রবিউল ইসলাম হিমালয় স্যার Robiul Islam Himalay Sir

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • রবিউল ইসলাম হিমালয় স্যার Robiul Islam Himalay Sir

রবিউল ইসলাম হিমালয় স্যার Robiul Islam Himalay Sir মেধা বিকাশে স্বপ্ন পূরণের বিশ্বস্ত ঠিকানা

14/11/2022

আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন! শুধু বিশ্বাস করতে হবে, শুধু জানতে হবে- দুনিয়ার কোনো বাধাই আপনাকে আটকায়ে রাখতে পারবে না। বাকিটা ম্যাজিক। এই ম্যাজিকটা সত্য করতে কেবল পরিশ্রম করতে হবে।
এখন বলেন- ম্যাজিক করার পেছনে যে পরিশ্রম, সেটা করতে পারবেন না?

14/11/2022

বীরশ্রেষ্ঠ মতিউর স্ত্রী’র কাছে শেষ চিঠি।
বীরশ্রেষ্ঠ মতিউর একটা অসম্ভব সুন্দর প্রেমের চিঠি লিখেছিলেন। তাঁর শেষ চিঠিঃ

প্রিয়তমা মিলি,

একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেলো….সকালে প্যারেডে যাবার আগে তোমাকে চুমু খেয়ে বের না হলে আমার দিন ভালো যায় না।আজ তোমাকে চুমু খাওয়া হয় নি।আজকের দিনটা কেমন যাবে জানিনা…..এই চিঠি যখন তুমি পড়ছো, আমি তখন তোমাদের কাছ থেকে অনেক দূরে।ঠিক কতটা দূরে আমি জানিনা।

মিলি, তোমার কি আমাদের বাসর রাতের কথা মনে আছে? কিছুই বুঝে উঠার আগে বিয়েটা হয়ে গেলো। বাসর রাতে তুমি ফুঁপিয়ে ফুঁপিয়ে যখন কাঁদছিলে, আমি তখন তোমার হাতে একটা কাঠের বাক্স ধরিয়ে দিলাম। তুমি বাক্সটা খুললে….সাথে সাথে বাক্স থেকে ঝাকে ঝাকে জোনাকি বের হয়ে সারা ঘরময় ছড়িয়ে গেলো। মনে হচ্ছিলো আমাদের ঘরটা একটা আকাশ….আর জোনাকিরা তারার ফুল ফুটিয়েছে! কান্না থামিয়ে তুমিনবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলে, “আপনি এত পাগল কেনো!?” মিলি, আমি আসলেই পাগল….নইলে তোমাদের এভাবে রেখে যেতে পারতাম না।

মিলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন প্রিয় কন্যা মাহিনের জন্মের দিনটা। তুমি যন্ত্রনায় কাতরাচ্ছিলে। বাইরে আকাশ ভাঙা বৃষ্টি….আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্টে পুড়ে যাচ্ছি। অনেক্ষন পরে প্রিয় কন্যার আরাধ্য কান্নার শব্দ….আমার হাতের মুঠোয় প্রিয় কন্যার হাত! এরপর আমাদের সংসারে এলো আরেকটি ছোট্ট পরী তুহিন….মিলি, তুমি কি জানো….আমি যখন আমার প্রিয় কলিজার টুকরো দুই কন্যাকে এক সাথে দোলনায় দোল খেতে দেখি, আমার সমস্ত কষ্ট -সমস্ত যন্ত্রণা উবে যায়। তুমি কি কখনো খেয়াল করেছো, আমার কন্যাদের শরীরে আমার শরীরের সূক্ষ্ম একটা ঘ্রাণ পাওয়া যায়? মিলি…আমাকে ক্ষমা করে দিয়ো।

আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে, “বাবা কেন আমাদের ফেলে চলে গেছে?” তুমি তাদের বলবে, “তোমাদের বাবা তোমাদের অন্য এক মা’র টানে চলে গেছে….যে মা’কে তোমরা কখনো দেখো নি। সে মার নাম “বাংলাদেশ”। মিলি….আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারি নি।আমি দেশের জন্য জকে ছুটে না গেলে আমার মানব জন্মের জন্য সত্যিই কলঙ্ক হবে। আমি তোমাদের যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটিকে। যে দেশের প্রতিটা ধুলিকনা আমার চেনা। আমি জানি….সে দেশের নদীর স্রোত কেমন…একটি পুটি মাছের হৃদপিন্ড কতটা লাল। ধানক্ষেতে বাতাস কিভাবে দোল খেয়ে যায়….।

এই দেশটাকে হানাদাররা গিলে খাবে, এটা আমি কি করে মেনে নিই?আমার মায়ের আচল শত্রুরা ছিড়ে নেবে….এটা আমি সহ্য করি কিভাবে মিলি?
আমি আবার ফিরবো মিলি….আমাদের স্বাধীনতার পতাকা বুক পকেটে নিয়ে ফিরবো।
আমি, তুমি, মাহিন ও তুহিন….বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই।তোমাদের ছেড়ে যেতে বুকের বামপাশে প্রচন্ড ব্যথা হচ্ছে…আমার মানিব্যাগে আমাদের পরিবারের ছবিটা উজ্জ্বল আছে। বেশি কষট হলে খুলে দেখবো বারবার।
ভালো থেকো মিলি….ফের দেখা হবে। আমার দুই নয়ণের মণিকে অনেক অনেক আদর।

ইতি,
মতিউর।
২০ শে আগস্ট, রোজ শুক্রবার,১৯৭১

19/10/2022

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধিনে ছিলো?
ক)৫
খ)৬
গ)৭
ঘ)৮

ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার দরকার নাই। এখানে ডাটা অফ করলে আপনাকে কেউ আর চিনবেও না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত ...
19/10/2022

ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার দরকার নাই। এখানে ডাটা অফ করলে আপনাকে কেউ আর চিনবেও না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করুন। মানুষ ডাটা অন করে আপনাকে সার্চ করে খুঁজতে বাধ্য হবে! 🖤

HSC & ADMISSION এর সময়ে দেখা যায় তোমরা অনলাইনে খুবই এক্টিভ থেকে সময় নষ্ট করো যা সময় অপচয় ছাড়া আর কিছুই না। সো, অনলাইন থেকে পড়ার টেবিলে বেশি সময় দিতে হবে কিন্তু। আর অনলাইনের সময়ও অপচয়ে না রেখে ভালো ভালো পেজ বা গ্রুপে add থাকা যেখানে তুমি কিছু শিখতে পারবে।

Towhidul islam Sohan
Department of IHC
University of Dhaka

 University of chittagongহিমালয় নার্সিং ভর্তি কোচিং Himalay Nursing Admission Coaching হিমালয় ক্যারিয়ার কোচিং সেন্টার Hi...
17/10/2022


University of chittagong
হিমালয় নার্সিং ভর্তি কোচিং Himalay Nursing Admission Coaching
হিমালয় ক্যারিয়ার কোচিং সেন্টার Himalay Career Coaching Center

Mithila Islam Zilani Chisti College, Chandpur. HSC 22হিমালয় শিক্ষা পরিবার Himalay Education Family HSC একাডেমিক কোর্সের ...
17/10/2022

Mithila Islam
Zilani Chisti College, Chandpur. HSC 22
হিমালয় শিক্ষা পরিবার Himalay Education Family HSC একাডেমিক কোর্সের স্টুডেন্ট 🥰💞

বাবা-মায়ের গর্বের কারণ হওয়ার পথে তোমার পরিশ্রমটা শুরু হোক আজ থেকেই 🖐️পড়তে পড়তে হঠাৎ করেই আর পড়তে ইচ্ছে করছে না, হঠা...
17/10/2022

বাবা-মায়ের গর্বের কারণ হওয়ার পথে তোমার পরিশ্রমটা শুরু হোক আজ থেকেই 🖐️
পড়তে পড়তে হঠাৎ করেই আর পড়তে ইচ্ছে করছে না, হঠাৎ করেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছো, চোখ বন্ধ করে তোমার সেই বৃদ্ধ বাবা-মায়ের কথা কল্পনা করো, সেই মা-বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে আজকের তুমি বানিয়েছে, আজকের যে তুমি তার পিছনে পুরো অবদান তোমার বাবা-মায়ের, তাদের ছাড়া আজকের এই পজিশনে যেমন আসা সম্ভব ছিল না, সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তারা কি চায় তোমার কাছে?? তেমন কিছুই না। তোমার স্বপ্ন পূরণ হবার মাধ্যমে তাদের এই কষ্টের জীবনের যেন অবসান হয়, গর্ব করে যেন বাঁচতে পারে এটুকুই তো চাওয়া। তাদের এতদিনের পরিশ্রমের বিনিময়ে কী এত টুকু প্রতিদান আমরা দিতে পারি না!
পৃথিবীতে খুব কম বাবা-মা আছে যাদের স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু এমন কোন বাবা-মা নেই যে তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি নি।
কিন্তু খুব কম বাবা-মায়ের সন্তানই তাদের পরিশ্রমের মূল্য বুঝেছে, কিন্তু এমন বাবা-মা খুঁজে পাওয়া যাবে না,যে তার সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে নি।
তুমি যেন সেই সন্তান হও, যে তোমার বাবা মায়ের কষ্টের কারণ না হয়ে,গর্বের কারণ হবে।
যদি কখনো তোমার বাবা-মায়ের কষ্টের কারণ তুমি হও, ঠিক সেদিন উপলব্ধি করতে পারবে তুমি কতটা নির্বোধ ,বোকা ছিলে।
কখনো ভেবে দেখেছো, তাদের কষ্টের কারণ হবার জন্য অক্লান্ত পরিশ্রম করে তোমাকে বড় করেনি?
এই পৃথিবীতে কোন মানুষ যদি তোমাকে কোন কারন ছাড়াই ভালোবেসে থাকে কোন স্বার্থ ছাড়া ভালোবেসে থাকেন,তারা হচ্ছেন সেই দুইজন তোমার মা-বাবা ❤️❤️❤️
বাবা মায়ের গর্বের কারণ হওয়ার পথে তোমার পরিশ্রমটা শুরু হোক আজ থেকেই 🙏
আজ থেকেই তোমার স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু হোক।
আজ থেকেই ডক্টর,ইঞ্জিনিয়ার,ঢাবিয়ান হবার পথে পরিশ্রম শুরু হোক।
মনে রেখো, একদিন হঠাৎ করেই একটা ফোন কলে মাকে বলে উঠবা মা,মা,ও মা বাবা,বাবা,বাবা আমি মেডিকেল,বুয়েট,ঢাবিতে চান্স পেয়েছি।
এরকম একটা ফোন কলের অপেক্ষায় প্রহর গুনছে তোমার বৃদ্ধ মা-বাবা।

সেই ইচ্ছাটা তুমি কি পূরণ করতে চাওনা???
আজ থেকে কঠোর পরিশ্রম করার Promise করছো তো??

{}শুভ কামনায়{}
Prankumar Ray (Pran) & রবিউল ইসলাম হিমালয় স্যার
হিমালয় বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড
হিমালয় বইঘর বিডি
হিমালয় পাঠাগার বিডি Himalay Pathagar BD
হিমালয় শিক্ষা পরিবার Himalay Education Family

অধ্যবসায়ের পুরস্কার মাস্টার জাহাঙ্গীর আলম এক মনে লেগে থাকো একদিন সফল হবে অধ্যবসায় ছাড়া সফল হয়েছে কে কবে? মেধা আর প্রতিভ...
17/10/2022

অধ্যবসায়ের পুরস্কার
মাস্টার জাহাঙ্গীর আলম

এক মনে লেগে থাকো একদিন সফল হবে
অধ্যবসায় ছাড়া সফল হয়েছে কে কবে?
মেধা আর প্রতিভায় হতে পারে শুধু উত্থান
কেবল অধ্যবসায়ে তুমি পাবে সেরার স্থান।

জীবনে খেটেছি কলুর বলদের মতো
বহুকাল মানুষের কটুকথা সহেছি কতো
অটল সংকল্প নিয়ে করে গেছি কাজ
আজ আমার মাথায় বিজয়ীর তাজ।

প্রেমে পড়েছে মন! প্রেমে পড়েছে!ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমে পড়েছে!!হিমালয় GK অলিম্পিয়াড  হিমালয় বাংলা অলিম্পিয়াড হিমালয় En...
17/10/2022

প্রেমে পড়েছে মন! প্রেমে পড়েছে!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমে পড়েছে!!
হিমালয় GK অলিম্পিয়াড
হিমালয় বাংলা অলিম্পিয়াড
হিমালয় English অলিম্পিয়াড
হিমালয় ICT অলিম্পিয়াড
গরীব মেধাবী শিক্ষার্থীদের সহজলভ্যে সেরা অনলাইন শিক্ষা প্লাটফর্ম হিমালয় শিক্ষা পরিবার Himalay Education Family পুরো ৬৪ জেলায় আসতেছে ইনশাআল্লাহ। 🥀🌻💞🥰

17/10/2022

১৬/১০/২২
[]গাইবান্ধা সরকারি কলেজ[]
কিছু স্বপ্নবাজ তরুণের সাথে 🥰💞🌻🥀
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আনন্দের মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ।
হিমালয় শিক্ষা পরিবার Himalay Education Family
Himalay Group BD হিমালয় গ্রুপ বিডি

17/10/2022

"নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।"
★(সূরা আনফাল ৩০)

হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য অকল্যানকর। বস্তুত আল্লাহ জানেন এবং তোমরা জান না। ★(সূরা বাকারা ২১৬)

Address

Rangpur

Telephone

+8801722339704

Website

Alerts

Be the first to know and let us send you an email when রবিউল ইসলাম হিমালয় স্যার Robiul Islam Himalay Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রবিউল ইসলাম হিমালয় স্যার Robiul Islam Himalay Sir:

Share

Category