17/09/2025
🙏🙏🙏 সতর্কতামূলক পোস্ট
ভুল বাল বুঝিয়ে পাহাড় থেকে নিয়ে যায় ঢাকা। কোন কাজ করতে না দিয়ে দামি দামি রুমে কয়েকমাস রেখে শরীরে ময়লা ধুয়া হয়। কয়েকমাসের মধ্যেই চকচকে হয়ে উঠে সেই অবুঝ বালিকাটি। দেখতে ফার্ম মুরগীর মতো। সাদা সুন্দরী হয়েগেছে। এইযে প্রথম লেভেল এখান থেকেই শুরু। চীনাকে জানানো হল যে আমার খামারে কয়েকটা ফার্ম মুরগী আছে বিক্রয় হবে। চীনা বললো- অমুক জায়গায় নিয়ে আসো আগে আমরা দেখবো। রুমের মালিক তাদেরকে আপন বোনের চাইতে আপন করে এমন ভাবে সাজিয়ে হাইফাই গাড়িতে করে যেখানে দেখা হবে সেখানে নিয়ে গেল।
💰দেখার পর দরদাম করতে লাগলো। এইটা নিলে ৩লাখ,ঐটা নিলে ৪লাখ আর ঐ..টা নিলে ৫লাখ। ক্রেতা যেটা পছন্দ হয়েছে সেটা বুকিং দিলো।
বাসায় ফেরার পথে অবুঝ বালিকাকে জানালো, তোমার স্বামী ঠিক হয়েগেছে। বাম পাশের কোণায় বসেছিল যে ছেলেটা, ঐটাই তোমার হবু স্বামী। ফটোকপি দোকান থেকে হলফনামা লিখে স্বাক্ষর করা হলো সাথে ২লাখ বা ৩লাখ টাকা নগদ পেল। অবুঝ বালিকাকে দিল ১/দেড় লাখ টাকা।
আর অবুঝ বালিকা যে খুশি, টাকা পেয়ে বাড়িতে পাঠিয়ে জানালো যে আমার বিনদেশি জামাই ঠিক হয়েগেছে। এখন পাসপোর্ট করে তার সাথে বিদেশে চলে যাব। এইতো খুশি খবর শুনে বাড়িতে আপনজন হয়তে শুরু করে স্বজনেরাও খুশি। আর দালাল তো মহাখুশি। ১জন বিক্রি করতে পারলে ১থেকে ৩/৪ লাখ টাকা ইনকাম হয়।
হলফনামা করলো ফটোকপি দোকানে, না হয় অতিরিক্ত টাকা দিয়ে কোর্টে। বিবাহের ছবি দেখার জন্য ২জনকে সাজগোছ করিয়ে ফটোশুট নিয়ে ছেড়ে দিলো নেট দুনিয়ায়। আর হ্যাঁ... বিবাহ সম্পন্ন হলো। তারপর স্বামীর ঘরে নিয়ে যাবার কাজ।
👉 কিন্তু, অবুঝ বালিকাটি বিক্রি হয়েগেছে তা সবার অজানা। আর তাদের ভবিষ্যৎ..........??? যারা কিনে নিয়ে গেছে➡️
(১)কেউ বাচ্চা প্রয়োজনে মা কিনে এনেছে।
(২)কেউ প্রয়োজনে ব্যবহার- ফুর্তির জন্যে কিনে এনেছে।
(৩) কেউ পতিতালয়ের জন্যে কিনে এনেছে।
(৪) কেউ ঘরে বিভিন্ন কাজে ও প্রয়োজনে ব্যবহারের জন্য কিনে এনেছে।
(৫) আর কেউ দেশী মেয়ে বিয়ে করার ক্ষমতা নাই। । তারাইও কম দামে বউ কিনে এনে সংসার করছে।কারণ, চায়নাতে বিয়ে করার আগে মেয়ের নাম এ ব্যাংক বেলেন্স জায়গা লিখে দিতে হয়, কিন্তু অন্যান্য দেশ থেকে বৌ নিয়ে গেলে খরচ কম পরে তাই তারা এইসব করে। ভবিষৎ কেউ বলতে পারেনা অনেকে ভালো জায়গায় বিয়ে করে সংসার করছে পরবর্তীতে কি হবে তা শুধু সময় বলে দিবে।
আগামী ১০ বছর পর এই মেয়ে গুলো কি হবে কখনো ভেবে দেখেছেন?
⏸️কথাটা তিতা হলেও সত্য⏸️