S A Okay•••

S A Okay••• :•—আমি একান্তই আমার ❀

টাঙ্গাইলের মধুপুরের মালাওড়িতে এক প্রেমিকের কাজ🤣কিন্তু প্রেমিকাটা কে?🤣🤣
27/08/2025

টাঙ্গাইলের মধুপুরের মালাওড়িতে এক প্রেমিকের কাজ🤣
কিন্তু প্রেমিকাটা কে?🤣🤣

17/08/2025

বাবার টাকা নয় বাবা থাকাটাই জরুরি
-অনেক ভালোবাসি তোমাকে বাবা ❤️🥀

এতো সহজে ছেড়ে দিলে,,,ভাবতেই পারিনি যাকে এতোটা আপন ভেবেছিলাম,,সে একদিন এতটা পর হয়ে য়াবে সময়টা হয়তো আমার ভুল ছিল,,,😥ক...
13/08/2025

এতো সহজে ছেড়ে দিলে,,,
ভাবতেই পারিনি যাকে এতোটা আপন ভেবেছিলাম,,সে একদিন এতটা পর হয়ে য়াবে সময়টা হয়তো আমার ভুল ছিল,,,😥
কিন্তু অনুভুতি টা ছিল একদম খাঁটি , তোমার একটু খানি যত্ন, একটু খানি ফিরে তাকানো ,,,সেই টুকুই হয়তো আমার পৃথিবী হয়ে উঠতো,,, অথচ তুমি এমন ভাবে ছেড়ে দিলে যেন আমি কোনোদিন ছিলামই না,,প্রতিটা মুহূর্তে আমি চাইতাম,,, তুমি বোঝো ,,,, আমি কেমন করে ভালোবেসেছিলাম,,,
তুমি হয়তো ক্লান্ত হয়তো ক্লান্ত ছিলে,,, কিন্তু আমি ছিলাম প্রতীক্ষার নিরব কান্না ,,, তুমি চলে গেলে হেঁটে,, আর আমি পড়ে রইলাম ভাঙা স্বপ্ন আর অপ্রকাশিত অনুভুতির ধ্বংসস্তূপে ,,,আজ আর কারো ওপর রাগ নেই,, কষ্ট নেই,, শুধু একটা দীর্ঘশ্বাস,,,যা প্রতিদিন মনে করিয়ে দেয়,,এতো সহজে ছেড়ে দিলে,, তো তাকে আদৌ ভালোবাসা বলা যায়,,,,😥💔

ে_ছেড়ে_দিলে😥💔

তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। বলতো সে মানুষটা আজ কি করে চিরদিন...
10/08/2025

তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। বলতো সে মানুষটা আজ কি করে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে পারে! ভাবতেই যেনো আকাশ ভেঙে পড়লো। আমি ভালোবাসি বললাম তুমি মুখ ফিরিয়ে নিলে পরক্ষণেই ভাবলাম এই তুমি কোনো একটা সময়ে ভালোবাসি কথাটি শোনার জন্যে পাগলামো করতে। অথচ আজ সেই তুমি আমায় এড়িয়ে যেতে চাও। ভেজা চোখে তোমার হাত দুটো ধরে বললাম থেকে যাও হাতটা ছুঁড়ে দিয়ে বললে এসব অভিনয় আমার ভাল্লাগে না, অথচ এই তুমি কোনো একটা সময়ে আমার হাত ধরে জীবনের বাকিটা সময় পাড়ি দেয়ার প্রতিজ্ঞা করেছিলে। হঠাৎ মনে পড়লো, যে মানুষটা আমার হাসিতে ঠোঁট মিলিয়ে হাসতো হৃদয়ের ঢেউ ভেঙে আসা চোখের জলও আজ তার চোখে পড়লো না। মানুষ কত নিষ্ঠুরভাবে বদলে যেতে পারে। কত সহজেই মানুষ ভালোবাসা ভুলে যায়, ভুলে যায় ভালোবাসার মানুষ!! তোমার এভাবে ছেড়ে যাওয়া মেনে নিতে পারিনি অবাধ্য হয়ে গাল বেয়ে ঝরে পড়লো চোখের জল, তবুও ভেজা চোখে তোমার পথে চেয়ে রইলাম তাকিয়ে থাকলাম এক বুক আশা নিয়ে, যদি একবার তুমি পিছু ফিরে দেখো যদি একবার ফিরে এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসি। তবুও তুমি ফিরলে না! হারিয়ে গেলে দৃষ্টির সীমানা থেকে। পথ ফুরালো পথের বাঁকে তুমিও অদৃশ্য হলে শুধু অবিরত ঝরলো আমার চোখের জল।💔🥀😅😅

আমি চাই তুমি অন্য কাউকে ভালোবাসো! সে তোমাকে আমার মত করে ভালবাসতে পারে কী না, আমার মত করে বুঝতে পারে কী না। তোমার অবহেলার...
10/08/2025

আমি চাই তুমি অন্য কাউকে ভালোবাসো! সে তোমাকে আমার মত করে ভালবাসতে পারে কী না, আমার মত করে বুঝতে পারে কী না। তোমার অবহেলার পরেও তোমার কাছে পরে থাকে কী না! বার বার কান্না করেও তোমার কাছে ফিরে আসে কী না, তুমি অন্য কাউকে ভালোবাসো, ভালোবেসে দেখো সে তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায় রাত দিন অপেক্ষা করে কী না! তোমার মন খারাপে সে অস্থির হয়ে ওঠে কী না। যখন তখন আল্লাহর কাছে তোমাকে চায় কী না। বেহায়ার মতো বার বার নিয়ে নত হয়ে সম্পর্ক টিকিয়ে রাখে কী না। নিজের খুশির কথা না ভেবে তোমার খুশি নিয়ে ভাবে কী না। তোমারে নিজের সবটা দিয়ে ভালোবাসে কী না। প্রতিটা সেকেন্ড তোমার কথা চিন্তা করে কী না। তুমি অন্য কাউকেই ভালোবাসো পরিবর্তন দেখতে চেয়েছিলে না? দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না, কোন কিছুতে আমার খারাপ লাগলেও তোমাকে বলি না। এক লাইনের মেসেজ বা তোমার একটা কলের জন্যও অপেক্ষা করি না। আমাকে ভালোবাসার দরকার নেই তুমি তার কাছেই যাও যাকে তুমি ভালোবাসো। আমার কাছে তোমার ভালো থাকাটা জরুরী তোমাকে বাদ দিয়ে হলেও সমস্যা নেই। তোমাকে আর পাবা না আর আমার দেখাও পাবা না দোয়া করি এতোটা সুখে থাকো যতটা সুখে থাকলে আমার কথা আর মনে পড়বে না


#আমি_চাই_তুমি_অন্য_কাউকে_ভালোবাসো

ফুল 🌼🥰
10/08/2025

ফুল 🌼🥰

আপনি বিড়াল প্রেমি হয়ে থাকলে আপনার বিড়ালের ছবিটা কমেন্ট বক্সে ড্রপ করুন 🤍🥰
08/08/2025

আপনি বিড়াল প্রেমি হয়ে থাকলে আপনার বিড়ালের ছবিটা কমেন্ট বক্সে ড্রপ করুন 🤍🥰

08/08/2025

😥❤️‍🩹🌼

08/03/2025

প্রতিবেশী ভাস্তি ধ**ষ*ণ প্রাইমারি স্কুলে পড়ে ছোট ৭ বছরের কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না...

08/03/2025

—যে দেশে রমজান মাসের মতো পবিত্র একটা মাসেও আট বছরের শিশু ধর্ষণ হয়ে থাকে ; সে দেশে আবার নারী দিবস কীসের 😓

06/03/2025

—যে শহ'রে আমার মা থাকে' না ;
সেই শহরে'র পা'তি'লে' আমার জন্য দুঃখ রান্না করা হয় তিন বেলা 😓🥀

05/03/2025

—তোমারে ক্যান' হাড়াইলাম,তোমারে কেন পাইয়া'ও পাইলাম না;এই কথা টা বার বার বুকে এসে ধা'ক্কা দেয় 💔😓

Address

Manikchhari, Khagrachhari
Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when S A Okay••• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share