BJB Dhamma

BJB Dhamma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJB Dhamma, Digital creator, Rangamati.

17/09/2025
☸️পুণ্যক্ষেত্র_ভিক্ষুসংঘ_তিন_মাসব্যাপী_বর্ষাবাস_শেষে_ শুভ প্রবারণা_পূর্ণিমা_উপলক্ষে -☸️একটি_বিশেষ_ধর্মীয়_সুসংবাদ☸️সম্মান...
17/09/2025

☸️পুণ্যক্ষেত্র_ভিক্ষুসংঘ_তিন_মাসব্যাপী_বর্ষাবাস_শেষে_ শুভ প্রবারণা_পূর্ণিমা_উপলক্ষে -

☸️একটি_বিশেষ_ধর্মীয়_সুসংবাদ☸️

সম্মানিত সুধী.
শ্রদ্ধাবান-শ্রদ্ধাবতী,উপাসক-উপাসিকাবৃন্দ-
আপনাদেরকে মৈত্রীপূর্ণ চিত্তে জানানো যাচ্ছে যে, রূপসী বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত সবুজ গাছ-গাছালির ভরা ও নয়নাভিরাম উঁচু-নীচুপাহাড় বেষ্টিত, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব ভান্ডার,পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জেলা এবং দেশের অন্যতম দর্শনীয় স্থান রাঙ্গামাটি পার্বত্য জেলার, লংগদু উপজেলাও 🏞️বরকল উপজেলার অন্তর্গত কাপ্তাই হ্রদের তীরে শান্তি ও মৈত্রীর প্রতীক বৌদ্ধ পুণ্য তীর্থভূমি 🏯 "ধর্ম গিরি বন কুটিরে" আগামী ৫ অক্টোবর ২০২৫খ্রি.,২০আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫৬৯ বুদ্ধাব্দ,রোজ রবিবার, পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে "শুভ প্রবারণা পূর্ণিমা" উপলক্ষে ধর্মগিরি বন কুটিরের পরিচালনা কমিটির উদ্যোগে গভীর শ্রদ্ধা ও একাগ্ৰচিত্তে ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের সহিত একটি মহান পুণ্যানুষ্ঠান আয়োজন করা হয়েছে।

👉এই মহতী পুণ্যানুষ্ঠানে সংঘ প্রধান ও প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন, পরম পূজ্য বনভান্তের অন্যতম একান্ত প্রিয় শিষ্য রাঙামাটি রাজবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত মহাস্থির মহোদয়।

👉 অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজবন ভাবনা কেন্দ্রের অবস্থানরত পরম পূজ্য বনভান্তের পরিনির্বাণ আগ পর্যন্ত একান্ত সেবক শ্রদ্ধেয় আনন্দ মিত্র মহাস্থবির মহোদয়সহ সেখানে অবস্থানরত ভিক্ষুসংঘ।

👉 উপস্থিত থাকবেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় কল্যাণ জ্যোতি মহাস্থবির মহোদয়সহ সেখানে অবস্থানরত ভিক্ষুসংঘ।

👉উপস্থিত থাকবেন কাটাছড়ি বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রজ্ঞাদর্শী ভিক্ষু ও সেখানে অবস্থানরত শ্রদ্ধেয় গিরিমানন্দ স্থবির মহোদয় প্রমুখ ভিক্ষুসংঘ ।

👉উপস্থিত থাকবেন পাগলিছড়া ধুতাঙ্গ মোন অরণ্য কুঠিরের অধ্যক্ষ শ্রদ্ধেয় পবিত্র ভিক্ষু প্রমুখ অবস্থানরত ভিক্ষুসংঘ। এছাড়াও আরো নানা শাখা বনবিহার/কুটির থেকে জ্ঞানী-গুণী মহান গুণোত্তম ভিক্ষুসংঘ উপস্থিত থাকবেন।
তাই ইহ-পরকাল সুখ-সমৃদ্ধির তরে, দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতার মানসে এবং দুঃখ মুক্তি নির্বাণ কামনায় উক্ত মহতী পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে অশেষ পুণ্যভাগী হওয়ার জন্য আগ্রহী পুণ্যার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে ধর্ম গিরি বন কুটির পরিচালনা কমিটির পক্ষ থেকে মৈত্রীপূর্ণ চিত্তে নিমন্ত্রণ করা গেল।

অনুষ্ঠান সূচী:
=============

👉সকাল ৮.০০মি. পুণ্যার্থী উপাসক-উপাসিকাদের প্যান্ডেলের ভিতর আসন গ্রহণ।

👉সকাল ৮.৩০মি.পূজনীয় ভিক্ষু সংঘের মঞ্চে আসন গ্রহণ।

👉সকাল ৮.৪০মি. পূজনীয় ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ।

👉সকাল ৮.৫০মি. ধর্মীয় সংগীত পরিবেশন।

👉সকাল ৯.০০মি. পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল গ্রহণ।

👉সকাল ৯.১০মি. নানাবিধ দান উৎসর্গ।

👉সকাল ৯.৩০মি. ধর্ম গিরি বন কুটির পরিচালনা কমিটির সভাপতির স্বাগত বক্তব্য।

👉সকাল ৯.৪৫ মি. সম্মানিত অতিথিবৃন্দের স্বাগত বক্তব্য।

👉সকাল ১০.০০মি. পুণ্যার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা প্রদান।

সাধু সাধু সাধু।

#বিকাল_পর্ব_অনুষ্ঠানের_সময়_সূচী-
________________________________________

👉দুপুর ১২.৩০মি. পুণ্যার্থী উপাসক-উপাসিকাদের প্যান্ডেলের ভিতর আসন গ্রহণ।

👉দুপুর ১২.৫০মি.পূজনীয় ভিক্ষু সংঘের মঞ্চে আসন গ্রহণ।

👉বিকাল ১.০০মি. ধর্মীয় সংগীত পরিবেশন।

👉বিকাল ১.১০মি. অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল গ্রহণ।

👉বিকাল ১.২০মি. নানাবিধ দান উৎসর্গ।

👉বিকাল ১.৪০মি. ধর্ম গিরি বন কুটির পরিচালনা কমিটির সভাপতির স্বাগত বক্তব্য।

👉বিকাল ১.৫০মি. সম্মানিত অতিথিবৃন্দের স্বাগত বক্তব্য।

👉বিকাল ২.০০মি. ভিক্ষুংঘের পুণ্যার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশন প্রদান।

সাধু সাধু সাধু।

👉Looking back at the past
03/06/2025

👉Looking back at the past

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJB Dhamma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BJB Dhamma:

Share