Supriyo Chakma Shuvo

Supriyo Chakma Shuvo My profession is "Journalism". I take pictures as a hobby and make video content as a second profession.
(14)

Through videos, I try to present the life picture of the tribals to everyone. Besides doing cultural work, trying to direct and direct Chakma films..

30/08/2025

সকালে এবং বিকালে দুইবার হাসপাতালে গিয়েছি।যদিও কেউ আমার আত্মীয় নয়। এখনো চোখে ভাসছে বৈশাখীর অবস্থা।আমার চোখে ঘুম আসছে না। বৈশাখীর মোবাইল লক আঙ্গুলের ছাপ দিয়ে খুলতে পারলে বেরিয়ে আসতে পারে তাদের ঘটনার আসল রহস্য।

গ্রামের চাচাতো ভাই বিয়ে করবে বলে বায়না ধরে শূকরের এ অংশ তার চায় চায়..😄
30/08/2025

গ্রামের চাচাতো ভাই বিয়ে করবে বলে বায়না ধরে শূকরের এ অংশ তার চায় চায়..😄

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শুক্রবার বিকেলে তার বান্ধবীর বাড়িতে যান বৈশাখী চাকমা। বৈশাখীর ফিরে আসা জরুরী। তারপরে বের ...
30/08/2025

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শুক্রবার বিকেলে তার বান্ধবীর বাড়িতে যান বৈশাখী চাকমা। বৈশাখীর ফিরে আসা জরুরী। তারপরে বের হবে আসল রহস্য। হাসপাতালে দুইবার ঘুরে দেখেছি। বৈশাখীর আত্মীয়দের সাথে কথা বলেছি। বৈশাখীর জ্ঞান ফিরেনি। বিকেলে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

রাঙামাটিতে শহরের চম্পক নগর এলাকায় এক সাথে দুই বান্ধবী কিটনাশক (বিষপান) করে ২০ বছর বয়সী রীনা চাকমা নামে একজনের মৃত্যুর হয়েছে। একি সাথে গুরুতর অবস্থায় বৈশাখী চাকমা নামে এক যুবতীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। রাত ১২টার দিকে তাদের চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান।

হাসপাতাল ও স্থানীয় সুত্র জানায়, শহরের চম্পক নগর এলাকায় প্লাটের একটি কক্ষে ভাড়ায় থাকতো বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি বিকাশ চাকমার কন্যা রীনা চাকমা। গত শুক্রবার সকালের দিকে শহরের চক্রপাড়া এলাকা থেকে তার বান্ধবী বৈশাখী চাকমা ওই ভাড়া বাসায় যায়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দিকে কক্ষে দুজনেই এক সাথে কীটনাশক বিষ পান করে। পাশে কক্ষের একটি কক্ষে থাকা এক ছেলেকে বৈশাখী বিষপানের বিষয়টি বল। এক পর্যায়ে বাড়ীর মালিককে জানালে তারা কক্ষে বিষের গন্ধ পায় এবং দুজনের বিছানায় শুয়ে রয়েছে দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে রীনার অবস্থা অবনতি হওয়ায় তাকে শনিবার সকালের দিকে চট্টগ্রামে পাঠানো হলে পথিমধ্য মরা যায়। বর্তমানে বৈশাখীর এখনো জ্ঞান ফিরেনি। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বৈশাখীর বাড়ী বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের মৃত রাজেশ^র চাকমা। তবে কি কারণে দুই বান্ধবী এক সাথে কীটনাশক বিষ পান করেছে তার বিস্তারিত কিছুই জানা যায়নি।

বৈশাখী চাকমার আপন পিসি নিহারিকা চাকমা বলেন, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শুক্রবার বিকেলে তার বান্ধবীর বাড়িতে যান বৈশাখী চাকমা। রাতে জানাজানি হয় তারা দুই বান্ধবী মিলে বিষ পান করে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে এসে দেখি অচেতন অবস্থায় বৈশাখীকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বৈশাখী চাকমার আপন বড়ভাই জুনি চাকমা বলেন, চক্রপাড়ায় আত্মীয় বাড়িতে থাকতেন বৈশাখী চাকমা। তবে তার মৃত্যু ঘটনা কি তা তিনি নিশ্চিত করে বলতে পারেন নি। গ্রামের বাড়ি বাঘাইছড়ি সারোয়াতলী থেকে সরাসরি রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে আসেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান বলেন, শুক্রবার রাতে বিষপান করা অবস্থায় দুই তরুণীকে জেনারেল হাসাপাতালে ভর্তি করানো হয়। তাদের শারীরিক অবস্থা খারাপ দেখে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। শনিবার রীনা চাকমা চাকমাকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়াও শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য বৈশাখী চাকমাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাঙামাটির মারী স্টেডিয়ামের গ্যালারির নিচে "ফুডস লাভার" নামে আরেকটি ভাতের হোটেল যুক্ত হলো। আপনারাও টেস্ট করে দেখতে পারেন....
30/08/2025

রাঙামাটির মারী স্টেডিয়ামের গ্যালারির নিচে "ফুডস লাভার" নামে আরেকটি ভাতের হোটেল যুক্ত হলো। আপনারাও টেস্ট করে দেখতে পারেন...

30/08/2025

রাত ১২ টা ৫ মিনিটে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় বৈশাখী ও রীনা চাকমাকে।
স্বজনরা বলেন, বৈশাখী নিজে পাশের রুমের এক ছেলেকে বিষয়টা খুলে বলে। পরে সেই ছেলে বাড়ির মালিককে বলে হাসপাতালে তাদেরকে নিয়ে আনেন।

বৈশাখী চাকমা ও রীনা চাকমা যে ওষুধ খেয়ে পাঞ্জা লড়ছে তা ছবিতে দেখুন। তবে অনুরোধ না জেনে প্রেমের কারণে ইত্যাদি বিষয়ে না জেন...
30/08/2025

বৈশাখী চাকমা ও রীনা চাকমা যে ওষুধ খেয়ে পাঞ্জা লড়ছে তা ছবিতে দেখুন। তবে অনুরোধ না জেনে প্রেমের কারণে ইত্যাদি বিষয়ে না জেনে লিখবেন না।
বর্তমানে বৈশাখী রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি। রীনা চাকমাকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। তার বর্তমান অবস্থা জানি না...

রীনা চাকমা ও বৈশাখী চাকমা। বর্তমানে  বৈশাখী চাকমা সুস্থ আছেন এবং গুরুতর অবস্থায় রীনা চাকমা। জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ...
30/08/2025

রীনা চাকমা ও বৈশাখী চাকমা। বর্তমানে বৈশাখী চাকমা সুস্থ আছেন এবং গুরুতর অবস্থায় রীনা চাকমা। জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একসাথে দুই জনে কীটনাশক ওষুধ ( বি ষ) পান করাটা আমার ধারনা মতে রহস্যময়।

Neon Chakma এর পোস্টে দিনি বিস্তারিত লিখেছেন :- চম্পক নগর এলাকায় বাসা ভাড়া করে থাকত এই মেয়েরা আমার বাসার নিজ তলাতে, মুখ দেখা চিনি কিন্তু পরিচয় জানিনা। হঠাৎ আমার বাসার মালিক আমাকে ডাক দেয় গেইট খোলার জন্য তখন রাত এগারোটার সময় তারপর জিজ্ঞেস করলাম কি হয়েছে, উত্তরে বললেন নিচের বিল্ডিংয়ে রুমে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। তক্ষনাৎ আমি নিচে গিয়ে দেখি রুম থেকে গন্ধ বাহির হচ্ছে, আমরা প্রথমে ভেবে ছিলাম মেয়েরা নেশা করেছে, তারপর ভয়ে ভেয়ে রুমে দেখি দুইজন মেয়ে অজ্ঞান অবস্থায় শুয়ে রয়েছে তার পাশে কীটনাশক ওষুধ। তারপর বিল্ডিংয়ে থাকা সবাই ডাকাডাকি করে সিএনজি করে হাসপাতালে উদ্দেশে তুলে দিলাম। কি কারনে মেয়েরা এই কাজ করল? আমি চিন্তায়,কূল কিনারা পাচ্ছিনা। তাই এই দুইজন মেয়েকে কেউ চিনে থাকলে যোগাযোগ করেন। বিষ খেযে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছে।অবস্থা তেমন ভাল না এবং ওদের গার্ডিয়ান ও পাওযা যাচ্ছেনা।কেউ যদি চিনে থাকেন দয়া করে হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।আর পারলে পোস্টটা একটু শেয়ার করে দেন।

শুভ সকাল...কেমন আছেন.?
29/08/2025

শুভ সকাল...
কেমন আছেন.?

28/08/2025

সিমেন্ট ব্লক ফ্যাক্টরি হলো এমন একটি কারখানা যেখানে সিমেন্ট, বালি, স্টোন চিপস এবং জল মিশিয়ে কংক্রিট ব্লক তৈরি করা হয়, যা বর্তমানে ইটের বিকল্প হিসেবে নির্মাণ শিল্পে ব্যবহৃত হচ্ছে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী..
যারা অফিস কিংবা বাড়ির জন্য নিতে চান এখুনি কল করে অর্ডার করুন- +880 18 4392 4205

কিসের মুরগী হতে পারে..?
28/08/2025

কিসের মুরগী হতে পারে..?

রাঙামাটিতে যতগুলো বাজার ঘুরে দেখেছি সবচে ভালো লাগে এ বাজারটি। বাজারটি কোথায় বলেন..
28/08/2025

রাঙামাটিতে যতগুলো বাজার ঘুরে দেখেছি সবচে ভালো লাগে এ বাজারটি। বাজারটি কোথায় বলেন..

উকে, তোমার চাকরী সব উকে..
27/08/2025

উকে, তোমার চাকরী সব উকে..

Address

Rangamati
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Supriyo Chakma Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

জীবন মানেই সংগ্রাম

জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দিবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে