Milibong

Milibong Official page of Milibong....Stay connected
page link @+[487216044666805:] Beside this to work to focus the culture of indigenous people of CHT.

Milibong is an organization of the SSC batch of 2012 of Moanoghar Residential High School. The main purpose of this organization is to keep a good relationship among the friends. We work to keep alive our tradition and culture by publishing magazine, encouraging people, even by collecting unfocused, unknown elements, story, history, information etc. We do these with a great interest and as a enthu

siastic volunteer. "NOPONG" is our published magazine. Education revolution also one of our goal. We already had taken a decision to go to rural areas to help the students who are not getting enough opportunity and still far away from modern education. This is the page of social communication preface of the organization. Stay connected and know more about the cultures, lifestyles and other information about the Indigenous communities.

শহরত তাগদে মানুষ্যুন তুমি এ বাবত্যে  তোনানি হে প নি?বাচ্চুরি অক্ত দ শেষ উয়ে, হন্না হন্না বাচ্চুরি তোন মিস গরের?
31/01/2018

শহরত তাগদে মানুষ্যুন তুমি এ বাবত্যে তোনানি হে প নি?

বাচ্চুরি অক্ত দ শেষ উয়ে, হন্না হন্না বাচ্চুরি তোন মিস গরের?

এ বজর হন্না হন্না হেলা গুমুরো হ'লা? আমি দ আগেলঙ ☺️☺️
15/11/2017

এ বজর হন্না হন্না হেলা গুমুরো হ'লা? আমি দ আগেলঙ ☺️☺️

মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্যে সুখবর।  আগামী ২০১৮ সালের ফেব্রুয়ারী ০৯ তারিখে একটি বড় পুর্ণমিলনী হ...
12/11/2017

মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্যে সুখবর। আগামী ২০১৮ সালের ফেব্রুয়ারী ০৯ তারিখে একটি বড় পুর্ণমিলনী হতে যাচ্ছে। মোনঘরের ছাত্রছাত্রীরা আপনারা যে যেখানে আছেন মানসিক, শারিরীকভাবে প্রস্তুতি নিন। শেয়ার করে জানিয়ে দিন সবাইকে। অনুষ্টানসূচী বিস্তারিত পাওয়া গেলে আমাদের মিলিবং পেইজে একটি ইভেন্ট খোলা হবে। ধন্যবাদ।
Proud to be a Moanogharian 😍😍

সুখবর!                            সুখবর!                                     সুখবর!অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে...
19/01/2017

সুখবর! সুখবর! সুখবর!
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে তিন পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা বিল্পবের অন্যতম সুতিকাগার হিসেবে খ্যাত "মোনঘর শিশু সদনে"র উদ্যোগে আগামী ১০ই ফেব্রুয়ারি ২০১৭ ইং রোজ শুক্রবার একটি সংস্কৃতিক অনুষ্টানতথা জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। মোনঘরে অধ্যয়নরত অনাথ ও অসহায় শিক্ষার্থীদের জন্যে ফান্ড তৈরি করা, নিজস্ব সংস্কৃতিক প্রচার ও প্রসারের লক্ষ্যে মূলত এ কনসার্টের আয়োজন করা হয়েছে।
উক্ত জমকালো কনসার্টে থাকবেন পার্বত্য চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় শিল্পী রুপায়ণ দেওয়ান রাঙ্গা, দৃপ্তা দেওয়ান, কোয়েল চাকমা, টিটু দেওয়ান ও ফিফা চাকমা প্রমূখ। এছাড়াও থাকবে মোনঘর শিশু সদনের নিজস্ব সাংস্কৃতিক দলের জমকালো আর নজরকাড়া ব্যতিক্রমী পরিবেশন।
এই কনসার্ট থেকে পাওয়া সব অর্থ মূলত গরীব ও অসহায় শিশুদের পড়ার খরচ যোগানোর লক্ষ্যে ব্যয় করা হবে তাই মোনঘরের সব শুভাকাংখী, সমাজসেবক, প্রগতিশীল সমাজ সংস্কারক, শিক্ষা বিল্পবের অগ্রণী ব্যক্তিবর্গ ও প্রাক্তন ছাত্রছাত্রীদের আন্তরিক সহযোগিতা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা একান্তভাবে কাম্য।

তাই আসুন, শিক্ষা বিল্পবের অগ্রপথিকের অংশীদার হোন, মোনঘরকে ভালবেসে মাত্র ৫০০ টাকার মূল্যে একটি টিকেট নিয়ে মোনঘর তথা সমগ্র জাতির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা প্রদান করুন।

টিকেটের জন্যে বিস্তারিত যোগাযোগ করুনঃ
নন্দকিশোর চাকমা (01818459417), মোনঘর।
যশ্বর চাকমা (বিল্টু দা) দোকান, রাজবাড়ি সড়ক।

ধন্যবাদান্তে
অশোক কুমার চাকমা, কার্যনির্বাহী পরিচালক, মোনঘর শিশু সদন, রাংগামাটি।

প্রচার সহযোগীঃ
মিলিবং, (২০১২ সালের ব্যাচ, এসএসসি।)

20/12/2016

সাজেকের ২৫টি বিদ্যালয়ের
শিক্ষকেরা বেতন পান না
শিক্ষকেরা সংসার চালান দিনমজুরি
করে!
সাধন বিকাশ চাকমা, বাঘাইছড়ি
(রাঙামাটি) | আপডেট: ০০:০৫,
ডিসেম্বর ১৮, ২০১৬ |
রাঙামাটির সাজেকের রেটকাটা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে
পাঠদান করছেন প্রধান শিক্ষক
লক্ষ্মীকুমার চাকমা। আড়াই বছর ধরে
বেতন পান না তিনি। তাঁর মতো একই
অবস্থা বিদ্যালয়ের অন্য তিন
শিক্ষকেরও। তবু তাঁরা বন্ধ করেননি
পাঠদান। ছবিটি ৭ ডিসেম্বর তোলা l
প্রথম আলোরাঙামাটির বাঘাইছড়ি
উপজেলার সাজেক ইউনিয়নের
কলাবনিয়া বেসরকারি প্রাথমিক
বিদ্যালয়ের অলিন বিকাশ চাকমা
বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি
সপ্তাহে দুই দিন মানুষের খেতে-
খামারে কাজ করেন। আড়াই বছর ধরে
বেতন বন্ধ হলেও শিক্ষকতা ছাড়েননি।
দিনমজুরির টাকা দিয়ে কোনোমতে
চলছে তাঁর সংসার।
অনিলের মতো বেতন ছাড়াই
শিক্ষকতা করছেন সাজেক ইউনিয়নের
২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন
শিক্ষক। পার্বত্য চট্টগ্রামের
শান্তিচুক্তির পর বিভিন্ন সময়
প্রতিষ্ঠিত এই বিদ্যালয়গুলো জেলা
পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির
(ইউএনডিপি) সহায়তায় চলত। ২০১৪
সালে ইউএনডিপির সহায়তা বন্ধ হয়ে
গেলে শিক্ষকদের বেতনও বন্ধ হয়ে
যায়।
সাজেক ইউনিয়নের পূর্ব ভুয়াছড়ি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
স্মৃতিবিকাশ চাকমা, করল্যাছড়ি
প্রাথমিক বিদ্যালয়ের বিপুল চাকমা ও
লংতিয়ান প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষক কয়েন ত্রিপুরা বলেন, ২০১০
সালে সাজেকের এই ২৫টি
বিদ্যালয়ের দায়িত্ব নেয় জেলা
পরিষদ ও ইউএনডিপি। কিন্তু
ইউএনডিপির প্রকল্প শেষ হয়ে গেলে
২০১৪ সালের জুন মাসে শিক্ষকদের
বেতন বন্ধ হয়ে যায়। এর ফলে আড়াই বছর
ধরে বেতন ছাড়াই শিক্ষকতা করছেন
১০০ জন শিক্ষক।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে,
২০১০ সালে সাজেক এলাকার ২৫টি
বিদ্যালয় পরিচালনার জন্য ইউএনডিপি
ও জেলা পরিষদ একটি প্রকল্প হাতে
নেয়। ওই ২৫টি বিদ্যালয়ে ১০০ জন
শিক্ষক এবং ১ হাজার ৬৫৬ জন
শিক্ষার্থী রয়েছে। শিক্ষকদের বেতন-
ভাতা প্রদান ও বিদ্যালয়ের
অবকাঠামো উন্নয়ন ছিল এই প্রকল্পের
আওতাভুক্ত। ২০১৪ সালের জানুয়ারি
মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়।
পরবর্তী ছয় মাস জেলা পরিষদ
শিক্ষকদের বেতন দেয়। তবে ওই বছরের
জুন মাস থেকে শিক্ষকদের বেতন
একেবারে বন্ধ হয়ে যায়।
বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা
কমিটির সূত্রে জানা গেছে,
শিক্ষকদের প্রথমে ৩ হাজার ৭০০ টাকা
করে বেতন দেওয়া হতো। পরবর্তী সময়ে
৫ হাজার ৫০০ করে দেওয়া হয়।
ইউএনডিপির প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর
ছয় মাস জেলা পরিষদ তিন হাজার
টাকা করে শিক্ষকদের বেতন দেয়।
এরপর বেতন একেবারেই বন্ধ হয়ে যায়।
রেটকাটা বেসরকারি প্রাথমিক
বিদ্যালয়ে প্রধান শিক্ষক লক্ষ্মী কুমার
চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমরা
জেলা পরিষদ ও শিক্ষা কার্যালয়ে
বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য
নথিপত্র পাঠিয়েছি। জেলা পরিষদ
চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তরা
জাতীয়করণের আশ্বাস দিয়ে যাচ্ছেন।
কিন্তু কবে হবে তা কেউ জানে না।’
দক্ষিণ মেলাছড়া প্রাথমিক
বিদ্যালয়ের পরিচালনা কমিটির
সভাপতি গোবিন্দ চাকমা বলেন,
‘আমরা যখন বিদ্যালয় পরিচালনা
করেছি তখন তহবিল ছিল। এখন সেই
তহবিল নেই। সে জন্য শিক্ষকদের বেতন-
ভাতা দিতে পারছি না।’
সাজেক ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ন্যালশন চাকমা বলেন,
শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বেতন-
ভাতা পাচ্ছেন না। এভাবে চলতে
থাকলে ২৫টি বিদ্যালয়ের দেড়
হাজারের বেশি শিশুর শিক্ষাজীবন
অনিশ্চিত হয়ে পড়বে।
উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত
শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা
বলেন, ‘সাজেক ইউনিয়নের ২৫টি
বিদ্যালয় জেলা পরিষদ ও ইউএনডিপি
পরিচালনা করেছে এত দিন। ওই
বিদ্যালয়গুলোতে আমরা শুধু বই দিয়ে
থাকি।’
জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু
চাকমা বলেন, ইউএনডিপি ও জেলা
পরিষদ যৌথভাবে বিদ্যালয়গুলো
পরিচালনা করত। এখন প্রকল্প শেষ হওয়ায়
শুধু জেলা পরিষদ দেখছে। তবে বরাদ্দ
না থাকায় জেলা পরিষদ শিক্ষকদের
বেতন দিতে পারছে না। জেলা
পরিষদ বিদ্যালয়গুলো জাতীয়করণের
জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ
রাখছে। সব বিদ্যালয়ের নথিপত্র
শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো
হয়েছে।

দুর্গম গিরি, কান্তার মরু দুস্তর পারাবার.........
14/11/2016

দুর্গম গিরি, কান্তার মরু দুস্তর পারাবার.........

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্টহুয়ান ম্যানুয়েল সান্তোস।দেশটির বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়...
07/10/2016

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
হুয়ান ম্যানুয়েল সান্তোস।দেশটির বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে দেওয়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি।
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তিনি।

৪৫ তম জাতীয় স্কুল ও মাদরাসা (বালিকা) ফুটবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়নশীপ ছিনিয়ে এনেছে রাঙামাটি জেলার কাউখালীর ঘাগড়া বহুমুখী...
22/09/2016

৪৫ তম জাতীয় স্কুল ও মাদরাসা (বালিকা) ফুটবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়নশীপ ছিনিয়ে এনেছে রাঙামাটি জেলার কাউখালীর ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। খেলার ফলাফল কলসিন্দুরের সঙ্গে গোল শূন্য ড্র, খুলনার সঙ্গে ২-০ জয় এবং রংপুরের সঙ্গে ১২-০ গোলে বিজয়ের পর সর্বোচ্চ পয়েন্ট অর্জন করায় ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ সরকার আরো বেশি করে আদিবাসী মেয়েদের জাতীয় দলে সুযোগ দিয়ে বিশ্বের মাঝে আদিবাসীতথা বাংলাদেশের পরিচয় তুলে ধরুক এটাই এখন আমাদের প্রত্যাশা।

ছবিঃ প্রথম আলো

ভাষাগত সমস্যার কারণে আদিবাসী শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে  প্রায় ৬০ শতাংশ ঝড়ে পড়ে। আসুন আমরা যে যার অবস্থান থেকে নিজ নিজ ...
20/09/2016

ভাষাগত সমস্যার কারণে আদিবাসী শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে প্রায় ৬০ শতাংশ ঝড়ে পড়ে। আসুন আমরা যে যার অবস্থান থেকে নিজ নিজ মাতৃভাষা রক্ষার্থে সচেতন হই। :)

শুভ মধু পূর্নিমার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় আলোকিত হোক পার্বত্য চট্টগ্রাম তথা সমগ্রবিশ্ব। :)
16/09/2016

শুভ মধু পূর্নিমার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় আলোকিত হোক পার্বত্য চট্টগ্রাম তথা সমগ্রবিশ্ব। :)

জুম্ম জাতির অবিসংবাদিত নেতা এম এন লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের মহ...
15/09/2016

জুম্ম জাতির অবিসংবাদিত নেতা এম এন লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের মহাপুরম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলের বিশ্বাসঘাতক প্রীতি গ্রুপের হাতে খুন হন।

হে মহান নেতা জম্মদিনে আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও আপনার চেতনাকে বুকে ধারণ করার দৃঢ় প্রত্যয় উদয় হোক এই কামনায়। আপনার শহিদের রক্ত তরুনেরা কখনো বৃথা যেতে দিবে না।

ইয়াম্মি :3
03/09/2016

ইয়াম্মি :3

Address

Moanoghar, Rangamati
Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Milibong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Milibong:

Share