Nasheed With Abdur Rauf

Nasheed With Abdur Rauf ”আল্লাহ তাঁর সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না। তাছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন।” [সুরা আন-নিসাঃ ৪৮]
”নিশ্চয়ই শিরক বড় যুলুম।” [সুরা লুকমানঃ ১৩]
(1)

Assalamu Alaikum. I am a student I work in social media marketing at Fiverr marketplace.

সেটাপ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ।ইন-শা-আল্লাহ দেখাযাক কি হয়।।
17/08/2025

সেটাপ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ।
ইন-শা-আল্লাহ দেখাযাক কি হয়।।

আলহামদুলিল্লাহ।।আরেকটি স্বপ্নপূরণ: ১৬/০৮/২০২৫ইংZahidul I. Konok ভাই এবং Rayhan Islam বন্ধু আন্তরিক ধন্যবাদ।
17/08/2025

আলহামদুলিল্লাহ।।
আরেকটি স্বপ্নপূরণ: ১৬/০৮/২০২৫ইং
Zahidul I. Konok ভাই এবং Rayhan Islam বন্ধু আন্তরিক ধন্যবাদ।

15/08/2025

১ মিনিট আগে করা পোস্টে, ২ মিনিট আগের কমেন্টস!
আর কত কি ফেসবুক দেখাবে কে জানে?

বাংলাদেশে ৩য় লিঙ্গের মানুষদের বাসের মধ্যে এমন অসামঞ্জস্য চাঁদা আদায় সরকারি ভাবে বন্ধ ঘোসনা করা উচিত। বে'য়া"দ"ব গুলো ঈমান...
15/08/2025

বাংলাদেশে ৩য় লিঙ্গের মানুষদের বাসের মধ্যে এমন অসামঞ্জস্য চাঁদা আদায় সরকারি ভাবে বন্ধ ঘোসনা করা উচিত। বে'য়া"দ"ব গুলো ঈমান-আমাল বিক্রি করে খেয়েছে। বে"হা"য়াদের মতো এসে হাত পাতায়। টাকা না দিলে মান সম্মানে আঘাত করে।। বিশেষ করে বাসের অনেক মানুষের মধ্যে এরা অপমান মুলক আচরণ করে। এমনকি এরা গো"প"না"ঙ্গের দিকে হাত দিতেও দ্বিধাবোধ করে না। এদের নিজেদের লজ্জানাই, অপরকেও লজ্জাহীন মনে করে।। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ আবশ্যক। আজকে আমি নিজেই রংপুর মেডিকেল থেকে বাড়ি যাবার পথে এদের কবলে পরেছিলাম। তার পোশাক এবং আচরণ দেখে সকলেই প্রায় স্তব্ধ।। এই সব কিছুর শেষ হবে কবে?? আমার তো মনে হয় বাসের দায়িত্ব যারা থাকে তারাও এদের থেকে কমিশন নেয়। এসব কিছু গোড়া থেকে উপরে ফেলতে হবে।। এই গ্যা"ং এর বেশির ভাগ সদস্য ইচ্ছা করে মানুষকে হেনস্তা করে চাঁদা আদায় করে।। এবং এরা ইচ্ছাকৃত তৃতীয় লিঙ্গের মানুষ সেজে আসে।।

15/08/2025

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী
যার মাধ্যমে আল্লাহ কতজন অমুসলিমকে মুসলিম করেছেন তার হিসাব আল্লাহ ভালো জানেন। শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে আল্লামা সাঈদী সাহেবের সমর্থক বিদ্যমান। যেদিন তার মৃত্যু সংবাদ শুনেছিলাম মনে হচ্ছিল সংবাদটা মিথ্যা, আবার মনে হচ্ছিল এটা কিভাবে সম্ভব। যদিও তখন আমি ছোট ছিলাম। তবুও আমি সাঈদী সাহেবকে অনেক পছন্দ করতাম। তার কন্ঠের কুরআন মাজিদের বয়ান শুনতাম।। ১৪ই আগস্ট প্রিয় রাহবার আমাদের ছেরে আল্লাহর কাছে চলে যান। আমি এক পাপী বান্দা হয়ে আল্লাহর দরবারে প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের জন্য দোয়া করি। সেই সাথে আল্লাহ আমাকে হেদায়েতের নিয়ামত দান করুন।।
আমিন

মামা-ভাগিনা রংপুর মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকলে দোয়া করবেন, যেনো আল্লাহ সুন্দর ভাবে পৌছানোর তৌফিক দান করেন।।
15/08/2025

মামা-ভাগিনা রংপুর মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকলে দোয়া করবেন, যেনো আল্লাহ সুন্দর ভাবে পৌছানোর তৌফিক দান করেন।।

"আলহামদুলিল্লাহ"
15/08/2025

"আলহামদুলিল্লাহ"

আকাশের অদ্ভুত সৌন্দর্যের প্রেমে আমি প্রতিনিয়তই ডুবে যাই।"আলহামদুলিল্লাহ"
14/08/2025

আকাশের অদ্ভুত সৌন্দর্যের প্রেমে আমি প্রতিনিয়তই ডুবে যাই।
"আলহামদুলিল্লাহ"

13/08/2025

ঘুমাতে তো যাচ্ছেন
ঘুমানোর দোয়া পড়েছেন তো?

আপনার এলাকায় এই ফুলটার নাম কি???  #প্রকতি
13/08/2025

আপনার এলাকায় এই ফুলটার নাম কি???

#প্রকতি




12/08/2025

আলহামদুলিল্লাহ
8.7k পরিপূর্ণ

পরিবেশ যখন মেঘাচ্ছন্ন বর্ষাকাল হয়, তখন গোবিন্দগঞ্জের মিনি স্টেডিয়ামটা এরকম দেখায়। চোখ জুরানো দৃশ্য।।   #প্রকতি
12/08/2025

পরিবেশ যখন মেঘাচ্ছন্ন বর্ষাকাল হয়, তখন গোবিন্দগঞ্জের মিনি স্টেডিয়ামটা এরকম দেখায়। চোখ জুরানো দৃশ্য।।


#প্রকতি


Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Nasheed With Abdur Rauf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasheed With Abdur Rauf:

Share