তিনি বলেছেন, চুক্তি বাস্তবায়ন বিষয়ক আরেকটি সভা শিগগিরই আয়োজন করার চেষ্টা করা হবে। গতকাল আলোচনা সভা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে জানান তৌহিদ হোসেন।
আজ অনুষ্ঠিত সভা বিষয়ে সন্তু লারমার কাছে জানতে চাইলে তিনিও জানান যে, মিটিংটি আন্তরিকতাপূর্ণ পরিবেশে হয়েছে।
উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্প্রতি তিন সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন করলে তৌহিদ হোসেনকে আহ্বায়ক করা হয়।
এতে অপর সদস্যরা হলো পার্বত্য চ্ট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা এবং পার্বত্য চ্ট্গ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সাবেক সচিব সুদত্ত চাকমা।
গতকাল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, পার্বত্য চ্ট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, উপসচিব মঙ্গল চন্দ্র পাল ও মো: শামসুল হক ও আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা প্রমুখ।

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে- পার্বত্য উপদেষ্টানিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৭ জুলাই ২০২...
17/07/2025

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে- পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৭ জুলাই ২০২৫ খ্রি.পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী, মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের সকলকে এগুতে হবে। জুলাই শহীদ বিপ্লবের আজকের এ পরিবর্তন আমাদের নতুনভাবে চলার প্রেরণা যুগিয়েছে।



গতকাল বুধবার (১৬ জুলাই) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তাদের সমন্বয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।



উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জুলাই শহীদদের মনে। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে ২০২৪ সালের এই জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের অগ্রযাত্রায় থেকে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা। আমরা সরকারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।



উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারকে উৎখাত করার আন্দোলনে জীবন দানকারী সকল শহীদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেশের মঙ্গলের জন্য যারা জীবনের মায়া ত্যাগ করেছেন ও যারা চির পঙ্গুত্ব বরণ করেছেন দেশবাসী তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, জুলাই বিপ্লব শুধু স্বৈরাচারি শাসনামলের অবসানই নয়, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা উপহার দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এই জুলাই বিপ্লব। আজ আমি উপদেষ্টা হয়েছি এই জুলাই বিপ্লবের শহীদদের বদৌলতেই। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুন্দর বাংলাদেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের জোয়ারের কাজে নিজেদের নিবেদন করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য উপদেষ্টা।



শহীদদের স্মরণে আগামী ২৭ জুলাই পার্বত্য তিন জেলায় ১৫ হাজার বৃক্ষ রোপণ, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল, ক্রিকেট ও হকি টুর্নামেন্টসহ নানা ক্রীড়া কর্মসূচি ঘোষণা করেন তিনি।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক। তিনি বলেন, “জুলাই বিপ্লবের সূচনালগ্নেই সমাজে মেধা, সততা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রত্যয় গঠিত হয়েছিল। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের আবু সাঈদ শহীদ হওয়ার পর থেকেই গণঅভ্যুত্থানের ভিত্তির সূচনা হয়।



অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব কংকন চাকমা, যুগ্মসচিব অতুল সরকার, যুগ্ম সচিব মো. মমিনুর রহমানসহ মন্ত্রণালয় ও এর সংস্থাসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

“পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি”-পার্বত্য উপদেষ্টাঢাকা, ০৩ জুলাই ২০২৫ খ্র...
03/07/2025

“পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি”-পার্বত্য উপদেষ্টা

ঢাকা, ০৩ জুলাই ২০২৫ খ্রি.

পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, “পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি। তিনি বলেন, পাহাড়ি ফল মেলার এবারের আয়োজন যেন শুধু একটি প্রদর্শনী নয়, বরং পাহাড়ের মাটির ঘ্রাণ, নারীর শ্রম, আর প্রাকৃতিক ঐশ্বর্যের এক অপূর্ব সাক্ষাৎ।

রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাহাড়ি ফল মেলার (১-৫ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা আরও বলেন, “রাজধানীর ব্যস্ত ও যান্ত্রিক জীবনে আমরা যাতে সুস্থ থাকতে পারি, এ কথাটি মাথায় রেখে আমরা অর্গানিক ফলের ভান্ডার নিয়ে পাহাড়ি ফল মেলার এবারের আসরকে সাজিয়েছি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণও পাহাড়ি ফল মেলার আয়োজনে মনে প্রাণে সোচ্চার আছেন। আমরা এ পাহাড়ি ফল মেলার মধ্য দিয়ে সবাই একাকার হতে চাই। আমরা চাই রাজধানী থেকে একটি ফল ‘হাব’ তৈরি করতে, যেখানে ঢাকাবাসী সরাসরি পাহাড়ি ফলের স্বাদ পাবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পাহাড়ি নারীরা অর্গানিক ফল চাষে রাখছেন উল্লেখযোগ্য ভূমিকা। মন্ত্রণালয় তাঁদের জন্য নানা প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের গবেষণায় এখন পাহাড়ে বছরে দু’বার ফল উৎপাদন সম্ভব হচ্ছে, এ এক বৈপ্লবিক অগ্রগতি বলে তাঁর অভিমত ব্যক্ত করেন উপদেষ্টা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক যোগ করেন, অন্যান্য এলাকায় ফল টিকে থাকে রাসায়নিক স্প্রের কারণে, আর পাহাড়ে ফল পঁচে যায় কারণ ওগুলো প্রকৃতিই রক্ষা করে। তাই পাহাড়ি ফল মানবদেহে যেমন উপকারী, তেমনি পরিবেশবান্ধবও। একটি অনলাইন ফল হাব তৈরির কাজ শুরু করতে যাচ্ছে সরকার। যেখানে পাহাড়ি ফলের মূল্য, মেয়াদ, পরিমাণসহ সব তথ্য থাকবে। ফলে শহরের মানুষ পাহাড়ি ফলের স্বাদ পাবেন আরও সহজে এবং কৃষকরাও পাবেন ন্যায্য মূল্য বলে জানান সচিব আব্দুল খালেক।

এবারের পাহাড়ি ফল মেলায় থাকছে- পাহাড়ে নারীদের চাষকৃত অর্গানিক ফলের ভান্ডার, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ফল- যেখানে নেই কোনো ক্ষতিকর রাসায়নিক স্প্রে। আড়াই কেজি ওজনের “ব্রুনাই কিং” আম, চিয়াংমাই আম, রাম্বুটান, প্যাশন ফ্রুট, বিদেশি পেঁপে, খাঁটি পাহাড়ি আনারস, কাঁঠাল, আম ও কলা পাহাড়ি ফল মেলাকে করে তুলেছে আকর্ষণীয়।

পাহাড়ি ফল মেলা উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এছাড়া পাহাড়ি মেলায় আগত দর্শনার্থী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এর সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারিদের পদভারে মুখরিত হয়ে ওঠেছিল বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণ।

এই মেলার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনের গল্প, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে রাজধানীবাসীর একটি নিবিড় পরিচয় ঘটছে। ফলের স্বাদ ছাপিয়ে এক অনুভূতির বিনিময় মঞ্চ হয়ে উঠছে এই আয়োজন। উদ্বোধন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পার্বত্য এলাকার শিল্পীরা, যা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে।

মেলায় পার্বত্য তিন জেলা ও রাজধানীসহ মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। পাহাড়ি ফল মেলা ২-৫ জুলাই প্র্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত চলবে।

খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত||প্রতিনিধি, খাগড়াছড়ি|| নবীন পুলিশ সদস্যদের ১১তম ট...
22/06/2025

খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

||প্রতিনিধি, খাগড়াছড়ি|| নবীন পুলিশ সদস্যদের ১১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন ২০২৫) সকালে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (পুলিশ টেলিকম) এ কে এম আওলাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি এবং ডেপুটি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম (বার)। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুচকাওয়াজ শেষে অতিথিরা নবীন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে পার্বত্য জেলা পরিষদের চারা ও সবজি বীজ বিতরণ || প্রতিনিধি, খাগড়াছড়ি|| খাগড়...
22/06/2025

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে পার্বত্য জেলা পরিষদের চারা ও সবজি বীজ বিতরণ

|| প্রতিনিধি, খাগড়াছড়ি|| খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে চারা ও সবজি বীজ বিতরণ করেছে। শনিবার (২১ জুন) দুপুরে জেলা শহরের রেড ক্রিসেন্ট ইউনিট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব চারা ও বীজ তুলে দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার জন্য পার্বত্য জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু ও সম্পাদক রুপকুমারবিলাইছড়ি প্রতিবেদক। রাঙ্গামাট...
27/05/2025

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু ও সম্পাদক রুপকুমার

বিলাইছড়ি প্রতিবেদক। রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কার্বারী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু চাকমা ও সাধারণ সম্পাদক রুপকুমার চাকমা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কার্বারী সমিতির আয়োজনে বিলাইছড়ি অডিটোরিয়াম রুমে কার্বারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আগামী ৩ বছর পর্যন্ত দায়িত্বে থাকবেন এই ১৩ সদস্য বিশিষ্ট কার্বারী সমিতি (কমিটি)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক - এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২০ নং (এ) তিনকুনিয়া মৌজার হেডম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া, ১২৬ নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা, ১২৭ নং কেরনছড়ি মৌজার হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার।সভাপতি সম্পাদক ছাড়াও সমিতির অন্যান্যরা পদে আসীন হলেন সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পান শান্তি লাল চাকমা ও স্বপন বিকাশ চাকমা,সহ-সাধারণ সম্পাদক বিতুময় চাকমা, অর্থসম্পাদক প্রিয়জয় তঞ্চঙ্গ্যা,সহ- অর্থসম্পাদক দিপালী তঞ্চঙ্গ্যা,মহিলা বিষয়ক সম্পাদক তনা তঞ্চঙ্গ্যা,সাংগঠনিক সম্পাদক ক্যহলাপ্রু মার্মা,যুগ্ন- সাংগঠনিক সম্পাদক থিরখিল ত্রিপুরা,দপ্তর সম্পাদক অমরশিং চাকমা, সদস্য শান্তিময় চাকমা এবং বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা।
এছাড়াও কার্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁন কুমার তঞ্চঙ্গ্যা, গুলক্ক তঞ্চঙ্গ্যা,মঙ্গলী চাকমা, নিরলাল তঞ্চঙ্গ্যা,বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা, চাইথোয়াইপ্রু মার্মা,অঞ্জনা চাকমা,স্নেহলতা চাকমা, দিপালী তঞ্চঙ্গ্য,রুপালী চাকমা, স্বপন চাকমা, বালি চাকমা, বরুন চাকমা, লিয়ানথাং পাংখেয়া, মুনি তঞ্চঙ্গ্যা, বিশ্বসাগর তঞ্চঙ্গ্যা, সুগন্ধি কুমার তঞ্চঙ্গ্যা, অনিল তঞ্চঙ্গ্যা। সমিতিটি গঠনের প্রথম তারিখ জানা না থাকলেও ২য় বারে ২ ফেব্রুয়ারী ২০১৭ সালে গঠন করা হয়। গত ৩১ ডিসেম্বর ২০২৪ ইং গঠন হবার কথা থাকলে বিভিন্ন সুবিধা- অসুবিধার কারণে স্থগিত করা হয়। পরে অমরজীব কার্বারী আহ্বায়ক কল্পকার্বারী সদস্য সচিব এবং তনা কার্বারীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট ১ টি এডক কমিটি গঠন করলে তা আজ পূর্ণাঙ্গ কমিটির রুপ ধারণ করলো।

সভাপতি পদে ২ জনের মধ্যে থুইপ্রু মার্মা( আকাশ) নির্বাচন না করে জয়সিন্ধু চাকমাকে সমর্থন করেন।সাধারণ সম্পাদক পদে মাটিরাম চাকমা, বিতুময় চাকমা, রুপকুমার প্রার্থী হলে পরে মাটিরাম ও বিতুময় রুপ কুমারকে সমর্থন করেন, মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ক্যহলাপ্রু মার্মা, কোষাধ্যক্ষ প্রিয়জয় তঞ্চঙ্গ্যা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।এতে আরো জানা গেছে, ৮৭ জন কার্বারীদের মধ্যে ভাতাপ্রাপ্ত ৫৪ জন এবং ভাতা বিহীন ৩৩ জন।

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক পার্বত্য কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক পার্বত্য কণ্ঠস্বর:

Share

দৈনিক পার্বত্য কণ্ঠস্বর

পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন “দৈনিক পার্বত্য কণ্ঠস্বর” সংবাদ প্রচারে নিরপেক্ষ । web:- www.parbattakonthosor.com

উপদেষ্টা সম্পাদক :- শান্তিময় চাকমা, আইন উপদেষ্টা :- এ্যাডভোকেট সুদ্বীপ তনচংগ্যা, প্রকাশক ও সম্পাদক :- বিনয় চাকমা। প্রধান কার্যালয় : শিখা ভবন ৪র্থ তলা বনরুপা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। বিজ্ঞাপন বিভাগ : ০১৮২৮৮০১৩৯০ , E-mail: [email protected] দৈনিক পার্বত্য কণ্ঠস্বর সংবাদ প্রচারে নিরপেক্ষ। দৈনিক পার্বত্য কণ্ঠস্বর মিডিয়া সম্পাদক কর্তৃক প্রকাশিত বনরুপা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আমরা কোন মিথ্যা সংবাদ বা রাষ্ট্রবিরোধী সংবাদ প্রচার করি না । *** সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক পার্বত্য কণ্ঠস্বর অনলাইন ২০১৭ ইং***