উলিপুর প্রতিদিন

উলিপুর প্রতিদিন ডিজিটাল উলিপুর গড়তে পেজে লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ করা হলো

09/03/2024
কলাতিয়ার কপি বানানো প্রায় শেষ 🤣👀
09/03/2024

কলাতিয়ার কপি বানানো প্রায় শেষ 🤣👀

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড...বিস্তারিত প্রথম কমেন্টে...  |
08/12/2021

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড...
বিস্তারিত প্রথম কমেন্টে...

|

পাঁচপীর ডিগ্রি কলেজ, উলিপুর, কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুল আমিন সরকার একটু আগেই তাঁর প্রিয় প্রতিষ্ঠানে এক নিবার...
26/11/2021

পাঁচপীর ডিগ্রি কলেজ, উলিপুর, কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুল আমিন সরকার একটু আগেই তাঁর প্রিয় প্রতিষ্ঠানে এক নিবার্চনী সভায় হৃদযন্ত্র বিকল হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর বিষয়টি কুড়িগ্রাম জেনারোল হাসপাতালের জরুরি বিভাগ নিশ্চিত করেছে রাত ৯ :১৮ মিনিটে।
উলিপুর টক’শো পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করছে ।

রংপুরের গঙ্গাচড়া থেকে আসা মোশারফ হোসেন সন্তানকে কোলে নিয়ে এক পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষায় আছেন। এই কেন্দ্রে চাকরির প...
27/09/2021

রংপুরের গঙ্গাচড়া থেকে আসা মোশারফ হোসেন সন্তানকে কোলে নিয়ে এক পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষায় আছেন। এই কেন্দ্রে চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন তাঁর স্ত্রী। ইডেন কলেজ, ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ছবি: জাহিদুল করিম

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই।করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
23/07/2021

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই।

করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব।

মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরেণ্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব প্রথম আলোকে জানান,

শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়।

রাত ১০টা ৫৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্য ডাক্তার আমিনা সুলতানা শিল্পী ফকির আলমগীরের মৃত্যু ঘোষণা করেন।

কয়েক দিন ধরে ফকির আলমগীর জ্বর ও খুসখুসে কাশিতে ভুগছিলেন। পরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

চিকিৎসকের পরামর্শমতো কোভিড-১৯ পরীক্ষা করিয়ে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।

সেদিনই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে গ্রিন রোডের একটি হাসপাতালে নেওয়া হয়।

ওই সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন পড়লে সেখান থেকে তাঁকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। যে কারণে জটিলতা বাড়তে থাকে।

হাসপাতালে ভর্তির পর দুই ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে। কিছুটা ভালোও হয়।

কিন্তু তাঁর ছেলে মাশুক আলমগীর প্রথম আলোকে জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে আসে,

যার কারণে চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন।

ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়। তবে শেষ রক্ষা হয়নি।

এক সময় রক্তে ও ফুসফুসে ইনফেকশন পাওয়া যায়। রক্তচাপ খুবই নেমে যায়।

রক্তে ইনফেকশনের জন্য প্রায় প্রতিদিনই সকালে জ্বর আসছে।

শুক্রবার নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয়। এক পর্যায়ে রাতে আবারও অবস্থার অবনতি হয়,

শেষ পর্যন্ত করোনার কাছে হেরে যান গণসংগীতের এই কিংবদন্তিতুল্য শিল্পী।

ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন।

বাবা মো. হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেসা। শিল্পী কালামৃধা গোবিন্দ হাইস্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন।

সেখান থেকে স্নাতক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন।

ফকির আলমগীর ষাটের দশক থেকে সংগীতচর্চা করেছেন। গান গাওয়ার পাশাপাশি বাঁশীবাদক হিসেবে তাঁর খ্যাতি ছিল।

বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তিনি ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন।

এরই ধারাবাহিকতায় ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে এবং ’৬৯-এর গণ–অভ্যুত্থানে গণসংগীত পরিবেশনের মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন।

গণ–অভ্যুথান, ’৭১–এর মুক্তিযুদ্ধ ও ৯০–এর সামরিক শাসনবিরোধী গণ–আন্দোলনে তিনি শামিল হয়েছিলেন তাঁর গান দিয়ে।

যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রণাকে প্রকাশ করার জন্যই দেশজ সংগীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে

তিনি ও তাঁর সময়ের কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। বাংলা পপ গানের বিকাশেও তাঁর রয়েছে বিশেষ অবদান।

দীর্ঘ ক্যারিয়ারে তাঁর গাওয়া ‘সান্তাহার জংশনে দেখা’, ‘বনমালী তুমি’ ‘ কালো কালো মানুষের দেশে’, মায়ের একধার দুধের দাম’, ‘

আহারে কাল্লু মাতব্বর’, ‘ও জুলেখা’সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে।

১৯৮২ সালের বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে গানটি প্রচারের পর দর্শকের মধ্যে সাড়া ফেলে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন ফকির আলমগীর।

তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

এ ছাড়া বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি,

জনসংযোগ সমিতির সদস্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন।

‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যাঁরা আছেন হৃদয়পটে’সহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তাঁর।

সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পর্যন্ত পেয়েছেন রাষ্ট্রীয় ‘একুশে পদক’, ‘শেরেবাংলা পদক’, ‘ভাসানী পদক’, ‘

সিকোয়েন্স অ্যাওয়ার্ড অব অনার’, ‘তর্কবাগীশ স্বর্ণপদক’, ‘জসীমউদ্‌দীন স্বর্ণপদক’, ‘কান্তকবি পদক’, ‘গণনাট্য পুরস্কার’, ‘

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা’, ‘ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার’, ‘ঢালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র’, ‘

জনসংযোগ সমিতি বিশেষ সম্মাননা’, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা’ ও ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ’।

15/07/2021

প্রিয় উলিপুরবাসী
আসসালামু আলাইকুম
সম্প্রতি উলিপুরসহ পার্শ্ববর্তী থানাতে টিউবওয়েল/নলকূপে কৌশলে চেতনানাশক দিয়ে বাড়ীর লোকজনকে অচেতন করে চুরির ঘটনা ঘটছে।সকলের সচেতনতা কামনা করছি।যেকোনো প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নিন।
অনুরোধক্রমেঃঅফিসার ইনচার্জ,উলিপুর থানা, কুড়িগ্রাম।

উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেটের কাছে (মাদ্রাসার পিছনে) সৌরভের ছেলে অটোচালক বিজয়েরঅটো ছিনতাই করে এবং তাকে অপহরণ হ...
22/06/2021

উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেটের কাছে (মাদ্রাসার পিছনে) সৌরভের ছেলে অটোচালক বিজয়ের
অটো ছিনতাই করে এবং তাকে অপহরণ হাত-মুখ ও চোখ বেঁধে মাইক্রোবাসে বেলা সাড়ে ১১ টায় রাজারহাটের ছিনাই ইউনিয়নের আমিন বাজারের কাছে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়...

ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। উলিপুরের যারা পোস্টটি দেখবেন, তাদের কাছে অনুরোধ রইলো ছেলেটির বাসায় খবরটি জানানোর...

সপ্তাহ খানেক আগে এমন একই ঘটনা ঘটে একই স্থানে,

ভুরুঙ্গামারীর এক অটোচালক'কে মদ্যপান করিয়ে বেহুশ করে আরো একজনের অটো ছিনতাই করে তাকে চওড়া বাজারের কাছাকাছি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

OC Rajarhat জেলা প্রশাসন, কুড়িগ্রাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি,

সময় থাকতেই অপহরণ চক্র প্রতিহত করতে পদক্ষেপ গ্রহণ করুণ, নাহলে না'জানি কোন মায়ের বুক খালি করে গতবছর উলিপুরের অটো ছিনতাই করে হত্যার মতো ঘটনাও ঘটে যেতে পারে....

04/04/2021

>সরাসরি>> মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

উলিপুরে শিশু ধর্ষণের আভিযোগে আটক-১কুড়িগ্রামের উলিপুরে এক শিশু ধর্ষনের অভিযোগে মহুবর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে...
31/03/2021

উলিপুরে শিশু ধর্ষণের আভিযোগে আটক-১

কুড়িগ্রামের উলিপুরে এক শিশু ধর্ষনের অভিযোগে মহুবর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দাসপাড়া এলাকায় নালায় গরুর ঘাস কাটতে যায় ৮বছরের এক শিশু। এ সময় মহুবর নামের ব্যক্তি শিশুটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন।পরে শিশুটির সহপাঠীরা দৌড়ে বাড়িতে গিয়ে শিশুটির বাবা-মাকে বলে। এ সুযোগে শিশুটিকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে মহুবর। এ সময় শিশুটির আত্মচিৎকার করলে মহুবর তাকে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বুধবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির বলেন, আটক মহুবর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আজকে উন্মুক্ত করা হলো "মানবতার দেয়াল" আপনারা আপনাদের অপ্রয়োজনীয় কাপড় এখানে দান করুন এবং  প্রয়োজনীয় কাপড় নিয়ে যান।
27/11/2020

আজকে উন্মুক্ত করা হলো "মানবতার দেয়াল" আপনারা আপনাদের অপ্রয়োজনীয় কাপড় এখানে দান করুন এবং প্রয়োজনীয় কাপড় নিয়ে যান।

Address

উলিপুর, কুড়িগ্রাম
Rangpur
5620

Alerts

Be the first to know and let us send you an email when উলিপুর প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category