16/07/2024
একটা শ্রেণী বলতে চাচ্ছে, ৭১ এ দেশ স্বাধীন না হলে আজ পাকিস্তানের অত্যাচার সহ্য করে বেঁচে থাকতে হতো।
৭১ এর ত্যাগকে অস্বীকার করার উপায় আমার নেই। আমার পরিবারেও মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে শ্রদ্ধা করি।
তবে যারা এ প্রজন্মকে কটাক্ষ করার চেষ্টা করছে তাদের বলতে চাই।
নতুন প্রজন্ম হাবাগোবা নয়, দেশের প্রয়জনে এরাও যুদ্ধে নামতে এক বিন্দু ভাববে না বরং আজ যারা হীনস্বার্থে এ প্রজন্মের ন্যাজ্য দাবিকে কটাক্ষ করছে এদেরই বেশি অংশ জীবন বাঁচাতে রাতের আঁধারে দেশ ছেড়ে পালাবে।
আর দেশ স্বাধীন না হলে বলে কোনো শব্দ নেই, ৭১ এর এই যুদ্ধ একদিনের বা এক সালের ফল নয়, ৪৭ থেকে ৭০ এর নির্বাচন পুরোটাই আছে এতে।
যুদ্ধ ৭১ এ না হলে ৮৪ তে হতো , ৮৪ তে না হলে ২০০৪ হতো , সে প্রজন্মেও না হলে ২০২৪ এ এই প্রজন্মের দ্বারা হলেও দেশ স্বাধীন হতোই। আমি না পারলে আমার সন্তানেরা করতো। অত্যাচারীরা চিরদিন টিকে থাকতে পারে না। যেমন থাকতে পারেনি ব্রিটিশরা, বহুবার স্বাধীনতার চেষ্টার পর তারাও পালাতে বাধ্য হয়েছে।
দেশ কোনো না কোনো প্রজন্মের হাতেই স্বাধীন হয়, জন্মের আগে এসে কেউ দেশ স্বাধীন করে রেখে যেতে পারে না।