Signature Diary

Signature Diary ভুল সময়ে ভুল খবরের শিরোনামে আমায় খুঁজে নিও..!!🤍🖤
(3)

🍁 কেন ও কীভাবে শুরু হল ভাইফোঁটা উদযাপন? 🍁স্কন্দপুরাণে উল্লেখ আছে যে এই দিনে যমরাজকে প্রসন্ন করলে উপাসক কাঙ্খিত ফল লাভ কর...
23/10/2025

🍁 কেন ও কীভাবে শুরু হল ভাইফোঁটা উদযাপন? 🍁
স্কন্দপুরাণে উল্লেখ আছে যে এই দিনে যমরাজকে প্রসন্ন করলে উপাসক কাঙ্খিত ফল লাভ করেন। এটি উদযাপনের পিছনে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে।

◼️ যম-যমীর (যমুনার) কাহিনী ◼️
হিন্দু পুরাণ অনুসারে, ভাই-বোনের এই পবিত্র উৎসবের কারণ সূর্য কন্যা যমুনা (যমী) ও পুত্র যম। সূর্যদেব বিবস্বান এবং তাঁর পত্নী সাঙ্গ্যার (বা সঞ্জনা) দুই যমজ সন্তান ছিল, এক পুত্র যম এবং কন্যা যমুনা (যমী)। কিন্তু একটা সময় এল যখন দেবী সাঙ্গ্যা তার স্বামী সূর্যদেবের তাপ সহ্য করতে না পেরে, তিনি সূর্যদেবের কাছে তার ছায়া রেখে উত্তর মেরুতে তপস্যা করতে যান। [ঠিক যেমন রামের বনবাসকালে সীতামাতা তার ছায়া অর্থাৎ ছায়াসীতাকে পাঠিয়েছিলেন রাবণকে ভিক্ষা দেবার জন্য এবং প্রকৃত সীতা কুঠিরের মধ্যেই ছিলেন। রাবন ছায়াসীতাকে প্রকৃত সীতা ভেবে অপহরণ করে।] এরপর দেবী ছায়ার সংসারে তপ্তি ও শনি নামে আরও দুটি সন্তানের জন্ম হয়। যম ও যমুনার প্রতি ছায়ার কোনো প্রেম ছিল না, কিন্তু যম ও যমুনার মধ্যে অনেক ভালোবাসা ছিল। দেবী ছায়া যম ও যমুনার সাথে দুর্ব্যবহার করতে লাগলেন। এতে ব্যথিত হয়ে যম যমপুরী নামে নিজের একটি নতুন শহর (লোক) প্রতিষ্ঠা করেন এবং সেখানে চলে যান।

এক সময়ে, যমুনা তার ভাই যমকে যমপুরীতে পাপীদের শাস্তি দিতে দেখে ভীষণ দুঃখিত হন, তাই তিনি গোলোকে থাকতে শুরু করেন। শাস্ত্র অনুসারে, যমুনা তার ভাই ‘যম’কে খুব ভালবাসতেন, তিনি বারবার তার ভাই যমকে তার বাড়িতে এসে খাবার খাওয়ার জন্য অনুরোধ করতেন।

ইচ্ছা থাকা সত্ত্বেও যমরাজ তার কাজে ব্যস্ত থাকায় বোন যমুনার বাড়িতে যেতে পারছিলেন না। এভাবেই সময় কাটছিল। বহুদিন পর, একদিন যমের মনে পড়ল তার বোন যমুনার কথা এবং তার বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যমরাজ ভাবলেন আমি প্রাণ হরণ করতে যাই সকলের গৃহে। কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন সদিচ্ছা নিয়ে আমাকে বহু দিন ধরে আমন্ত্রণ করছে, তা পালন করা আমার কর্তব্য। যমুনা যেহেতু পাপীদের শাস্তি দিতে দেখে ভীষণ কষ্ট পেয়ে যমপুরী ত্যাগ করেছিলেন, তাই বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি দেন। এরপর তিনি তার দূতদের যমুনার সন্ধান করতে বললেন, কিন্তু দূতেরা তাকে খুঁজে বের করতে সফল হয়নি, তারপর যমরাজ স্বয়ং গোলোকে গেলেন যেখানে তিনি বিশ্রামস্থলে যমুনার সাথে দেখা করলেন। সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া। 🌺🌿

ভাইকে দেখে যমুনা খুশিতে আনন্দে আবেগপ্রবণ হয়ে গেলেন এবং তাকে খুব ভালোভাবে স্বাগত জানালেন। যমরাজকে উপাসনা করার পর বিভিন্ন পদযুক্ত অত্যন্ত সুস্বাদু খাবার পরিবেশন করেন। যমুনার এই আতিথেয়তায় খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন। বোন যমুনাদেবী কলিযুগের মানুষদের মঙ্গল নিয়ে চিন্তিত হয়ে বললেন, “হে ভ্রাতা! আপনি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে আসবেন এবং আমার মতো, এই যম দ্বিতীয়ার (Yama Dwitiya) দিনে যে সকল ভাইবোন আমার জলে স্নান করবে ও যে বোন এই দিনে তার ভাইদেরকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটিকে উদযাপন করবে সেই ভাইদের যেন যমলোকের কঠোর অত্যাচার-যন্ত্রণা সহ্য করতে না হয়।“

ভগিনীর জনকল্যাণময় কামনা দেখে যমদেব বললেন, “তথাস্ত! আমিও তাই আশা করি ! কিন্তু যেসব ভাইয়েরা তাদের বোনদের অসম্মান করে বা বারবার অপমান করে, আমি তাদের যমপাশে বেঁধে যমপুরীতে নিয়ে যাব, কিন্তু তারপরও যদি সে তোমার জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে, তবে সে স্বর্গে স্থান পাবে।”

সেই থেকে বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যে ভাই-বোন হাত ধরে যমুনায় ডুব দেবেন তারা নরক থেকে মুক্তি পাবেন। যে কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে আজও ভাইফোঁটার দিনে ভাই-বোনেরা যমুনা নদীতে স্নান করতে সমবেত হয়।

🍁 ভাইফোঁটা উদযাপনের ধর্মীয় গুরুত্ব🍁
স্কন্দ পুরাণে ভাইফোঁটা অর্থাৎ ভাতৃদ্বিতীয়া সম্পর্কে বলা হয়েছে যে, কার্তিকে শুক্লা দ্বিতীয়ার দিন যমুনা তার ভাই যমকে অর্থাৎ যমরাজকে বাড়িতে পূজা করে সম্মান করেছিলেন এবং নিজ হাতে বিভিন্ন পদযুক্ত অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করে ভাইকে খাওয়ান। ভাইফোঁটা উপলক্ষে যমরাজ তার বোন যমুনাকে বর দিয়েছিলেন যে যম দ্বিতীয়ার দিন যে ভাই তার বোনের কাছ থেকে ফোঁটা ও তার বোনের তৈরি খাবার গ্রহন করবে তার অকালমৃত্যুর ভয় থাকবে না।

এমনটা বিশ্বাস করা হয় যে, এই দিনে যে ভাই-বোনরা মথুরায় যমুনার বিশ্রাম ঘাটে স্নান করেন, তাদের অকালমৃত্যুর ভয় থাকে না। পুরাণ অনুসারে, এই দিনে করা যমরাজের পূজায় যমরাজ প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল প্রদান করেন।

🍁 কৃষ্ণলীলায় ভাইফোঁটা অনুষ্ঠানের উল্লেখ আছে কি? 🍁

🟣 নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়।

🟣 যমুনার একটি স্থান কালীয়দহ নামে পরিচিত। কার্তিকমাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ায় সকালবেলায় শ্রীমতী রাধারাণী সহ অন্যান্য গোপীরা স্নান করছিলেন। রাধারাণী গোপীদের কাছ থেকে শুনলেন সেদিন ভাইফোঁটা উৎসব। কৃষ্ণের জ্যাঠামশাই উপানন্দের কন্যা সুনন্দা সেদিন কৃষ্ণ ও বলরামকে সুন্দর করে সাজিয়ে তাদের ললাটে চন্দনের ফোঁটা দিয়ে নানাবিধ মিষ্টান্নাদি ভোজন করিয়েছেন। কৃষ্ণ-বলরামও বোন সুনন্দাকে নতুন বস্ত্র ও অলংকারাদি দান করেছেন।

একথা শুনে রাধারাণীও তাঁর দাদা শ্রীদামকে চন্দন ফোঁটা দিয়ে, মিষ্টান্নাদি ভোজন করিয়ে প্রণাম করলেন এবং শ্রীদাম বোন রাধাকে বস্ত্র অলংকার নিবেদন করলেন। এভাবে ব্রজের সমস্ত বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিতে লাগল।
হরে কৃষ্ণ 🌺🌿

#কালেক্টেড

শুভ ভ্রাতৃদ্বিতীয়া #ভ্রাতৃদ্বিতীয়া  #ভাইবোন  #ভালবাসা  #অটুটবন্ধন  #শুভেচ্ছা
23/10/2025

শুভ ভ্রাতৃদ্বিতীয়া

#ভ্রাতৃদ্বিতীয়া #ভাইবোন #ভালবাসা #অটুটবন্ধন #শুভেচ্ছা

আজকের প্রানবন্ত একটা দিন, আজকের সোশ্যাল মিডিয়া..❤️Viva Voce ✅ Management Department 2019-20 ❤️
19/10/2025

আজকের প্রানবন্ত একটা দিন, আজকের সোশ্যাল মিডিয়া..❤️
Viva Voce ✅


Management Department 2019-20 ❤️

19/10/2025

ক্যারিয়ার বনাম বিয়ে..😆😆

আশ্বিনে রাঁধে - কার্তিকে খায় যে বর মাগে সে বর পাই 🙏🏻🙏🏻অশ্বিনী_কুমারের_ব্রত কথাবারো মাসে তেরো পার্বণের দেশ বাংলাদেশ। আশ্ব...
18/10/2025

আশ্বিনে রাঁধে - কার্তিকে খায় যে বর মাগে সে বর পাই 🙏🏻🙏🏻
অশ্বিনী_কুমারের_ব্রত কথা

বারো মাসে তেরো পার্বণের দেশ বাংলাদেশ। আশ্বিন মাসের শেষদিন ও কার্তিক মাসের প্রথম দিন ঘিরে বৃহত্তর চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে এমন এক পার্বনের, যার নাম জলবিষুব সংক্রান্তি।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) এই পার্বণ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা করছেন অশ্বিনী কুমারের ব্রত। এই ব্রত ‘ব্রতের ভাতের পূজা’ নামেও পরিচিত।

সনাতনী ইতিহাস মতে, স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয় সূর্যদেব ও সংজ্ঞা’র পুত্র। অভিশাপগ্রস্ত সংজ্ঞা জগজ্জননী পার্বতীর কাছে নিজের দুর্দশা থেকে মুক্তি চাইলে পার্বতী এক মুষ্টি চাল দিয়ে তাকে বলেছিলেন-আশ্বিন মাসের শেষ তারিখ পূর্বরাত্রে শেষ দিবস রেখে এই চাল ভক্তিপূর্বক রন্ধন শেষে মহাদেবের অর্চনা করতে হবে এবং কার্তিক মাসের ১ম দিবসে সেই অন্ন ভক্ষণে মনস্কামনা পূর্ণ হবে। সে নিয়ম মেনে রোগ ও অভিশাপমুক্ত হয়েছিলেন দেবী সংজ্ঞা।

অশ্বিনী কুমারদ্বয় হলেন- নাসত‍্য ও দস্র। ঋগ্বেদ এবং সংস্কৃত সাহিত‍্যেও অশ্বিনীকুমারদ্বয়ের নাম এসেছে। মহাভারতের আদিপর্বের পৌষ‍্যপর্বাধ‍্যায়ে উপমন‍্যোপাখ‍্যানে দেব-চিকিৎসক হিসাবে তাদের ভূমিকার কথা জানা যায়।

‘আশ্বিনে রাঁধে, কার্তিকে খায়
যেই বর মাগে, সেই বর পায়,

সনাতনী সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই প্রবচন। আশ্বিন সংক্রান্তির রাতে সারারাত জেগে বিশেষ খাবার তৈরি করেন বাড়ির নারীরা। এর মধ্যে অন্যতম গুড়মিশ্রিত নারিকেল। কার্তিকের সকালে সেই নারিকেল ও বাংলা কলা দিয়ে পূজায় নিবেদন করা পান্তা ভাত খাওয়া হয়।

কার্তিক একসময় ছিল অভাবের মাস। সেই মাসের প্রথম দিনের সকালে সন্তানকে ভালোমন্দ খাইয়ে মায়েরা আশা করতেন- ‘পুরো বছরটা ভালো যাবে, সন্তান থাকবে দুধে ভাতে।’

চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এই সময়টাতে ১৩/২১ বেজোড় সংখ্যার চাল-ডাল, শাপলার ডগা, কাচা কলা, পেঁপে ও নানান সবজি মিলিয়ে রান্না করা হয়। মোমবাতি বা কুপির আলোকশিখার ওপর কলাপাতা রেখে দেওয়া হয়। সকালে কলাপাতায় জমে থাকা কালি ছোটদের কপালে টিপ আকারে লাগিয়ে দেয়া হতো, যেন কারও খারাপ দৃষ্টি না পড়ে। কালক্রমে এসব সংস্কৃতি এখন বিলুপ্তির পথে।

নবযুগ পঞ্জিকা মতে, শুক্রবার পঞ্চমী তিথিতে সন্ধ্যায় অশ্বিনী কুমারদ্বয়ের পূজা শেষে রবিবার (১৯ অক্টোবর) ব্রতের ভাত খাওয়া হবে।

সংগৃহীত..

সবদিকে চুপচাপ 😆😆🇧🇷 ⚽🇯🇵
14/10/2025

সবদিকে চুপচাপ 😆😆🇧🇷 ⚽🇯🇵

12/10/2025

49th BCS এ মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন নেই।
প্রশ্ন এসেছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে।😒
#প্রহর

স্বপ্ন ছিল জীবনে একবার হলেও বিসিএস দিব, যাতে মেয়ে পক্ষকে বলতে পারি..বিসিএস ক্যাডার❌বিসিএস পরীক্ষার্থী ✅ 😆এবার আমার স্বপ্...
11/10/2025

স্বপ্ন ছিল জীবনে একবার হলেও বিসিএস দিব, যাতে মেয়ে পক্ষকে বলতে পারি..
বিসিএস ক্যাডার❌
বিসিএস পরীক্ষার্থী ✅ 😆

এবার আমার স্বপ্ন পূরন হয় গেলো, আমি আবার চাকরিতে ফেরত যাচ্ছি গাইস, পরের বিসিএস গুলো তোমরা দিও, আমি আর যাচ্ছি না😆😆
#প্রহর

10/10/2025

what a fight 🔥🔥

08/10/2025

আইডিতে রিচ কমে গেলে মাঝেমধ্যে বান্ধবী নি স্টোরি দি, বাস্তবে আমি কিন্তু সিঙ্গেল। চান্স আপনারও আছে,, এমনে জানিয়ে রাখলাম..🥱😒😌
#প্রহর

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Signature Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Signature Diary:

Share