সাংগ্রাই

সাংগ্রাই সাংগ্রাই....তিন পার্বত্য জেলার দ্বিতীয় বৃহত্তর মারমা জনগোষ্ঠির বর্ষবরন অনুষ্ঠান।

03/09/2025
23/08/2025

কারাবন্দী বম আদিবাসী নাগরিকদের আপডেট:
কুকিচীন ন্যাশনাল ফ্রন্টের ব্যাঙ্ক ডাকাতির ঘটনার পরে গত বছর এপ্রিল মাসে সামরিক বাহিনীর নেতৃত্বে বান্দরবানে গণগ্রেপ্তার অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২০০ জন বম আদিবাসী নাগরিককে কোন উপযুক্ত প্রমাণ ছাড়াই নির্বিচারে আটক করা হয়। আটককৃত অনেকেই শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত। একদিকে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই, অন্যদিকে অনেকের জামিনের আবেদন বারেবারে প্রত্যাখ্যান করা হচ্ছে। ২৬শে মে উচ্চ আদালত থেকে চারজন বম নারীর জামিন হয়, সেই জামিনের আদেশ জুনের ৩ তারিখ আপেলেট ডিভিশন থেকে খারিজ করে দেয়া হয়।
সম্প্রতি ৯ জন নারী এবং ৪ জন শিশুকে জামিনে মুক্তি দেয়া হয়েছে, কিন্তু এখনও ১৪ জন নারী কারাবন্দী। তাদের মধ্যে আছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত লালনুন কিম বম। আরও আছেন আলসারের রোগী ল্যারি বম। আটককৃত পুরুষদের মধ্যে ৩২ জন জামিন পেয়েছেন। আটককৃতদের মধ্যে অনেকেই আছেন যারা টাকা পয়সার অভাবে জামিনের আবেদনও করতে পারেন নাই।

23/08/2025

লাল ত্লানহ কিম, পারঠা জুয়াল, টিনা ও মেলোরি—
চারজন সাধারণ নিরীহ নারী, যাদের পরিবার স্বপ্ন দেখেছিল তারা শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবে। প্রত্যেকের নামে চারটি মামলায় ম্যাজিস্ট্রেট ও জর্জ কোর্টে জামিন আবেদন নামঞ্জুর হয়ে অবশেষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
এর আগে সবগুলো একই মামলায় ১০ জন পুরুষকে হাইকোর্টে জামিন দেওয়া হয়েছিল। তাই এই চারজন নারীর পরিবার ভেবেছিল, এবার নিশ্চয়ই তাদেরও জামিন হবে। ২৬ মে ২০২৫, বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। কিন্তু ৩ জুন ২০২৫, চেম্বার কোর্টে জামিনের রায় স্থগিত (স্টে) করে দেওয়া হয়।
এর আগে পুরুষদের জামিন দেওয়া হলেও এই চারজন নারীর জামিনে মুক্তি আটকে দেওয়া—এটি কেবল অবিচার নয়, রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনকও বটে। মামলাটি আবার হাইকোর্টে তুলতে আইনগত প্রক্রিয়া চলছে। এই দীর্ঘ আইনি প্রক্রিয়া চালাতে গিয়ে তাদের পরিবারগুলো প্রায় সর্বস্বান্ত হয়ে গেছে।
এই চারজন নারীর মধ্যে ৩ জন শিক্ষার্থী, আরেকজন গত ১৩ বছর ধরে একটি এনজিওতে কর্মরত। রাষ্ট্রের সৃষ্ট বাহিনীর দোষে এভাবে নিরপরাধ বম মানুষেরা জেলে পঁচে থাকছে, তিনজন ইতিমধ্যে মৃত্যুবরণও করছেন। এই চারজন বম নারীর জামিনে মুক্তি ঠেকিয়ে রাষ্ট্র কি বার্তা দিতে চায়?

Laltlanhakim, Partha Jual, Tina, and Mallory- Four ordinary, innocent women whose families had long dreamed of their release from prison. Each of them faced four cases, and after bail applications were rejected by both the Magistrate and Sessions Courts, their families turned to the High Court as a final hope.

Previously, ten men accused in the same cases had been granted bail by the High Court. So their families believed that surely, this time, the women would be granted bail too. On 26 May 2025, the Honorable Court did grant them bail. But on 3 June 2025, the Chamber Court issued a stay order, halting their release.

While the men were granted bail, the continued incarceration of these four women is not just unjust—it is a disgrace to the state. Legal procedures are now underway to bring the matter back before the High Court. In the process, their families have been nearly ruined, financially and emotionally.

Among the four women, three are students, and one has been working at an NGO for the past 13 years. Because of the misconduct of state-created forces, innocent Bawm individuals are rotting in jail—three have already died. By obstructing the release of these four Bawm women, what message does the state intend to send?

23/08/2025

"... এ বছর অন্তত তিনজন বম যুবকের মৃত্যু হয়েছে রাষ্ট্রীয় হেফাজতে। ভান লাল রুয়াল বম, লাল সাংময় বম ও লাল থেলং কিম বম নামের তিনজন বম পুরুষ মারা গেছেন বিনা চিকিৎসায়। শিউলি বম হচ্ছেন একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত নারী। তিনি চিকিৎসা না পেয়ে আটক অবস্থায় ধুঁকছেন। জামিন পেয়েও মুক্তি পাচ্ছেন না রাষ্ট্রপক্ষের প্রবল আপত্তির কারণে। তাঁর মতো আরও ১১ নারী আটক আছেন, যাঁদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। শুধু যাঁরা কারাগারে আটক রয়েছেন তাঁরাই নন, পাহাড়ে বসবাসকারী অনেক বম নারী প্রতিদিন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।"






23/08/2025

লালনুন কিম বম (২৫) বান্দরবান সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের রোজার ঈদের ছুটির পরে তার দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ৮ এপ্রিল ২০২৪ তারিখে রুমার বেথেল পাড়ায় গণগ্রেফতারের সময় লালনুন কিমকে ও তাঁর দুই বোনসহ গ্রেফতার করা হয়। তিন বোন আজও বিনা বিচারে কারাগারে।

৩ বোনের মধ্যে লালনুন কিম স্ট্রোক-এর রুগী হওয়ায় বেশিরভাগ সময় সদরেই বাসা ভাড়া করে থাকতেন, গ্রামে তার কম থাকা হত। ছুটিতে বাড়িতে গেলে তিনি গণগ্রেফতারের শিকার হন। আটক অবস্থায় তাকে কয়েকবার মেডিকেলে নেওয়া হলেও তার অসুস্থতার জন্য যে পর্যাপ্ত চিকিৎসা প্রয়োজন, তা তাকে দেওয়া হয়নি। কারাগারে থাকাকালীন শারিরীক অবস্থা করুন হয়ে পড়লে ৯/১২/২০২৪ তারিখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে তার সিটি স্ক্যান করা হয় এবং Recurrent Stroke রোগের কারণে তাকে মেডিক্যাল তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেয়া হয়।

গত দেড় বছরে তাঁকে কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও যথাযথ নিয়মিত চিকিৎসা থেকে তিনি বঞ্চিত। বর্তমানে তাঁর মামলা উচ্চ আদালতে চলমান। বাবা-মা তিন মেয়েকে বিনা দোষে হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

Lalnun Kim Bawm (25) is a second-year BSS student at Bandarban Government College. Her final exam for the second year was scheduled to be held after the Eid-ul-Fitr holidays in 2024. But on April 8, 2024, during a mass arrest in Bethhel Para of Ruma, Lalnun Kim was detained along with her two sisters. All three sisters remain in prison without trial to this day.
Among the three sisters, Lalnun Kim, being a stroke patient, mostly lived in a rented house in Bandarban Sadar, rarely staying in her village. Unfortunately, when she went home during the Eid vacation, she too became a victim of the mass arrests. Although she was taken to the hospital a few times during her detention, she has not received the continuous and adequate medical care her condition requires. On December 9, 2024, when her health deteriorated in prison, she was taken to Chittagong Medical College where a CT scan revealed Recurrent Stroke, and doctors advised constant medical supervision.
Over the past one and a half years, she has been brought to the hospital on a few occasions, but remains deprived of proper and regular treatment. Her case is still ongoing in the High Court. Meanwhile, her parents, having lost all three daughters to unjust imprisonment, continue to live in helpless despair.






23/08/2025

23/08/2025

Address

Betbunia
Rangamati
4511

Alerts

Be the first to know and let us send you an email when সাংগ্রাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাংগ্রাই:

Share