Chakma Celebrity News

Chakma Celebrity News Chakma is one of the most largest Majority Indigenous people's in Chittagong Hill Tracts.

Good afternoon everyone
27/09/2025

Good afternoon everyone

Good morning Everyone      ゚
22/09/2025

Good morning Everyone

একটি বিশেষ ঘোষণা:আপনার মেয়েকে যদি কোন জাপানি সেন্টারে ভাষা কোর্সে ভর্তি করিয়ে থাকেন,তাহলে ক্লাশে যাওয়ার আগে এরকম তালা বা...
21/09/2025

একটি বিশেষ ঘোষণা:
আপনার মেয়েকে যদি কোন জাপানি সেন্টারে ভাষা কোর্সে ভর্তি করিয়ে থাকেন,তাহলে ক্লাশে যাওয়ার আগে এরকম তালা বাজার থেকে কিনে লক করে ক্লাসে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো।
আর অন্যথায় ১০/১২ মিনিটে জাপান পৌঁছাতে পারে বলে এরকম পুর্বাভাস পাচ্ছি।

Chakma Sanai Mahbub
19/09/2025

Chakma Sanai Mahbub

18/09/2025

গুইমারার সিন্দুছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক পাহাড়ি নারী যৌন নিপীড়নের শিকার পাহাড়ের রেশন খোর সেটেলার বাঙালি কতৃক ।
বিক্ষুব্ধ জনতাকে অবরুদ্ধ করে রেখে নিপীড়ককে নিরাপত্তা দিয়ে রেখেছে সে*নাবাহিনী!পাহাড়ের পাহাড়ি ছাত্র জনতাকে প্রতিরোধ করার জন্য অনুরোধ রইল। এক দুই শাসন হতে পারেনা

ব্রেকিং নিউজ: রাঙামাটি TTC-র জাপানি শিক্ষক স্যার পাহাড়ি কুইনের সাথে 'কনফিডেন্সিয়াল লেসন' নিচ্ছিলেন! ধরা পড়ার পর স্যারে...
17/09/2025

ব্রেকিং নিউজ: রাঙামাটি TTC-র জাপানি শিক্ষক স্যার পাহাড়ি কুইনের সাথে 'কনফিডেন্সিয়াল লেসন' নিচ্ছিলেন! ধরা পড়ার পর স্যারের এক্সকিউজ: 'আমি তো শুধু 'সাকুরা' (চেরি ব্লসম) দেখাতে গিয়েছিলাম, কিন্তু পাহাড়ের ফুলে ডুবে গেলাম!' 🌸🏔️😂 কে বলবে জাপানি শেখা এত রিস্কি? #ধরা_পড়া_স্যার #পাহাড়ি_জাপানি_লাভ"

🙏🙏🙏 সতর্কতামূলক পোস্ট ভুল বাল বুঝিয়ে পাহাড় থেকে নিয়ে যায় ঢাকা। কোন কাজ করতে না দিয়ে দামি দামি রুমে কয়েকমাস রেখে শরীরে ম...
17/09/2025

🙏🙏🙏 সতর্কতামূলক পোস্ট

ভুল বাল বুঝিয়ে পাহাড় থেকে নিয়ে যায় ঢাকা। কোন কাজ করতে না দিয়ে দামি দামি রুমে কয়েকমাস রেখে শরীরে ময়লা ধুয়া হয়। কয়েকমাসের মধ্যেই চকচকে হয়ে উঠে সেই অবুঝ বালিকাটি। দেখতে ফার্ম মুরগীর মতো। সাদা সুন্দরী হয়েগেছে। এইযে প্রথম লেভেল এখান থেকেই শুরু। চীনাকে জানানো হল যে আমার খামারে কয়েকটা ফার্ম মুরগী আছে বিক্রয় হবে। চীনা বললো- অমুক জায়গায় নিয়ে আসো আগে আমরা দেখবো। রুমের মালিক তাদেরকে আপন বোনের চাইতে আপন করে এমন ভাবে সাজিয়ে হাইফাই গাড়িতে করে যেখানে দেখা হবে সেখানে নিয়ে গেল।

💰দেখার পর দরদাম করতে লাগলো। এইটা নিলে ৩লাখ,ঐটা নিলে ৪লাখ আর ঐ..টা নিলে ৫লাখ। ক্রেতা যেটা পছন্দ হয়েছে সেটা বুকিং দিলো।

বাসায় ফেরার পথে অবুঝ বালিকাকে জানালো, তোমার স্বামী ঠিক হয়েগেছে। বাম পাশের কোণায় বসেছিল যে ছেলেটা, ঐটাই তোমার হবু স্বামী। ফটোকপি দোকান থেকে হলফনামা লিখে স্বাক্ষর করা হলো সাথে ২লাখ বা ৩লাখ টাকা নগদ পেল। অবুঝ বালিকাকে দিল ১/দেড় লাখ টাকা।

আর অবুঝ বালিকা যে খুশি, টাকা পেয়ে বাড়িতে পাঠিয়ে জানালো যে আমার বিনদেশি জামাই ঠিক হয়েগেছে। এখন পাসপোর্ট করে তার সাথে বিদেশে চলে যাব। এইতো খুশি খবর শুনে বাড়িতে আপনজন হয়তে শুরু করে স্বজনেরাও খুশি। আর দালাল তো মহাখুশি। ১জন বিক্রি করতে পারলে ১থেকে ৩/৪ লাখ টাকা ইনকাম হয়।

হলফনামা করলো ফটোকপি দোকানে, না হয় অতিরিক্ত টাকা দিয়ে কোর্টে। বিবাহের ছবি দেখার জন্য ২জনকে সাজগোছ করিয়ে ফটোশুট নিয়ে ছেড়ে দিলো নেট দুনিয়ায়। আর হ্যাঁ... বিবাহ সম্পন্ন হলো। তারপর স্বামীর ঘরে নিয়ে যাবার কাজ।

👉 কিন্তু, অবুঝ বালিকাটি বিক্রি হয়েগেছে তা সবার অজানা। আর তাদের ভবিষ্যৎ..........??? যারা কিনে নিয়ে গেছে➡️

(১)কেউ বাচ্চা প্রয়োজনে মা কিনে এনেছে।
(২)কেউ প্রয়োজনে ব্যবহার- ফুর্তির জন্যে কিনে এনেছে।
(৩) কেউ পতিতালয়ের জন্যে কিনে এনেছে।
(৪) কেউ ঘরে বিভিন্ন কাজে ও প্রয়োজনে ব্যবহারের জন্য কিনে এনেছে।
(৫) আর কেউ দেশী মেয়ে বিয়ে করার ক্ষমতা নাই। । তারাইও কম দামে বউ কিনে এনে সংসার করছে।কারণ, চায়নাতে বিয়ে করার আগে মেয়ের নাম এ ব্যাংক বেলেন্স জায়গা লিখে দিতে হয়, কিন্তু অন্যান্য দেশ থেকে বৌ নিয়ে গেলে খরচ কম পরে তাই তারা এইসব করে। ভবিষৎ কেউ বলতে পারেনা অনেকে ভালো জায়গায় বিয়ে করে সংসার করছে পরবর্তীতে কি হবে তা শুধু সময় বলে দিবে।

আগামী ১০ বছর পর এই মেয়ে গুলো কি হবে কখনো ভেবে দেখেছেন?

⏸️কথাটা তিতা হলেও সত্য⏸️

Morning Exercise
17/09/2025

Morning Exercise

মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ২০১৬ ব্যাচ,ভুষনছড়া ইউনিয়নের বরকল উপজেলার রদংকাবা গ্রামে...
14/09/2025

মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ২০১৬ ব্যাচ,ভুষনছড়া ইউনিয়নের বরকল উপজেলার রদংকাবা গ্রামের বাবু সমর বিজয় চাকমার একমাত্র ছেলে কনিস্ক চাকমা ৪৮তম বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কনিষ্ক চাকমা ২০১৬ সালে মোনঘর স্কুল থেকে এসএসসি তে জিপিএ-৫ এবং ২০১৮ সালে,ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি তে জিপিএ-৫ পেয়ে সফলতা সাথে উর্ত্তীন হন।
আশীর্বাদ ও শুভকামনা রইল❤️❤️❤️

টেবিলের খাবারগুলো তো বাহানা আসল টেস্ট তো লেগ পিস খাওয়ার পর 😄😄😄
14/09/2025

টেবিলের খাবারগুলো তো বাহানা আসল টেস্ট তো লেগ পিস খাওয়ার পর 😄😄😄

কক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হওয়া রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর পালিয়ে যাওয়া...
14/09/2025

কক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হওয়া রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে ঘাতক বীরেন চাকমা (৫৪)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় আটক বীরেন চাকমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস।স্থানীয় বাসিন্দারা জানান, রাঙ্গামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা নিজের স্ত্রী কালোদেবী চাকমাকে (৩৫) সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙ্গামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।

প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, রাতে সম্ভবত তারা সবাই একসঙ্গে মদ্যপান করছিলেন। এ সময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যাওয়ার সময় রঞ্জনের স্ত্রী চিৎকার করলে আমরা এগিয়ে আসি। হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী।
প্রতিবেশী মোসলেম উদ্দিন বলেন, চাকমা পরিবার দুটি এখানে ভাড়া থাকতো। তারা সবাই সুপারি বাগানে কাজ করতো। তবে এমন হত্যাকাণ্ড ঘটবে আমরা ভাবিনি। স্ত্রীর সামনে স্বামীকে এভাবে খুন করা খুবই নৃশংস ঘটনা।

Address

10, Rajbari
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Chakma Celebrity News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chakma Celebrity News:

Share