Md Osman Goni

Md Osman Goni আমি মারা গেলে আমার ছবি দিয়ে পোষ্ট করবেন না, আমার আইডি টা আনলাইক আনফলো ও আনফ্রেন্ট করে দিবেন,

04/09/2024

প্রসঙ্গ: জাতীয় সংগীত, পরিবর্তন অনিবার্য
------------------------------------------
বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ রদের জন্য লেখা এটা একটা পূজার সংগীত!!!
বাংলাদেশ ও মুসলমানদের চেতনার পরিপন্থী একটি পূজার সংগীত!!! স্তবকে স্তবকে শিরকি চেতনা বিদ্যমান আছে। অথচ সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক করা। কোন মুসলিম শিরক করতে পারেন না। তাই নতুন করে জাতীয় সংগীত নির্বাচন করা উচিত।
আজব ব্যাপার! রবি ঠাকুর ভদ্রলোক একজন হিন্দু। ভারতের স্বার্থে লেখা শিরকি চেতনার এ কবিতা কি করে বাংলার মুসলিমদের জাতীয় সংগীত হয় বুঝে আসে না।
বাংলাদেশের মানুষে মানুষে বিভক্তির মূল উৎস এই সংগীত!!!
আমি বাংলাদেশের জাতীয় সংগীতের পরিবর্তন চাই।
আপনি?
শায়েখ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

03/03/2024

দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়ে যায়

03/03/2024

সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়,যার বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা,বাঘের নাই কোন ইনকাম… নাই কোনো চিন্তা…কিন্তু আপনি ভাত খান ২৫০ গ্রাম,
তার জন্য আপনি​ চুরি করেন,সুদ খান,ঘুষ খান,অন্যের হক নষ্ট করেন। আরো কত কী .......
​আপনার একাউন্টে অনেক টাকা,আপনার শরীরে অনেক রোগ,আপনার অনেক দুশ্চিন্তা। বাঘ চিন্তা করে আজকে কি খাবো! আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….
আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।
Collected.

আমাদের সাঈদ ভাই।।রাজার বাগে কি করে দেখূন।।
31/12/2023

আমাদের সাঈদ ভাই।।
রাজার বাগে কি করে দেখূন।।

30/12/2023

Happy New Year

লিখে মেসেজ দিলে আনফ্রেন্ড করবো!

25/12/2023

অভাব এসে বুঝিয়ে দেয়
কে আপন কে পর।

15/12/2023

° ∙──༅༎﷽༎༅──∙ ...পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে,
যে অল্পতেই আলহামদুলিল্লাহ্ বলে....🥰

15/11/2023

বি+
রেডী আছি।।
রাজার হাট কুড়িগ্রাম এ
রুগি থাকলে যোগাযোক করেন।

20/10/2023

আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে ইনশাআল্লাহ...!
[সূরা আদ – দুহা = ০৪]

18/10/2023

বাস্তবতা এত কঠিন আগে জানতাম না...!!!

12/10/2023

ঠকেই শান্তি পাই!
অস্থায়ী পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নেই,
স্থায়ী ঠিকানার সফলতাই একমাত্র লক্ষ।

08/10/2023

তার মতো হতভাগা
আর কেউ নাই,
যে অন্যের হক মেরে
করছে বড়াই।

Address

Rajarhat, Kurigram
Rangpur
5610

Alerts

Be the first to know and let us send you an email when Md Osman Goni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Osman Goni:

Share