মিষ্টি আপু

মিষ্টি আপু খাইতে ও ঘুরতে পছন্দ করি

আলহামদুলিল্লাহ ৪দিন পর একটু সুস্থ লাগছে, কথায় আছে - স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর ...
03/11/2025

আলহামদুলিল্লাহ ৪দিন পর একটু সুস্থ লাগছে, কথায় আছে - স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়। এই প্রথমবারের মতো তার কাছে থাকা অবস্থায় আমি এত বেশি অসুস্থ হলাম, হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝার আগেই, এত বেশি অসুস্থ হব কখনো কল্পনাও করিনি।
আমার অসুস্থতায় তার যত্নের কোন ত্রুটি ছিল না। কথা বলতে না পারা, খেতে না পারা, আরো কত শারীরিক কষ্ট!! এত কিছুর পরেও সে আমার সম্পূর্ণ যত্ন নিছে। আমার কষ্ট হলে আমি খুব রাগ হই আর খুব ছেন ছেন করি, আমি যাই করি না কেন সে কোন কিছু পাত্তা না দিয়ে, নিজের মত আমার যত্ন করছে সময় মতো খাওয়াইছে, ওষুধ খাওয়াইছে,রাতে বারবার উঠে গরম পানি করে রাখছে যাতে আমার খাওয়া কষ্ট না হয়। ছেলে সামলাইছে, আমাকে সামলাইছে, অফিস সামলাইছে, ঘর সামলাইছে! একটা মানুষ সে একাই সব করছে। বিকাল একটু সুস্থ লাগার পর থেকে বারবার শুধু তার উপরে এবং আল্লাহর উপরে আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আজ যদি মুমিনের বাবা পাশে না থাকতো, হয়তো এত দ্রুত আমার সুস্থ হওয়া সম্ভব ছিল না। এই ৪টা দিন কি যে কষ্ট পেয়েছি শুধু মুবিন সাখাওয়াত আর আমার আল্লাহ জানে কারন তারাই আমার অবস্থা দেখছে বুঝছে। আমার এই টুকু বাচ্চা ও বার বার বলে আম্মু অছুস্থ ( অসুস্থ)
আল্লাহ তা'আলা আমার বাবা-মার পরে আমার জীবনে এমন একটা মানুষ দিছে, যাকে নিয়ে বললে অনেক কম হবে। জীবনে ভালো কিছু করার ফল তুমি আমার জীবনে হয়ত এসেছো বাবু 🖤
দুইবার ক্যানোলা চেঞ্জ করলাম হাতের মতো গাল মুখের অবস্থা ও খারাপ। শুধু ঘুমের উপর আছি। সবাই মন থেকে দোয়া করবেন।
❤️

01/11/2025

প্রিয় নভেম্বর কোনো এক কালে এই দিনে আমি JSC দিয়েছিলাম এখন এইটা গল্পের মতোন শুনায়। 🐤

২২ তারিখ থেকে গলা ব্যাথায় ভুগছি 🥲 গলা ব্যাথায় খাবার টাও খেতে পারতেছি না, ওষুধ চলছে সাথে তিন বেলা লবন পানি দিয়ে কুলকুচি ক...
30/10/2025

২২ তারিখ থেকে গলা ব্যাথায় ভুগছি 🥲 গলা ব্যাথায় খাবার টাও খেতে পারতেছি না, ওষুধ চলছে সাথে তিন বেলা লবন পানি দিয়ে কুলকুচি করা আর গরম পানি খাওয়া তো আছেই 😭😭
আমার এখন অশান্তি লাগতেছে এই গলা ব্যাথা 💔😭
দোয়া দিবেন 🧡

সকাল থেকে বৃষ্টি ভাব সাথে ঠান্ডা বাতাস, এক কথায় আলাদা শান্তি আহ❤️ আর এই অবহাওয়ায় প্রথম মাথায় আসে গরম মজার কিছু খাওয়ার। স...
30/10/2025

সকাল থেকে বৃষ্টি ভাব সাথে ঠান্ডা বাতাস, এক কথায় আলাদা শান্তি আহ❤️
আর এই অবহাওয়ায় প্রথম মাথায় আসে গরম মজার কিছু খাওয়ার।
সবাই ঘুম আমি নারিকেল বেটে মসলা বেটে। নারিকেল দিয়ে হাঁস ভুনা করলাম । ওরা দুইজন উঠলো ১১টার পর। ফ্রেশ হলো এর পর তিন জন মিলে তৃপ্তি করে হাঁসের মাংস খেলাম। সত্যি বলতে সংসারের শান্তি থাকলে আর রান্না জানলে, যখন যা মন চায় তখন তাই করা যায়।
আর মাঝেমধ্যে পছন্দের খাবার হলে মন্দ হয় না। যদিও কিছুদিন থেকে মুমিনের বাবা প্রতিদিন আমার হাতের রান্না খায় আর বলে, সুপার হইছে সুপার৷
লোকটা হয়তো আমার একটু বেশি তেল দেয়।আর এই তেল দেওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে 😸😸🙈🙈 আমি সুন্দর সুন্দর রান্না করব, রান্না খারাপ হইলেও তুমি তেল দিবা, ভালো হলেও তেল দিবা ঠিক আছে বাবু 🤗🤭

29/10/2025

কোটিপতি হইতে আর মাত্র ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯ শ'ত ৯০ টাকা লাগে।

29/10/2025

সকালে ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেছি,
বাইরে তাকিয়ে দেখি কুয়াশায় কিছুই দেখা যায় না, তার উপর টুপটুপ করে পানি পড়ে! আমি ভাবলাম শীত আবার ভাবলাম বৃষ্টি এর পর ভাবলাম, ধুরো কিছুই না এইটা গরম কাল নয়ত রুমে ফ্যান চলে কেন? এইসব ভেবে আবার ঘুম 🥴
যাই হোক শীতে এসে পড়েছে 🤗

29/10/2025

গোল্ডের দাম কমে যাওয়ার ব্যাপার টা হচ্ছে একটু রোদ দেখা দেয়ায় পুকুরের এক বালতি পানি কমে বন্যায় পুকুরের উপরের পানি উঠে যাওয়ার আর কি।

যেমন ধরেন 10k কমে একেবারে 3 লাখে চলে গেছে। 🥱

28/10/2025

রাতে ঠান্ডা লাগে কিন্তু দিনে গরম 😌
এই অবস্থা কার কার

বাড়ি থেকে চলে যাবার আগে আম্মু বলল, হুট করে এসে হুট করেই যাবি, কি খাবি উত্তর দিলাম গাছের ধুনদুল দিয়ে মাছ রান্না করো আম্মু...
28/10/2025

বাড়ি থেকে চলে যাবার আগে আম্মু বলল, হুট করে এসে হুট করেই যাবি, কি খাবি উত্তর দিলাম গাছের ধুনদুল দিয়ে মাছ রান্না করো আম্মু।
আম্মু ডালিয়ার মা আর আমার খালাকে নিয়ে অসুস্থ শরীর নিয়ে কত কিছু রান্না করল আমার মা। শাহী আপা কাটা পিঠা বানিয়ে দিলো, কিন্তু ১লোকমা গেলের পর আর খাওয়া সম্ভব হলো না, গলা ব্যাথায় 🥲 আবার কবে গলায় যাবে তোমার হাতের রান্না যানি না মা 💔🥲

27/10/2025

ডিকবাজী জাবেদ খান কি সত্যি বিয়ে করে নিলো??? 🤭

☘️☘️ দীপ্তি লুচি গাছ ☘️☘️এই গাছের পাতা হচ্ছে প্রকৃতির এক আশীর্বাদ ।।এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে, চুলের যত্ন, শরীরের রোগ...
26/10/2025

☘️☘️ দীপ্তি লুচি গাছ ☘️☘️
এই গাছের পাতা হচ্ছে প্রকৃতির এক আশীর্বাদ ।।
এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে, চুলের যত্ন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম, ঘুম, এমনকি রান্নায়ও অনায়াসে ব্যবহারযোগ্য।

আসুন লুচি দীপ্তি গাছের পাতার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই ঃ-

✅ এই গাছের পাতা বেটে মাস্ক বানিয়ে মুখে লাগালে মুখের উজ্জ্বলতা বাড়ে।

✅ পাতা ও হলুদের পেস্ট লাগালে ব্রণ দূর করতে সাহায্য করে।

✅ চুল পড়া কমাতে পাতার তেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন।
✅ মুখের দাগছোপ হালকা করতে পাতার রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে লাগান।
✅ মাথাব্যথা ও মানসিক চাপ কমাতে এই পাতা গরম করে কপালে সেঁক দিন।

✅ চুল ঘন ও মজবুত করতে পাতার রস তেল মিশিয়ে ব্যবহার করুন।
✅ এই পাতার চা সকালে খালি পেটে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
✅ কাটা-ছেঁড়া দ্রুত শুকায় — পাতার পেস্ট লাগালে জীবাণু ধ্বংস হয়।
✅ জয়েন্ট ব্যথা ও বাত উপশমে — পাতা গরম করে পেইন স্পটে সেঁক দিন।

✅ ঘুমের সমস্যা দূর করতে — রাতে এই পাতার চা পান করলে ভালো ঘুম হয়।
✅ ঘাম ও দুর্গন্ধ কমায় — পাতার পেস্ট বগলে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

25/10/2025

মানুষের সাথে মানুষের সুসম্পর্কের মেয়াদ সবচেয়ে কম!🤍

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিষ্টি আপু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিষ্টি আপু:

Share