21/07/2025
📢 জরুরি রক্ত ও চিকিৎসা সহায়তার আহ্বান!
Jamuna TV এর সর্বশেষ আপডেট অনুযায়ী:
🟥 নিহত: ১৯ জন
🟨 আহত: ১৬৪ জন
🔥 দগ্ধ: ৭০ জন (জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি)
👉 জাতীয় বার্ন ইনস্টিটিউটে বর্তমানে সকল গ্রুপের রক্তের তীব্র সংকট রয়েছে।
আমাদের স্বেচ্ছাসেবী টিম ইতোমধ্যে বার্ন ইউনিটে অবস্থান করছে এবং সেখানকার পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।
⚠️ রক্তদানে আগ্রহীদের এখনই বার্ন ইনস্টিটিউটে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
📞 বার্ন ইনস্টিটিউট হটলাইন: ০১৯৪৯০৪৩৬৯৭
হাসপাতালে উপস্থিত আছে-
শাহিদ বিশ্বাস:- 01700881201
শামীম হাসান:- 01968979377
জরুরী প্রয়োজনে +8801831065027 (সাঈম)