03/11/2025
আলহামদুলিল্লাহ ৪দিন পর একটু সুস্থ লাগছে, কথায় আছে - স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়। এই প্রথমবারের মতো তার কাছে থাকা অবস্থায় আমি এত বেশি অসুস্থ হলাম, হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝার আগেই, এত বেশি অসুস্থ হব কখনো কল্পনাও করিনি।
আমার অসুস্থতায় তার যত্নের কোন ত্রুটি ছিল না। কথা বলতে না পারা, খেতে না পারা, আরো কত শারীরিক কষ্ট!! এত কিছুর পরেও সে আমার সম্পূর্ণ যত্ন নিছে। আমার কষ্ট হলে আমি খুব রাগ হই আর খুব ছেন ছেন করি, আমি যাই করি না কেন সে কোন কিছু পাত্তা না দিয়ে, নিজের মত আমার যত্ন করছে সময় মতো খাওয়াইছে, ওষুধ খাওয়াইছে,রাতে বারবার উঠে গরম পানি করে রাখছে যাতে আমার খাওয়া কষ্ট না হয়। ছেলে সামলাইছে, আমাকে সামলাইছে, অফিস সামলাইছে, ঘর সামলাইছে! একটা মানুষ সে একাই সব করছে। বিকাল একটু সুস্থ লাগার পর থেকে বারবার শুধু তার উপরে এবং আল্লাহর উপরে আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আজ যদি মুমিনের বাবা পাশে না থাকতো, হয়তো এত দ্রুত আমার সুস্থ হওয়া সম্ভব ছিল না। এই ৪টা দিন কি যে কষ্ট পেয়েছি শুধু মুবিন সাখাওয়াত আর আমার আল্লাহ জানে কারন তারাই আমার অবস্থা দেখছে বুঝছে। আমার এই টুকু বাচ্চা ও বার বার বলে আম্মু অছুস্থ ( অসুস্থ)
আল্লাহ তা'আলা আমার বাবা-মার পরে আমার জীবনে এমন একটা মানুষ দিছে, যাকে নিয়ে বললে অনেক কম হবে। জীবনে ভালো কিছু করার ফল তুমি আমার জীবনে হয়ত এসেছো বাবু 🖤
দুইবার ক্যানোলা চেঞ্জ করলাম হাতের মতো গাল মুখের অবস্থা ও খারাপ। শুধু ঘুমের উপর আছি। সবাই মন থেকে দোয়া করবেন।
❤️