17/10/2022
বাবা-মায়ের গর্বের কারণ হওয়ার পথে তোমার পরিশ্রমটা শুরু হোক আজ থেকেই 🖐️
পড়তে পড়তে হঠাৎ করেই আর পড়তে ইচ্ছে করছে না, হঠাৎ করেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছো, চোখ বন্ধ করে তোমার সেই বৃদ্ধ বাবা-মায়ের কথা কল্পনা করো, সেই মা-বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে আজকের তুমি বানিয়েছে, আজকের যে তুমি তার পিছনে পুরো অবদান তোমার বাবা-মায়ের, তাদের ছাড়া আজকের এই পজিশনে যেমন আসা সম্ভব ছিল না, সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তারা কি চায় তোমার কাছে?? তেমন কিছুই না। তোমার স্বপ্ন পূরণ হবার মাধ্যমে তাদের এই কষ্টের জীবনের যেন অবসান হয়, গর্ব করে যেন বাঁচতে পারে এটুকুই তো চাওয়া। তাদের এতদিনের পরিশ্রমের বিনিময়ে কী এত টুকু প্রতিদান আমরা দিতে পারি না!
পৃথিবীতে খুব কম বাবা-মা আছে যাদের স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু এমন কোন বাবা-মা নেই যে তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি নি।
কিন্তু খুব কম বাবা-মায়ের সন্তানই তাদের পরিশ্রমের মূল্য বুঝেছে, কিন্তু এমন বাবা-মা খুঁজে পাওয়া যাবে না,যে তার সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে নি।
তুমি যেন সেই সন্তান হও, যে তোমার বাবা মায়ের কষ্টের কারণ না হয়ে,গর্বের কারণ হবে।
যদি কখনো তোমার বাবা-মায়ের কষ্টের কারণ তুমি হও, ঠিক সেদিন উপলব্ধি করতে পারবে তুমি কতটা নির্বোধ ,বোকা ছিলে।
কখনো ভেবে দেখেছো, তাদের কষ্টের কারণ হবার জন্য অক্লান্ত পরিশ্রম করে তোমাকে বড় করেনি?
এই পৃথিবীতে কোন মানুষ যদি তোমাকে কোন কারন ছাড়াই ভালোবেসে থাকে কোন স্বার্থ ছাড়া ভালোবেসে থাকেন,তারা হচ্ছেন সেই দুইজন তোমার মা-বাবা ❤️❤️❤️
বাবা মায়ের গর্বের কারণ হওয়ার পথে তোমার পরিশ্রমটা শুরু হোক আজ থেকেই 🙏
আজ থেকেই তোমার স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু হোক।
আজ থেকেই ডক্টর,ইঞ্জিনিয়ার,ঢাবিয়ান হবার পথে পরিশ্রম শুরু হোক।
মনে রেখো, একদিন হঠাৎ করেই একটা ফোন কলে মাকে বলে উঠবা মা,মা,ও মা বাবা,বাবা,বাবা আমি মেডিকেল,বুয়েট,ঢাবিতে চান্স পেয়েছি।
এরকম একটা ফোন কলের অপেক্ষায় প্রহর গুনছে তোমার বৃদ্ধ মা-বাবা।
সেই ইচ্ছাটা তুমি কি পূরণ করতে চাওনা???
আজ থেকে কঠোর পরিশ্রম করার Promise করছো তো??
{}শুভ কামনায়{}
Prankumar Ray (Pran) & রবিউল ইসলাম হিমালয় স্যার
হিমালয় বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড
হিমালয় বইঘর বিডি
হিমালয় পাঠাগার বিডি Himalay Pathagar BD
হিমালয় শিক্ষা পরিবার Himalay Education Family