দৈনিক পার্বত্য কণ্ঠস্বর

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু ও সম্পাদক রুপকুমারবিলাইছড়ি প্রতিবেদক। রাঙ্গামাট...
27/05/2025

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু ও সম্পাদক রুপকুমার

বিলাইছড়ি প্রতিবেদক। রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কার্বারী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু চাকমা ও সাধারণ সম্পাদক রুপকুমার চাকমা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কার্বারী সমিতির আয়োজনে বিলাইছড়ি অডিটোরিয়াম রুমে কার্বারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আগামী ৩ বছর পর্যন্ত দায়িত্বে থাকবেন এই ১৩ সদস্য বিশিষ্ট কার্বারী সমিতি (কমিটি)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক - এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২০ নং (এ) তিনকুনিয়া মৌজার হেডম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া, ১২৬ নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা, ১২৭ নং কেরনছড়ি মৌজার হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার।সভাপতি সম্পাদক ছাড়াও সমিতির অন্যান্যরা পদে আসীন হলেন সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পান শান্তি লাল চাকমা ও স্বপন বিকাশ চাকমা,সহ-সাধারণ সম্পাদক বিতুময় চাকমা, অর্থসম্পাদক প্রিয়জয় তঞ্চঙ্গ্যা,সহ- অর্থসম্পাদক দিপালী তঞ্চঙ্গ্যা,মহিলা বিষয়ক সম্পাদক তনা তঞ্চঙ্গ্যা,সাংগঠনিক সম্পাদক ক্যহলাপ্রু মার্মা,যুগ্ন- সাংগঠনিক সম্পাদক থিরখিল ত্রিপুরা,দপ্তর সম্পাদক অমরশিং চাকমা, সদস্য শান্তিময় চাকমা এবং বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা।
এছাড়াও কার্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁন কুমার তঞ্চঙ্গ্যা, গুলক্ক তঞ্চঙ্গ্যা,মঙ্গলী চাকমা, নিরলাল তঞ্চঙ্গ্যা,বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা, চাইথোয়াইপ্রু মার্মা,অঞ্জনা চাকমা,স্নেহলতা চাকমা, দিপালী তঞ্চঙ্গ্য,রুপালী চাকমা, স্বপন চাকমা, বালি চাকমা, বরুন চাকমা, লিয়ানথাং পাংখেয়া, মুনি তঞ্চঙ্গ্যা, বিশ্বসাগর তঞ্চঙ্গ্যা, সুগন্ধি কুমার তঞ্চঙ্গ্যা, অনিল তঞ্চঙ্গ্যা। সমিতিটি গঠনের প্রথম তারিখ জানা না থাকলেও ২য় বারে ২ ফেব্রুয়ারী ২০১৭ সালে গঠন করা হয়। গত ৩১ ডিসেম্বর ২০২৪ ইং গঠন হবার কথা থাকলে বিভিন্ন সুবিধা- অসুবিধার কারণে স্থগিত করা হয়। পরে অমরজীব কার্বারী আহ্বায়ক কল্পকার্বারী সদস্য সচিব এবং তনা কার্বারীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট ১ টি এডক কমিটি গঠন করলে তা আজ পূর্ণাঙ্গ কমিটির রুপ ধারণ করলো।

সভাপতি পদে ২ জনের মধ্যে থুইপ্রু মার্মা( আকাশ) নির্বাচন না করে জয়সিন্ধু চাকমাকে সমর্থন করেন।সাধারণ সম্পাদক পদে মাটিরাম চাকমা, বিতুময় চাকমা, রুপকুমার প্রার্থী হলে পরে মাটিরাম ও বিতুময় রুপ কুমারকে সমর্থন করেন, মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ক্যহলাপ্রু মার্মা, কোষাধ্যক্ষ প্রিয়জয় তঞ্চঙ্গ্যা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।এতে আরো জানা গেছে, ৮৭ জন কার্বারীদের মধ্যে ভাতাপ্রাপ্ত ৫৪ জন এবং ভাতা বিহীন ৩৩ জন।

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিতরাঙামাটি প্রতিবেদক জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূ...
24/05/2025

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
রাঙামাটি প্রতিবেদক

জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানে করণীয় নির্ধারণে রাঙামাটিতে আজ এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪-০৫-২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভা আয়োজনের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ শনাক্তকরণ ও সমাধানের কৌশল নির্ধারণ” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুজ্জামান।

কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এতে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভার কার্যকারিতা, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ত্রিপক্ষীয় যোগাযোগের সেতুবন্ধন, শিক্ষার মান বৃদ্ধিতে অংশীদারিত্বমূলক প্রচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সমস্যা সমাধানের পথনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও টেকসই করতে হলে মাঠপর্যায়ের অংশগ্রহণ ও নিয়মিত পর্যালোচনা জরুরি। ত্রিপক্ষীয় সভা এর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।”

কর্মশালার অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত কৌশল নির্ধারণের প্রস্তাব দেন।

ধর্মপুর আর্য্য বন বিহারে বুদ্ধ মূর্তি দান করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ।।প্রতিনিধি, খাগড়াছড়ি।। খাগড়াছড়ি...
23/05/2025

ধর্মপুর আর্য্য বন বিহারে বুদ্ধ মূর্তি দান করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা
।।প্রতিনিধি, খাগড়াছড়ি।। খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ধর্মপুর আর্য্য বন বিহারের কার্যনির্বাহী পরিষদের সার্বিক সহযোগিতায় এবং সদ্ধর্মানুরাগী উপাসিকাদের উদ্যোগে ৮ম মহা সংঘ দানানুষ্ঠান ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫৬৯ বুদ্ধাব্দ সকাল থেকে বিহারের উপাসিকা পরিষদের আয়োজনে ধর্মপুর আর্য্য বন বিহার প্রাঙ্গণে এ মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পূজ্য বন্যভন্তের শিষ্য সংঘের প্রধান ও রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, ধর্মপুর আর্য্য বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দসী মহাস্থবির এবং দেশের বিভিন্ন এলাকার খ্যাতনামা বিহারাধ্যক্ষগণ উপস্থিত থেকে ধর্মীয় উপদেশ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে একটি বুদ্ধ মূর্তি দানসহ বিভিন্ন দান-দক্ষিণায় অংশগ্রহণ করেন এবং পূণ্যার্থীদের উদ্দেশে শুভকামনা বক্তব্য প্রদান করেন। এ সময় বিহার পরিচালনা কমিটির সভাপতি উচিত ময় চাকমা, সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকাসহ প্রায় সহস্রাধিক পূণ্যার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে ধর্মীয় চেতনা ও সদ্ধর্ম চর্চার প্রতি গভীর আগ্রহের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেন আয়োজকবৃন্দ।

16/05/2025

হিট স্ট্রোক থেকে বাঁচতে কি করবেন?

রাঙ্গামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ০৮ জনরাঙ্গামাটি প্রতিবেদক।“সেবার ব্রতে চাকরি” বাংলাদ...
16/05/2025

রাঙ্গামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ০৮ জন

রাঙ্গামাটি প্রতিবেদক।“সেবার ব্রতে চাকরি” বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ খ্রি. উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে ০৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। অপেক্ষমান তালিকায় রয়েছেন ০২ জন প্রার্থী।

গত (১৪ মে ২০২৫ খ্রিঃ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের তত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ খ্রি. এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চলমান টিআরসি নিয়োগে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ ০৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়। এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

পরে নির্বাচিত প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা বলেন, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূল্যায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চূড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিলাইছড়িত বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিতবিলাইছড়ি প্রতিনিধি-  # মানবতার পাশে - বিলাইছড়িতে জ্বিন হেনরি ডুনান্ট এর...
08/05/2025

বিলাইছড়িত বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

বিলাইছড়ি প্রতিনিধি- # মানবতার পাশে - বিলাইছড়িতে জ্বিন হেনরি ডুনান্ট এর ১৯৭ তম জন্ম এবং বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা রেডক্রিসেন্ট রাঙ্গামাটি জেলা ইউনিট, বিলাইছড়ি টীম এর আয়োজনে কনফারেন্স রুমে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল ইসলাম। ।

এছাড়াও উপস্থিত ছিলেন ওসির প্রতিনিধি এস আই শরিফুল ইসলাম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানসী তঞ্চঙ্গ্যা, উপজেলা রেডক্রিসেন্ট টীমের সভাপতি মো.আলী আজগর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ,যুব রেডক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা টীম এবং স্কুল রেডক্রিসেন্ট টীমের সদস্যবৃন্দ।

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত ও আহত-১॥ রাঙ্গামাটি ॥রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অট...
26/04/2025

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত ও আহত-১
॥ রাঙ্গামাটি ॥
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও ১জন আহত হয়েছে।
শনিবার সকালে আনুমানিক সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, রাউজানের বাসিন্দা মো. আবু তাহের (৫০), হাটহাজরীর বাসিন্দা মাহবুবুর রহমান (৫০), রাঙ্গুনিয়ার বাসিন্দা জয়নাল আবেদীন, কাউখালীর বাসিন্দার নুরুন নাহার (৪০), সীতাকুণ্ডের ইজাদুল (২৫) ও মারমা এক নারী, তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত অটারিক্সাক- পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্য ৩জন নিহত ও ১জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যায়।
সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত ও ১জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্ররণ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #

24/04/2025

২৭ বছর পর আবারও উত্তাপ ছড়াতে মাঠে রাঙামাটি গর্জে উঠুন, রাঙামাটির পাশে থাকুন

দীর্ঘ ২৭ বছর পর আবারও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উত্তাপে কাঁপতে যাচ্ছে পাহাড়ের শহর রাঙামাটি। সর্বশেষ ১৯৯৭ সালে এই ঐতিহাসিক শহরটি হয়েছিল একটি বৃহৎ ও জনপ্রিয় ফুটবল আসরের গর্বিত ভেন্যু। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে প্রস্তুত পুরো জেলা।

রাঙামাটির ঘরের মাঠে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বান্দরবান জেলা। মাঠে নামছে রাঙামাটির প্রিয় জেলা দল। শক্তি, সামর্থ্য ও ঐতিহ্যে রাঙামাটি বরাবরই ফুটবলের এক অপ্রতিরোধ্য নাম। জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় মাঠ—সবখানে রাঙামাটির ফুটবল মানেই প্রাণের উচ্ছ্বাস, গর্বের প্রতিচ্ছবি।

জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা, স্থানীয় সমর্থক ও তরুণ সমাজ সবাই একসঙ্গে প্রস্তুত এই উৎসবকে ঘিরে। শহরের অলিগলি এখন ফুটবল উন্মাদনায় মুখর।

মাঠে আসুন। গর্জে উঠুন। রাঙামাটির পাশে থাকুন। এই উৎসব হোক আমাদের সবার।

এটা শুধু একটি টুর্নামেন্ট নয়—এটা রাঙামাটির গর্ব, পাহাড়ের আবেগ, আর তরুণ প্রজন্মের নতুন করে জেগে ওঠা।

23/04/2025
22/04/2025

ফুটবল! ফুটবল!! ফুটবল!!
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চলরে সবাই খেলতে চল!
মেসীর ফুটবল ও নেইমারের ফুটবল, আমাদের সকলের প্রিয় ফুটবল : গোল, গোল, গোল

সম্মানিত রাঙ্গামাটিবাসী,
রাঙ্গামাটি জেলায় ফুটবলের সোনালী ঐতিহ্যকে ধারণ করে আসছে ২৪ এপ্রিল রোজ বুধবার বেলা ৩:০০ ঘটিকায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে মহাসমারোহে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী "চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট"।
উক্ত টুর্নামেন্টে অংশ নিবেন চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সেরা খেলোয়াড়দের বাছাই করা জেলা টীমসমূহ।
২৪ এপ্রিল উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন রাঙ্গামাটি জেলা টীম বনাম বান্দরবান জেলা টীম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো রয়েছে রাঙ্গামাটির সকল জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে আকর্ষণীয় সম্প্রীতির সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড: জিয়া উদ্দিন, মাননীয় বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।
টুর্নামেন্টে ২৫ এপ্রিল প্রতিদ্বন্দ্বিতা করবেন ..জেলাদল বনাম ... জেলা দল। ২৬ এপ্রিল প্রতিদ্বন্দ্বিতা করবেন .. জেলাদল বনাম ... জেলা দল। ২৭ এপ্রিল প্রতিদ্বন্দ্বিতা করবেন .. জেলা দল বনাম ... জেলা দল।

19/04/2025

মারমা যুব সমাজ আসামবস্তি-কাপ্তাই-কাউখালী

জরুরী প্রেস বিজ্ঞপ্তি

রাঙামাটির মারি ষ্টেডিয়ামে শনিবারের সাংগ্রাই জলোৎসব প্রত্যাখানের আহবান

প্রিয় সাংবাদিকবৃন্দ,
শনিবার রাঙামাটি জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলোৎসব অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পাশাপাশি নানানমুখী রাজনীতিকরণ হওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ায় এই অনুষ্ঠানে আগতদের উপর হামলা হওয়ার আশঙ্কা হওয়ায় আমরা মারমা তরুণ সমাজ এই অনুষ্ঠান পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
তাই আমাদের মারমা সমাজের তরুন-তরুনীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মারমা জাতিগোষ্ঠির ঐহিত্যবাহি সার্বজনিন একটি অনুষ্ঠানকে বহুল বিতর্কিত করায় আমরা নতুন প্রজন্ম এই বিতর্কে না জড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।
প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আমাদের মারমা জাতিগোষ্ঠির বৃহত্তর স্বার্থে বিতর্ক এড়ানোর লক্ষ্যে সকল মারমা তরুন-তরুনীদের উক্ত অনুষ্ঠানে অংশ না নেওয়ার আহবান জানাচ্ছি।
প্রিয় সাংবাদিকবৃন্দ আমাদের প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশের বিশেষ অনুরোধ রইলো।

মারমা যুব সমাজ
রাঙামাটি পার্বত্য জেলা

কাউখালীতে মারমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশন ও পা. চ. নারী সংঘের নিন্দা ও প্রতিবাদনিজস্ব প্রতিবেদক। রাঙা...
19/04/2025

কাউখালীতে মারমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশন ও পা. চ. নারী সংঘের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক। রাঙামাটির কাউখালী উপজেলায় সেটলার বাঙালি কর্তৃক এক মারমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, রাঙামাটি জেলা শাখা।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিনিসা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় ঘটনা উল্লেখ করে বলেন, গত ১৫ এপ্রিল মধ্যরাত ১২টার সময় কাউখালী বাজার এলাকায় একদল সেটলার বাঙালি কর্তৃক এক মারমা তরুণী (২০) গণধর্ষণের শিকার হয় বলে বিলম্বে পাওয়া খবরে জানা গেছে। ঘটনার পরদিন সকালে লোকজন ঘটনাটি জানতে পারার আগেই ধর্ষকরা সেখান থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী বর্তমানে রাঙামাটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাউখালী থানায় জিডি করা হয়। কিন্তু ঘটনার ২দিন পার হলেও অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বিবৃতিতে নেত্রীদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটলার বাঙালিরা। তাদের দ্বারা প্রতিনিয়ত পাহাড়ি নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে।

নেত্রীদ্বয় অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে আজ পর্যন্ত যতগুলো ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে তার কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি, বরং ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। যার কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়েই চলেছে।

বিবৃতিতে নেত্রীদ্বয় কাউখালীতে গণধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক পার্বত্য কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক পার্বত্য কণ্ঠস্বর:

Share

দৈনিক পার্বত্য কণ্ঠস্বর

পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন “দৈনিক পার্বত্য কণ্ঠস্বর” সংবাদ প্রচারে নিরপেক্ষ । web:- www.parbattakonthosor.com

উপদেষ্টা সম্পাদক :- শান্তিময় চাকমা, আইন উপদেষ্টা :- এ্যাডভোকেট সুদ্বীপ তনচংগ্যা, প্রকাশক ও সম্পাদক :- বিনয় চাকমা। প্রধান কার্যালয় : শিখা ভবন ৪র্থ তলা বনরুপা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। বিজ্ঞাপন বিভাগ : ০১৮২৮৮০১৩৯০ , E-mail: [email protected] দৈনিক পার্বত্য কণ্ঠস্বর সংবাদ প্রচারে নিরপেক্ষ। দৈনিক পার্বত্য কণ্ঠস্বর মিডিয়া সম্পাদক কর্তৃক প্রকাশিত বনরুপা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আমরা কোন মিথ্যা সংবাদ বা রাষ্ট্রবিরোধী সংবাদ প্রচার করি না । *** সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক পার্বত্য কণ্ঠস্বর অনলাইন ২০১৭ ইং***