29/08/2023
Iet Polytechnic Rangpur Division
দেশ সহ বিশ্বকে বিনির্মানে একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর গুরুত্ব আকাশচুম্বী। তার জন্য চাই থিওরিটিক্যাল জ্ঞানের পাশাপাশি প্রাক্টিক্যাল জ্ঞান। যা দেশকে ছাপিয়ে বিশ্ব বিনির্মানে সহায়তা করে। সেই দিক থেকে Sun Trading Co. (BD) এর অঙ্গ প্রতিষ্ঠান Institute of Engineering and Technology, Rangpur সংক্ষেপে (IET-Rangpur) দক্ষ ইঞ্জিনিয়ার তৈরিতে সহায়ক।
♦️আই,ই,টি পলিটেকনিক রংপুর।
♦️উত্তরবঙ্গের প্রথম বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
♦️শিক্ষাগত মানে দিক থেকে প্রথম শারীর একটি পলিটেকনিক
♦️কারিগরি বোর্ডের একমাত্র বেসরকারি পরীক্ষা কেন্দ্র এবং শর্ট কোর্স, RPL এর মত বিভিন্ন সরকারি প্রজেক্ট এর ট্রেনিং সেন্টার হাওয়ায় আমাদের ল্যাবগুলো সরকারি স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা।
দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে IET ক্যাম্পাস ভিজিট করার আমন্ত্রণ রইলো।
মোঃ আব্দুল আল রায়হান
ডিপার্টমেন্ট হেড
আই,ই,টি পলিটেকনিক রংপুর
01701033930 (WhatsApp)