Tarik Rahman

Tarik Rahman Hello friends,
Welcome to my Page. My name is Tarikur Rahman Tarik. First of all I am a lawyer.

25/04/2025

ভুরুঙ্গামারী সীমান্তে রহস্য উন্মোচন #ভুরুঙ্গামারী

11/04/2025

রমজান মাসে প্রতিদিন পাবে ইফতার উপহার একজন। গত রমান মাসে প্রতিদিন যে ইফতার উপহার দেয়া হয়েছে তা একনজরে এখানে। এই উপহারগুলো পেয়ে মানুষের হাসি আমার কাছে খুব ভালো লেগেছে।
এই রমজানের উপহার বিতরণের সময় আমার সাথে একজন যোগ দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।
#রমজান #ইফতার #উপহার

30/03/2025

রমজানের উপহার

30/03/2025

ESDF ঈদ উপহার

04/03/2025

০৪.০৩.২০২৫।
০৩ রমজান, ১৪৪৬ হিজরী।
আসসালামু আলাইকুম। রমজানের ৩য় দিনে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা।
রমজান মাস জুড়ে প্রতিদিন,
পাবে ইফতার উপহার একজন।

০৫.১২.২৪চলো না ঘুরে আসি অজানাতে...
05/12/2024

০৫.১২.২৪
চলো না ঘুরে আসি অজানাতে...

06/03/2024

নির্মানাধীন চিলমারী হরিপুর তিস্তা সেতু দেখতে। কাজের শেষ অবস্থা।

হরিপুর চিলমারী সেতু।
বাংলাদেশের উত্তরের নদীবেষ্টিত দুই জেলা কুড়িগ্রাম ও গাইবান্ধা। নদীর উত্তরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ওপারে দক্ষিনে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা। দুই উপজেলার মাঝপথ দিয়ে প্রবাহিত হয়েছে দেড় কিলোমিটার প্রসস্ত তিস্তা নদী। নদী বিচ্ছিন্ন এই দুই উপজেলার লাখ লাখ মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যমে ছিলো খেয়া পারাপার। দিনে বেলায় খেয়ার নৌকায় নদী পাড়া পাড় করলেও সন্ধ্যা নেমে এলেই বন্ধ হয়ে যায় খেয়া পারাপার।
দুই অঞ্চলের দুই জেলার মানুষের যাতায়াতের সেই দুর্ভোগ নিরসনে ২০১৪ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মান কাজ শুরু হয়। যা হরিপুর চিলমারী তিস্তা সেতুনামেই পরিচিতি পেয়েছে। ইতোমধ্যে মুল সেতুর নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে। সেতুর মোট ৩০ টি পিলারে মধ্যে ২৮ টি পিলারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকী ২টি পিলারের কাজও শেষ হওয়ার পথে।
সেতুটির নির্মান কাজ শেষ হওয়ার পথে থাকলেও সেতুর উভয় পাশের ৮৮ কিলোমিটার সংযোগ সড়কের কাজ এখনও চলমান আছে। এছাড়াও উভয় পাশে সংযোগ সড়কের জন্য তৈরী করা হচ্ছে দৃষ্টি নন্নদ বিভিন্ন কালভার্ট।

সেতুটি নির্মান শেষ না হলেও হরিপুর প্রান্তে ইতোমধ্যে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। আশা করা যায় সেতুটি নির্মাণ শেষ হলে সেতুর দুই প্রান্ত বিনোদন স্পট হিসেবে গড়ে উঠবে। একই সাথে এ অঞ্চলের মানুষ যেমন নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে তেমনী কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরাঙ্গামারী, চিলমারী থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় ১00 কিলোমিটার। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেরও। পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবনমানের ধারা, ঘটবে অর্থনৈতিক উন্নয়ন।

20/01/2024

২০.০১.২০২৪
কুড়িগ্রাম জেলার তরুণ পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন ( )- এর ব্যবস্থাপনায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর স্কুল/মাদ্রাসার মোট ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শীতের সোয়েটার বিতরন এবং শিক্ষা ক্যাম্পেইন ( উলিপুর উপজেলা, কুড়িগ্রাম) অনুষ্ঠিত হলো।

ভিডিও আসবে শীঘ্রইই।

19/01/2024

১০০ বাচ্চাকে শীতের সোয়েটার উপহার দিতে। #শীতের #শীত #সোয়েটার #শীতের_উপহার #শিক্ষার্থী #মানবিক #মানবিকতা

18/01/2024

ESDF এর শীতের সোয়েটার বিতরন

ESDF কুড়িগ্রাম, কুড়িগ্রাম জেলার তরুন পেশাজীবীদের অরাজনৈতিক সংগঠন। সংগঠনের মুল উদ্দেশ্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা সহ কুড়িগ্রাম তথা বাংলাদেশের শিক্ষার হার বৃদ্ধিতে কাজ করা। আলহামদুলিল্লাহ!
23/12/2023 ইং কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ESDF এর ব্যবস্থাপনায় পাচঁটি স্কুল/মাদ্রাসার মোট ১০০ জন শিক্ষার্থীর মাঝে সোয়েটার বিতরণ সম্পন্ন হলো। প্রোগ্রাম ভেন্যু ছিল কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজার পার হয়ে প্রায় অর্ধমাইল বালুচর পার হয়ে ২ নং চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর।

স্কুল/মাদ্রাসাগুলোর তালিকা:
====================
১. ২ নং চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় - ২০ জন।
২. পাইকের ভিটা উত্তর ঘনশ্যামপুর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা - ২০ জন।
৩. আল জামিয়াতুল ইসলামিয়া নূরুল ইসলাম মাদ্রাসা - ২০ জন।
৪. পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় - ২০ জন।
৫. মাঝিয়ালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় - ২০ জন।

ESDF কুড়িগ্রাম এর পক্ষথেকে বাচ্চাদের শিক্ষা উপকরন বিতরনের কর্মসূচীর ১ম পর্ব এই ভিডিওতে তুলে ধরা হয়েছে।

04/01/2024

সাংস্কৃতিক সন্ধা, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি। নাচ, গান আর কবিতার আড্ড।

30/12/2023

গানের তালে চরম নাচ! কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠান | 😄🤣😍😝

Address

Kurigram
Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when Tarik Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarik Rahman:

Share