22/11/2024
→→→📚 ভর্তি চলছে!! 📚 ভর্তি চলছে!!
আল-কোরআনের আলো মডেল মাদ্রাসায়
(প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত) ভর্তি চলছে!
"মেধাবীদের সংস্পর্শে মেধার বিকাশ"
------------------------------------------------------------------------------------
📚 চেষ্টা ও সফলতার ৬ষ্ঠ বর্ষে...
✅ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিশু কিশোরদের টিকে থাকার জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়া। পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সোনালী ভবিষ্যত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আল-কোরআনের আলো মডেল মাদ্রাসা ✅
✅ একটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সুনির্দিষ্ট কার্যক্রম, যুগোপযোগী পাঠ পরিকল্পনা, সফল হওয়ার জন্য বিজ্ঞানভিত্তিক নিয়ম-কানুন, যোগ্য শিক্ষকমণ্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে গঠিত একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমরা বিনয়ের সাথে দাবি করছি আল-কোরআনের আলো মডেল মাদ্রাসায় এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাণ শিক্ষার পাশা-পাশি কম্পিউটার শিক্ষা, বিতর্ক প্রতিযোগিতা, English Spoken ও খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা। সচেতন ও আত্মবিশ্বাসী জাতি গঠনের অঙ্গীকার নিয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসেবে গড়ে তোলা এবং এর সুনাম রক্ষাকল্পে কর্তৃপক্ষসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ সর্বদা দায়িত্ব সচেতন ও সংকল্পবদ্ধ। যে কোন শিক্ষার্থীর জন্য এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
⭕ শিক্ষার পরিবেশ:
শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষার উপযুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের পড়ালেখার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের রয়েছে কোলাহলমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ। এছাড়াও রয়েছে প্রতি শাখায় সর্বোচ্চ ৩৫ জন শিক্ষার্থীদের আসন বিন্যাস । ফলে নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পাঠগ্রহণের সুবিধা পায়।
⭕ ডায়েরির ব্যবহার:
শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীকে স্কুল ডায়েরি প্রদান করা হয়। ডায়েরিতে শিক্ষার্থী প্রতিদিনের নির্ধারিত পাঠ লিপিবদ্ধ করবে এবং শিক্ষকের নিকট থেকে উপস্থিতির স্বাক্ষর দিতে শিক্ষকগণও শিক্ষার্থীদের পড়ালেখার উন্নতি-অবনতি বিষয়ে ডায়েরিতে প্রয়োজনীয় মতামত দিয়ে থাকেন। বাড়িতে অভিভাবক প্রতিদিন ডায়েরি দেখে স্বাক্ষর করবেন। ফলে অভিভাবক শিক্ষার্থীর Class Performance সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।
⭕ শ্রেণি কার্যক্রম:
আল-কোরআনের আলো মডেল মাদ্রাসা শ্রেণি কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে। এ লক্ষ্যে শিক্ষাবর্ষের শুরুতে প্রদেয় একাডেমিক ক্যালেন্ডার যথাযথ অনুসরণ করা হয়। কোর্সের পরিধি ও শিক্ষার্থীদের ধারণ ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি ক্লাসের সময়সীমা নির্ধারণ করা হয়। ক্লাসের শতকরা ৮০ভাগ পড়া শিখিয়ে দেয়া হয়। শিক্ষকগণ প্রতিটি বিষয়ই শিক্ষার্থীদের উপযোগী করে ক্লাসে বুঝিয়ে দেন। এরপরও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের Back Up ক্লাসের মাধ্যমে অগ্রসর করার ব্যবস্থা করা হয়।
⭕ পরীক্ষা পদ্ধতি:
শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতিটি পরীক্ষাই অত্যন্ত কঠোর শৃঙ্খলায় অনুষ্ঠিত হয়। পরীক্ষাসমূহ:
🟥 শ্রেণি পরীক্ষা (CT)
🟥 মিডটার্ম পরীক্ষা (MT)
🟥 সেমিস্টার পরীক্ষা (ST)
📚 একনজরে আল-কোরআনের আলো মডেল মাদ্রাসা,
🈴 ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
১। অভিজ্ঞ, মেধাবী ও নিবেদিত শিক্ষক-শিক্ষিকা দ্বারা
Participatory Method-এ শিক্ষাদান।
২। Feedback ক্লাসের মাধ্যমে পিছিয়ে পড়া
ছাত্র-ছাত্রীদের অগ্রসর করা।
৩। নিয়মিত Class Test, Weekly Test, Monthly
Test, Semester & Model Test এর মাধ্যমে
শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন।
৪। Speakig hour ও English Language এর উপর
সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
৫। ক্লাসের পড়া ক্লাসেই শিখানো এবং দূর্বল ছাত্র-ছাত্রীদের
পৃথক পরিচর্যা।
৬। যুগোপযোগী জেনারেল শিক্ষা ( বাংলা, ইংরেজি, গণিত
ও বিজ্ঞান সহ) সহীহ্ কোরআন শিক্ষা বাধ্যতামূলক।
৭। শিক্ষকদের মাধ্যমে হাতের সুন্দর লেখা অনুশীলন,
বানান ও উচ্চারণ শিখানোর পাশাপাশি দ্রুত লিখনে
অভ্যস্ত করণে নিয়মিত প্রশিক্ষণ।
৮। নিয়মিত অভিভাবক সমাবেশ ও Home Visit কার্যক্রম।
৯। আরবী লেখা ও নূরানী পদ্ধতিতে পবিত্র কোরআন
শিক্ষা।
১০। কম্পিউটার শিক্ষার সু-ব্যবস্থা।
১১। অমনোযোগী শিক্ষার্থীদের মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে
শিক্ষা দান।
১২। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা/বনভোজন/নবীনবরণ/
পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সহ ছাত্র-ছাত্রীদের জন্য
রয়েছে বিভিন্ন শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা।
১৩। দেশের প্রথম সারির স্কুল/মাদ্রাসা সমূহের অনুরূপ
যুগোপযোগী সিলেবাস অনুযায়ী পাঠদান।
১৪। ছাত্র-ছাত্রীদের জন্য স্কুলের ডায়রী, যার মধ্য
ছাত্র-ছাত্রী এবং অভিভাবকের জন্য আলাদা ভাবে
স্কুলের সকল নীতি মালা দেওয়া আছে।
১৫। ক্লাস শুরুর ১০ মিনিট আগে ক্লাসে প্রবেশ এবং
কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত, শপথ বাক্য
পাঠ করে দৈনিন্দিন কার্যক্রম শুরু করা হয়।
১৬। বিদ্যালয়ের কালচারাল ক্লাস, (হামদ-নাত,
কনভারসেশন, বিতর্ক প্রতিযোগীতা,নাটক, আবৃত্তি,
ড্রইং, ) ইত্যাদির সু-ব্যবস্থা।
১৭। মাদ্রাসায় কোন শিক্ষার্থী ১ দিন অনুপস্থিত থাকলে
ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হয়।
১৮। প্রত্যেক মডেল পরীক্ষায় মেধাতালিকা অনু্যায়ী ১ম,
২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কার দেওয়া হয়।
১৯। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা ও
ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
২০। শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, আচার-আচারণ,
সামাজিক মূল্যবোধ, ধর্মীয় নিরপেক্ষতা, জেন্ডার
সচেতনতা বিষয় গুলোতে অধিক দৃষ্টি প্রদর্শন করাই
মাদ্রাসার মুখ্য বৈশিষ্ট্য।
২১। পূর্ণাঙ্গ সুন্নাতের অনুসারী রূপে আদর্শ আলোকিত
মানুষ তৈরী করাই আমাদের লক্ষ্য।
↪️ আপনার সন্তানকে কোথাও ভর্তি করানোর পূর্বে
আমাদের প্রতিষ্ঠান একবার পরিদর্শন করুন।
🈴 ফাঁসিতলা (কলেজের পাশে),গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
☎️ 0️⃣1️⃣8️⃣3️⃣9️⃣ 3️⃣9️⃣ 4️⃣4️⃣ 4️⃣4️⃣
(WhatsApp, imo).
0️⃣1️⃣7️⃣5️⃣2️⃣ 3️⃣3️⃣ 3️⃣9️⃣ 3️⃣3️⃣
📧 [email protected]