Zahid Hassan

Zahid Hassan �� A little wish make yourself happy��

06/08/2023

যতদিন তোমার ঘরে মায়ের হাতের খাবার পাচ্ছো, দয়া করে সেটার প্রশংসা করো, নিজেকে ভাগ্যবান মনে করো ... কারণ পৃথিবীর অনেকের ঘরে খাবার নেই ... আর পৃথিবীর অনেকের ঘরে মা নেই -

06/08/2023

তোমার হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে চলার চিরচেনা সেই পথগুলো আজ বড্ড অচেনা,তবু্ও তার মাঝে খুঁজে বেড়াই অনেক স্মৃতি।

06/08/2023

জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার ।

06/08/2023

কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন। সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে,তুমি হাজার চেষ্টা করেও সামান্যতম বেশি গুরুত্বপূর্ণ হতে পারবেনা।

06/08/2023

চিরচেনা মানুষ গুলো একসময় অচেনা মানুষের চেয়েও অনেক দূরে চলে যায়,শুধু মাত্র স্বার্থের সুবাদে।

06/08/2023

আমাকে নিয়ে যদি কখনও কারও কাছে কোনো খারাপ কথা শুনেন, তাহলে বুঝে নিবেন, তার সাথে একসময় আমার ভালো সম্পর্ক ছিলো।

06/08/2023

অনেক কিছুই বলতে চাই, কিন্তু কিছুই বলতে পারি না।

তুমি বুঝে নিও আমার নীরবতা থাকার কারণ।

06/08/2023

জীবন নামক গল্পটি একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে।

তখন আর কিছুই থাকবেনা, শুধু রয়ে যাবে তোমার রেখে যাওয়া ভালো অথবা খারাপ কার্যকলাপ।।

06/08/2023

কখনোই নিজের দূর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ করতে যেওনা,
মানুষ অন্যের দূর্বলতা দেখে প্রথম আঘাতটা করে থাকে।

06/08/2023

নিজের ব্যাক্তিত্ত্বকে সুন্দর রাখতে যা করনীয়ঃ

*১। আগে সালাম দেয়া।
*২। হাসিমুখে কথা বলা।
*৩। শুনতে হবে বেশি, বলতে হবে কম।
*৪। তামাশার ছলেও কখনো মিথ্যা না বলা।
*৫। ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চাওয়া।
*৬। অকারণে বেশি হাসা ঠিক নয়।
*৭। ধীরে ধীরে বুঝিয়ে কথা বলা।
*৮। আগে অন্যের কথা শুনতে হবে তারপর নিজেরটা বলা।
*৯। কোনো বিষয়ে তর্কে না জড়ানো।
*১০। কারো কাছে নিজেকে বড় প্রমান করার চেষ্টা না করা।
*১১। রাগ নিয়ন্ত্রণে রাখা।
*১২। কেউ ভুল করলে ক্ষমা করা।
*১৩। ছোট বড়ো সবাইকে সম্মান করা।
*১৪। কথা দিয়ে কথা রাখা।
*১৫। পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখা।
*১৬। না পারলে জোর করে না খাওয়া।
*১৭। খাবার সামনে এলে আগে অন্যকে দেওয়া।
*১৮। মুখ ও শরীর গন্ধমুক্ত রাখা।
*১৯। চরিত্র সুন্দর রাখা।
*২০। ব্যবহারে নম্রতা বজায় রাখা।
💕 মহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুক আমিন। 💕

د

06/08/2023

"আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া সব থেকে দামী ও প্রিয় জিনিস কি ছিলো?"❤️"

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahid Hassan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share