17/07/2025
বাচ্চা হওয়াতে গিয়ে, এক জন মায়ের কষ্ট! 💔
আম্মুর ওটি হবার আগে একটা সিজার হলো, মাকে একদম অসুস্থ অবস্থায় বের করে লোক খুজতেছে আয়া খালারা, আমাকে তার লোক ভেবে বলে এই যে আপনার রুগী। আমি বলি আমি তো চিনি না, বলে এপাশ ও পাশ লোক দেখি কেউ নাই, ছোট বাচ্চাটা তাকিয়ে আছে তাকে নেওয়ার ও কেউ নাই।
কিছু সময় পর আরেক আয়া এসে জানায় এই রুগীর স্বামী ওষুধ আনতে গেছে আর আসে নাই রুগীর কোনো আপনজন আসে নাই 🥲⁉️
আমি শুনে কিছু সময় চুপ ছিলাম!
আহ জীবন?
বাচ্চার বাবা এসে বাচ্চা কোলে নিলো।,আয়া জানালো মা অসুস্থ ICU তে ১২ ঘন্টা রাখবে আর বাচ্চাকে কেনোলা দিবে। মা বাচ্চা আলাদা থাকবে।
বাবা রাজী হলো মাকে তারা নিয়ে গেলো। জন্ম হয়েই মা বাচ্চা আলাদা হয়ে গেলো।
সকাল ১১ টায় আমি আম্মুর পাশে জোর করে ICU তে বসে আছি এর মধ্যে রাত সকাল মিলিয়ে ১০-১৩ বার আম্মুর কাছে গিয়েছি দেখি রুগীটা তাকিয়ে আছে এক ভাবে পাশে কেউ নাই কেউ না আহারে কষ্ট। সকাল ৮টায় আয়া খালা ধরে বাচ্চাকে খাওয়ালো বি এম।। যাই হোক ১১ টায় এক মহিলা এলো আর বাচ্চার মাকে বলে এখানে শুয়ে থাকলে হবে? সুস্থ হয়ে বাচ্চা নেও বাচ্চার বাপ গোসল দিয়ে রেস্ট নিবে, বলে চলে গেলো! মহিলাটা অঝোরে চোখের পানি ফেললো আমি শুধু চেয়ে রইলাম!!!!!! 💔
ছবিতে বাচ্চার বাবা, হতভাগা নারীর স্বামী দেখে ভদ্র এবং ভালো পরিবারের হলে কি হবে কাজে মিল নাই।