
07/07/2025
ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য সাধারণত যেসব শর্ত পূরণ করতে হয় তার বর্তমান আপডেট:
*পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার।
*গত ৬০ দিনে ভিডিওতে মোট ৬ লাখ মিনিট (৬০,০০০০) ওয়াচ টাইম।
*কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকতে হবে।
*ভিডিওগুলো কমপক্ষে ৩ মিনিট দৈর্ঘ্যের হতে হবে।
*আপনার পেজ এবং কনটেন্ট অবশ্যই Facebook's Monetization Policies অনুযায়ী হতে হবে।
*অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করুন
*ফেসবুক পেজে About সেকশন পূর্ণ করুন।
*প্রোফাইল ও কভার ফটো যুক্ত করুন।
*Two-Factor Authentication চালু রাখুন।