MASUD RANA

MASUD RANA Good in my good to protest evil against evil Helping the helpless Repenting for kinship Apologizing

31/08/2024

আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় আট মাস পর পেইজ টি ফিরে পেলাম।।

11/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! রাজকন্যার হবু জামাই, Priyanka Das, Bijoy Halder, Rabeya Begam, Helu Bauri, Kisor Kol, Saifuddin MP R, Salman Sa, Swa GA Ta, Suvo Das, Buddhadeb Lohar, Rajdeep Majumder, Rontu Raister Das, Sujoy Biswas, Nitai Das, Khorshed Alom, PBR RAHUL, Raju Mandal, Md. Munna, Jahangir Khan, Ti Thi, Farzana Mili, Rita Sardar, Esha Naskar

01/11/2023

আপাত দৃষ্টিতে বিবেকের কাছে হিংস্রভাবে পর্যদুস্ত হলেও আমি কিন্ত হারিনি বা ব্যার্থ হইনি। স্বার্থের এ ভূ-ভাগে এমন কিছু আত্মিক সম্পর্কীয় মানুষ আছে যারা আমার বেদনায় বিদ্যুৎ গতিতে কাছে টেনেছে। নিবিড় পরশে দিয়েছে সুপরামর্শ । তৃপ্তি মুখর সংলাপে দূর করেছে মৌন বেদনা সমূহ।। আমি তাদেরকে ভালোবাসি স্রষ্টার জন্য, যে ভালোবাসা পৃথিবীর কোন বিবেক, কোনদিন নষ্ট করতে পারবেনা। আর এ জন্যই সাময়িক পরাজয় মেনে নিলেও আমি বরাবরই বিজয়ী ।। 💕💕আলহামদুলিল্লাহ।।

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, শরতেও হেতা কাঁদা পানি থাকে!
08/10/2023

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, শরতেও হেতা কাঁদা পানি থাকে!

21/08/2023

অনলাইনে সক্রিয় থাকার পরেও জানতে পারলাম না🤔🤔 এমটিএফই কী জিনিস! অপরদিকে নিষ্ক্রিয় বন্ধুবররা এমটিএফই এর ফাঁদে পরে খোয়ালেন কোটি কোটি টাকা😂🤣😭

18/08/2023

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বিহীন,
কত রাত কেটে যায় মমতাহীন ।
তোমার স্মৃতীগুলো খুঁজে ফিরি মাগো ।
আশা ভালোবাসা ছিল তুলনা বিহীন।।

17/08/2023

কেউ নেই কেউ নয়, কারো নয় কেউ
ক্ষণিক উথলে উঠা বিস্মৃত ঢেউ ।

16/08/2023

মন থেকে অগচরে যা কিছু মুছে যায়,
আনন্দঘনো ছাড়া বেদনার স্মৃতিগুলো
নিরবে কাঁদায়।।

14/08/2023

চলে যা এখান থেকে!🙈🤣😂😋যাবি না মানে! দাড়া।

13/05/2023

এখনো সে রাত প্রায় চোখের সামনে ভাসে, কোনোদিন মুছে যাবে না!
আমাকে একা রেখে চলে গেছে যে নিশিতে,
আমার প্রাণের প্রিয় মা!
হাসপাতালে মাগো তোমার পাশে যখন,
সারাক্ষণ বসে থাকতাম।
হৃদয় মুচড়ে যেত যখনই বলতে তুমি-
চলে যাবে ছেড়ে ধরাধাম।
চলেই তো গেলে মাগো আমাকে একা ফেলে,
তোমায় আর খুঁজে পাব না!
পড়াশুনা ফেলে রেখে খেলতে গেলে তুমি-
করতে বারণও শাসন,
মন খারাপের দিনে সেই আমাকেই ফের-
পেতে দিতে স্নেহের আসন।
তোমারই শাসনগুলো এখনও প্রতি রাতে আমাকে নীরবে কাঁদায়!
তোমার আদর ছাড়া বেঁচে আছি কতদিন, স্মৃতিগুলো শুধু ডেকে যায়!
এ শাসন, মমতা কোথা পাব বলো মা!
তোমাকে তো ভুলা যায় না!

#এখনো_সে_রাত
গানঃ স্মৃতিতে মা
কন্ঠঃ সালাহউদ্দিন মওদুদী নুর
কথাঃ ডা. মহিউল ইসলাম মাহি
সুরঃ মারুফ বিল্লাহ
মূল গানের লিংক: https://youtu.be/cIwM9QhoDgQ

সত্যিই কোটি টাকার আনন্দকেও ছাপিয়ে যেত.... পুকুর পাড়ে কুড়িয়ে পাওয়া একটি ডিম! 😊🤗
09/05/2023

সত্যিই কোটি টাকার আনন্দকেও ছাপিয়ে যেত....
পুকুর পাড়ে কুড়িয়ে পাওয়া একটি ডিম! 😊🤗

পাখিদের সমাবেশ!
01/05/2023

পাখিদের সমাবেশ!

15th Blood Donation. A still image of the moment a third caesarean mother is given an emergency blood transfusion. May o...
11/04/2023

15th Blood Donation. A still image of the moment a third caesarean mother is given an emergency blood transfusion.
May our love be for Allah.

কালবৈশাখী ঝড়ের এই সময় ছাদে এভাবে ফুলের টব/ইট রাখবেন না ।আপনার বিলাসিতা হতে পারেনিরীহ কোন পথচারীর মৃত্যুর কারন।
11/04/2023

কালবৈশাখী ঝড়ের এই সময় ছাদে এভাবে ফুলের টব/ইট রাখবেন না ।

আপনার বিলাসিতা হতে পারে

নিরীহ কোন পথচারীর মৃত্যুর কারন।

মুসলিম সমাজের এক শ্রেণীর ধর্মভীরুরা অতিষ্ট হলেও এই অমুসলিম ভাইটি কিন্তু সাহরির সময়ের ডাকাডাকিতে ইসলামের সৌন্দর্যই দেখতে ...
03/04/2023

মুসলিম সমাজের এক শ্রেণীর ধর্মভীরুরা অতিষ্ট হলেও এই অমুসলিম ভাইটি কিন্তু সাহরির সময়ের ডাকাডাকিতে ইসলামের সৌন্দর্যই দেখতে পান।

Address

Rangpur
5450

Telephone

+8801314178831

Website

Alerts

Be the first to know and let us send you an email when MASUD RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MASUD RANA:

Share