Chakma Celebrity News

Chakma Celebrity News Chakma is one of the most largest Majority Indigenous people's in Chittagong Hill Tracts.

নারীর পরিচয় এখন আর কেবল কারো মা, বোন বা স্ত্রীতে সীমাবদ্ধ নয়…আজকের নারী নিজেই নিজের পরিচয়।নিজের পরিচয় ফুটিয়ে তুলতে প্রয়ো...
01/08/2025

নারীর পরিচয় এখন আর কেবল কারো মা, বোন বা স্ত্রীতে সীমাবদ্ধ নয়…
আজকের নারী নিজেই নিজের পরিচয়।
নিজের পরিচয় ফুটিয়ে তুলতে প্রয়োজন পরিশ্রম, মেধা আর ধৈর্য।কিন্তু আমাদের পাহাড়ি মেয়েদের মধ্যে একধরনের অসুখ দেখা দিয়েছে যেটি মারাত্মক ছোঁয়াছে।শ্রমবিমুখ কিন্তু চাইবে রানীর মত করে থাকতে।নিজে বেকার হলেও স্বামী হিসেবে চাইবে একজন বিসিএস ক্যাডারকে।
অথচ সে চাইলেই পারত নিজে স্বাবলম্বী হতে,উদ্যোগতা হতে,পরিশ্রম করে নিজের পরিচয় তুলে ধরতে।
কিন্তু তারা বেছে নেয় শর্টকাটকে।যার ফলে আজ এই পরিনতি।
উচ্চবিলাসী স্বপ্ন দেখা ভালো,কিন্তু সেটি বাস্তব করতে প্রয়োজন পরিশ্রম, শর্টকাট নয়।
নারীর সৌন্দর্য তার মেকআপ বক্সে নয়,নারীর সৌন্দর্য লুকিয়ে থাকে তার অতীতে,কর্মে আর পরিচয়ে।

Hi Good Morning Everyone   ゚
30/07/2025

Hi Good Morning Everyone


গর্বে গর্বিত ভিক্টোরিয়া চাকমা
28/07/2025

গর্বে গর্বিত ভিক্টোরিয়া চাকমা

 #থাক_এদের নিয়ে আর গর্ব করতে হবে নানাম যেমন ভিক্টেরিয়া তার কাজ ও ভিক্টোরিয়ার মতন হতে হবে তো!
27/07/2025

#থাক_এদের নিয়ে আর গর্ব করতে হবে না
নাম যেমন ভিক্টেরিয়া তার কাজ ও ভিক্টোরিয়ার মতন হতে হবে তো!

 #লালস্বাধীনতা:দেগর দ তারার অবস্থা! তুই ত হাদ্য আনিও রানি ন বারিবে, হেই ন বারিবে যদি জামায়েত আর এনসিপি ক্ষমতাত গেলে।
26/07/2025

#লালস্বাধীনতা:

দেগর দ তারার অবস্থা! তুই ত হাদ্য আনিও রানি ন বারিবে, হেই ন বারিবে যদি জামায়েত আর এনসিপি ক্ষমতাত গেলে।

ঢালিউডের নতুন মুখ রাঙ্গামাটির মেয়ে ভিক্টোরিয়া চাকমা, প্রথম কাজেই পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিনীরবতা আর সংযত উপস্থিতি দিয়...
26/07/2025

ঢালিউডের নতুন মুখ রাঙ্গামাটির মেয়ে ভিক্টোরিয়া চাকমা, প্রথম কাজেই পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি

নীরবতা আর সংযত উপস্থিতি দিয়ে ইউরোপের পর্দায় নজর কাড়লেন রাঙ্গামাটির মেয়ে ভিক্টোরিয়া চাকমা। বর্তমানে ঢাকায় বসবাসকারী ভিক্টোরিয়া একটি আর্কিটেকচার ফার্মে চাকরি করছেন। তবে এবার তার পরিচয় ভিন্ন—তিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অভিনেত্রী।

তার প্রথম অভিনীত সিনেমা ‘বালুর নগরীতে’ (Sand City) জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
কার্লোস চারি শহরে অনুষ্ঠিত এই উৎসব শুরু হয় ৪ জুলাই, আর পর্দা নামে ১২ জুলাই রাতে পুরস্কার ঘোষণার মাধ্যমে। উৎসবের প্রক্সিমা বিভাগে সিনেমাটি পায় গ্র্যান্ড প্রিক্স পুরস্কার।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘এমা’ ছিলেন ভিক্টোরিয়া চাকমা। এক নিঃশব্দ, একাকী নারী, যিনি স্কুটারে করে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বালু সংগ্রহ করেন বিড়ালের ক্যাট লিটারের জন্য। তার দৈনন্দিন এই কাজ একদিন নিয়ে যায় একটি অদ্ভুত ঘটনার মুখোমুখি বালুর ভেতরে পাওয়া যায় একটি বিচ্ছিন্ন আঙুল। সেখান থেকে গল্প মোড় নেয় রহস্যে, আর চরিত্রটিও হয়ে ওঠে আরও জটিল ও মনোযোগকেন্দ্রিক।

Gd Morning
23/07/2025

Gd Morning

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-শিক্ষার্থীদের দাবি হলো-১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে২. আহতদের সম্পূর্ণ ও...
22/07/2025

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-
শিক্ষার্থীদের দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।







পেদা  সব দলের সদস্য। রাঙ্গামাটিতে ধর্মীয়,সামাজিক,সাংস্কৃতিক,অর্থনৈতিক রাজনৈতিক যত প্রোগ্রাম হয় তার গলায় একটি কার্ড ঝুলান...
21/07/2025

পেদা সব দলের সদস্য। রাঙ্গামাটিতে ধর্মীয়,সামাজিক,সাংস্কৃতিক,অর্থনৈতিক রাজনৈতিক যত প্রোগ্রাম হয় তার গলায় একটি কার্ড ঝুলানো থাকবেই।

Basana Chakma  daughter of a former teacher of Rangamati Government Girls High School. Congratulations and best wishes t...
20/07/2025

Basana Chakma daughter of a former teacher of Rangamati Government Girls High School. Congratulations and best wishes to Dristi Chakma and her proud parents.He created this drawing during the M.Rch Design Studios' Art, Culture and Adar Things, led by Samuel Hunter of Melbourne University.

The drawing of the vision was in charge of the selection of honorable Jury Narinder Sagu MBE (Foster Partners), Jim Heverine (Jaha Hadid Architects), Will Johnston (RSHP), Sam Conway (Heis Davidson), Eliza Grosvenor, and London Festivals, and London Festival. Hains and Emily Glee.

His achievement is a matter of great glory for the entire indigenous, hill region and Bangladesh.

√বাসনা চাকমা,রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েের প্রাক্তন শিক্ষকের মেয়ে দৃষ্টি চাকমা।দৃষ্টি চাকমা ও তার গর্বিত মা বাবাকে অভিনন্দন ও শুভ কামনা।

লন্ডন এক্সিবিশনে প্রদর্শনের জন্য দৃষ্টি চাকমার আঁকা ছবিটি সারা পৃথিবীর ৭,০০০ পেইন্টিং থেকে সেরা নির্বাচিত হয়েছে। তিনি এই অঙ্কনটি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল হান্টারের নেতৃত্বে এম.আর্চ ডিজাইন স্টুডিও 'আর্ট, কালচার অ্যান্ড আদার থিংস'-এর সময় তৈরি করেছিল।

দৃষ্টির আঁকা ছবিটি নির্বাচনের দায়িত্বে ছিল সম্মানিত জুরি নারিন্দর সাগু এমবিই (ফস্টার + পার্টনার্স), জিম হেভেরিন (জাহা হাদিদ আর্কিটেক্টস), উইল জনস্টন (আরএসএইচপি), স্যাম কনওয়ে (হেইস ডেভিডসন), এলিজা গ্রোসভেনর (লন্ডন ফেস্টিভ্যাল অফ আর্কিটেকচার), এবং আর্কিসোর্সের সহ-প্রতিষ্ঠাতা ম্যানসেল হেইনস এবং এমিলি গ্লি।

তার এই অর্জন সমগ্র আদিবাসী, পাহাড়ি অঞ্চল তথা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়

লন্ডন এক্সিবিশনে প্রদর্শনের জন্য দৃষ্টি চাকমার আঁকা ছবিটি সারা পৃথিবীর ৭,০০০ পেইন্টিং থেকে সেরা নির্বাচিত হয়েছে। তিনি এ...
19/07/2025

লন্ডন এক্সিবিশনে প্রদর্শনের জন্য দৃষ্টি চাকমার আঁকা ছবিটি সারা পৃথিবীর ৭,০০০ পেইন্টিং থেকে সেরা নির্বাচিত হয়েছে। তিনি এই অঙ্কনটি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল হান্টারের নেতৃত্বে এম.আর্চ ডিজাইন স্টুডিও 'আর্ট, কালচার অ্যান্ড আদার থিংস'-এর সময় তৈরি করেছিল।

দৃষ্টির আঁকা ছবিটি নির্বাচনের দায়িত্বে ছিল সম্মানিত জুরি নারিন্দর সাগু এমবিই (ফস্টার + পার্টনার্স), জিম হেভেরিন (জাহা হাদিদ আর্কিটেক্টস), উইল জনস্টন (আরএসএইচপি), স্যাম কনওয়ে (হেইস ডেভিডসন), এলিজা গ্রোসভেনর (লন্ডন ফেস্টিভ্যাল অফ আর্কিটেকচার), এবং আর্কিসোর্সের সহ-প্রতিষ্ঠাতা ম্যানসেল হেইনস এবং এমিলি গ্লি।

তার এই অর্জন সমগ্র আদিবাসী, পাহাড়ি অঞ্চল তথা বাংলাদেশের জন্য অত্যান্ত গৌরবের বিষয়❤️❤️

তিনমুখ পিলার : অনেকেই জানেন না এইটি কি বা কোথায়। তিনমুখ পিলার হলো একটি সীমানা খুঁটি, যেখানে  বাংলাদেশ, ভারত ও মিয়ানমার স...
15/07/2025

তিনমুখ পিলার : অনেকেই জানেন না এইটি কি বা কোথায়।
তিনমুখ পিলার হলো একটি সীমানা খুঁটি, যেখানে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমানা মিলিত হয়েছে

তিনমুখ পিলারটি মূলত রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাংলাদেশ, ভারত ও মায়ানমার সীমানায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র সীমানা পিলার যা তিন দেশের সীমানা নির্ধারণ করেছে। যদিও এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত, তবুও এখানে বান্দরবান জেলার রুমা হয়ে যাওয়াটাই তুলনামূলকভাবে সহজ।
তিনমুখ পিলারের জায়গাটি অনেকটা ইংরেজি W অক্ষরের মতো। W এর মাখখানের অংশে তিনমুখ পিলারের অবস্থান।

আর দুপাশে লাইস্রা হাফং ও মুখরা তুথাই হাফং নামক দুটি পাহাড়। তিনমুখ থেকে খাড়া নেমে গেলেই ভারত ও মিয়ানমার।

Address

10, Rajbari
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Chakma Celebrity News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chakma Celebrity News:

Share