Mithu Hasan

Mithu Hasan service and helpfull page

আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম।পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন।Mizanur Rahman Azhari...
02/10/2024

আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম।
পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন।
Mizanur Rahman Azhari 🖤🌼
স্বাধীন বাংলাদেশে আপনাকে স্বাগতম

07/09/2024

হঠাৎ যদি শুনতে পান ইসলাম ধর্ম রক্ষা করার জন্য যু*দ্ধে যেতে হবে আপনি জাবেন তো ইনশাআল্লাহ

ড্রপ ইন পিচ পদ্ধতি ব্যবহার করে রংপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ, বিপিএলে রংপুর রাইডার্সের হোম ভেন্যু হিসেবে দেখতে চায়...
05/09/2024

ড্রপ ইন পিচ পদ্ধতি ব্যবহার করে রংপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ, বিপিএলে রংপুর রাইডার্সের হোম ভেন্যু হিসেবে দেখতে চায় রংপুর বিভাগের পনে দুই কোটি জনগণ। পৃথিবীর অনেক স্টেডিয়ামে এই পদ্ধতি ব্যবহার করে ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়ে থাকে। যা আমরা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকাতে দেখেছি।

➡️রংপুর স্টেডিয়ামের মাঠের আয়তন মিরপুর স্টেডিয়াম এর চেয়ে বড়,
➡️দর্শক ধারণ ক্ষমতা প্রায় মিরপুরের এর কাছাকাছি, ২৫০০০
➡️ স্টেডিয়াম এবং ক্রিকেট গার্ডেন মিলে একসাথে চারটি দল অনুশীলন করার সুযোগ থাকছে।
➡️ স্টেডিয়ামটির সাথে রয়েছে সুইমিং পুল।
➡️ স্টেডিয়ামের প্রেস বক্স, খেলোয়াড়দের ড্রেসিং রুম সবই অত্যাধুনিক।
➡️ স্টেডিয়ামের পাশে রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স, দ্রুততম সময় সব সিকিউরিটি দিতে সক্ষম।
➡️এ ছাড়া রংপুরে রয়েছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন, র‍্যাব ১৩ হেড অফিস, বিজিবির উত্তরাঞ্চলের ১৬ জেলার হেড কোয়ার্টার, রংপুর মেট্রো পুলিশ। কাজেই রংপুর শহর সিকিউরিটির দিক দিয়ে সেফ জোনে রয়েছে।
➡️ রংপুর শহর থেকে ৪০ মিনিট দূরত্বে রয়েছে airport।

ব্যবস্থা করতে হবে

➡️ফ্লাড লাইট
➡️জিমনেসিয়াম
➡️ ভাল পিচ কিউরেটর

১৯৬৮ সালে নির্মিত দেশের অন্যতম পুরাতন স্টেডিয়ামে জাতীয় লীগ সহ সব ধরণের ক্রিকেট ম্যাচ দেখার অপেক্ষায় আমরা।

04/09/2024

মতামত দিন
আপনি জাতীয় সংগীত পরিবর্তন করার পক্ষে না বিপক্ষে?
পক্ষে -১
বিপক্ষে -২

04/09/2024

২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়।
❣আল্লাহু আকবার❣
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে,
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর।
যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।

বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট।
❣আল্লাহু আকবার❣
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
❣আল্লাহু আকবার❣

মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

❣❣আমিন❣❣

Shout out to my newest followers! Excited to have you onboard! ব্যর্থ প্রেমিক, মোঃ হোছাইন আল মামুন, MD Sirajul Islam
17/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! ব্যর্থ প্রেমিক, মোঃ হোছাইন আল মামুন, MD Sirajul Islam

13/05/2024

আব্দুল খালেক শরিয়তপুরীর ওয়াজ

11/03/2024

খোশ আমদেদ মাহে রমজান,
রমজানের পবিত্রতা রক্ষা করুন

Address

UTTAM HAZIRHAT
Rangpur
5400

Telephone

+8801797672111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithu Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mithu Hasan:

Share