Noor & Tuba

Noor & Tuba ব্যক্তিত্ব বা স্টাইল একদম ন্যাচারাল, কারো মন জিততে বা প্রভাব ফেলতে এক্সট্রা কিছু দেখাই না। এটাই আমি 🥰
নিজস্ব ভাবেই আলাদা আমি, এক্সট্রা কিছু দেখানোর দরকার নেই🥀
(16)

তিনবছর আগে আমার স্কুলের একটা প্রোগ্রামে স্যারদের সাথে তোলা ছবি। দেখেন তো আমাকে খুঁজেপান কি না? দেখি কে কে চিনতে পারে....
30/11/2025

তিনবছর আগে আমার স্কুলের একটা প্রোগ্রামে স্যারদের সাথে তোলা ছবি। দেখেন তো আমাকে খুঁজেপান কি না?
দেখি কে কে চিনতে পারে....

আমাকে নাকি কেউ খুঁজে পাচ্ছেন না?  এইতো আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এইবার বলেন আপনারা কেমন আছেন?
29/11/2025

আমাকে নাকি কেউ খুঁজে পাচ্ছেন না?
এইতো আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি।
এইবার বলেন আপনারা কেমন আছেন?

প্রথম দেখায় কাউকে বিচার করা সত্যি অনেক কঠিন। আজ তার প্রমাণ পেলাম 😐মানুষ প্রথম যেটা দেখায় সেটা পুরোটাই মুখোশ, আজ বড়ো ধোঁক...
25/11/2025

প্রথম দেখায় কাউকে বিচার করা সত্যি অনেক কঠিন। আজ তার প্রমাণ পেলাম 😐
মানুষ প্রথম যেটা দেখায় সেটা পুরোটাই মুখোশ, আজ বড়ো ধোঁকা খেয়ে গেলাম। যখন ফেরেশতার মতো ব্যাবহার করা মানুষের এমন ভয়ানক রুপ দেখলাম 😥😥😥
আল্লাহ মাফ করুক, কারো সাথে সামান্য রাগ করে কথা বললে পরক্ষণে নিজেরই মন খারাপ লাগে, আর মানুষ কিভাবে পারে এমন করতে 😥😥😥😥

25/11/2025

আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই

প্রিন্সেস এর স্কুলে ক্লাস পার্টি ছিলো আজ।  এই বছরের শেষ ক্লাস, বন্ধুদের সাথে কেক কাটা, আড্ডা, খাওয়াদাওয়াআর কিছু সুন্দর স...
24/11/2025

প্রিন্সেস এর স্কুলে ক্লাস পার্টি ছিলো আজ। এই বছরের শেষ ক্লাস, বন্ধুদের সাথে কেক কাটা, আড্ডা, খাওয়াদাওয়া
আর কিছু সুন্দর সৃতি জমা হয়ে থেকে গেলো।
৩০ তারিখ থেকে বার্ষিক পরিক্ষা দোয়া করবেন সবাই মামনির জন্য।

22/11/2025

ইট পাথরের নগরী ঢাকা,,,

21/11/2025

নিশ্চয়ই আল্লাহর রহমত আছে বাংলাদেশর উপর, আমরা চারতলায় থাকি আজকের ভূমিকম্পের ঝাকুনী ভয়াবহ ছিলো। আল্লাহ তায়ালার অশেষ রহমত না থাকলে অনেক বড় ক্ষয়ক্ষতি হতো।

21/11/2025

ভূমিকম্প

20/11/2025

কোনো ঝামেলা ছাড়াই প্রেসার কুকারে এতো সহজে ভাপাপিঠা বানানো যায়।

আবার শুরু 📢আমরা যাঁরা পুলিশের বউ আছি, তাঁরা কিযে একটা দুশ্চিন্তায় দিনপার করছি। আবার শুরু হয়ে গেলো অশান্তি দেশে....এইযে ম...
14/11/2025

আবার শুরু 📢
আমরা যাঁরা পুলিশের বউ আছি, তাঁরা কিযে একটা দুশ্চিন্তায় দিনপার করছি।
আবার শুরু হয়ে গেলো অশান্তি দেশে....
এইযে মানুষ গুলো বাসা থেকে সারারাত এর জন্য ডিউটিতে বেড়িয়ে যায়, সকালে তাঁরা সুস্থভাবে ফিরবে কি না কোনো গ্যারান্টি নাই।
সারারাত জেগে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করে,গভীর রাতে যে গাড়িগুলো চলাচল করে তাদের চোর ডাকাতেরা হাতথেকে বাঁচাতে সারারাত রাস্তায় টহল দিতেই থাকে। যখন কোনো গাড়ি এক্সিডেন্ট হয়ে পড়ে থাকে সবার আগে এই পুলিশই দৌড়ে গিয়ে তাদের হাসপাতালে নিয়ে যায়।
একবার ভাবুন তো এই শীতের রাতে যখন আপনি আমি কম্বলমুরি দিয়ে ঘুমিয়ে থাকি তারা সারারাত কাঁপতে কাঁপতে রাস্তায় পার করে দেয়।
সকাল বেলা যদি ক্লান্তিতে একটু চোখ লেগে আসে ঘুমে তবে কিছু মানুষ রুপি জানোয়ার এর বাচ্চা গিয়ে ভিডিও করে ভাইরাল করার জন্য পুলিশ ঘুমাইলো কেনো?
তাঁরাও রক্তে মাংসে গড়া মানুষ আর ভুল ভ্রান্তি মানুষেরই হয়।
এতোদিন একদল দোষ দিতো পুলিশ আওয়ামীলীগ এর দোষোর,
এখন যখন লীগদের ধরার নির্দেশ সরকারের তখন লীগ বলছে পুলিশ গায়ে হাত দিলে তাদের আস্ত রাখবে না।
সরকারি দ্বায়িত্ব পালনে পুলিশ এখন পুরো জাতীর কাছে শত্রু রুপে দ্বাড়িয়েছে।
কি এক কঠিন জীবন যপন করছে পুলিশ আর তার পরিবার একবার ভাবুন তো?
তাদের এতো কষ্টের মূল্যায়ন না করতে পারলে অন্তত নূন্যতম সম্মানটুকু তো করতে পারেন?
ঘৃণা এসে গেছে এই দেশের প্রতি সত্যি।

মেয়ের স্কুলে ক্লাস টুয়ের একটা বাচ্চাকে জিগ্যেস করলাম তোমার বাবার নাম কি?  বললো আমার বাবার নাম তালেব বিএনপি করে 😲 Like se...
13/11/2025

মেয়ের স্কুলে ক্লাস টুয়ের একটা বাচ্চাকে জিগ্যেস করলাম তোমার বাবার নাম কি?
বললো আমার বাবার নাম তালেব বিএনপি করে 😲 Like seriously? 🙄
বাচ্চাদের কি বাসায় এগুলো পড়ানো হয়? যে বাবা পার্টি, করে নেতা অমুক,তমুক?
যদি এমপি,মন্ত্রী, চেয়ারম্যান হতো সেভাবে পরিচয় দিলে মানা যায়। আওয়ামিলীগ করে,বিএনপি করে, এনসিপি করে , দল করে, পার্টি করে, নেতা এগুলো কারো পরিচয় হতে পারে???
কি শিক্ষা দিচ্ছি আমরা নিজের বাচ্চা কে?

Address

Rangpure, Kurigram
Rangpur

Telephone

+8801769927107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor & Tuba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor & Tuba:

Share