23/08/2025
লাল ত্লানহ কিম, পারঠা জুয়াল, টিনা ও মেলোরি—
চারজন সাধারণ নিরীহ নারী, যাদের পরিবার স্বপ্ন দেখেছিল তারা শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবে। প্রত্যেকের নামে চারটি মামলায় ম্যাজিস্ট্রেট ও জর্জ কোর্টে জামিন আবেদন নামঞ্জুর হয়ে অবশেষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
এর আগে সবগুলো একই মামলায় ১০ জন পুরুষকে হাইকোর্টে জামিন দেওয়া হয়েছিল। তাই এই চারজন নারীর পরিবার ভেবেছিল, এবার নিশ্চয়ই তাদেরও জামিন হবে। ২৬ মে ২০২৫, বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। কিন্তু ৩ জুন ২০২৫, চেম্বার কোর্টে জামিনের রায় স্থগিত (স্টে) করে দেওয়া হয়।
এর আগে পুরুষদের জামিন দেওয়া হলেও এই চারজন নারীর জামিনে মুক্তি আটকে দেওয়া—এটি কেবল অবিচার নয়, রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনকও বটে। মামলাটি আবার হাইকোর্টে তুলতে আইনগত প্রক্রিয়া চলছে। এই দীর্ঘ আইনি প্রক্রিয়া চালাতে গিয়ে তাদের পরিবারগুলো প্রায় সর্বস্বান্ত হয়ে গেছে।
এই চারজন নারীর মধ্যে ৩ জন শিক্ষার্থী, আরেকজন গত ১৩ বছর ধরে একটি এনজিওতে কর্মরত। রাষ্ট্রের সৃষ্ট বাহিনীর দোষে এভাবে নিরপরাধ বম মানুষেরা জেলে পঁচে থাকছে, তিনজন ইতিমধ্যে মৃত্যুবরণও করছেন। এই চারজন বম নারীর জামিনে মুক্তি ঠেকিয়ে রাষ্ট্র কি বার্তা দিতে চায়?
Laltlanhakim, Partha Jual, Tina, and Mallory- Four ordinary, innocent women whose families had long dreamed of their release from prison. Each of them faced four cases, and after bail applications were rejected by both the Magistrate and Sessions Courts, their families turned to the High Court as a final hope.
Previously, ten men accused in the same cases had been granted bail by the High Court. So their families believed that surely, this time, the women would be granted bail too. On 26 May 2025, the Honorable Court did grant them bail. But on 3 June 2025, the Chamber Court issued a stay order, halting their release.
While the men were granted bail, the continued incarceration of these four women is not just unjust—it is a disgrace to the state. Legal procedures are now underway to bring the matter back before the High Court. In the process, their families have been nearly ruined, financially and emotionally.
Among the four women, three are students, and one has been working at an NGO for the past 13 years. Because of the misconduct of state-created forces, innocent Bawm individuals are rotting in jail—three have already died. By obstructing the release of these four Bawm women, what message does the state intend to send?