ROG 360 Degree Rangpur

ROG 360 Degree Rangpur For News

যারা পিছনে সমালোচনা করে তাদেরকে বসিয়ে একটা ধা!ক্কা দিতে পারলে শান্তি লাগতো🙂
13/07/2025

যারা পিছনে সমালোচনা করে তাদেরকে বসিয়ে একটা ধা!ক্কা দিতে পারলে শান্তি লাগতো🙂

17/05/2025

ওরে বাবারে ভয় পাইছি পালাও রংপুরবাসী পালাও🤣🤣🤣🤣

19/01/2025

এমন একজন বন্ধু দেখাও, যার সাথে ৩ বছরের বেশি সময় ধরে সম্পর্ক 💜

HMPV (Human Metapneumovirus) নতুন কোনো ভাইরাস নয়। এটি ২০০১ সালে প্রথম আবিষ্কৃত হয় এবং এটি শ্বাসতন্ত্রে সংক্রমণের জন্য এক...
04/01/2025

HMPV (Human Metapneumovirus) নতুন কোনো ভাইরাস নয়। এটি ২০০১ সালে প্রথম আবিষ্কৃত হয় এবং এটি শ্বাসতন্ত্রে সংক্রমণের জন্য একটি পরিচিত ভাইরাস। এটি সাধারণত ঠান্ডা, ফ্লু, ব্রংকাইটিস বা নিউমোনিয়ার মতো উপসর্গ সৃষ্টি করতে পারে।

তবে, চীনে HMPV-এর সাম্প্রতিক প্রাদুর্ভাব নতুন হতে পারে, অর্থাৎ এর সংক্রমণের মাত্রা বা হাসপাতালের ওপর এর প্রভাব সাম্প্রতিক সময়ে বেড়েছে। এটি নতুন ভাইরাসের উদ্ভব নয়, বরং একটি পূর্বপরিচিত ভাইরাসের সংক্রমণের নতুন ঢেউ।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি নিয়ন্ত্রণের বাইরে যায়নি এবং সঠিক সচেতনতা ও চিকিৎসায় এর প্রভাব কমানো সম্ভব। অযথা বিভ্রান্ত হবেন না, সচেতন থাকুন। 😊

প্রিয় রংপুরবাসী বলুনতো এই তাজমহল রংপুরের কোথায় অবস্থিত ☺️
30/09/2024

প্রিয় রংপুরবাসী বলুনতো এই তাজমহল রংপুরের কোথায়
অবস্থিত ☺️

দক্ষিণের বন্যা মানবতাকে জাগ্রত করলেওউত্তরের বন্যা মানবতাকে স্পর্শ  করতে পারে নাহ 🥲
30/09/2024

দক্ষিণের বন্যা মানবতাকে জাগ্রত করলেও
উত্তরের বন্যা মানবতাকে স্পর্শ করতে পারে নাহ 🥲

এমনিতেই দেশ রসাতলে। আরেকটা গণহত্যার জন্য মেবি প্রস্তুতি চলছে। আল্লাহ মালুম। তিনি ভালো জানেন ভাই।
02/08/2024

এমনিতেই দেশ রসাতলে। আরেকটা গণহত্যার জন্য মেবি প্রস্তুতি চলছে। আল্লাহ মালুম। তিনি ভালো জানেন ভাই।

কথা বলেন। ঠিক না? বেঠিক?
02/08/2024

কথা বলেন। ঠিক না? বেঠিক?

13/07/2024

ওয়াং চিং নয়াং বিয়াং ফু।

পড়ে নিলেন তো বিয়ে না হওয়ার দোয়া।
এবার বুঝো ঠেলা😁

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বা...
13/07/2024

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!
হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোষাক পরে বাঘের মত তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে ৮হাজার টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি।

রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন- গর্জন ও আরো নানা কায়দা-কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল।

ভালোই চলছিল দিন....... হঠাৎ একদিন হলো বিপত্তি...!!! বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেঁড়া। একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে নেচে- কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেঁড়া ভেঙ্গে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কী হবে? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল...!

ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে বসে থেকে ধিরে ধিরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট এটাক হবার যোগার।

এদিকে সিংহটা এক্কেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো.... ঠিক তখন সিংহটা বলে উঠলো . . . . ভাই, এতো ভয় পাবেন না, আমিও অনার্স পাশ বেকার।

10/07/2024

- Facebook বিশ্ববিদ্যালয়ে!

- কত সালে ভর্তি হয়েছিলেন!

03/07/2024

Dotcor দের Hadnwttring এত খারাপ হওয়া সত্ত্বেও Hopstial বা দোকানের Phamraicst রা prsepctriion এত সহজে কিভাবে বুঝে যায় ভেবে দেখেছেন কখনো??
উত্তরটা কিন্তু এই Qeusiton এর মধ্যেই দিয়ে রেখেছি। এতক্ষণে হয়তো খেয়াল করেননি যে এই post এর সবগুলো Egnislh বানানই ভুল, তবুও আপনার পড়তে খুব বেশি বেগ পেতে হচ্ছেনা। কারণটা হলো আপনার konwdlege এবং Hmuan Bairn এর কেরামতি। আপনার চেনা-জানা শব্দগুলির শুধু শুরু ও শেষের Lteter এবং tatol Lteter সংখ্যা ঠিক থাকলেই, মাঝে উল্টা পাল্টা করে যাই থাকুক না কেন আপনার আমার Biran সেটাকে roecginze করে ফেলে। 🙂

Address

Rangpur
0521

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROG 360 Degree Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share