Creation Of Himaloy

  • Home
  • Creation Of Himaloy

Creation Of Himaloy Hi I am Himaloy. I am a content creator. My intention is to entertain you.

পাঁচ বছরের ব্যবধানে আমি কতোটা পরিবর্তন আর আমার প্রিয় ছাত্র (মুয়ীন)  কতোটা পরিবর্তন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন...
17/07/2025

পাঁচ বছরের ব্যবধানে আমি কতোটা পরিবর্তন আর আমার প্রিয় ছাত্র (মুয়ীন) কতোটা পরিবর্তন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ওদের বাড়িতে গিয়ে পড়িয়েছি, নিজের ছোটো ভাইয়ের জায়গাটা তাকে দিয়েছি। মুয়ীন অনেক ভালো ছাত্র। মুয়ীনের ছোট বেলা থেকেই স্বপ্ন ও বড় হয়ে ডাক্তার হবে। আমারো স্বপ্ন আমার ছাত্র যেনো বড় হয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে।

নেক্সট টার্গেট 500K
14/07/2025

নেক্সট টার্গেট 500K

অভিনন্দন MS on FIRE পোষ্ট করে অভিনন্দন জানাতে দেরি হলো কিন্তু বাস্তবে অভিনন্দনটা আগেই করা হয়েছে, কারণ ১০০k সম্পূর্ণ হওয়া...
12/07/2025

অভিনন্দন MS on FIRE পোষ্ট করে অভিনন্দন জানাতে দেরি হলো কিন্তু বাস্তবে অভিনন্দনটা আগেই করা হয়েছে, কারণ ১০০k সম্পূর্ণ হওয়ার সময়টাতে আমরা একসাথেই ছিলাম😍 কালকে বিকালে ধামাকা হবে❤️

12/07/2025

দান করতে টাকা লাগেনা, লাগে মন

11/07/2025

রেজাল্ট নয়, জীবনের গল্পটাই বড়

ব্যারিস্টারের গার্লফ্রেন্ড Reshmi ২.৭৮ পেয়ে পাশ করেছে। এতে ব্যরিস্টার খুব খুশি,  আমিও আনন্দিত🤣
10/07/2025

ব্যারিস্টারের গার্লফ্রেন্ড Reshmi ২.৭৮ পেয়ে পাশ করেছে। এতে ব্যরিস্টার খুব খুশি, আমিও আনন্দিত🤣

২০১৮ সালে এরকম ভোদাইমার্কা চেহারা ছিলো আমার🤣
09/07/2025

২০১৮ সালে এরকম ভোদাইমার্কা চেহারা ছিলো আমার🤣

জরুরি সাহায্য প্রয়োজন: ক্যান্সারের বিরুদ্ধে এক অসম লড়াই, এক মেধাবী শিক্ষার্থীর বাবার জীবন বাঁচাতে এগিয়ে আসুন!প্রিয় শ...
07/07/2025

জরুরি সাহায্য প্রয়োজন: ক্যান্সারের বিরুদ্ধে এক অসম লড়াই, এক মেধাবী শিক্ষার্থীর বাবার জীবন বাঁচাতে এগিয়ে আসুন!

প্রিয় শুভাকাঙ্ক্ষী ও মানবিক হৃদয়বান বন্ধুরা,
আজ আমি আপনাদের কাছে আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ ও মেধাবী বন্ধু সবুজের অসহায় বাবার চিকিৎসার জন্য আকুল আবেদন জানাচ্ছি। তার বাবা, মহেন্দ্রনাথ বর্মন, গত প্রায় দেড় বছর ধরে ক্যান্সারের মতো মরণব্যাধির সাথে লড়ছেন। এই মুহূর্তে তার জীবন বাঁচাতে নিয়মিত চিকিৎসা ও কেমোথেরাপি একান্ত প্রয়োজন।

সবুজ একজন এইচএসসি পরীক্ষার্থী। ঠাকুরগাঁও থেকে রংপুর এসে সে তার বাবার চিকিৎসার দেখভাল করছে, যার ফলে তার চলমান এইচএসসি পরীক্ষাতেও মারাত্মক প্রভাব পড়ছে। এই কঠিন সময়ে যেখানে তার পড়ালেখায় মনোযোগ দেওয়ার কথা, সেখানে সে প্রতিনিয়ত বাবার জীবন বাঁচানোর সংগ্রামে লিপ্ত।
তাদের পরিবারে বাবা-মা, সবুজ এবং তার বিবাহিত বোন রয়েছেন। বোনের বিয়ে হয়ে গেছে। তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন মহেন্দ্রনাথ আঙ্কেল, কিন্তু আঙ্কেল অসুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসার সমস্ত খরচই ধার-দেনা করে চলছে। ইতোমধ্যে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা খরচ হয়ে গেছে এবং শেষ সম্বল হিসেবে যে অল্প জমিটুকু ছিল, সেটিও বন্ধক রাখতে হয়েছে। প্রতি এক-দুই সপ্তাহ পর পর কেমোথেরাপি বাবদ ৩০ হাজার টাকা করে খরচ হচ্ছে, যা তাদের জন্য বহন করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। তারা এখন সত্যিই এক ভয়াবহ আর্থিক সংকটের মুখে।

আমরা জানি, এই সময়টা তাদের জন্য কতটা যন্ত্রণাদায়ক। একটি পরিবারের একমাত্র আয়ের উৎস যখন বন্ধ হয়ে যায় এবং এমন কঠিন রোগ থাবা বসায়, তখন প্রতিটি দিনই যেন এক একটি সংগ্রাম। সবুজ-এর পড়ালেখা এবং তার বাবার জীবন - দুটোই এখন অনিশ্চয়তার মুখে।
আমরা আপনার কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে তাদের পাশে দাঁড়ান। আপনার একটি ছোট সাহায্যও সবুজের বাবার জীবন বাঁচাতে এবং তার পড়ালেখা চালিয়ে যেতে অনেক বড় ভূমিকা রাখবে। প্রতিটি সহযোগিতা, তা যত ছোটই হোক না কেন, তাদের কাছে একটি বিশাল আশার আলো হয়ে আসবে।
যদি আর্থিকভাবে সাহায্য করতে নাও পারেন, তবে দয়া করে এই পোস্টটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। আপনার একটি শেয়ারও হয়তো এই বার্তাটিকে এমন একজন মানুষের কাছে পৌঁছে দেবে যিনি সাহায্য করতে সক্ষম।
সাহায্যের হাত বাড়াতে:
*বিকাশ (ব্যক্তিগত): 01790439443
*নগদ (ব্যক্তিগত): 01790439443
সবুজ: 01791715737

06/07/2025

জানিনা কি গাইবো আমি ভুলে গেছি আজ😔

আমার কাছে মানুষকে বোঝানোর সবথেকে কঠিন বিষয়টি হলো "আমি এখনো সিঙ্গেল " 😁
05/07/2025

আমার কাছে মানুষকে বোঝানোর সবথেকে কঠিন বিষয়টি হলো "আমি এখনো সিঙ্গেল " 😁

জায়গাটা ভাতারমা*রিতে,  নামটা খারাপ হলেও  এই জায়গায় বিকেলের পরিবেশটা বেশ ভালোই লাগে🤣
04/07/2025

জায়গাটা ভাতারমা*রিতে, নামটা খারাপ হলেও এই জায়গায় বিকেলের পরিবেশটা বেশ ভালোই লাগে🤣

আজকে গিয়েছিলাম বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর রঙ্গরস প্রোগ্রামটি সরাসরি উপভোগ করতে, পরবর্তীতে আমিও রঙ্গরসের রঙ্গকে রসালো কর...
03/07/2025

আজকে গিয়েছিলাম বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর রঙ্গরস প্রোগ্রামটি সরাসরি উপভোগ করতে, পরবর্তীতে আমিও রঙ্গরসের রঙ্গকে রসালো করার পরিকল্পনা করছিতো তাই😊

Address


Alerts

Be the first to know and let us send you an email when Creation Of Himaloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creation Of Himaloy:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share