হৃদয়ে বাংলাদেশ ৭১

হৃদয়ে বাংলাদেশ ৭১ 🌿🇧🇩🕊 আমি ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশাত্ববোধে শাণিত এক দৃঢ়চেতা উদ্যমী চির তরুণ।🌍💥✊🏄

এটা আমার অফিসিয়াল ফেইসবুক পেইজ!
(1)

আমি শুভ খান। আমার বেড়ে ওঠা গ্রামের নরম ঘাসের বুকে, ধূসর খয়েরী হাওয়ায় ধুলো-বালির পৃথিবীর চেনা-অচেনা, জানা-অজানা পথে। পাখির ডাক,নদীর জলের কলকল শব্দ আমাকে মোহিত করে।

গ্রাম আমাকে ভীষণ টানে! আমার গ্রাম ছেড়ে শহরে কিংবা অন্যান্য কোথাও গিয়ে একদম মন টিকে না। মন পড়ে থাকে সেই আমার গ্রামে; যে গ্রামের পথে-প্রান্তরে,পুকুরপাড়ে,দোকানপাটে ঘুরে বেড়িয়েছি, মাঠে খেলেছি।

আমি একদম অতি সাধারণ জীবনযাপন করতে স্বচ্ছন্দ্য

বোধ করি।

২০১৪ সালে আমার গ্রামের স্কুল (উদয় নারায়ণ মাছহাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,১ নং সারাই ইউনিয়ন,কাউনিয়া,রংপুর) থেকে প্রাইমারি পাস করি। ২০২০ সালে আমার পাশ্ববর্তী এলাকার স্কুল (ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ, ২ নং হারাগাছ ইউনিয়ন,কাউনিয়া,রংপুর) থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই এবং হারাগাছ সরকারি কলেজ, রংপুর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হই।

বর্তমানে আমি কারমাইকেল কলেজ, রংপুর এ "ইসলামের ইতিহাস ও সংস্কৃতি" বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি।

শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে ভালোবাসি। যেমন ~ কনটেন্ট ক্রিয়েশন (Content Creation) করছি।


খেলাধুলা (ক্রিকেট,ফুটবল) করতে ও দেখতে পছন্দ করি। এছাড়া নাটক ভালো লাগে, তাই নাট্যচর্চাও করছি।

আমার শখের মধ্যে রয়েছে বই পড়া,ভ্রমণ করা। বই পড়ার মাধ্যমে আমি জ্ঞান অর্জন করি এবং বিভিন্ন নতুন নতুন জগৎ সম্পর্কে জানতে পারি। ভ্রমণ আমার জীবনকে নিত্যনতুন অভিজ্ঞতা উপহার দেয়।

আমার প্রিয় যেসব ~

প্রিয় গ্রন্থ : আল কোরআন, আর রাহীকুল মাখতুম [ রাসুল (সা.) এর মোহরাঙ্কিত সুধাময় মহাকাব্যিক জীবন ] |

প্রিয় রং : সবুজ 💚 |

প্রিয় খাবার : ভাত,কাচ্চি বিরিয়ানি,হাঁস- কবুতরের মাংস, _ মাছ- চিংড়ি,শিং,চিতল,টেংরা।

প্রিয় পোশাক : পাঞ্জাবি |

প্রিয় গান : মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে | 🎵🎶🌿

প্রিয় কবিতা : এক কোটি বছর হয় তোমাকে দেখি না |

প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল |

প্রিয় পাখি : মাছরাঙা |

প্রিয় পথ : মোসার ডিগি থেকে সোজা প্রেমের পুল পর্যন্ত যে মেঠোপথ গেছে | 🌿

প্রিয় সঙ্গী : আমার হাতের স্মার্টফোনটা |

প্রিয় ইসলামী বক্তা : দেলোয়ার হোসেন সাঈদী, মিজানুর রহমান আজহারী, আহমাদুল্লাহ, আবরারুল হক আসিফ |

প্রিয় ক্যাম্পাস : কারমাইকেল কলেজ,রংপুর |

প্রিয় শহর : রংপুর |

প্রিয় বিদ্যালয় : উদয় নারায়ণ মাছহাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় |

প্রিয় কলেজ : হারাগাছ সরকারি কলেজ

প্রিয় গাছ : নিম ও বট |

প্রিয় ক্রিকেটার : ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান, ক্রিজ গেইল, খুশদিল |🏏

প্রিয় ফুটবলার : নেইমার জে. আর | ⚽

প্রিয় মোটরসাইকেল : অ্যাপাচি আরটিআর ২ ভি মোটরসাইকেল (Apache RTR 2V Bike), রয়েল এনফিল্ড হান্টার (Royal Enfield) |

প্রিয় সময় : ফজরের নামাযের পরে স্নিগ্ধ বাতাসের মুহূর্তটা | 🌿

প্রিয় স্থান : প্রেমের পুল ও সোহেল আঙ্কেলের পুকুরপাড় |

প্রিয় সংবাদ উপস্থাপক : ফারাবী হাফিজ |

প্রিয় ঋতু : বসন্তকাল |

আমার জীবনের লক্ষ্য হলো "একজন ভালো মানুষ হওয়া "!
আমার সমাজ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করা, ইতিবাচক পরিবর্তন আনা।

পরিশেষে, আমার জন্মভূমি বাংলাদেশ 🇧🇩 কে নিয়ে বলতে চাই,,,

"প্রিয় বাংলাদেশ 🇧🇩🕊
ভীষণ ভালোবাসি তোমায়!" 🫶💚🌿

আর হ্যা,
সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়,🫵
মাতৃভূমি অথবা মৃত্যু!!!

|| বাংলাদেশ আমার অহংকার ||✊🇧🇩✊

21/07/2025

বিমান তুই বেঈমান...! ✈😢💔🇧🇩

✒️~ Ziaul Roshan

Welcome to India! ০৬ জুলাই, ২০২৫ শনিবার ঘুরতে গেছলাম। 🌿📌জিরো পয়েন্ট, বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট।
12/07/2025

Welcome to India!

০৬ জুলাই, ২০২৫ শনিবার ঘুরতে গেছলাম। 🌿
📌জিরো পয়েন্ট, বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট।

12/07/2025

এ দেশে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ! হয় প্রকৃতি মানুষকে মে*রে ফেলছে, নয়তো মানুষ মানুষকে মে*রে ফেলছে! কী দুর্ভাগ্যজনক!
✒️ Anisul Islam

15/06/2025

ব্রেকিং নিউজ~ ইসরাইলে আবার একযোগে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের।

তথ্যসূত্র ~ Ekhon TV

05/06/2025

আরাফার রোজার ফজিলত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন।'

-সহিহ মুসলিম, হাদিস : ১১৬২

05/06/2025

দীর্ঘদিন পর রংপুর জেলার কাউনিয়া উপজেলার ১ নং সারাই ইউনিয়নের উদয় নারায়ণ মাছহাড়ী আমিন বাজারের অচল এই রাস্তাটিকে সচল ও পথচারীদের চলাচল সহজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন এই গ্রামেরই বকুল মিয়া এবং অর্থ দিয়ে সহায়তা করেন কাউনিয়া-পীরগাছার এমপি পদপ্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা। 🌿

04/06/2025

অনলাইন গেইম না খেলে,
মাঠে এসে ক্রিকেট,ফুটবল,কাবাডি খেলুন।
এতে করে শরীর,মন সুস্থ ও ভালো থাকবে।🌿

সুন্দর সময়! 🌿
04/06/2025

সুন্দর সময়! 🌿

কুরবানির জন্য আশিক ভাই এর এই গরুটি বিক্রি হবে, কেউ নিতে চাইলে কমেন্ট, ইনবক্সে জানাবেন।
01/06/2025

কুরবানির জন্য আশিক ভাই এর এই গরুটি বিক্রি হবে,
কেউ নিতে চাইলে কমেন্ট, ইনবক্সে জানাবেন।

30/05/2025

রাজার মতো চলাফেরা করে, তাই নাম রাখছি রাজকুমার - গরু খামারী আশিকুর।

কুরবানির জন্য গরুটি বিক্রি হবে, কেউ নিতে চাইলে কমেন্ট/ইনবক্সে কিংবা ০১৯৯৭১৭১০০৭ ও ০১৯২৯৬৫২৫১৪ নাম্বারে যোগাযোগ করবেন।

📌 রংপুর জেলার কাউনিয়া উপজেলার ১ নং সারাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উদয় নারায়ণ মাছহাড়ী (আমিন বাজার) ||

ভিডিও ধারণ করেছে আমার বন্ধু Md Tuhin Mia ♥️

16/05/2025

কৃষিনির্ভর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের সাফল্যই বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চিত্র। এমনই একজন সফল কৃষক মোঃ ফেরদৌস হাসান। তিনি টানা কয়েকবছর ধরে ধান,পাট ও ভুট্টার চাষ করছেন।

16/05/2025

পবিত্র জুমার নামাজ শেষে মসজিদের গাছের লিচু ও খুরমা দেওয়ার সময়ের ভিডিওচিত্র।

📌বালাপাড়া পুরাতন জামে মসজিদ, ১ নং সারাই ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড, কাউনিয়া, রংপুর!

Address

Kaunia
Rangpur
5440

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ে বাংলাদেশ ৭১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হৃদয়ে বাংলাদেশ ৭১:

Share